আর্টিকেল রাইটিং কোর্স ও সংশ্লিষ্ট জব নীতিমালা
নিচের নীল বাটনে ক্লিক করে পুরো ক্লাস ভিডিওটি প্রথমে সিনেমা দেখার মত একটানা দেখুন। এরপর আবারও ২য় বার ভিডিওটি দেখার পাশাপাশি কাজের প্র্যাকটিস করুন। প্রতিবার ভিডিও দেখার সময় ইন্টারনেট সংযোগ চালু রেখে অনলাইনে দেখতে হবে। ভুলেও ডাউনলোড করে দেখবেন না। কারণ; কখন, কতক্ষণ এবং কতবার ভিডিও দেখছেন তা ট্র্যাক করা হয়।
অর্ডিনারি আইটির ০৭ দিনের এই আর্টিকেল রাইটিং কোর্সটি সম্পন্ন করে প্রতিমাসে সর্বোচ্চ ১৫,০০০ টাকা বেতনে চাকরি করার জন্য আপনি ইতোমধ্যে নির্বাচিত হয়ে থাকলে উপরের ভিডিও দেখে নিম্নোক্ত বর্ণনা অনুযায়ী কোর্স শেষ করে চাকরি শুরু করুন।
০১। এই ফ্রিল্যান্সিং/চাকরির উদ্দেশ্য কি?
অর্ডিনারি আইটির অ্যাডমিন কাওসার ফ্রিল্যান্সিং করার মাধ্যমে প্রতিমাসে লক্ষাধিক টাকা আয় করে থাকে, নিজে উদ্যোক্তা হয়ে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করাটাই তার মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় এই কোর্সের আয়োজন। এই কোর্সটি সম্পন্ন করে অর্ডিনারি আইটিতে কয়েকমাস চাকরি করার পর আপনার যে অভিজ্ঞতা হবে তা দিয়ে আপনি নিজেই অর্ডিনারি আইটির মত পোস্ট রাইটিং সাইট ক্রয় করে সেখানে কাজ করে মাসে লক্ষাধিক* আয় করতে পারবেন। বিস্তারিত আইডিয়া নিতে এই ভিডিওটি দেখতে পারেন।
০২। প্রশিক্ষণকালীন সময় এবং চুড়ান্ত জব নিয়োগ
প্রশিক্ষণ শুরু করার জন্য এই কোর্সের লিংকটি অফিসিয়ালি যেদিন পেয়েছেন তার পরের দিন থেকে পরবর্তী ০৭ দিন সময় পাবেন প্রশিক্ষণ কোর্স শেষ করার জন্য।
প্রশিক্ষণের ০৭ দিন অতিবাহিত হবার পর আরো ০৩ দিন অতিরিক্ত সময় পাবেন চুড়ান্ত জব কনফার্মেশনের লক্ষ্যে ০২টা পরীক্ষামূলক "টেস্ট ওয়ার্ক" জমা দেওয়ার জন্য। তারমানে সব মিলিয়ে ১০ দিন সময় পাচ্ছেন।
এই ১০ দিনের মধ্যে প্রশিক্ষণ শেষ করে সমস্ত নিয়মানুযায়ী সময়মত টেস্ট ওয়ার্ক জমা দেওয়া পূর্বক নির্দিষ্ট মাধ্যমে এসএমএস করতে ব্যার্থ হলে আপনি চুড়ান্ত জবে নিয়োগ পাবেন না, একই সাথে কোর্স ফি ফেরত পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য বিবেচিত হবেন। কেননা, কোর্স ফি শুধুমাত্র প্রথম মাসের বেতনের সাথে ফেরতযোগ্য।
০৩। টেস্ট ওয়ার্ক জমা দিতে হয় কেন?
আপনি ঠিকমত প্রশিক্ষণ শেষ করে সময়মত নিয়মানুযায়ী কাজ করছেন কিনা বা নীতিমালা ভঙ্গ করে কাজ করছেন কিনা তা যাচাই করার জন্য পরীক্ষামূলক টেস্ট ওয়ার্ক জমা দিতে হয়।
আপনার জমাকৃত টেস্ট ওয়ার্ক অর্ডিনারি আইটি টিম যাচাই/বাছাই ও পরীক্ষা/নিরীক্ষা করে পরবর্তী ৭২ কর্ম ঘণ্টার মধ্যে আপনাকে জানিয়ে দেবে আপনি চুড়ান্ত নিয়োগ পেয়েছেন কি না।
তবে এটা নিশ্চিত থাকেন যে, সময়মত নিয়মানুযায়ী কাজ করলে ১০০% আপনার জবটি কনফার্ম হবে।
নীতিমালা মেনে কাজ করতে গিয়ে আপনার জমাকৃত টেস্ট ওয়ার্ক ১০০% নির্ভুল না হওয়া পর্যন্ত টেস্ট ওয়ার্কের টাস্ক পেতে থাকবেন, যা সম্পন্ন করার জন্য ০১ দিন সময় পাবেন।
০৪। যে কোন সমস্যায় যোগাযোগের ক্ষেত্রে
যে কোন সমস্যায় যোগাযোগের ক্ষেত্রে কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দিতে হবে এই লিংকে গিয়ে।
প্রতিবার ম্যাসেজ দেওয়ার সময় ইংরেজিতে আপনার জব আইডি যুক্ত করে ম্যাসেজ দেবেন (উদাহরণঃ 27890 আমি ইনভাইট ইমেল পাই নি)। ম্যাসেজ দেওয়ার সময় হচ্ছে, শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ০৯.০০টা থেকে সন্ধ্যা ০৬.০০টা পর্যন্ত।
০৫। প্রশিক্ষণ শুরু করতে হয় কিভাবে? ১ম ইমেল ইনভাইটেশন
প্রশিক্ষণের শুরুর ধাপে আপনাকে দুইটি ইমেল ইনভাইটেশন একসেপ্ট করতে হবে। আপনি এই কোর্সে আবেদন করার সময় অনলাইন ফরমে যে জিমেইল ঠিকানা জমা দিয়েছিলেন ঐ ইমেলে "অর্ডিনারি আইটি কর্তৃপক্ষ" ইমেল ইনভাইটেশন পাঠাবে।
ইমেল ইনভাইটেশন পাবার জন্য কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দিন আপনার জব আইডি এবং অনলাইন ফরমে যে ইমেল ঠিকানা দিয়েছিলেন সেটি উল্লেখ করে (উদাহরণঃ 24453 example@gmail.com send me 02 email invitation)।
ম্যাসেজ দেওয়ার পরবর্তী ২৪ কর্মঘণ্টার মধ্যে আপনার জিমেইল ঠিকানায় ইমেল চলে যাবে। প্রাইমারি ইনবক্সে ইমেলটি না পেয়ে থাকলে স্প্যামসহ অন্য সকল ইমেল ইনবক্স চেক করে ইমেলটি খুঁজে বের করে ইনভাইটেশনটি একসেপ্ট করুন। সবকিছু চেক করেও ইনভাইটেশন ইমেল না পেয়ে থাকলে কন্টেন্ট ম্যানেজারকে আপনার জব আইডি সহ ম্যাসেজ দিয়ে পুনরায় ইনভাইটেশন ইমেল পাঠাতে বলুন।
ইনভাইটেশন একসেপ্ট করার সময় ডিসপ্লে নেম হিসেবে ইংরেজিতে আপনার জব আইডি ও এক শব্দে আপনার নাম দেবেন। যেমন, 25420 Kawser (আপনার জব আইডি নম্বর কত সেটা আপনার ফেসবুক ম্যাসেঞ্জারে এসএমএস করে দেওয়া হয়েছে)। আপনার গুগল একাউন্টের ডিসপ্লে নেমও উক্ত ফরম্যাটে (উদাহরণঃ 25420 Kawser) পরিবর্তন করতে হবে।
ইনভাইটেশন একসেপ্ট করার সময় যদি ডিসপ্লে নেম সংযুক্ত করার অপশন না আসে, তাহলে ইনভাইটেশন একসেপ্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই লিংকে গিয়ে ডিসপ্লে নেম যুক্ত করে দেবেন। ইনভাইটেশন একসেপ্ট করার সময় নতুন ব্লগ url তৈরি করতে বললে তা স্কিপ করুন।
০৬। ইমেল ইনভাইটেশন কেন একসেপ্ট করা লাগলো?
ইমেল ইনভাইটেশন একসেপ্ট করার মাধ্যমে অর্ডিনারি আইটির ওয়েবসাইটে আপনার একটি একাউন্ট খোলা হয়ে গেল। এটাই সেই একাউন্ট যেখানে প্রশিক্ষণ শেষে আপনাকে টেস্ট ওয়ার্ক জমা দিতে হবে। যদি ইতোমধ্যে আপনার ব্লগ অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে অর্ডিনারি আইটির ইমেল ইনভাইটেশন একসেপ্ট করার পর অর্ডিনারি আইটির ব্লগ সিলেক্ট করে নিয়ে সেখানে কোর্সের প্র্যাকটিস করবেন ও টেস্ট ওয়ার্ক জমা দেবেন।
কোর্সের প্র্যাকটিস ও টেস্ট ওয়ার্ক জমা দেওয়ার জন্য প্রতিবার সেই ইমেল থেকে লগইন করবেন যে ইমেল অর্ডিনারি আইটির আবেদন ফরমে জমা দিয়েছিলেন। টেস্ট ওয়ার্ক লিখা শুরুর পূর্বেই আপনার সকল প্যাকটিস/ড্রাফট পোস্ট খুঁজে বের করে (author:25024) ডিলিট করে দেবেন।
০৭। ২য় ইমেল ইনভাইটেশন একসেপ্ট করার নিয়ম
এর আগে ১ম ইনভাইটেশন একসেপ্ট করার মাধ্যমে আপনি জেনে গিয়েছেন কোথায় পোস্ট লিখে জমা দিতে হবে। যে পোস্টগুলি লিখে জমা দেবেন সেগুলো অ্যাসাইন করা হয় যে স্থানে, সেখান থেকেও আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে। ২য় ইনভাইটেশন একসেপ্ট করার প্রয়োজন নেই। জাস্ট এই লিংকে ক্লিক করলেই Ordinary IT Test Workers... নামে গুগল শিট পেয়ে যাবেন (না পেলে স্প্যাম সেকশন চেক করুন)। এটাই সেই গুগল শিট যেখান থেকে আপনাকে পরীক্ষামূলক কাজ অ্যাসাইন করা হবে।
উপরের লিংকে ক্লিক করার পর যদি Ordinary IT Test Workers (intern) নামের কোনো গুগল শিট দেখতে না পান, তাহলে আপনার কাঙ্খিত জিমেইল একাউন্ট সুইচ করে নিন। এরপরেও না পেলে কন্টেন্ট ম্যানেজারকে জব আইডিসহ বিস্তারিত উল্লেখ করে ম্যাসেজ দিন।
০৮। অর্ডিনারি আইটিতে পোস্ট জমা দেওয়ার পদ্ধতি ও নিয়মাবলি
প্রতিবার পোস্ট লিখে জমা দেওয়ার জন্য অর্ডিনারি আইটির মূল ওয়েবসাইটে গিয়ে মেন্যুবার থেকে "নতুন পোস্ট লিখুন" সেকশনে ক্লিক করে কাজ করতে হবে। পোস্ট লিখা ও পোস্ট ফরম্যাটিং করার নিয়ম নীতিমালাগুলো নিচে দেওয়া হলোঃ
- বাংলা পোস্ট রাইটারদের ক্ষেত্রে প্রতিটি পোস্টের লিখার ভাষা হবে ইউনিকোড ফরম্যাটে "চলিত বাংলা" ভাষা। (উইন্ডোজ অভ্র কিবোর্ড, অ্যান্ড্রয়েড রিদ্মিক কিবোর্ড)
- বিশেষ প্রয়োজনে বিশেষ কারণ ছাড়া ইংলিশ ওয়ার্ড ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- পোস্টের টাইটেল বা শিরোনাম ০৫ থেকে ০৮ শব্দের মধ্যে হতে হবে।
- বিশেষ প্রয়োজনে এগুলো (?, !, - বা |) ছাড়া টাইটেলে স্পেশাল ক্যারেক্টারের ব্যবহার করা নিষিদ্ধ।
- পোস্টের পার্মালিংক ইংলিশ কিওয়ার্ডে ০১ থেকে ০২ শব্দের মধ্যে লিখতে হবে।
- অন্য কোথাও লিখে রেখে, তারপর সেটা কপি করে নিয়ে এসে পেস্ট করে পোস্ট জমা দেওয়া যাবে না।
- প্রতিটি পোস্ট ড্রাফট আকারে জমা দিতে হবে। পাবলিশ করে জমা দিলে তা ডিলিট করে দেওয়া হবে।
- প্রত্যেকটি পোস্ট অনলাইন ইনকাম, তথ্য, স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি, ধর্মীয়, সমকালীন তথ্য বা লাইফস্টাইল বিষয়ক হতে হবে। পোস্টের বিষয়বস্তুর গভীরে গিয়ে বিস্তারিত ব্যাখ্যা না করে দায়সারা ভাবে পোস্ট করলে জব ক্যানসেল হয়ে যাবে।
- সারা বছর গুগলে/ফেসবুকে/ইউটিউবে সার্চ হয় এই টাইপের পোস্ট লিখতে হবে।
- ইভেন্ট বা অকেশন ভিত্তিক পোস্টের ক্ষেত্রে উক্ত ইভেন্টের অন্তত ৩০ দিন আগে পোস্ট জমা দিতে হবে।
- আপডেটেড নয় এবং কারো কোনো তেমন কাজে আসে না বা জনসাধারণের আগ্রহ তেমন নেই এমন টপিকে কোনো পোস্ট লিখে জমা দেওয়া যাবে না।
- প্রতিটি পোস্টে টাইটেলের পর একটি ভূমিকা বাটন (class="link-oit-btn") যুক্ত করে ঠিক তারপর থেকে ২ লাইনের একটি ভূমিকা লিখতে হবে। তারপর ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী ০১টি AI ফিচার ইমেজ নিজে তৈরি করে আপলোড করতে হবে। ১ম ফিচার ইমেজের পর ২/১ লাইন ভূমিকা লিখতে হবে। এরপর পেজসূচিপত্র তৈরি করতে হবে যাতে সর্বনিম্ন ১০টি প্রয়োজনীয় সূচি থাকবে। তারপর পুরো পোস্টে হেডিং (h2, লার্জ, বোল্ড) টাইটেল যুক্ত করাসহ প্যারা প্যারা করে লিখতে হবে। কোনো পোস্টে সর্বনিম্ন ১৫টি হেডিংযুক্ত প্যারা ও একটি প্যারার দুটি অংশের মাঝে একটি করে অন্তত ০২টি আরো পড়ুন সেকশন (class="alert") এবং ০২টি অতিরিক্ত ম্যানুয়াল ফিচার ইমেজ থাকতে হবে। প্রতিটি পোস্টের শেষে উপসংহার, শেষ বক্তব্য বা লেখকের উক্ত পোস্ট সম্পর্কে নিজস্ব ভালমন্দ ব্যাখ্যা থাকতে হবে। পোস্ট লিখার শেষে একটি স্পেস দিয়ে ইংরেজিতে নিজের জব আইডি লিখতে হবে।
- ব্লগপোস্টে আপলোডকৃত প্রতিটা ছবি WebP ফরম্যাটে এবং ৫০ কিলোবাইটের মধ্যে সীমাবদ্ধ হতে হবে।
- প্রতিটি ফিচার ইমেজ ইউনিকোড ফরম্যাটে HD কোয়ালিটির হতে হবে। সর্বনিম্ন width ১০০০ পিক্সেল হতে হবে, রেশিও ১৬ঃ৯ হতে হবে। ১ম ফিচার ইমেজ Ai মেড, ২য় ফিচার ইমেজের মধ্যে মার্জিন এরিয়ার বামপাশে ছবি ও ডানপাশে চার লাইনে রেক্টেঙেল ফরম্যাটে টেক্সট রাখতে হবে, টেক্সটগুলো রাইট অ্যালাইনমেন্টে থাকবে। ৩য় ফিচার ইমেজে সেন্টার পজিশনে সেন্টার এলাইনমেন্টে দুই লাইনে টেক্সট রাখতে হবে, প্রতি লাইনে সর্বোচ্চ দুইটি শব্দ রাখা যাবে। ইমেজ ব্যবহারের ক্ষেত্রে অহেতুক যৌন উত্তেজনাপূর্ণ অশ্লীল ছবি কিংবা গ্রাফিক ভায়োলেন্স যুক্ত ইমেজ ব্যবহার নিষিদ্ধ। গুগল সার্চ দিয়ে বা অন্য কারো ফটো পোস্টে ব্যবহারের ক্ষেত্রে ক্রিয়েটিভ কমনস বা AI ইমেজ ব্যবহার করতে হবে। কমার্শিয়াল ইমেজ ব্যবহারের ক্ষেত্রে তা মডিফাই করে নিতে হবে এবং আপলোডের পর ক্যাপশনে সোর্স লিংক টেক্সট আকারে উল্লেখ করতে হবে। পোস্টের মধ্যে সকল ছবি আপলোড করার পূর্বে সবগুলো ছবির ফাইল নেম বিভিন্ন ফোকাস কিওয়ার্ড দিয়ে রিনেম করতে হবে। [PhotoPea, Photoshop]
- কন্টেন্ট ম্যানেজার কর্তৃক টাস্ক অ্যাসাইন করা হলে নিজ কাজ স্থগিত রেখে আগে অ্যাসাইনকৃত টাস্ক জমা দিতে হবে।
- অর্ডিনারি আইটির প্রতিটি পোস্ট এক্সক্লুসিভ হতে হবে। (এক্সক্লুসিভ অর্থ হলোঃ পূর্বে অন্য কোথাও প্রকাশিত কোনো পোস্ট অর্ডিনারি আইটিতে সাবমিট করা যাবে না এবং অর্ডিনারি আইটিতে আপনার সাবমিট করা কোন পোস্ট পরে ডিলিট বা অন্য কোথাও প্রকাশ করা যাবে না)
- অটোমেটেড বা Ai টুলের সাহায্য নিয়ে কোনো আর্টিকেল লিখা নিষিদ্ধ; কারণ, Ai কন্টেন্টে জটিল শব্দ এবং বাক্যগঠন হলেও কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা আবেগের প্রকাশ থাকে না; বাক্যগুলো অত্যন্ত নির্ভুল এবং ফরমাল দেখায়, যেসব টার্ম আমরা দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি না। ইংরেজি ভিডিও বা ব্লগ থেকে অনুবাদ করে লিখার ক্ষেত্রে ভুলেও কোনো প্রকার ট্রান্সলেটর ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ বিষয়বস্তু পড়ে বা দেখে নিজের ভাষায় সোর্স লিংকের সবকিছুই ভাবানুবাদ করতে হবে। ইংলিশ কন্টেন্ট দেখে তা বোঝার সামর্থ্য আপনার থাকতে হবে।
- অন্যের প্রকাশিত লেখার অংশবিশেষও কপি করে পোস্ট করা নিষিদ্ধ। লিখার ফরম্যাটিং বা আইডিয়া নিয়ে নিজের মত করে ভাবানুবাদ করা যাবে। যেসব বিষয়ে অলরেডি বিভিন্ন বাংলা ব্লগে জনপ্রিয় আর্টিকেল আছে ঐ একই বিষয়ে একই তথ্যসহ দ্বিতীয় বার লিখা কপি করার মত, তাই তা নিষিদ্ধ। তবে নতুন তথ্য সমৃদ্ধ উক্ত বিষয়ের পোস্ট গ্রহণযোগ্য। কন্টেন্ট আইডিয়া নেওয়ার ক্ষেত্রে কয়েকটা সাইট থেকে তথ্য নিতে হবে, বেটার পোস্টই কেবল এক্সেপ্টেবল হবে।
- কন্টেন্ট ম্যানেজার কর্তৃক টাস্ক অ্যাসাইন না করা হলে নীতিমালা মেনে উল্লেখিত বিষয়ের ইচ্ছেমত টপিকে পোস্ট লিখে সময়মত নিয়মানুযায়ী সাবমিট করতে হবে। এক্ষেত্রে, অর্ডিনারি আইটিতে প্রকাশিত বা অন্য কেউ লিখছে এমন হুবহু টাইটেলের বিষয়ে পোস্ট লিখা যাবে না।
- প্রত্যেকটি পোস্ট ভালমত ফরম্যাটিং করতে হবে। অগোছালো, ফন্ট সাইজ ছোট/বড়, বিভিন্ন ফন্টের, কালার পিকার থেকে নিয়ে একাধিক কালারযুক্ত পোস্ট গ্রহণযোগ্য নয়।
- নিজের আইডিয়া থেকে কোন পোস্ট জমা দেওয়ার ক্ষেত্রে জেনারেল রাইটার শিটে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ফরম্যাটে জানাতে হবে।
- পোস্টে ভুল বানান অগ্রহণযোগ্য। সঠিক বাংলা বানানের নিয়ম দেখুন ও বানানের অ্যাপ ডাউনলোড করে নিন। আরেকটি অ্যাপ।
- যেসব ছবি চুরি করে অন্য কেউ সহজেই নিজের বলে ব্যবহার করতে পারে সেগুলোতে "অর্ডিনারি আইটি" লেখাযুক্ত জলছাপ ব্যবহার করতে হবে। উদাহরণ দেখতে এখানে ক্লিক করুন।
- যেসব পোস্ট লাইফটাইম আপডেট করে চালানোর সুযোগ আছে সেসব পোস্টের ছবির ভেতরের টেক্সটে ও ছবির ফাইল নামে সাল লেখা যাবে না।
- জেনারেল রাইটারঃ প্রতিটি পোস্টে সর্বনিম্ন ১,৫০০ শব্দ থাকতে হবে। এলিট রাইটারঃ প্রতিটি পোস্টে সর্বনিম্ন ৩,০০০ শব্দ থাকতে হবে। টেস্ট ওয়ার্কারঃ প্রতিটি পোস্টে সর্বনিম্ন ৩,০০০ শব্দ থাকতে হবে। [উল্লেখ্য: “আমি বাংলা লিখি” এখানে ‘৩’টি শব্দ আছে] ফ্রি ওয়ার্ড কাউন্টারের লিংক এবং এক্সটেনশন। ভয়েস টাইপিং এক্সটেনশনের লিংক।
- টিউটোরিয়াল বা সফটওয়্যার/অ্যাপ রিভিউ জাতীয় পোস্টের ক্ষেত্রে সকল স্টেপের স্ক্রিনশট নিজেকে নিয়ে তারপর পোস্টে ব্যবহার করতে হবে। অন্যের স্ক্রিনশর্ট ব্যবহার করা যাবে না। সম্ভব হলে টিউটোরিয়াল বা সফটওয়্যার রিভিউ দেয়ার পূর্বে নিজে ব্যবহার করে রিভিউ দিতে হবে। তাছাড়া অন্যের রিভিউ কপি করা নিষিদ্ধ।
- স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে "স্ক্রিনশট থেকে অপ্রয়োজনীয় অংশ" বাদ দিতে হবে।
- মেইন ফোকাস কিওয়ার্ড প্রতিটি পোস্টে নূন্যতম ১০ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং আরো ০৫ বার মডিফাই করে ফোকাস কিওয়ার্ড ব্যবহার করতে হবে। অন্যান্য সেকেন্ডারি ফোকাস কিওয়ার্ডগুলো অন্তত ০২ বার প্রাসঙ্গিকভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে এবং আরো ০১ বার মডিফাই করে ব্যবহার করতে হবে। প্রতিটি পোস্টে অন্তত ০১টি প্রাইমারি মেইন ফোকাস কিওয়ার্ড ও ০৫টি লংটেইল ফোকাস কিওয়ার্ড ইমপ্লিমেন্ট করতে হবে। ভূমিকাতে প্রাইমারি সেকেন্ডারি মিলিয়ে অন্তত ০২টি ফোকাস কিওয়ার্ড মডিফাই করে ইমপ্লিমেন্ট করতে হবে।
- প্রতিটি পোস্টের টাইটেলের শুরুতে এবং ভূমিকার শুরুতে ফোকাস কিওয়ার্ড মডিফাই করে রাখতে হবে। ফিচার ইমেজের মধ্যের টেক্সটেও ফোকাস কিওয়ার্ড মডিফাই করে রাখতে হবে। প্রতিটি প্যারাগ্রাফ হেডিং, প্যারার মধ্যে, সূচিপত্রের মধ্যেও ফোকাস কিওয়ার্ড প্রাসঙ্গিকভাবে মডিফাই করে রাখতে হবে। একই ধরনের কথা পোস্টের মধ্যে বারবার উল্লেখ করা যাবে না, কারণ এতে পাঠক বিরক্ত হয়।
- ডাউনলোড বাটন বা কোনো পেজ লিংকিং বাটন, অন্যান্য পোস্টের (আরো পড়ুন সেকশন) নির্দিষ্ট ফরম্যাটে ব্যাকলিংকিং করতে হবে ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী। অর্ডিনারি আইটির সকল পোস্ট/পেজের লিংক ডুফলো ম্যাথডে রাখতে হবে। এছাড়া অন্য সাইটের লিংক টেক্সট ফরমেটে রাখতে হবে, যা কপি করা যাবে এমন ফরম্যাটিং করতে হবে (class="copyordinaryit")। ক্ষেত্রে বিশেষে অন্য সাইটের গুরুত্বপূর্ণ লিংকগুলো নোফলো ম্যাথডে লিংকিং করা যাবে। পোস্টের ভেতরে লিংক সংযুক্তিঃ সকল এক্সটার্নাল লিংক no follow এবং সকল ইন্টার্নাল লিংক do follow হিসেবে সংযুক্ত করতে হবে।
- পোস্টের কোথাও নিজের নাম, নিজের সাইট লিংক, নিজের সোশ্যাল প্রোফাইলের লিংক শেয়ার করা নিষিদ্ধ। এমনকি উদ্দেশ্যমূলক অন্য কোন কিছুর মার্কেটিংও করাও নিষিদ্ধ। তবে অর্ডিনারি আইটির বিভিন্ন সার্ভিস, প্যাকেজ, কোর্স প্রাসঙ্গিকভাবে কোনো পোস্টে মার্কেটিং করা বাধ্যতামূলক। সেই সাথে যেসব পোস্টে অর্ডিনারি আইটির বিভিন্ন সার্ভিস, প্যাকেজ, কোর্স প্রাসঙ্গিকভাবে মার্কেটিং করা যাবে, সেসব পোস্টে কাঙ্খিত লিংক উল্লেখপূর্বক মার্কেটিং না করলে তা গ্রহণযোগ্য হবে না।
- পোস্টে ব্যবহৃত সকল কন্টেন্ট জাস্টিফাই অ্যালাইনমেন্টে রাখতে হবে।
- পোস্টে ব্যবহৃত কাজের ধারা, কোন ধরনের লিস্ট, বিভিন্ন আইটেমের লিস্ট অবশ্যই বুলেট ব্যবহার করে ফরমেটিং করতে হবে। প্রতিটা পোস্ট লিস্টিং টেকনিকে লিখার চেষ্টা করতে হবে। একটি লিস্টিং দুইবার ব্যবহার করতে হবে। প্রথমে সব তালিকা সূচিপত্রের মত করে ভূমিকাসহ এবং পরে প্রতিটার ব্যাখ্যা করতে হবে।
- পোস্টে যদি এমন কোনো সার্ভিস বা সেবার কথা উল্লেখ থাকে যা দেখা বা ডাউনলোড করার জন্য অন্য সাইটে যেতে হবে তাহলে উক্ত সাইটে থাকা সেই সার্ভিস বা সেবার নো ফলো লিংক যুক্ত হবে পোস্টের মধ্যে।
- কালার পিকার থেকে নিয়ে পোস্টে কোন ধরনের কালার ব্যবহার করা যাবে না। ডিফল্ট কালারেই পোস্ট করতে হবে। পোস্টের প্রতিটি ফোকাস এরিয়া প্যারাগ্রাফ হাইলাইটার ব্যবহার করে কালারাইজ করতে হবে।
- অর্ডিনারি আইটির মূল সাইটে যে কারো দ্বারা নতুন পোস্ট পাবলিশ হবার পর সেটি ফেসবুক, (এক্স)টুইটার, লিংকডইনসহ নিজের সকল রিয়েল সোশ্যাল অ্যাকাউন্টে শেয়ার করতে হবে।
- গুগলের কন্টেন্ট নীতিমালা মেনে প্রতিটি পোস্ট লিখতে হবে।
- মৌলিক তথ্য যুক্ত করার ক্ষেত্রে কপি না করে এক্সচেঞ্জ করে লিখতে হবে।
- কোন ব্যক্তি, জাতি, গোষ্ঠি, প্রতিষ্ঠান বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে অথবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোন পোস্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রচলিত আইন ভঙ্গ করে এমন পোস্টের জন্য শুধুমাত্র লেখক নিজে দায়ী থাকবে, এরজন্য অর্ডিনারি আইটির মালিকগণ দায়ী থাকবে না।
- কন্টেন্ট আইডিয়াঃ উদাহরণ ১ঃ ভিডিও সৌর্স-১, ভাবানুবাদ করা পোস্ট-১। উদাহরণ ২ঃ লিংক সৌর্স-২, ভাবানুবাদ করা পোস্ট-২। উদাহরণ ৩ঃ লিংক সৌর্স-৩, ভাবানুবাদ করা পোস্ট-৩।
- পোস্ট লিখার বেসিক টিপসঃ লিংক ০১, লিংক ০২, লিংক ০৩, লিংক ০৪, লিংক ০৫, লিংক ০৬, লিংক ০৭
- কিভাবে পোস্ট লিখতে হয় তার আইডিয়া নিতে উপরের লিংকগুলো দেখার পর এই পোস্টগুলোর টাইটেল দেখুন প্রথমে। ভুলেও পোস্টের ভেতরে ঢুকে দেখবেন না। তারপর নিজেই উক্ত বিষয়ে গুগল, ইউটিউব সার্চ করে তথ্য নিয়ে পোস্ট লিখুন। তারপর আপনার পোস্টের সাথে উক্ত লিংকের পোস্টের মধ্যে ঢুকে মিলিয়ে দেখুন। এভাবে নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারবেন নিজে নিজেই।
- কাজ করতে গিয়ে কোনো সমস্যা হলে বা কোনো সমস্যার জন্য কাজ করতে না পারলে আগেই কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দিয়ে অবহিত করা পূর্বক পার্মিশন নিতে হবে, অন্যথায় স্বেচ্ছাচারিতা করার জন্য জব ক্যানসেল হয়ে যাবে।
- যদি পূর্বের সঠিক পিন নাম্বার দিয়েও এই পেজ না আসে তাহলে নতুন পিন নম্বর জানতে অর্ডিনারি আইটির ফেসবুক পেজে ARC pin লিখে ম্যাসেজ দিতে হবে। সর্বশেষ আধাঘণ্টায় কোনো ম্যাসেজিং না করে থাকলে ইনস্ট্যান্ট রিপ্লেতে পিন নাম্বার পেয়ে যাবেন। অন্যথায় অফিস টাইমে কন্টেন্ট ম্যানেজার রিপ্লে দেবেন।
- উপরোক্ত এবং নিন্মোক্ত সকল নীতিমালা এবং যেসকল শব্দ বা শব্দ গুচ্ছের নিচে আন্ডারলাইন মার্কিং করা আছে তা যে কোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই পরবর্তিত হয়ে যেতে পারে।
- টেস্ট ওয়ার্ক, জেনারেল/এলিট রাইটার শিটে একজন অন্যজনের টাস্কে কমেন্ট করা নিষেধ।
০৯। টেস্ট ওয়ার্ক সংশ্লিষ্ট নীতিমালা
- উপরোক্ত প্রশিক্ষণ শেষ করার পর চুড়ান্ত নিয়োগের পূর্বে গুগল শিটের Ordinary IT Test Workers থেকে Test work number 01 কলামে সিরিয়ালের একেবারে উপরে (ফাঁকা থাকা সাপেক্ষে) ০১টি পোস্ট (ট্রেনিং ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী প্রয়োজনীয় কলামে জব আইডি, সাবমিট ডেট কমেন্ট করে) নিজেকে অ্যাসাইন করে নিয়ে পরীক্ষামূলক ভাবে লিখে জমা দিতে হবে।
- ১ম পোস্ট লিখে জমা দেওয়ার পর টেস্ট ওয়ার্ক শিটের একই রো'তে Test work number 02 কলামে আরো ০১টি পোস্ট (ট্রেনিং ভিডিওতে দেখানো নিয়মানুযায়ী) নিজেই কিওয়ার্ড রিসার্চ করে নিজেকে অ্যাসাইন করে নিয়ে পরীক্ষামূলক ভাবে লিখে জমা দিতে হবে একই তারিখের মধ্যে।
- টেস্ট ওয়ার্ক জমা দেয়ার জন্য আপনি ফেসবুক/ম্যাসেঞ্জারে ট্রেনিং SMS প্রাপ্ত হবার পরের দিন থেকে অনধিক ১০ দিন সময় পাবেন। উদাহরণ স্বরুপঃ আপনি ০১ তারিখে ট্রেনিং এসএমএস পেয়ে থাকলে ১১ তারিখের মধ্যে দুটি টেস্ট ওয়ার্ক জমা দিতে হবে।
- যে দুটি পোস্ট আপনি পরীক্ষামূলকভাবে জমা দিবেন, গুগল শিটে তার ওয়ার্কিং কলামের সেকশনে working কমেন্ট করতে হবে।
- ওয়েবসাইটে পোস্ট লিখে ড্রাফট আকারে জমা করার পর গুগল শিটে তার সাবমিট কলামের সেকশনে submitted কমেন্ট করতে হবে।
- আপনার কমেন্ট অ্যাপ্রুভ হলে যে ঘরে কমেন্ট করছেন সেই ঘরে উক্ত লিখা বা টিক চিহ্ন দেখতে পাবেন। সাধারণত ২৪ কর্মঘণ্টা সময় লাগতে পারে লিখা বা টিক চিহ্ন আপডেট হতে।
- এভাবে দুটি পোস্ট লিখে জমা দেওয়ার পর কন্টেন্ট ম্যানেজারকে ইংরেজিতে "[job_id] Two posts are submitted for review" লিখে ম্যাসেজ পাঠাতে হবে।
- আপনি SMS পাঠানোর ৭২ কর্মঘণ্টার মধ্যে অর্ডিনারি আইটি টিম চুড়ান্ত জব কনফার্মেশনের ব্যাপারে আপনার সাথে যোগাযোগ করবে।
- পরীক্ষামূলক সকল পোস্টের ক্ষেত্রে কোন বেতন প্রযোজ্য হবে না। কেবল মাত্র সফলভাবে পরীক্ষামূলক পোস্ট জমাদানকারীরাই চুড়ান্ত নিয়োগ পাবেন।
- জমাকৃত টেস্ট ওয়ার্কের পোস্টে নীতিমালা মেনে কাজ করার পরেও কোনো অসংঙ্গতি থাকলে আরো এক বা একাধিক পোস্ট টেস্ট ওয়ার্কে অ্যাসাইন করা হবে শতভাগ নির্ভুল দক্ষতা নিশ্চিত করার জন্য। অ্যাসাইন করা হয়ে গেলে কন্টেন্ট ম্যানেজার আপনাকে ম্যাসেজ দিয়ে নিশ্চিত করবেন, যা আপনি টেস্ট ওয়ার্কের শিটে দেখতে পাবেন। শতভাগ নির্ভূলভাবে টেস্ট ওয়ার্ক সাবমিট না করা পর্যন্ত পরীক্ষামূলক টেস্ট ওয়ার্ক পেতেই থাকবেন, যা জমা দিয়ে কন্টেন্ট ম্যানেজারকে "[job_id] Final Test work is submitted for review" এসএমএস করে জানাতে হবে পরবর্তী ০১ দিনের মধ্যেই।
- এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে টেস্ট ওয়ার্ক জমা দেয়া পূর্বক কন্টেন্ট ম্যানেজারকে SMS করতে ব্যর্থ হলে চুড়ান্ত জব নিয়োগে ও জবের ট্রেনিং ফি ফেরত পাবার ক্ষেত্রে আপনি স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য বলে বিবেচিত হবেন।
১০। জেনারেল রাইটারদের সংশ্লিষ্ট নীতিমালা
- টেস্ট ওয়ার্কে আপনি উত্তীর্ণ হলে জব কনফার্মেশনের ব্যাপারে কন্টেন্ট ম্যানেজার আপনাকে ম্যাসেজ দিয়ে জানিয়ে দেবেন এবং আগের টেস্ট ওয়ার্ক সংশ্লিষ্ট সকল একাউন্ট/শিটের একসেস বাতিল করে দেবেন। একই সাথে আপনাকে নতুন ব্লগ একাউন্ট এবং Ordinary IT General/Elite Writters শিট থেকে ইমেলে ইনভাইটেশন পাঠানো হবে।
- আগের নিয়মে ব্লগের একাউন্ট ইনভাইটেশন একসেপ্ট করে উক্ত গুগল শিটে প্রবেশ করুন।
- আপনার জব আইডি, এই শিটের সাবশিট থেকে খুঁজে বের করুন, যেটি হবে আপনার টাস্ক অ্যাসাইন এরিয়া।
- এই শিটেই আপনার জব স্ট্যাটিসটিক্স থাকবে এবং এখানেই কন্টেন্ট ম্যানেজার আপনাকে কন্টেন্ট রাইটিং আইডিয়া/কিওয়ার্ড/টাইটেল সরবরাহ করবেন বা আপনি নিজেই নিজেকে টাস্ক অ্যাসাইন করতে পারবেন।
- Ordinary IT General/Elite Writters শিটে উল্লেখিত জব শুরুর তারিখ থেকে বাধ্যতামূলকভাবে প্রতি ০৭ দিনে ১৪টি পোস্ট জমা দিতে হবে অর্থাৎ ৩০ দিনে ৬০টি।
- টেস্ট ওয়ার্ক শিটের মতই General/Elite Writters শিটে নিজেকে টাস্ক অ্যাসাইন করে নিয়ে নিয়মানুযায়ী কমেন্ট সাবমিট করে সময়মত কাজ করে যেতে হবে।
- প্রতি ৬০টি পোস্ট লিখার পর সম্মানি দেয়া হবে। অর্থাৎ ৩০দিনে ৬০টি পোস্ট হিসেবে।
- প্রতি ৩০ দিনে ৬০টি পোস্ট লিখে জমা দেওয়ার পর কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দেবেন "[job_id] 60 posts are submitted for review" লিখে। এরপর কন্টেন্ট ম্যানেজার সেগুলো ০৭ কর্মদিবসের মধ্যে রিভিউ করে আপনাকে কনফার্মেশন জানাবেন। সবকিছু ঠিক থাকলে কোন মাধ্যমে বেতন নেবেন তা কন্টেন্ট ম্যানেজার আপনার কাছ থেকে সংগ্রহ করে স্যালারির জন্য সিডিউল করে দিয়ে আপনাকে ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করবেন। এরপর ০৭ কর্ম দিবসের মধ্যে আপনার উক্ত মাধ্যমে বেতন পৌঁছে যাবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বেতন না পেয়ে থাকলে বিষয়টি কন্টেন্ট ম্যানেজারকে অবহিত করবেন ম্যাসেজের মাধ্যমে।
- প্রতি ০৭ দিনে ১৪টি বা প্রতি ৩০ দিনে ৬০টি সম্পূর্ণ টার্গেট পোস্ট জমা দেওয়াপূর্বক কন্টেন্ট ম্যানেজারকে এসএমএস করতে ব্যর্থ হলে কিংবা এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে জবের ট্রেনিং ফি ও বেতন পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য হবেন একই সাথে আপনার জবটি স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যাবে।
১১। এলিট রাইটার টিমে প্রোমোশন পাবার উপায়
সর্বশেষ ৩০ দিনেঃ
- প্রতিটি পোস্ট ২০০০+ শব্দে লিখতে হবে।
- কাজ করার ক্ষেত্রে কোনো রুপ ভুলত্রুটি থাকা যাবে না।
- সমস্ত টাস্ক সময়মত নিয়মানুযায়ী সাবমিট করতে হবে।
- কন্টেন্ট ম্যানেজারের সাথে বিনয়ী এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে।
- সমস্ত কন্টেন্ট আইডিয়া নিজেই নিজেকে অ্যাসাইন করতে হবে যদি কন্টেন্ট ম্যানেজার কোনো টাস্ক অ্যাসাইন না করে থাকে।
এবং অর্ডিনারি আইটিতে জেনারেল রাইটার হিসেবে ০৩ মাস কন্টিনিউয়াস কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
১২। এলিট রাইটারদের সংশ্লিষ্ট নীতিমালা
- প্রতিদিন ০১টি পোস্ট জমা দিতে হবে, অর্থাৎ মাসে ৩০টি।
- প্রতিটি পোস্ট ৩০০০+ শব্দের হতে হবে।
- প্রতিটি কন্টেন্ট নিজেই নিজেকে অ্যাসাইন করতে হবে যদি কন্টেন্ট ম্যানেজার কোনো টাস্ক অ্যাসাইন না করে থাকে।
- প্রতি ৩০ দিনে ৩০টি পোস্ট লিখে জমা দেওয়ার পর কন্টেন্ট ম্যানেজারকে ম্যাসেজ দেবেন "[Elite job_id] 30 posts are submitted for review" লিখে। এরপর কন্টেন্ট ম্যানেজার সেগুলো ০৭ কর্মদিবসের মধ্যে রিভিউ করে আপনাকে কনফার্মেশন জানাবেন। সবকিছু ঠিক থাকলে কোন মাধ্যমে বেতন নেবেন তা কন্টেন্ট ম্যানেজার আপনার কাছ থেকে সংগ্রহ করে স্যালারির জন্য সিডিউল করে দিয়ে আপনাকে ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করবেন। এরপর ০৭ কর্ম দিবসের মধ্যে আপনার উক্ত মাধ্যমে বেতন পৌঁছে যাবে। নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও বেতন না পেয়ে থাকলে বিষয়টি কন্টেন্ট ম্যানেজারকে অবহিত করবেন ম্যাসেজের মাধ্যমে।
- প্রতি ০১ দিনে ০১টি বা প্রতি ৩০ দিনে ৩০টি সম্পূর্ণ টার্গেট পোস্ট জমা দেওয়াপূর্বক কন্টেন্ট ম্যানেজারকে এসএমএস করতে ব্যর্থ হলে কিংবা এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে পোস্ট জমা দিলে জবের বেতন পাবার ক্ষেত্রে আপনি অযোগ্য হবেন একই সাথে আপনার জবটি স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যাবে।
- অন্য সকল নিয়ম জেনারেল রাইটারদের মতই প্রযোজ্য হবে।
১৩। রেফারেল বোনাস
- আপনার রেফারেন্সে কেউ এই জবে আবেদন করার পর সে যদি প্রাথমিকভাবে নিয়োগ পায় তাহলে আপনি পেয়ে যাবেন প্রতি এক জনের জন্য কোর্স ফি'র ২০% (৳৪১০/- টাকা) পর্যন্ত (বিকাশ/রকেট/নগদ) রেফারেল বোনাস।
- রেফারেল বোনাস পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই আবেদন ফরমের রেফারেল আইডি অংশে আপনার রেফারেল আইডি নম্বর লিখে দিতে হবে।
- আপনার রেফারেল আইডির জন্য রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন। তারপর ফরম পূরণ করে জমা দেওয়ার পর এই লিংক থেকে আপনার রেফারেল আইডি সংগ্রহ করুন।
- জব ছেড়ে দেয়া বা জব ক্যান্সেল হবার পরেও আপনার রেফারেল আইডি অর্ডিনারি আইটির সার্ভারে সংরক্ষিত থাকবে। ফলে জব ছেড়ে দেয়া বা জব ক্যান্সেল হবার পরেও রেফারেল বোনাস পেতে থাকবেন।
- আপনার রেফারেন্সে কেউ 'ফ্রিল্যান্স পোস্ট রাইটিং' জবে আবেদন করার পর সে যদি প্রাথমিকভাবে নিয়োগ পায়, তাহলে পরবর্তী ০৭/৯০ কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট পেয়ে যাবেন অথবা দ্রুত রেফারেল বোনাস নেওয়ার জন্য আমাদের কন্টেন্ট ম্যানেজারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে।
১৪। বিশেষ দ্রষ্টব্য
- নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোন সময় পোস্ট সংক্রান্ত জব নীতিমালা পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত হতে পারে।
- উপরোক্ত নীতিমালা ভঙ্গ ও নির্দিষ্ট কারণের প্রেক্ষিতে যে কোন সময় অর্ডিনারি আইটি অ্যাডমিন প্যানেল যে কোন ব্যক্তির জবের বেতন পরিবর্তন ও জবে অযোগ্য ঘোষণা করার ক্ষমতা রাখে।
- সকল সিদ্ধান্তের ক্ষেত্রে অর্ডিনারি আইটি অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url