বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে
এসইও সম্পর্কে বিস্তারিত জানুনবাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে সম্পর্কে অনেকেই দ্বিধায় থাকেন। তবে আপনি এই দেশেও এসইও করে টাকা ইনকাম করতে পারবেন। তার জন্যে আপনাকে আর্টিকেলটি পড়ে নিতে হবে।
অনেকেই বর্তমানে এসইও শিখে থাকেন এবং এটি কে পেশা হিসেবে নেন। এসইও কাজ গুলো অনলাইন মার্কেট প্লেস গুলো তে রয়েছে অনেক। কিন্তু আপনি যদি বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা সম্পর্কে জানতে চান তাহলে জেনে নিন।
পেজ সূচিপত্র : বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে
- বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে
- এসইও কি
- এসইও শিখতে কি কি লাগে
- এসইও কিভাবে শিখবেন
- এসইও মার্কেটিং কি
- মোবাইল দিয়ে কি এসইও করা সম্ভব
- এসইও কেন করা হয়
- এসইও শিখে কেমন আয় করা যায়
- মার্কেট প্লেসে এসইও এর চাহিদা কেমন
- লেখকের শেষ মন্তব্য
বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে
বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং করে টাকা আয় করে থাকে তাদের মধ্যে বেশীর ভাগই এসইও করে টাকা আয় করে থাকে। এস ই ও করার জন্যে কোনো প্রোগ্রামিং ভাষা জানার প্রয়োজন পড়ে না। আর তাই অনেকেই খুব সহজেই এই কাজ শিখে কাজে লেগে যেতে পারেন। কম্পিউটার সম্পর্কে যদি মোটামুটি একটা ধারণা থাকে, ইংরেজিতে মোটামুটি পারদর্শী হলে ও ওয়েব সাইট ভিজিট করতে স্বাচ্ছন্দ্য বোধ করলে এই কাজ তারা ভালো ভাবেই করতে পারে।
আপনি যদি বাংলাদেশে এস ই ও করতে চান তাহলে নিজেই একটা ব্লগ সাইট খুলে নিন। এই সাইট কে এস ই ও করে র্যাংকিংয়ে নিয়ে আসতে পারেন এবং পরে অ্যাডসেন্সের জন্যে আবেদন করে অনুমোদন পেলে টাকা আয় করতে পারবেন। প্রতিমাসে ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। তা ছাড়া ওয়েব সাইট বিক্রি করার মাধ্যমেও মাসে লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।
বাংলাদেশের বেশ কিছু সাইট রয়েছে যেমন বিল্যান্সার, শোকল, ডিল্যান্সার ইত্যাদি সাইট গুলো তে আপনি এস ই ও কাজ করে টাকা আয় করতে পারবেন। এখানেও আপনি এস ই ও কাজ করতে পাবেন ও টাকা আয় করতে পারবেন।বাংলাদেশের প্রথম সাইট হলো belancer.com এ আপনি ভালো মানের কাজ পেতে পারবেন। তার মধ্যে হলো এস ই ও একটি। এখান থেকে আপনার আয়কৃত টাকা গুলো পেপাল বা বিকাশের মাধ্যমে তুলে নিতে পারবেন।
Delancer.com নামে আরো একটি ফ্রিল্যান্সিং সাইট রয়েছে বাংলাদেশে৷ এখানে আপনি এস ই ও এর কাজ পাবেন এবং তা করে টাকা আয় করতে পারবেন। Shocch নামক আরো একটি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি এস ই ও এর কাজ করে টাকা আয় করতে পারবেন। outsourcemyjob.com এ আপনও এই এস ই ও এর কাজ গুলো পেতে পারেন। এই সাইট গুলো তে আপনি কাজ করে ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। আর তাই আপনি যদি বাংলাদেশে এস ই ও করে টাকা আয় করতে চান তাহলে এই সাইট গুলো আপনার জন্যে বেস্ট হতে পারে।
এসইও কি
বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা সম্পর্কে জেনেছেন। এস ই ও মানে হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন। আপনি যখন গুগলে কিছু লিখে সার্চ করেন তখন দেখা যায় উক্ত বিষয়ে অনেক গুলো রেজাল্ট শো করে থাকে। কিন্তু এর মধ্যে লক্ষ্য করবেন একদম প্রথমেই কিছু রেজাল্ট দেখায়, আবার একই বিষয়ে দ্বিতীয় পেজেও রেজাল্ট গুলো দেখানো হয়ে থাকে। এটিই হলো এস ই ও করার ফল। আপনি যদি ভালো ভাবে আপনার ওয়েব সাইট কে এস ই ও করে থাকেন তাহলে আপনার লেখা কন্টেন্ট গুলো গুগলের ফার্স্ট পেইজে থাকবে।
আরো পড়ুন : এসইও ফ্রেন্ডলি পোস্ট লেখার উপায় জানুন
আর ফার্স্ট পেইজে যদি আপনার কন্টেন্ট গুলো থাকে তাহলে স্বাভাবিক ভাবেই সে গুলো তে বেশী পরিমাণে ক্লিক পড়বে। যত বেশী পরিমাণ ক্লিক আসবে তত বেশী পরিমাণে ইনকাম আসবে। আর এটিই আপনার ইনকাম করার ক্ষেত্রে ভুমিকা রাখবে। সে জন্যে বেশী পরিমাণ ইনকাম করার জন্যে এস ই ও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
এসইও শিখতে কি কি লাগে
এসইও শেখার জন্যে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কত গুলো বিষয় সম্পর্কে জানতে হবে। এই গুলো আপনাকে অ্যালগরিদম ও এসইও এর কৌশল গুলো বুঝতে অনেক সাহায্য করবে। এস ই ও শেখার আগে যে বিষয় গুলো আপনার জানা প্রয়োজন তা সম্পর্কে একটা ধারণা নিয়ে নিন।
১. সার্চ ইঞ্জিনের কাজের ধারা বোঝা
আপনি যদি বুঝতে পারেন যে সার্চ ইঞ্জিন কিভাবে ভালো মানের কাজ করে থাকে তাহলে আপনার এস ই ও করা খুবই সহজ হবে। সার্চ ইঞ্জিনের প্রক্রিয়া বুঝার জন্যে আপনাকে ক্রলিং, ইনডেক্সিং ও র্যাংকিং বিষয় গুলো বুঝতে হবে।
- সার্চ ইঞ্জিনের বট গুলোই হলো ক্রলার। এই ক্রলার গুলো ওয়েব পেজ স্ক্যান করে থাকে ও তথ্য গুলো সংগ্রহ করে থাকে। ক্রলিং প্রক্রিয়ার মাধ্যমে সার্চ ইঞ্জিনের বট গুলো আপডেট কন্টেন্ট শণাক্ত করতে সাহায্য করে থাকে।
- সার্চ ইঞ্জিনের ডেটা বেসের যে তথ্য গুলো যেখানে সংরক্ষিত থাকে তাই হলো ইনডেক্সিং। কোনো কন্টেন্ট ইনডেক্সিং হলে তা সার্চ রেজাল্টে তাড়াতাড়ি খুজে পাওয়া যায়।
- এরপরের বিষয়টি আসে তা হলো র্যাংকিং। এই প্রক্রিয়ায় আপনার কন্টেন্ট গুলো গুগলের প্রথম পেজে থাকে। এটি বেশ কয়েকটা ফ্যাক্টর এর উপরে নির্ভর করে থাকে যেমন কিওয়ার্ড, কন্টেন্ট ও ব্যাক লিংকের উপর ভিত্তি করে।
২. কিওয়ার্ড রিসার্চ করা
এসইও করার জন্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কিওয়ার্ড রিসার্চ করা। দর্শকরা সাধারণত যা লিখে বেশী সার্চ করে থাকে আপনাকেও সেই অনুযায়ী একটি কিওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে। এর জন্যে আপনি অনেক গুলো কিওয়ার্ডস সার্চ টুলস ব্যবহার করতে পারেন। যেমন keyword planner, Ahrefs, Ubersuggest ও MOZ এর মতো কিছু এক্সটেনশন ব্যবহার করতে পারেন। এখানে আপনাকে কিওয়ার্ডের সার্চ ভলিউম, প্রতিযোগিতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় গুলোর দিকে নজর দিতে হবে। আর কিওয়ার্ড সিলেক্ট করার জন্যে আপনার কন্টেন্ট এর সাথে সম্পর্কিত ও উচ্চ ভলিউম যুক্ত এবং কম প্রতিযোগিতার কিওয়ার্ড গুলো সিলেকশন করে নিতে হবে।
৩. কন্টেন্ট ক্রিয়েশন
এস ই ও করার জন্যে আপনার মান সম্মত কন্টেন্ট তৈরি করতে হবে।
আরো পড়ুন : ইউটিউব এসইও কি জানুন
কন্টেন্ট কে তথ্য বহুল করতে হবে, এর মাঝে ভালো মানের ছবি বা ইমেজ যোগ করে নিতে হবে। আর কন্টেন্ট কে দীঘ করতে হবে, ১৫০০ শব্দের উপরে কন্টেন্ট লিখতে হবে।
৪. অন পেজ অপ্টিমাইজেশন
আপনার পেজের অভ্যন্তরীণ বিষয় গুলো অপ্টিমাইজেশন করার জন্যে এটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ যোগ্য বিষয় গুলো হলো ডেসক্রিপশন, টাইটেল ট্যাগ, হেডিং ট্যাগ, ইমেজ অপ্টিমাইজেশন ও কন্টেন্ট অপ্টিমাইজেশন বিষয় গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয় গুলো সম্পর্কে জানতে হবে।
৫. টেকনিক্যাল এসইও
এখানে যে বিষয় গুলো রয়েছে তা হলো সাইটম্যাপ তৈরি ও সাবমিট করা, ওয়েবসাইট এর লোডিং স্পিড, মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, রিডাইরেক্ট ও 404 page, SSL সার্টিফিকেট ইত্যাদি বিষয় গুলো দেখতে হবে।
৬. অফ পেজ অপ্টিমাইজেশন
এস ই ও করার আগে আপনার এই বিষয়টি সম্পর্কেও জানতে হবে। এখানে আপনার ব্যাক লিংক বিল্ডিং, গেস্ট পোস্টিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বিষয় গুলো জানতে হবে।
৭. এসইও টুলসের ব্যবহার
এসইও শেখার জন্যে আপনার এর টুলস গুলোর ব্যবহার সম্পর্কে ভালো ভাবে জানতে হবে।
এসইও কিভাবে শিখবেন
বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা সম্পর্কে জেনেছেন। আপনি যদি এসইও শিখতে চান তাহলে নিম্নের টিপস গুলো অবলম্বন করুন।
- প্রথমেই আপনাকে যে কাজ গুলো করতে হবে তা হলো এসইও এর মৌলিক ধারণা গুলো আয়ত্ত করে নিতে হবে। আপনি কিওয়ার্ড রিসার্চ করা, অন পেজ অপ্টিমাইজেশন, কন্টেন্ট অপ্টিমাইজেশন ও লিংক বিল্ডিং ইত্যাদি মৌলিক কাজ সম্পর্কে আয়ত্ত করুন।
- এরপর আপনাকে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করা হয় তা শিখতে হবে।
- অন পেজ অপ্টিমাইজড করা শিখে নিতে হবে।
- লিংক বিল্ড করা শিখতে হবে।
- টেকনিক্যাল এসইও করা শিখে নেওয়া।
- এখন আপনি এসইও কাজ যেভাবে করবেন তা সম্পর্কে জানতে হবে।
- এসইও টুলস গুলোর ব্যবহার জানুন।
- তারপর প্র্যাকটিক্যালি এসইও প্র্যাকটিস করতে থাকুন
এসইও মার্কেটিং কি
বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা জেনেছেন। এসইও মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো ওয়েবসাইটে বিজ্ঞাপন দেওয়ার পদ্ধতি কে বুঝিয়ে থাকে। এটি করা হয়ে থাকে ভিজিটর বা সেলস বাড়ানোর জন্যে। নামি দামি ব্যান্ড সহ ছোট বড় সকল কোম্পানি গুলো এর মাধ্যমে প্রচারনা চালিয়ে থাকে।
মোবাইল দিয়ে কি এসইও করা সম্ভব
আপনি যদি ভালো ভাবে এসইও করতে চান তবে তার জন্যে অবশ্যই আপনাকে ভালো মানের ল্যাপটপ বা কম্পিউটার এর প্রয়োজন হবে। তবে আপনার যদি ভালো মানের মোবাইল থাকে তাহলে তা দিয়েও আপনি এসইও করে নিতে পারবেন। এর জন্যে আপনাকে কষ্ট করতে হবে। সবশেষে আপনার যদি ভালো মানের একটি ফোন থেকে থাকে তাহলে ভালো ভাবে এসইও করে নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে এসইও করে নিলে।
এসইও কেন করা হয়
আপনার কন্টেন্ট গুলো কে যদি গুগলে র্যাংকে পৌঁছাতে চান তাহলে আপনাকে এস ই ও এর সাহায্য নিতে হবে। আপনি এসইও করার,মাধ্যমে আপনার কন্টেন্ট গুলো কে গুগলের প্রথম পেজে দেখাতে পারবেন।তখন দর্শক যখন আপনার কন্টেন্ট অনুযায়ী কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করবে তখন আপনার কন্টেন্ট গুগলের প্রথমে থাকবে এবং বেশী বেশী দর্শক সেখানে ভিজিট করবে। তাই আপনি যদি আপনার কন্টেন্ট গুলো কে গুগলে র্যাংক করাতে চান তাহলে এস ই ও করাতে হবে।
এসইও শিখে কেমন আয় করা যায়
এসইও করে মাসে অনেক টাকা আয় করা সম্ভব হয়। তাই আপনি যদি এসইও করতে পারেন তাহলে কোনো মার্কেট প্লেসে কাজ করা শুরু করে দিতে পারেন। আবার মার্কেট প্লেসে বাইরেও কাজ করলে আপনি ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। অনলাইন মার্কেট প্লেসে সাধারণ গুগলের সাইট কে র্যাংকিংয়ে পৌঁছে দেওয়ার এসইও কাজ পাওয়া যায়।
আরো পড়ুন : এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখার নিয়ম জানুন
এই সাইট গুলো কে সাধারণত গুগলের প্রথম পেজে পৌঁছে দিলে ২০০ থেকে ১০০০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব হয়। আর একজন দক্ষ সার্চ অপ্টিমাইজার সর্বনিম্ন মাসে ১৫ থেকে ৩০ হাজার টাকা থেকে মাসে লক্ষাধিক টাকা পর্যন্ত আয় করে থাকে।
মার্কেট প্লেসে এসইও এর চাহিদা কেমন
এসইও শিখলে মার্কেট প্লেসে ভালো মানের কাজ পাওয়া সম্ভব হয়। আপনি যদি এসইও শিখে থাকেন তাহলে ভালো পরিমাণে আয় করতে পারবেন। এসইও শেখার মাধ্যমে যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন তাহলে মাসে লক্ষাধিক পর্যন্ত টাকা আয় করতে পারবেন। আর তাই আপনি যদি এসইও শিখতে চান এবং আয় দ্বিধাবোধে থাকেন তাহলে নিশ্চিতে এই কাজ শিখতে পারেন। কারণ প্রথমত, এসইও কাজের চাহিদা অনেক বেশী পরিমাণে রয়েছে আর দ্বিতীয়ত হলো এসইও কাজে বেশ ভালো পরিমানেই টাকা আয় করতে পারবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের আর্টিকেলটি লেখা হয়েছে বাংলাদেশে এসইও করে টাকা ইনকাম করবো কিভাবে তা সম্পর্কে। আশা করি এই বিষয়টি সম্পর্কে সকল কিছু ভালো ভাবে বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে রাখতে পারেন। পাশাপাশি এটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 250109
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url