শারদীয় শুভেচ্ছা কবিতা 2023 | শারদীয় শুভেচ্ছা কার্ড ২০২৩
প্রিয় পাঠক আজকের এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা কবিতা - শারদীয় শুভেচ্ছা কার্ড সম্পর্কে আলোচনা করব। ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হবে। তাই এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা ছবি সহ শারদীয় শুভেচ্ছা কবিতা সম্পর্কে জানাবো।
আপনি যদি শারদীয় শুভেচ্ছা কবিতা - শারদীয় শুভেচ্ছা কার্ড গুলো দেখতে চান তাহলে সম্পূর্ণ পোস্ট জুড়ে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন দেরি না করে শারদীয় শুভেচ্ছা কবিতা - শারদীয় শুভেচ্ছা কার্ড গুলো দেখে আসি।
পেজ সূচিপত্রঃ শারদীয় শুভেচ্ছা কবিতা | শারদীয় শুভেচ্ছা কার্ড
- শারদীয় শুভেচ্ছা কবিতা
- শারদীয় শুভেচ্ছা কার্ড
- শারদীয় শুভেচ্ছার ছবি
- শারদীয় শুভেচ্ছা ব্যানার
- শারদীয় শুভেচ্ছা বাণী
- শারদীয় শুভেচ্ছা পোস্টার
- শেষ কথাঃ শারদীয় শুভেচ্ছা কবিতা | শারদীয় শুভেচ্ছা কার্ড
শারদীয় শুভেচ্ছা কবিতা
আমরা সকলেই অবগত আছি যে আর কিছুদিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা শুরু হতে চলেছে। ক্যালেন্ডার অনুযায়ী ২৫ সেপ্টেম্বরের মহালয়ার মধ্যে দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ৩০ সেপ্টেম্বর মহা পঞ্চমীর মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে। হিন্দু ধর্মাবলম্বীরা যে যার মত দেবী দুর্গার আগমনের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে। আজকের এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা কবিতা নিয়ে আলোচনা করব।
আরো পড়ুনঃ হিন্দু বিয়ের তারিখ
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
মায়ের টানে মায়ের গান, উঠুক বেঁচে ঢাকের বোল।
প্রাণের মা এলো এবার, ছড়িয়ে যাবে খুশির রোল।
মহালয়ার গানে গানে, দেবীপক্ষের সূচনা সুর।
ঘুচিয়ে কাল ফুটবে আলো, বদ হবে করোনাসুর।
মা যেন আমার শূলধারিণী, ভদ্রকালী মুক্তকেশী।
মায়ের মাইয়ায়, মায়ের কৃপায়
ব্যথামুক্ত জগৎবাসী।
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
দুর্গাপূজা আসছে বলে আমার খুকু হাসছে।
পাইনি খেতে ওদের খুকু বানের জলে ভাসছে।
আমার খুকু পড়বে পূজায় টুকটুকে লাল জামা।
একটা জামা গায়েই শুকায় এলেই বা কি উমা!
আমার ঘরে লাড্ডু মিঠাই আমার খুকু খাবে।
বানভাসি আজ ওদের খুকু লাড্ডু কোথায় পাবে?
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
কাশবনেতে লাগলো দোলা পুজোর গন্ধে ভাই
ঢাকের কাঠি পড়লো দেশে সানাই বাজে তাই,
শিউলি ফুলের বাসে বাসে পুজোর গন্ধ আসে,
ঘরের উপর পদ্মপাতায় শিশির বিন্দু ভাসে।
কৈলাস হতে শিব ঘরণী আসছে বাপের বাড়ি,
শরৎ মেঘের ভেলায় চড়ে মা যে দিলেন পারি।
দূর্গা মাতার ছেলে-মেয়ের সাজিয়ে নতুন সাজ
বাপের বাড়ী থাকবে সুখে পাঁচটি দিনের রাজ।
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
শারদ প্রাতে কাশের বনে লাগলো হওয়ার দোলা,
পাড়ায় কি আর মন বসে আজ মন যে আপন ভোলা।
মায়ের শুভ আগমনী ভাসছে আলো আকাশ,
শিউলি কাশের সুগন্ধে, আজ মন ভরেছে বাতাস।
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
ঢাকের বাদ্যি হাওয়ায় ভাসে
অসুরদলনী উমা ফেরেন মায়ের কোলে
অন্য ধারার পুজো হলেও
মা মেয়ের মিলন একই রকম মধুর লাগে।
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব শিশুদের মারছে চাবুক বীর যুবকের ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?
মাদীগুলোর আদি ওই অহিংসা বোল নাকি নাকি
খাড়ায় কেটে কর মা বিনাশ নপুংসকের প্রেমের ফাঁকি
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
শিশিরস্নাত শিউলি সুবাস ঘাসের কানেকানে জানিয়ে দেই-
মা আসছে।
ছন্নছাড়া হাওয়ায় দোলে সন্ধ্যার কাশ
বৃষ্টিকে জাপটে ধরে জানিয়ে দেই-
মা আসছে।
শুভ মেঘ, কিশোরীর দুরন্ত ওড়না হয়ে
আকাশের চুম্বন একে জানিয়ে দেই-
মা আসছে।
শারদীয় শুভেচ্ছা কবিতাঃ
দেবী তোমার আগমনে প্রস্তুত তাই,
মহেশ তোমায় দিলেন বিদায়..
মহিষাসুরের নিধন করে,
চলে এসো পিত্রালয়..
দেবী তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে,
মাঠে মাঠে শোভা বাড়ায়,
শুভ্র বরণ কাশে..
দেবী তোমার আগমনে খুশি সবার মন,
মহালয়ার প্রতিক্ষণে মগ্ন ত্রিভুবন।
credit: chailipi.com/bonconnection.online/banhlaalyrics.com
শারদীয় শুভেচ্ছা কার্ড
প্রিয় পাঠক এবং পাঠিকাগণ আপনারা যারা আমাদের এই পোস্টটি পড়ছেন তারা নিশ্চয়ই শারদীয় শুভেচ্ছা কবিতা - শারদীয় শুভেচ্ছা কার্ড দেখার জন্য গুগলের সার্চ করে আমাদের এই পোস্টটি ওপেন করেছেন। তাহলে আমি বলব আপনারা সঠিক জায়গায় এসেছেন। আজকের এই পোস্টে আমরা শারদীয় দুর্গাপূজা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা শারদীয় শুভেচ্ছা কবিতা নিয়ে আলোচনা করেছি। এখন শারদীয় শুভেচ্ছা কার্ড গুলো দেখবো। যেগুলো আপনি আপনার প্রিয় মানুষ অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দের দিতে পারেন।
শারদীয় শুভেচ্ছার ছবি
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। তারা দূর্গা পূজার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। দীর্ঘ ৫ দিন ধরে এই পূজা চলতে থাকে। হিন্দু সম্প্রদায়ের এই কয়দিনে অনেক মজা আনন্দ উপভোগ করে তাদের সময় গুলো কাটিয়ে থাকে। আবার যখন পুজোর শেষ দিন হয় এবং তাদের দেবী দুর্গাকে বিসর্জন দিতে হয় তখন তারা সকলেই আবেগ আপ্লুত হয়ে পড়ে। কারণ দীর্ঘ এক বছর পর আবার তাদের দেবী দুর্গা ঘরে আসবে। তাই এই সময় অনেকেই শারদীয় শুভেচ্ছার ছবি ব্যবহার করে থাকেন। এখন আমরা শারদীয় শুভেচ্ছার ছবি দেখব।
আরো পড়ুনঃ হিন্দু ছেলেদের সুন্দর নামের তালিকা
শারদীয় শুভেচ্ছা ব্যানার
আমরা গ্রাম বা শহর যেকোনো আচার-অনুষ্ঠান হলেই ব্যানার তৈরি করে থাকি। যেখানে বড় করে অনুষ্ঠানের নাম শহর সম্পূর্ণ বিবরণ তুলে ধরা হয়। বিশেষ করে ধর্মীয় আচার-অনুষ্ঠান গুলোতে এগুলো তৈরি করা হয়। যেহেতু আর কিছুদিন পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা তাই এই সময় অনেকেই শারদীয় শুভেচ্ছা ব্যানার তৈরি করে থাকেন। কিন্তু শারদীয় শুভেচ্ছা ব্যানার পছন্দ হয় না। আজকের এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা ব্যানার গুলো তুলে ধরবো। আশা করছি আপনাদের এগুলো পছন্দ হবে।
শারদীয় শুভেচ্ছা বাণী
আগামী ২৫ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা শুরু হতে চলেছে। ৩০ সেপ্টেম্বর মহা পঞ্চমী মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হবে। এরপর দীর্ঘ পাঁচ দিন অর্থাৎ ৫ অক্টোবর বিজয়া দশমী দিয়ে দুর্গা পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা কবিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখন আমরা শারদীয় শুভেচ্ছা বাণী সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন শারদীয় শুভেচ্ছা বাণী গুলো জেনে নেই।
আরো পড়ুনঃ প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করুন
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
ঢাকের মন্ত্র মুগ্ধ আওয়াজ আরো একবার আমাদের জানিয়ে দেই মা আসছে।
আশা করব মায়ের আগমন আপনার জীবনের সুখ-শান্তি নিয়ে আসুক এবং
সকল ধরনের বিপদ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করুক।
আপনাকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
এই দুর্গাপূজা আপনার জীবনের সমৃদ্ধি এবং ভবিষ্যতে আরও অনেক সাফল্য নিয়ে আনবে।
আপনার পরিবার এবং আপনাকে আমার তরফ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
শিউলি ফুলের গন্ধে মেতেছে সারা আকাশ।
কাশফুলের দোলা জানায় দিচ্ছে মা আসছে,
তাই আপনাকে জানাই আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
প্রার্থনা করি আপনার জীবনের সমস্ত প্রতিকূলতার মুখোমুখি হওয়ার সাহস দান করুক।
এবং আপনি জীবনে আরো সফল হয়ে যান,
আপনাকে জানাই আমার পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
মা দুর্গা সবসময় আপনার জীবনের সমস্ত বিপদেরহাত থেকে রক্ষা করবে
এবং আপনার সকল সমস্যার বিরুদ্ধে লড়াই করার শক্তি দিবে।
এই পুজোয় আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
আপনাকে এবং আপনার পরিবারকে দুর্গাপূজার অনেক শুভকামনা রইল।
প্রার্থনা করি এই পুজোয় আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে
অনেক আনন্দের সাথে উদযাপন করবেন।
আপনাকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
সুখ আনন্দ এবং হৃদয় পূর্ণ ভালোবাসা দিয়ে শারদীয় যাপন করুন।
মা দুর্গার আশীর্বাদে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে মজা উপভোগ করুন।
শুভ দূর্গা পূজা
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
প্রার্থনা করি যে মা দুর্গা আপনাকে এবং আপনার পরিবারকে
ভালোভাবে চলার শক্তি দান করুক।
জীবনে অনেক বড় হও এই কামনা করি।
দূর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
একটি সুখ এবং শান্তিপূর্ণ বছরের কামনা করছি।
মা দুর্গা পৃথিবীর সকল অশান্তি দূর করে দেক,
আপনার এবং আপনার পরিবারের জন্য প্রার্থনা কামনা করি।
আপনাকে জানাই শারদীয় শুভেচ্ছা।
শারদীয় শুভেচ্ছা বাণীঃ
আপনাকে এবং আপনার পরিবারকে জানাই আমার তরফ থেকে
শারদীয় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন।
credit: progotirbangla.com
শারদীয় শুভেচ্ছা পোস্টার
আমরা দেখে আসছি যে বিশেষ করে রাজনৈতিক দলের লোকেরা বিভিন্ন রকম আচার অনুষ্ঠানের সময় বিশেষ করে ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় তারা শুভেচ্ছা বার্তা দিয়ে থাকে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়ে। তাই অনেকেই এই সময় গুগলের সার্চ করে নতুন ডিজাইনের পোস্টার দেখতে চাই। আজকের এই পোস্টে আমরা শারদীয় শুভেচ্ছা পোস্টার নিয়ে আলোচনা করব। আপনাদের জন্য শারদীয় শুভেচ্ছা পোস্টার নিচে দেওয়া হল আশা করছি আপনাদের ভালো লাগবে।
শেষ কথাঃ শারদীয় শুভেচ্ছা কবিতা | শারদীয় শুভেচ্ছা কার্ড
আপনারা যারা শারদীয় শুভেচ্ছা কবিতা | শারদীয় শুভেচ্ছা কার্ড গুলো দেখতে চেয়েছিলেন তাদের জন্য উপরে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এবং কিছু শারদীয় শুভেচ্ছা পোস্টার, শারদীয় শুভেচ্ছা কার্ড, এবং শারদীয় শুভেচ্ছা ব্যানার দেওয়া হয়েছে যেগুলো আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আপনাকে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম পোস্ট আরও পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন। 16830
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url