OrdinaryITPostAd

শুভ বসন্তের শুভেচ্ছা - বসন্ত কবিতা - বসন্তের ছবি - বসন্তের শুভ সন্ধ্যা

প্রিয় পাঠক, আপনি কি শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আজকের আর্টিকেলটা আপনার জন্য। কেননা আজকের আর্টিকেলটিতে শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।তাই শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জানতে আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।
শুভ বসন্তের শুভেচ্ছা
নিচে আপনাদের জন্য বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস,শুভ বসন্তের ছবি এবং শুভ বসন্তের শুভেচ্ছা ইত্যাদি বিষয়গুলো ধাপে ধাপে আলচনা করা হয়েছে।যেখান থেকে আপনি খুব সহজেই শুভ বসন্তের শুভেচ্ছা জেনে নিতে পারবেন।তাই দেরি না করে আর্টিকেলটি পরে শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জেনে নিন।

পেজ সূচিপত্রঃশুভ বসন্তের শুভেচ্ছা - শুভ বসন্ত কবিতা 

বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস

এখন আপনাদের যে বিষয় সম্পর্কে জানানো হবে তাআ হচ্ছে  বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস।আপনারা অনেক বন্ধু বান্ধবকে বসন্তের শুভেচ্ছা জানাতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস খুজছেন।তারা আমাদের এই সেকশনটির মাধ্যমে বসন্ত নিয়ে ফেসবুক স্ট্যাটাস জেনে নিন।
  • "ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি" - হুমায়ুন আহমেদ।
  • "আসে বসন্ত ফুল বনে সাজে বনভূমি সুন্দরী; চরণে পায়েলা রুমুঝুমু মধুপ উঠিছে গুঞ্জরি" - কাজী নজরুল ইসলাম।
  • "বসন্ত এলো এলো এলো রে পঞ্চম স্বরে কোকিল কুহরে মুহু মুহু কুহু কুহু তানে"- কাজী নজরুল ইসলাম।
  • "ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে,দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে"- রবীন্দ্রনাথ ঠাকুর।
  • "ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত"- সুভাষ মুখোপাধ্যায়

শুভ বসন্তের ছবি 

এখন আপনাদের কিছু শুভ বসন্তের ছবি দেখানো হবে। যে ছবিগুলো ব্যবহার করে আপনারা আপনাদের ফেসবুক স্ট্যাটাসে কিংবা বন্ধু-বান্ধবদের বসন্তের শুভেচ্ছা জানাতে পারবেন। তাহলে চলুন শুভ বসন্তের ছবি দেখে নিন।ছবিগুলোর সোর্স হচ্ছে- flickr, Behance , 123RF
শুভ বসন্তের শুভেচ্ছা

শুভ বসন্তের শুভেচ্ছা

শুভ বসন্তের শুভেচ্ছা

শুভ বসন্তের শুভেচ্ছা

শুভ বসন্তের শুভেচ্ছা

বসন্ত আসলে আমরা সকলেই আমাদের বন্ধু বান্ধব এবং ফেসবুক ফ্রেন্ডদের শুভ বসন্তের শুভেচ্ছা জানাই। অনেকেই আছি যারা শুভ বসন্তের শুভেচ্ছা জানাতে গুগলে এসে ভালো ভালো উক্তি খুঁজে থাকি কিন্তু মনের মতো উক্তি আমরা পাই না। তাই আপনারা এখন আমাদের এই সেকশনটির মাধ্যমে শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জেনে নিবেন।
  • "কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে" - রবীন্দ্রনাথ ঠাকুর
  • সবাইকে বসন্ত দিবসের অনেক অনেক শুভেচ্ছা,শুভ বসন্ত।
  • পূর্ণতায় ভরিয়ে ছড়িয়ে ফাগুনের রঙ,বসন্ত এলো বন্ধু,শুভ বসন্ত।
  • এক ঝাক শিমুল,পলাশ আর কৃষ্ণচুড়া নিয়ে ঋতু রাজ বসন্তের আগমন,সবাইকে শুভ বসন্তের শুভেচ্ছা।
  • ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত,শুভ বসন্ত।

শুভ বসন্ত কবিতা

এখন আপনাদের যে বিষয়টি নিয়ে সম্পর্কে জানানো হবে তা হচ্ছে শুভ বসন্ত কবিতা। আপনারা এই কবিতা ব্যবহার করে আপনাদের ফেসবুকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারবেন। অথবা বসন্তের যেকোনো অনুষ্ঠানে এই কবিতাটি পাঠ করতে পারেন। তাহলে চলুন শুভ বসন্ত কবিতা দেখে নিন।কবিতার সোর্স- Bangla-Love-Sms.com এবং tunebn.co.

"বসন্তের অপেক্ষা"
বসন্তের করাঘাত রিক্ত হিয়ার দ্বারে
কোকিলের সুর উদাসী করেছে মোরে,
সুরের ঐকতান কোথা হারালো
এমনি করে কতো বসন্ত পেরোলো।

অষ্টাদশী হৃদয়ে প্রনয়ের মনোভাব
বৃক্ষ শাখে পক্ষীর কলোরব,
মহুয়া মালতী রুদ্রপলাশ
তবো উপেক্ষায় হলেম হতাশ।

তবুও প্রতিক্ষার প্রহর হয় না শেষ-
বসন্তের সজ্জায় মিশে প্রনয়ের রেশ;
ভ্রমরা চেনাবে সখা পথ,
কুসুমিত কোমল পুষ্প রথ।

হৃদয় আঙ্গিনায় প্রজ্জ্বলিত আশার প্রদীপ,
বসন্ত তবো হিয়ায় জাগবে অন্তরীপ!
কন্টক নয় ফুলেল বান যে চাই
আপনাকে ভুলি আপনারই তরুছায়ায়।

ফাগুন হাওয়ায় হিল্লোল উঠে শাখে
সে নেত্রে কি মোর প্রতিচ্ছবি রাখে?
দেবদারু ফুল উড়ায় শঙ্খচিলে
প্রেমের পসরা লুটায় হেলায় পড়ে।

"পাখিরা"
জীবনান্দ দাশ
ঘুমে চোখ চায় না জড়াতে 
বসন্তের রাতে
বিছানায় শুয়ে আছি
এখন সে কত রাত
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর
স্কাইলাইট মাথার উপর
আকাশে পাখিরা কথা কয় পরস্পর
তারপর চলে যায় কোথায় আকাশে
তাদের ডানার ঘ্রাণ চারিদিকে ভাসে

শরীরে এসেছে স্বাদ বসন্তের রাতে
চোখ আর চায় না ঘুমাতে
জানালার থেকে ওই নক্ষত্রের আলো নেমে আসে
সাগরের জলের বাতাসে
আমার হৃদয় সুস্থ হয়
সবাই ঘুমায়ে আছে সব দিকে
সমুদ্রের এই ধারে কাহাদের নোঙরের হয়েছে সময়
সাগরের ওই পারে  আরো দূর পারে
কোনো এক মেরুর পাহাড়ে

এইসব পাখি ছিল
ব্লিজারডের তাড়া খেয়ে দলে দলে সমুদ্রের’পর
নেমেছিল তারা তারপর
মানুষ যেমন তার মৃত্যুর অজ্ঞানে নেমে পড়ে
বাদামি সোনালি  শাদা ফুটফুট ডানার ভিতরে
রবারের বলের মতন ছোটো বুকে
তাদের জীবন ছিল
যেমন রয়েছে মৃত্যু লক্ষ লক্ষ মাইল ধ’রে সমুদ্রের মুখে
তেমন অতল সত্য হয়ে

কোথাও জীবন আছে  জীবনের স্বাদ রহিয়াছে,
কোথাও নদীর জল রয়ে গেছে সাগরের তিতা ফেনা নয়
খেলার বলের মতো তাদের হৃদয়
এই জানিয়াছে
কোথাও রয়েছে পড়ে শীত পিছে আশ্বাসের কাছে
তারা আসিয়াছে

তারপর চ’লে যায় কোন এক ক্ষেতে
তাহার প্রিয়ের সাথে আকাশের পথে যেতে যেতে
সে কি কথা কয়
তাদের প্রথম ডিম জন্মিবার এসেছে সময়

অনেক লবণ ঘেঁটে সমুদ্রের পাওয়া গেছে এ মাটির ঘ্রাণ
ভালোবাসা আর ভালোবাসার সন্তান
আর সেই নীড়
এই স্বাদ গভীর গভীর
আজ এই বসন্তের রাতে
ঘুমে চোখ চায় না জড়াতে
ওই দিকে শোনা যায় সমুদ্রের স্বর
স্কাইলাইট মাথার উপর
আকাশে পাখিরা কথা কয় পরস্পর

বসন্তের শুভ সন্ধ্যা

এখন আপনাদের যে বিষয় সম্পর্কে অবগত করা হবে তা হচ্ছে বসন্তের শুভ সন্ধ্যা। অর্থাৎ বসন্তের শুভ সন্ধ্যায় আপনারা আপনাদের প্রিয় মানুষজনদের কিভাবে বসন্তের শুভেচ্ছা জানাবেন সে সম্পর্কে এখন আলোচনা করা হবে।তো আপনারা নিম্নের কয়েকটি কোটেশনের মাধ্যমে বসন্তের শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানাতে পারবেন।
  • বসন্তের এই শুভ সন্ধ্যায় সবাইকে জানায় বসন্তের শুভেচ্ছা,শুভ বসন্ত।
  • পাখির কলতানে, ফুলের সুবাসে ভরে উঠেছে মন বসন্তই যে করেছে আপার আয়োজন,বসন্তের শুভ সন্ধ্যা।
  • ফুল ফোটার মধ্য দিয়েই আসে ঋতুরাজ বসন্ত,প্রেমের পরশ লেগে যেমন জন্ম নেয় আনন্দ।
  • এসেছে আবার ফিরে ঋতুরাজ বসন্তদক্ষিণা বাতাস মনকে করেছে আনমনা নব কলেবরে সেজেছে প্রকৃতি ,হয়েছে সে প্রাণবন্তআবার এসেছে বসন্ত ।
  • এই বসন্ত চিরকাল তোমার জন্য শুভ ও মধুর হোক, শুভ বসন্ত।
প্রিয় পাঠক আশা করি আজকের আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এবং শুভ বসন্তের শুভেচ্ছা সম্পর্কে জানতে পেরেছেন।আর্টিকেলটিতে শুভ বসন্তের শুভেচ্ছা ছাড়াও বিভিন্ন বিষয় যেমন বসন্তের শুভ সন্ধ্যা,শুভ বসন্ত কবিতা এবং শুভ বসন্তের ছবি দেখতে ও জানতে পেরেছেন।আশা করি তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে।তাই এধরণের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বেশি বেশি জানতে আমাদের ওয়েসাইটটি ফলো করুন,ধন্যবাদ।21021.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url