বাবাকে নিয়ে সেরা ৩০+ উক্তি - বাবাকে নিয়ে ২০+ স্ট্যাটাস
বাবাকে নিয়ে সেরা উক্তি, স্ট্যাটাস, গান এবং কবিতা নিচে উল্লেখ করা হবে। তাই আপনি যদি বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ দেখতে চান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান তাহলে নিচে উল্লেখিত বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পেজ সূচিপত্র: বাবাকে নিয়ে সেরা উক্তি - বাবাকে নিয়ে স্ট্যাটাস
বাবাকে নিয়ে সেরা উক্তি
বাবা অসহানীয় কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য সারা জীবন কাজ করে যান। পৃথিবীতে বাবার তুলনা কারো সাথে হয় না। বাবার তুলনা একমাত্র বাবা। বাবা যদি সারা জীবন ছায়ার মত পাশে না থাকতেন তাহলে জীবনের গতিপথ পথ বদলে যেত। বাবা যে কতটা মূল্যবান তা ঐ ব্যক্তি বুঝতে পারে যে ব্যক্তির বাবা নেই।
যাই হোক, আর্টিকেলটির এই অংশে বাবাকে নিয়ে বিখ্যাত মনীষীদের সেরা উক্তি সমূহ তুলে ধরা হবে। তাই বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ দেখতে চাইলে নিম্ন বর্ণিত বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ মনোযোগের সাথে দেখতে থাকুন। চাইলে আপনি নিচে উল্লেখিত বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন।
- একজন বাবা বলেন না, তিনি তোমাকে ভালোবাসেন; বরং তিনি দেখিয়ে দেন, তিনি তোমাকে ভালোবাসেন। - দিমিত্রি থে স্টোনহার্ট
- যে কোন পুরুষই বাবা হতে পারে তবে প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার। - অ্যানি গেডেস
- বাবা হলেন সবচেয়ে সাধারণ পুরুষ যারা প্রেমের ধারা নায়ক দুঃসাহসী কর্মকার এবং গানের গায়ক এ পরিণত হয়। - পাম ব্রাউন
- একজন বাবা হলেন একজন বন্ধু যার ওপর আমরা সর্বদা নির্ভর করতে পারি। - এমিল গাবোরিয়াউ
- একজন বাবা তার সন্তানকে কি ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন। - ফ্রাংক এ. ক্লার্ক
- বাবাকে হারানোর মানে হলো মাথার উপরে ছাদ হারিয়ে ফেলা। - ইয়ান মার্টেল
- একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য তার ভালোবাসা অপ্রকাশিত কিন্তু তার যত্ন এবং সুরক্ষা আমাদের সারাজীবন শক্তির স্তম্ভ হিসেবে রয়ে গেছে। - আমা এইচ ভানিয়ারাচি
- আমার সৎ বাবা হয়তো আমাকে জীবন দেননি কিন্তু তিনি নিশ্চিত ভাবে আমার জীবনকে আরো ভালো করে তুলেছেন। - জেরার্ডো ক্যাম্বেল
- একজন বাবাকে তার মেয়ের কাছে এতটা আদর্শ হওয়া উচিত যে আদর্শ দেখে মেয়ে পৃথিবীর অপর সকল ছেলেকে যাচাই করবে। - জর্জ ই. ল্যাং
- জ্ঞানী বাবা যাঁরা তাঁর নিজের সন্তানকে জানেন । - উইলিয়াম শেক্সপিয়ার
বাবাকে নিয়ে স্ট্যাটাস
আপনি যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমেবাবাকে নিয়ে স্ট্যাটাস শেয়ার করতে জানতে হলে নিচে উল্লেখিত বাবাকে নিয়ে স্ট্যাটাস সমূহের মধ্যে থেকে যে স্ট্যাটাসটি আপনার পছন্দ হবে সেটি শেয়ার করতে পারেন। নিচে যে সকল স্ট্যাটাস তুলে ধরা হবে, আশা করি সেগুলো আপনার অনেক ভালো লাগবে। তো দেরি না করে আসুন দেখে নেয়া যাক, বাবাকে নিয়ে স্ট্যাটাস সমূহ।
- বাবা মনে পড়ে তোমাকে যখন দেখি কোন বাবা তার ছেলেকে বুকে জড়িয়ে আদর করে।
- বাবা খুব বেশি মনে পড়ে তোমাকে দুঃখ, সুখ আর অসহায় সময়ে তখন কাঁদি একা নীরবে। বাবা তোমার মতো বন্ধু এখন পাইনা খুঁজে আনন্দ কিংবা বিপদে, কেউ দেয়না উপদেশ তোমার মতো করে ভয় নেই তোমার আছি পাশে এগিয়ে চলো সম্মুখে। কেউ করে না আদর, দেয়না মাথায় হাত বুলিয়ে।
- বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোন বয়সী সন্তানের হ্রদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে পারিবনা ভুলতে তোমায় বাবা দেহে প্রান থাকিতে।
- বাবার ছায়া শেষ বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তান কে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন।
- বাবার মধ্যেই পৃথিবীর সকল সুখ নিহিত। যার বাবা আছে সে হয়তো বুঝে না বাবা কি জিনিস, তারাই বোঝে বাবার মূল্য কতটুকু যাদের বাবা নেই।
- বাবা আসলে সেই মানুষ যে মানুষটা আমাদের আবদার পূরণ করার জন্য দশটা মানুষের সামনে মাথা নিচু করতে একবারও দ্বিধাবোধ করেন।
- এই পৃথিবীর মধ্যে আমার বাবার কাঁধটি সবচেয়ে বেশি চওড়া। আর সে কারণেই হয়তোবা তিনি সংসার এবং সমাজের এতবড় বোঝা কে নিজের কাঁধে বহন করতে পারেন।
- একটি অপূরণীয় শূন্যতা, হারিয়ে যাওয়া বাবার রেখে যাওয়া শূন্যতা, যা কখনো পূরণ করা যায় না। যদিও সময় ব্যথা কমাতে পারে, তার অনুপস্থিতি সর্বদা প্রখরভাবে অনুভূত হয়।
- ১ জন মেয়ে তার স্বামীর কাছে রানীর আসন নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে রাজকন্যা।
- প্রতিটি সন্তানের পাশেই তার বাবাকে ভীষণ প্রয়োজন। বাবার সাপোর্ট ছাড়া জীবনে সফল হওয়া খুবই কঠিন। সফলতার প্রতিটি পাতায় পাতায় বাবার নাম লেখা থাকে। কিন্তু সফলতার পর বাবার সেই পুরনো কষ্টের অধ্যায়গুলো কেউ আর পড়তে চায় না।
সূত্র:
tech0007.com
mybdtips.com
tunebn.co
notunsokal.com
tipsnetbd.com
বাবা নিয়ে কবিতা
বাবার ভালোবাসা, স্নেহ, ত্যাগ মায়া-মমতা নিয়ে রচিত হয়েছে অনেক গান, গল্প ও কবিতা। বাবা নিয়ে বিখ্যাত কবিতা সমূহের মধ্য থেকে সুন্দর ও আকর্ষণীয় বাবা নিয়ে কবিতা নিচে তুলে ধরা হবে। আশা করি নিচে উল্লেখিত বাবা নিয়ে কবিতা আপনার পছন্দ হবে। ইতোমধ্যেই উপরে বাবাকে নিয়ে সেরা উক্তি সমূহ উল্লেখ করা হয়েছে।
বাবা
- সঞ্জয় সরকার
যেদিন আমি ছোট ছিলাম
যুবক ছিলেন বাবা
সেদিনটি আসবে ফিরে
যায় কি তা আজ ভাবা?
বাবার কাছেই হাঁটতে শিখি
শিখি চলা-বলা
সারাটি দিন কাটতো
আমার জড়িয়ে তার গলা।
বাবার হাতেই হাতেখড়ি
প্রথম পড়া-লেখা
বিশ্বটাকে প্রথম আমার
বাবার চোখেই দেখা
আজকে বাবার চুল পেকেছে
গ্রাস করেছে জড়া
তবু বুঝি বাবা থাকলেই
লাগে ভুবন ভরা।
বাবা এখন চশমা পড়েন পার করেছেন আশি-
আজো তাকে আগের মতোই
অনেক ভালোবাসি।
সূত্র: bn.mtnews24.com
বাবাকে নিয়ে গান
ইতোমধ্যেই উপরে বাবাকে নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা তুলে ধরা হয়েছে। নিচে বাবাকে নিয়ে গান তুলে ধরা হলো। বাবাকে নিয়ে অনেক ধরনের গান রয়েছে তার মধ্য থেকে খুব সুন্দর অর্থবহ ও আকর্ষণীয় একটি ইসলামিক গান নিচে তুলে ধরা হয়েছে।
বাবাকে নিয়ে গান
বাবা আমার এক পৃথিবী বাবা-ই আমার সব
ভালো রেখো এই বাবাকে ওগো মহান রব,
বাবা তুমি সুখের প্রদীপ আলো হাসির সুর
তোমার ছোঁয়ায় দুখ যাতনা যায় চলে যায় দূর,
বাবা তুমি পরম পাওয়া অসীম ভালোবাসা।
বাবা-ই প্রথম হাতেখড়ি বাবা-ই পরম সুখ,
বাবার চোখে দেখি আমি এ পৃথিবীর মুখ,
বাবা প্রথম হাঁটতে শেখান রঙিন দুনিয়ায়
বাবা আমার ভরদুপুরের প্রশান্তময় ছায়,
বাবা তোমার মনটা সদায় নেক মমতায় ঠাসা।
তোমার ছোঁয়া আছে বলে সাহস পুষি মনে
বাবা তোমার তুলনা যে হয় না কোন ধনে,
তুমি বাবা মহান রবের সীমাহীন এক দান
রহম নদের উপচে পড়া সাকিনাময় বান,
বাবা তুমি দুঃখজয়ী পরম সুখের আশা।
বাবা তোমার ভীষণ অসুখ মনে জাগে ভয়
তুমি ছাড়া জীবন আমার খুব’যে আঁধারময়,
এ ভাবনায় ঘুমের ঘোরে আঁতকে উঠি রোজ,
তোমার মত ভালবাসা পাইনি আজো খোঁজ,
তোমার মাঝে বেঁচে থাকার পাই যে ভরসা।
সূত্র: islamicminar.com
বাবাকে নিয়ে শায়েরি
আপনি যদি প্রথম থেকে এই আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই বাবাকে নিয়ে সেরা উক্তি, সমূহ দেখেছেন। নিচে বাবাকে নিয়ে শায়েরি শেয়ার করা হবে। তাই আপনি যদি বাবাকে নিয়ে শায়েরি দেখতে চান এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে চান তাহলে নিচে উল্লেখিত বাবাকে নিয়ে শায়েরি মনোযোগ সহকারে পড়ুন। চলুন দেখে নেয়া যাক,বাবাকে নিয়ে শায়েরি সমূহ।
- "বাবা তোমাকে খুব ভালোবাসি, সেভাবে হয়নি বলা তোমার হাত ধরে হয়নি পথ চলা" ভালো থাকুক পৃথিবীর সকল বাবা।
- বাবরের মতো পিতৃস্নেহে, কতরাত তুমি জেগেছ শিয়রে দেখেছি তোমার উদ্বিগ্ন আঁখি চোখ মেলে নির্ঘুম রাতে।
- আমায় নিয়ে স্বপ্ন তোমার ছিল যত, সব সুখেরই কল্পনায়, পুষেছি আমি অবিরত। বাবা-মার মত পরমাত্মীয় পৃথিবীতে কেউ নেই।
- যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালবাসা। বাবার ছাড়া জীবন অসম্পূর্ণ।
- মনের স্মৃতির জানালা খুলে তোমায় মনে পড়ে, কোথায় লুকিয়ে আছো তুমি আমায় একা ফেলে। তোমার মতো করে না কেউ আমায় শাসন, মনে পরে তোমার দেওয়া বকানি গুলো আজ মনে পরছে ভীষণ।
- বাবা মানে সারাদিন কষ্ট করে সন্তানদের মুখের হাসি ফোটানো । যিনি তার সারাদিনের কষ্ট শুধু মাত্র সন্তানদের হাসিমুখ দেখে ভুলে যায় সেই হল বাবা।
- ছোট থেকে ঘুমিয়েছি বাবা মার কোলে মাথা রেখে এখন বাবা-মা নেই ঘুমটা আর আগের মত হয় না।
- আমাদের জন্মের পর থেকেই নিঃস্বার্থ ভাবে যিনি আমাদের সকল চাহিদা পূরন করতে থাকেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংসারে সকল দায়িত্ব পরম যত্নে আগলে রাখেন।
- বাবা বলে বাবাকে ডাকা হয়না অনেক দিন, বাবাকে জড়িয়ে ধরা হয়না হাজারো রাত। বাবা তুমি হারিয়ে যাওয়ার পর আমি বুঝেছি আমি তোমাকে কতটা ভালোবাসতাম।
- বাবা তুমি আছো কোথায় আছো কোন অজানায়, তোমার ওই স্মৃতি গুলো আজও আমায় অশ্রু জলে ভাসাই। ১৬৪১৩
সূত্র:
bangla-love-sms.com
bongshayari.com
shayaridost.in
dailyinfobd.com
bestinfo360.com
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url