নতুন টেক গ্যাজেট রিভিউ করার সম্পূর্ণ নিয়ম ২০২৫
বাংলাদেশের সেরা টেকনোলজি সাইট জানুননতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা সম্পর্কে অনেকেই ভালো ভাবে জানেন না। আপনি যদি গ্যাজেট রিভিউ করতে না পারেন তাহলে বিষয়টি সম্পর্কে আপনাকে জানতে হবে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন এবং নতুন টেক গ্যাজেট রিভিউ করতে চান তাহলে এই লেখাটি পড়ে নিন। এখানে কিছু উদাহরণ আপনার সামনে তুলে ধরা হবে। যার ফলে আপনি রিভিউ দিতে পারবেন। তাই নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা সম্পর্কে জেনে নিন।
পেজ সূচিপত্র : নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে
- নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে
- সেরা কয়েকটি টেক গ্যাজেট
- প্রোডাক্ট রিভিউ কি
- প্রোডাক্ট রিভিউ লেখার নিয়ম
- অ্যামাজন প্রোডাক্ট রিভিউ
- রিভিউ কি
- অ্যামাজনে রিভিউ লিখে লাভ কি
- রিভিউ লিখে কিভাবে আয় করা যায়
- বুক রিভিউ লেখার নিয়ম
- লেখকের শেষ মন্তব্য
নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে
টেক গ্যাজেট বলতে তো আপনি বুজতেই পারছেন, বিভিন্ন ধরণের ইলেকট্রনিক যন্ত্র বা যন্ত্রাংশ কে বুঝানো হয়েছে। যেমন ধরুণ আপনি মোবাইল ফোন, ল্যাপটপ বা এই ধরণের অন্য কিছু রিভিউ করে দিলেন সে গুলোই টেক গ্যাজেট রিভিউ এর মধ্যে পড়বে। এই গ্যাজেট রিভিউ করার জন্যে আপনাকে উক্ত বিষয়ের উপর অভিজ্ঞ হতে হবে। বিষয়টি সম্পর্কে সম্যক ধারণা আপনাকে রাখতে হবে। আপনি যদি কোনো টেক গ্যাজেট সম্পর্কে রিভিউ করতে চান, তাহলে আপনাকে ঐ টেক জিনিসটি হাতে পেতে হবে।
কোনো কিছুর উপর রিভিউ দেওয়া মানে হলো আপনি সে বিষয় সম্পর্কে একজন শ্রোতা কে সকল কিছু সম্পর্কে ধারণা দিচ্ছেন। এটি কেমন টেকসই, এর ব্যবহার করার সুফল গুলো কি কি সে সম্পর্কে। তা ছাড়া এটি ব্যবহার করলে কেমন চলবে, এর কি কি অসুবিধা রয়েছে বা কত দিন পর্যন্ত এটি সঠিক ভাবে কাজ করবে এই সব কিছু সম্পর্কে ভালো ভাবে একটা স্পষ্ট ধারণা আপনাকে দিতে হবে।আপনি যদি কোনো গ্যাজেট এর রিভিউ করতে চান তাহলে কয়েকটি মূল পয়েন্ট আপনাকে তুলে ধরতে হবে, যেমন হলো গ্যাজেট এর ব্যান্ড ও পরিচিতি দিতে হবে, গ্যাজেটটির মডেল সম্পর্কে ও এটি কিভাবে তৈরি করেছে তা সম্পর্কে ধারণা দিবেন, গ্যাজেটটির প্যারফরম্যান্স জানাবেন, এর যে ফিচার গুলো রয়েছে তা তুলে ধরবেন, ব্যবহার করলে কেমন ফিল হবে তা বলবেন, ভালো - মন্দ বিষয় গুলো তুলে ধরবেন ও সবশেষে এর রেটিং দিবেন। মানে আপনার কাছে জিনিস ওভারঅল কেমন হয়েছে।
যেমন আপনাকে রিয়েল মি সি৭৫ মডেলের ফোনটি সম্পর্কে রিভিউ নিম্নে দেওয়া হলো :
রিয়েল সি ৭৫ মডেল ভিন্ন র্যাম ভেদে বাজারে রয়েছে যার মধ্যে প্রথমটি হলো র্যাম ৮ জিবি এবং মেমরি হলো ২৫৬ জিবি আর অন্যটি হলো র্যাম হলো ৮ জিবি এবং মেমোরি হলো ১২৮ জিবি। এই গুলোর দাম যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা। ফোনটির পেছনের দিকের বৈশিষ্ট্য গুলো হলো এখানে প্লাস্টিক দেওয়া রয়েছে। যদিও এটি দেখতে অনেকটা গ্লাসের মতো দেখা যায়। তবে এতে কোনো হাতের ছাপ পড়ে না। গোলাপী কালারের হয়ে থাকে। ক্যামেরা দেখতে তিনটি মনে হলেও আসলে দুইটি ক্যামেরা রয়েছে। আর অন্যটি হলো ফ্লাশ লাইট। একই পাশে সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে একটা।
হাতের পজিশন অনুযায়ী ফোন ঠিকঠাকই রয়েছে, যার জন্যে ফোনটি সুন্দর ভাবে আপনার হাতে ফিট হয়ে যাবে। এই ফোনে সাইডে রয়েছে ফিঙ্গার প্রিন্ট। এটি বেশ ভালো ভাবেই কাজ করে এবং হাতের ছোঁয়া দেওয়ার সাথে সাথেই ভালো ভাবে রিপ করে। ফোনটি বেশ ভালোই শক্ত রয়েছে। তা ছাড়া এর উপরের প্লাস্টিকের আবরণ এবং তা পেছনের দিকেও রয়েছে। এতে নরমাল ভাবে পানি প্রবেশ করে না। মানে ধরুন আপনি যদি বৃষ্টিতে কিংবা অল্প পানিতে এটি ফেলে দেন তাহলে এতে সহজেই পানি প্রবেশ করবে না। তবে আপনি যদি পানির অনেক গভীরে ফেলে দেন তখন সেখানে অনেক চাপ সৃষ্টি হবে যার ফলে অল্প সময় পড়ে সেখানে পানি ডুকলেও ডুকতে পারে।
১৯৬ গ্রাম বিশিষ্ট এই ফোনটি সামনের দিকটা একটু ভারী অন্য দিকের তুলনায়। এর ডিসপ্লে সাইজ হলো ৬.৭২ ইঞ্চি ও এর আই পি এস হলো এল সি ডি টাইপের। রিফ্রেশ রেট রয়েছে ৯০ হার্জ। আর আপনি এই ফোনে ৬৯০ নিটা ডিসপ্লে পাওয়ার বাড়াতে পারবেন। আই পি এস মোটামুটি ভালো রয়েছে তবে ব্রাইটনেস আরো একটু বেশী হলে ভালো হতো। কারণ সূর্যের আলোয় হয়তো আরো ব্রাইটনেস এর প্রয়োজন পড়বে, বিশেষ করে ছবি তোলার সময়। টাস্ক রেসপন্স ভালো। ৯০ হার্জও ভালো ভাবে কাজ করে। এমনকি ইউ এফ ও টেস্ট ও ভালো ভাবে পুশ করে।
এই ফোনের ডিসপ্লে কে প্রটেকশন করে থাকে আরমাশন গ্লাস। বাজেট অনুযায়ী এর আই পি এস ঠিক আছে এখানে কোনো কমপ্লেইন নেই। তবে এর রিফ্রেশ রেট ১২০ হলে ভালো হতো। তবে ২২৯৯৯ টাকার তাতে আই পি এসটা কম হয়ে যায়। তখন দাম বেশী হয়ে যায়। এর মধ্যে নতুন প্রসেসর রয়েছে। এর প্রসেসর হলো মেরিয়াটেক হেলিও জি ৯২ ম্যাক্স। এটি হলো অ্যান্ড্রোয়েড ১৪। এখানে গেম বা অ্যাপ রয়েছে যে গুলো আপনার পছন্দ না হলে আনস্লো করে ফেলবেন। এতে করে ফোনের উপর চাপ কম পড়বে৷ আপনি অনেক গুলে অ্যাপে প্রবেশ করলে এটি মোটামুটি ঠিকঠাক ভাবেই কাজ করে।
গেমিং এর জন্যে যদি বলেন নর্মাল গেম এর জন্য নেব তাহলে মোটামুটি চলবে। তবে যদি পাবজি, ফ্রি ফায়ার খেলতে চান তাহলে তার জন্যে আমি মনে করি এটি পারফেক্ট না। অনেকক্ষণ ধরে ফ্রি ফায়ার খেলার ফলে এটি গরম হয়ে যায়।
আরো পড়ুন : বাংলাদেশের সেরা ব্লগ সাইট সম্পর্কে জানুন
পেছনে ৫০ মেগা পিক্সেল ক্যামেরা ও সহকারী ক্যামেরা আছে এবং সামনের ক্যামেরা হলো ৮ মেগা পিক্সেল। স্থির দৃশ্যে মোটামুটি ভালো কালার দেয় তবে ডায়নামিক দৃশ্যে আরো ভালো কিছু দেওয়া উচিত ছিল৷ ভালো লাইটে ও স্থির দৃশ্যে ভালো একটা ছবি নিতে পারবেন। লো লাইটে বা ছায়ায় গিয়ে ভালো ছবি আসে না।
ভিডিও করার জন্যে দ্বিতীয় বাজেটে মোটামুটি চলে তবে প্রথম বাজেট অনুযায়ী আরো একটু উন্নত করা উচিত ছিল। সাউন্ড ক্লিয়ার অবশ্য একটু লাউডেড হয়ে থাকে। তবে মোটামুটি ভালো। ভালো ভাবে কথা বলতে পারবেন। এতে ৬০০০ অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। তার সাথে পাবেন ৪০ ওয়াটের চার্জার। এই মডেলের দুটি কালার পাবেন। গোল্ড ও ব্ল্যাক। ব্যাটারি টাইম ভালো দেয়। সবশেষে আপনি গেমিং এর জন্যে নিতে চাইলে কিংবা আপনার অ্যামুলেট ডিসপ্লে প্রয়োজন হলে, কিংবা যাদের কালার আরো ভালো লাগে তাদের কে এই ফোন নেওয়ার জন্যে বলবো না।
তবে যারা সাধারণ ইউজার রয়েছেন, যাদের ফোনে পানি প্রবেশ করার একটি সম্ভবনা রয়েছে, যারা দীর্ঘ দিন ফোন ব্যবহার করতে চান, কোনো ধরণের হেভিং গেম প্লে করবেন না, ইউ ওয়াই থেকে ভালো পারফরম্যান্স হলেই হবে, র্যাম ম্যানেজমেন্ট ভালে হলেই হবে এবং প্রোপার লাইটে ক্যামেরা ভালো ছবি দিলেই আমি খুশি তাদের জন্যেই এই ফোন নেওয়াটা ঠিক হবে বলে বমি মনে করি। তাই এই বিষয় গুলো দেখে আপনি ফোনটি নিতে পারেন। আর এই ভাবেই একটি টেক গ্যাজেট সম্পর্কে আমার রিভিউ দেওয়া হলো। তাই আপনিও যদি রিভিউ দিতে চান তাহলে এই ভাবে দিতে পারেন।
সেরা কয়েকটি টেক গ্যাজেট
নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা সম্পর্কে জেনেছেন। কয়েকটি সেরা টেক গেজেট এর মধ্যে উল্লেখ যোগ্য কিছু হলো ম্যাগনেটিক ওয়ারলেস চার্জার, কী বোর্ড, পাওয়ার ব্যাংক, ল্যাপটপ স্ট্যান্ড, ইউনি এস বি সি ক্যাবল, ব্লুটুথ এইউএক্স রিসিভার ইত্যাদি। আপনার কাছে যদি আইফোন ১৩ বা ১৪ সিরিজ হয়ে থাকে, আপনি তাহলে ওয়ারল্যাসে চার্জার নিতে পারেন। দুই হাজার টাকার মধ্যে আপনি এই চার্জারটি পেতে পারেন। এটি বেড সাইড চার্জার হিসেবেও অনায়াসে ব্যবহার করা সম্ভব হয়ে থাকে।
প্রোডাক্ট রিভিউ কি
প্রোডাক্ট রিভিউ হলো কোনো প্রোডাক্টের উপর রিভিউ দেওয়া। অর্থাৎ কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি সকল কিছু বিস্তারিত ভাবে উল্লেখ করছেন এবং তার ভালো ও খারাপ দিক গুলোও বর্ণনা করে থাকেন। প্রোডাক্ট রিভিউ এর মাধ্যমে বায়ারদের সামনে পণ্যের সঠিক তথ্য গুলো উপস্থাপণ করা হয়ে থাকে। এই রিভিউ দেওয়ার মাধ্যমে সকল তথ্য গুলো উল্লেখ করা হয়ে থাকে। আপনি যে প্রোডাক্ট এর রিভিউ দিবেন যে সম্পর্কে সকল কিছু বিস্তারিত ভালো ভাবে উল্লেখ করে দিবেন৷ এর প্রাইস সম্পর্কেও বিস্তারিত ভাবে উল্লেখ করে দিতে হবে।
প্রোডাক্ট রিভিউ লেখার নিয়ম
অনেক সময়ই আপনি অনেক আর্টিকেল দেখতে পাবেন যেখানে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়া হয়েছে। আপনিও চাইলে আর্টিকেল এর মাধ্যমে সুন্দর ভাবে রিভিউ দিতে পারবেন।
আরো পড়ুন : লেখালেখি করে আয় সম্পর্কে জানুন
আপনার আর্টিকেলে যত সুন্দর ও সাবলীল ভাষায় প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করতে পারবেন, আপনার দর্শকরা তত বেশী পরিমাণে আগ্রহ হবে। আপনি যখন কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিবেন নিম্নোক্ত কাজ গুলো করবেন।
- যে প্রোডাক্টের উপর রিভিউ দিবেন তার কিছু ভিডিও ক্লিপস বা ইমেজ রাখতে পারেন।
- পণ্যটি সম্পর্কে তথ্য তুলে ধরুন। যেমন এটি কেমন, এর গুণাগুন, ব্যবহার ইত্যাদি।
- আপনার বায়ার গুলো কে চিহ্নিত করুন বা কাদের এটি প্রয়োজন হবে।
- সঠিক তথ্য গুলো দেন সাথে প্রমাণও উপস্থাপন করতে পারেন।
- প্রোডাক্টের ইতিবাচক ও নেতিবাচক দিক গুলো ভালো ভাবে উল্লেখ করে দিন।
- সবশেষে প্রোডাক্টটির উপর আপনার নিজস্ব মতামত উপস্থাপন করতে পারেন।
কোনো প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়ার সময়ে আপনি ৩৫০ শব্দের কাছাকাছি শব্দের মাঝে রিভিউ লিখবেন। আরো বড় করে যদি বিস্তারিত ভাবে লিখতে পারেন তাহলে আরো ভালো হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে রিভিউ করছেন তার সকল বিষয় গুলো ভালো ভাবে তুলে ধরবেন। খুব সহজ ভাষায় চেষ্টা করবেন প্রোডাক্ট গুলোর বর্ণনা করার।
অ্যামাজন প্রোডাক্ট রিভিউ
নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা সম্পর্কে ভালো ভাবে জানতে পেরেছেন। আপনি চাইলে অ্যামাজন প্রোডাক্ট গুলোর উপরেও রিভিউ দিতে পারেন।
আরো পড়ুন : মেয়েদের জন্যে সেরা অনলাইন জব জানুন
এখানে রিভিউ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ হলো স্পেসিফিকেশন, ফিচারস, পিকচার, প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস বলা, এর সুবিধা অসুবিধা সম্পর্কে এবং সবশেষে ব্যক্তিগত পরামর্শ দিতে পারেন।
রিভিউ কি
রিভিউ মানে কোনো কিছু পর্যালোচনা করে দেখা। আপনি প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিতে পারেন। তা ছাড়া আরো অনেক বিষয় রয়েছে যে গুলো রিভিউ দেওয়া যায়। বর্তমান সময়ে এই রিভিউ বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। একজন ক্রেতা যখন কোনো কিছু ক্রয় করতে যায়, তখন এর রিভিউ সম্পর্কে ভালো ভাবে জেনে নেয়। রিভিউ যদি ভালো হয় তাহলে ক্রেতা সাধারণত প্রোডাক্টটি নিতে বেশী আগ্রহ দেখায়। আর যদি রিভিউ ভালো না হয়, তবে ক্রেতা তেমন আগ্রহ দেখায় না, প্রোডাক্ট নিতে।
অ্যামাজনে রিভিউ লিখে লাভ কি
নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা জেনেছেন। আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে যত বেশী পরিমাণে রিভিউ লিখবেন, এতে আপনার লাভ হবে। কেননা যদি ভালো রিভিউ পান তাহলে আপনার বিশ্বস্ততা বৃদ্ধি পাবে।আপনার পরিচিতি বাড়বে। আপনার পণ্য গুলো ক্রয় করতে বেশী আগ্রহী হবে৷ বেশী বেশী ভালো রিভিউ দেখে আপনার প্রতি ক্লায়েন্টদের ইতিবাচক ভাব জন্মাবে। তাই অ্যামাজনে রিভিউ লেখার প্রয়োজন আছে ও লাভও রয়েছে।
রিভিউ লিখে কিভাবে আয় করা যায়
এখন অনেকেই রিভিউ লিখে আয় করে থাকে। তাই আপনিও চাইলে ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন রিভিউ লেখার মাধ্যমে। এর জন্যে অবশ্যই আপনাকে একজন ভালো লেখক হতে হবে। আর আপনি যে বিষয়টি সম্পর্কে রিভিউ লিখছেন তা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। টাকা আয় করার জন্যে আপনি রিভিউ সাইটে যোগ দিতে পারেন। কিংবা ব্লগ লেখার মাধ্যমে রিভিউ দিয়ে আয় করতে পারেন। আবার ইউটিউব চ্যানেল খুলে সেখানে রিভিউ দিয়েও ইনকাম করতে পারেন।
বুক রিভিউ লেখার নিয়ম
কোনো একটা বই পড়ে আপনার কেমন লেগেছে সে সম্পর্কে আপনি রিভিউ দিতে পারেন ঐ বইয়ের উপর। রিভিউ দেওয়ার সময় আপনি যে বিষয় গুলো উল্লেখ রাখবেন তা হলো : বইটি কোন ধরনের বই তা উল্লেখ করবেন। বইয়ের লেখকের পরিচয়ও উল্লেখ করে দিতে পারেন। তারপর বইটি কোন ধরনের পাঠকদের জন্যে বেশী ভালো হবে সে বিষয় গুলোও উল্লেখ করে দিতে পারেন। বইটি পড়লে কি লাভ, কেমন জ্ঞান হবে তা জানাতে পারেন। বইয়ের সংক্ষিপ্ত ঘটনা প্রবাহ বলতে পারেন।
লেখকের দক্ষতা ও প্রশংসনীয় বিষয় গুলো উল্লেখ করে দিতে পারেন। বইটি পড়ে আপনার কেমন লেগেছে সে বিষয় গুলোও উল্লেখ করতে পারেন। বইটির কোনো অসঙ্গত বিষয় থাকলে তা তুলে ধরতে পারেন। এই সকল বিষয় গুলো কে ঘিরে আপনি নিজের মতো করে সুন্দর ভাবে একটা রিভিউ দিতে পারেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয়া পাঠকগণ আজকের আর্টিকেলটি লেখা হয়েছে নতুন টেক গ্যাজেট রিভিউ করবো কিভাবে তা সম্পর্কে। আশা করি বিষয়টি সম্পর্কে ভালো ভাবে জানতে পেরেছেন। এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা জানাতে পারেন। পাশাপাশি নিজের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। ধন্যবাদ। 250109
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url