অর্ডিনারি আইটি দিচ্ছে ৫০,০০০ টাকার পুরস্কার
অর্ডিনারি আইটির ৫০,০০০৳ টাকা গিফটের ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করবেন তাদের প্রত্যেকেই নিচের ছবিতে উল্লেখিত গিফট আইটেমের অন্তত একটি অবশ্যই পাবেন।
টোটাল অংশগ্রহণকারী ১০০ জন পূর্ণ হলেই ক্যাম্পেইনের মেয়াদ শেষ হবে। তাই দ্রুত অংশ নিন ১০০ জনের মধ্যে থাকতে চাইলে।
৫০,০০০৳ টাকা গিফটের ক্যাম্পেইনে অংশ নেওয়ার নিয়ম
- অর্ডিনারি আইটির এই গুগল বিজনেস অ্যাকাউন্টে ৫স্টার রেটিং দিয়ে একটি রিভিউ লিখে দিতে হবে। কয়েক লাইনে আমাদের সুযোগ সুবিধাগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে হবে।
- অর্ডিনারি আইটির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। এরপর এই ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাবলিক প্রাইভেসি দিয়ে শেয়ার করতে হবে।
- অর্ডিনারি আইটির ফেসবুক পেইজ লাইক/ফলো করতে হবে।
- তারপর নিচের বক্সের লিখাগুলো কপি করে আপনার পরিচিত ২০ জন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বা ম্যাসেঞ্জারে পাঠাতে হবে।
অর্ডিনারি আইটি দিচ্ছে ৫০,০০০৳ টাকার গিফট। ক্যাম্পেইনে অংশ নিতে ক্লিক করুন www.ordinaryit.com/50k
উপরের সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে গেলে অর্ডিনারি আইটির ফেসবুক পেইজে দুইটি ম্যাসেজ দিন। ১ম ম্যাসেজে; উপরোক্ত সমস্ত স্টেপগুলো আপনি সম্পন্ন করেছেন তার প্রমাণ হিসেবে সমস্ত কাজের স্ক্রিনশট দিন। ২য় ম্যাসেজে লিখবেন, "OiT50K". তারপর অর্ডিনারি আইটি আপনাকে ম্যাসেজের রিপ্লে দিয়ে সর্বশেষ আরো একটি স্টেপ কমপ্লিট করতে দেবে। সর্বশেষ স্টেপ কমপ্লিট হয়ে গেলে তার লিংক দিয়ে দেবেন পেইজে ম্যাসেজ দিয়ে। তারপর আরো একটি ম্যাসেজ দেবেন যেখানে লিখবেন, "OiT50K DONE".
এভাবে ১০০ জন ক্যাম্পেইনে অংশ নেওয়ার পর এই গিফটের অফারটি অর্ডিনারি আইটি বন্ধ ঘোষণা করবে। তারপর ১০০ জনকে সর্বশেষ যে স্টেপটি কমপ্লিট করতে দেওয়া হয়েছিল তাতে সর্বোচ্চ অ্যাঙ্গেজমেন্টের ভিত্তিতে ১০০জনের ০৩জনকে বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম ৩জন একটি স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং নেকব্যান্ড পাবেন। বাকি সবাই অর্ডিনারি আইটির টি-শার্ট পাবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url