OrdinaryITPostAd

১৫০টি বাংলাদেশের সেরা ব্লগ সাইট - বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি

আজকাল অনেকেই ওয়ার্ডপ্রেস ও ব্লগিং সাইট নিয়ে কাজ করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। সেরকম কিছু সেরা ব্লগার সাইট সম্পর্কে আজ আপনাদের জানাব। যেখানে কাজ করে আপনিও পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে। আজ আমরা আমাদের এই পোস্টে বাংলাদেশের সেরা ব্লগ সাইট, বাংলাদেশের সেরা ব্লগার, সেরা ব্লগিং কোম্পানি, বাংলাদেশের সেরা টেক ব্লগ, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি নিয়ে আলোচনা করব। 
চলুন আর দেরি না করে বাংলাদেশের সেরা ব্লগ সাইট, বাংলাদেশের সেরা ব্লগার, সেরা ব্লগিং কোম্পানি, বাংলাদেশের সেরা টেক ব্লগ, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই।

পেজ সূচিপত্রঃ বাংলাদেশের সেরা ব্লগ সাইট - বাংলাদেশের সেরা ব্লগার

বাংলাদেশের সেরা ব্লগ সাইট

বাংলাদেশের সেরা ব্লগ সাইটের তালিকার শুরুতেই আছে অর্ডিনারি আইটির নাম। মাত্র কয়েক বছরের প্ররিশ্রমে অর্ডিনারি আইটি বাংলাদেশের সেরা ব্লগ সাইটে পরিণত হয়েছে। অর্ডিনারি আইটির সেরা ব্লগ সাইট হওয়ার পেছনের কারণ হলো তারা নিজেরা ব্লগিং করে পাশাপাশি অন্যদের ব্লগার হওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এমনকি একটি সম্পূর্ণ ব্লগ ওয়েবসাইট অর্ডিনারি আইটি থেকে অর্ডার দিয়ে তৈরি করাও যায়।

অর্ডিনারি আইটি বাংলাদেশের সেরা ব্লগ সাইট। এখানে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ও কন্টেন্ট রাইটিং করা হয়। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে মোট ২৩টি চ্যাপ্টার। যা খুব যত্ন সহকারে আমাদের অভিজ্ঞ শিক্ষকদ্বারা ক্লাস করানো হয়। এছাড়াও অন্যান্য সকল ধরনের কোর্স করান হয়। কোর্স সমূহ-
  • মাইক্রোসফট ওয়ার্ড ২০১৯
    • মাক্রোসফট অফিস (বেসিক)
    • মাক্রোসফট অফিস (অ্যাডভান্স)
  • গ্রাফিক্স ডিজাইন
    • বিজনেস কার্ড ও লোগো ডিজাইন
    • ফ্লায়ার ও ব্রুশিয়ার ডিজাইন
    • টি-শার্ট ডিজাইন
    • ব্যানার অ্যাড ডিজাইন
  • ওয়েব ডেভেলপমেন্ট
    • HTML
    • CSS
    • PHP
    • MYSQL
    • JAVASCRIPT
  • ওয়েব ডিজাইন
    • ওয়ার্ডপ্রেস সাইট ডিজাইন
    • ব্লগস্পট সাইট ডিজাইন
  • কমিউনিকেটিভ ইংলিশ
  • কম্পিউটার নেটওয়ার্কিং ও হার্ডওয়্যার
  • কম্পিউটার নেটওয়ার্কিং (CCNA R-S)
  • আইটি ম্যানেজমেন্ট
  • ভিডিও এডিটিং
  • ইউটিউব মার্কেটিং
  • অটোক্যাড 2D/3D
  • আর্টিকেল রাইটিং ও ফ্রিল্যান্সিং

বাংলাদেশের সেরা টেক ব্লগ | বাংলাদেশের সেরা ব্লগ সাইট

বাংলাদেশে বেশ কিছু সেরা টেক ব্লগ সাইট আছে যার মধ্যে অর্ডিনারি আইটি অন্যতম। অর্ডিনারি আইটি হল বাংলাদেশের নাম্বার ১ সেরা আইটি সেন্টার। অর্ডিনারি আইটিতে আপনি খুব কম মূল্যে অন্যান্য সকল আইটি সেন্টার থেকে বেশী ক্লাসের একাধিক কোর্স করতে পারবেন এবং কোর্স শেষে সার্টিফিকেট পাবেন। অর্ডিনারি আইটি বিশ্বসেরা আইটি সেন্টার। আপনি আমাদের এই অর্ডিনারি আইটি থেকে যেকোন বিষয়ে কোর্স করে ইনকাম করতে পারবেন। অর্ডিনারি আইটি ছাড়াও আরও কিছু ব্লগ সাইট আছে। নিচে বাংলাদেশের সেরা কিছু ব্লগ সাইটের নাম নিচে দেওয়া হল-

প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট

প্রযুক্তি বিষয়ে জানতে চান না এমন মানুষ খুবই কম আছেন। আমরা সকলেই প্রযুক্তি বিষয়ে কাজ করার জন্য বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট খুঁজে থাকি। নিচে দেওয়া সকল ব্লগ সাইট গুলো হল প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট। এই ব্লগ সাইটগুলো থেকে আপনি প্রযুক্তি বিষয়ক সকল তথ্য খুব সহযেই জানতে পারবেন। বাংলাদেশের সেরা ব্লগ সাইটের তালিকাগুলো হচ্ছেঃ
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • অ্যানিটেক টিউন - anytechtune.com
  • বাংলাতে - banglate.info
  • নতুন ব্লগ - notunblog.com
  • পিসি বিল্ডার বিডি - pcbuilderbd.com
  • টেকনোবঙ - technobong.in
  • নেট কথা - netkotha.com
  • টেক বার্তা বিডি - techbartabd.com
  • এনশামিম - bn.nshamim.com
  • অনলাইন ইনকাম বিডি - onlineincomebd.net
  • টেকটিউনস - techtunes.io
  • টেক শহর - techshohor.com
  • বাংলা টেক ব্লগ - Banglatech24.com
  • বাংলা টেক - Banglatech.info
  • টিউনারপেজ - tunerpage.com
  • ওয়্যারবিডি - wirebd.com
  • টেক জানো - techjano.com
  • টেক মাস্টার ব্লগ - techmasterblog.com
  • মাইবিডি ব্লগ - mybdblog.com
  • হ্যালো কম্পিউটার - hellocomputer.com.bd

ভ্রমণ বিষয়ক ব্লগার সাইট

ঘুরে বেড়াতে পছন্দ করেননা এমন লোক খুব কম। আমরা সকলেই কম-বেশী বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ঘুরে বেড়ায়। ঘুরে বেড়ানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুঁজি। যেই ওয়েবসাইট থেকে আমরা জানতে পারব ঘুরতে যাওয়ার জন্য কোন জায়গা ভালো, কত খরচ হবে ইত্যাদি বিষয়ে। ভ্রমণের জন্য এবং ভ্রমণ বিষয়ে বিভিন্ন ইনফরমেশনের জন্য ভ্রমণ বিষয়ক ব্লগার সাইট খুঁজে বেড়ায়। কিছু ভ্রমণ বিষয়ক ব্লগার সাইটের নাম দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • আদার ব্যাপারী - adarbepari.com
  • পর্যটন বিচিত্রা - parjatanbichitra.com
  • টুরিস্ট গাইড ২৪ - touristguide24.com
  • উড়াল পঙ্খী - uralpongkhi.com
  • ভ্রমণ গাইড - vromonguide.com
  • শামীম হাসান শাকিল এর বাংলা ব্লগ - shamimhsm.com
  • GoArif ট্রাভেল ব্লগ - www.tripdaw.com
  • ট্রিপডো (TripDaw) - tripdaw.com
  • আলম আশরাফুল - alamashraful.com/bn
  • বিডি ট্রাভেল নিউজ - bdtravelnews.com
  • ই বাংলা ট্রাভেল - ebanglatravel.com

স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ সাইট

স্বাস্থ্য সম্পর্কিত ব্লগ সাইটগুলোতে নারী / মহিলাদের যাবতীয় সমস্যার ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেওয়া হয়। মহিলাদের যাবতীয় টিপস দেওয়া হয়। যেটা আমাদের সমাজের মা- বোনদের জন্য খুবই উপকারী। এই সকল টিপস এন্ড ট্রিক্স দেখে অনেক উপকার পাওয়া যায়। এছাড়াও এই ধরনের ব্লগ সাইটে কোন ধরনের সমস্যায় কোন ডাক্তার দেখাতে হবে সে সম্পর্কে ও পরামর্শ দিয়ে থাকে। নিচে স্বাস্থ্য সম্পর্কিত কিছু ব্লগ সাইটের নাম দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • উইমেনস কর্ণার - womenscorner.com.bd
  • ফেমিনা - femina.in/bengali
  • সুপারমম বাংলাদেশ - supermombd.com
  • ফেইরিল্যান্ড প্যারেন্টস - myfairylandbd.com
  • মাতৃত্ব - matritto.com
  • মেডি ভয়েস বিডি - medivoicebd.com
  • এনজাইম - blog.enzaime.com
  • বাংলা হেলথ কেয়ার - banglahealthcare.com
  • ই-বাংলা হেলথ - ebanglahealth.com
  • সাজসজ্জ্বা - sajsojja.com
  • মায়া - blog.maya.com.bd
  • সাজগোজ - shajgoj.com
  • মাইটনিক - mytonic.com
  • কেয়ার - care.dh.health –
  • অনলাইন মেডিসিন শপ - onlinemedicineshop.com

ইসলামী ব্লগ সাইট

অনেকে আছেন যারা ইসলামী তথ্য পড়ার জন্য ও ইসলামী কিছু বিষয়ে প্রশ্নোত্তর জানার জন্য ইসলামী ব্লগার সাইট খুঁজে বেড়ায়। ইসলামি ব্লগ সাইটে বিভিন্ন ধরনের হাদিস, সূরার অর্থ, অনুবাদ, গজল, ইসলামি বিষয়ে কবিতা। নবীদের জীবনি পোস্ট করা হয়ে থাকে। কিন্তু এই সকল ইসলামি বিষয়ে জানার জন্য আপনাকে ইসলামি ওয়েবসাইট খুঁজে বের করতে হবে। কিন্তু কোনটা ইসলামী সাইট সেটা ঠিক বুঝে উঠতে পারে না। তাই তাদের সুবিধার্থে আজ আমরা ইসলাম সম্পর্কিত কিছু ব্লগ সাইট এর নাম উল্লেখ করা হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • ইসলামী প্রশ্নোত্তর - islamqabd.com
  • ইমাম বাতায়ন - imam.gov.bd
  • বাংলা হাদিস - hadithbd.com
  • মাসিক আলকাউসার - alkawsar.com
  • হাদিস - ihadis.com
  • আহলে হক্ক - ahlehaqmedia.com
  • ইসলামিক আলো - islamicalo.com

লেখাপড়া বিষয়ক ব্লগ সাইট

যদি আপনি ছাত্র-ছাত্রী হন তাহলে অবশ্যই আপনি লেখাপড়া বিষয়ক তথ্য সম্পর্কে জানতে চাইবেন। আর তার জন্য আপনি অবশ্যই লেখাপড়া বিষয়ক ভালো ওয়েবসাইট খুঁজবেন। আবার অনেকেই আছে যারা লেখাপড়া নিয়ে লিখতে ভালোবাসে। তারা লেখাপড়া সংক্রান্ত যাবতীয় তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এখানে আমরা আপনাদের সুবিধার জন্য কিছু লেখাপড়া বিষয়ক ব্লগার সাইট এর নাম উল্লেখ করব।
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • টেন মিনিট স্কুল - 10minuteschool.com
  • লেখাপড়া বিডি - lekhaporabd.com
  • শিক্ষক বাতায়ন - teachers.gov.bd
  • এডুকেশন ব্লগ - educationblog24.com
  • এডু আইকন - eduicon.com
  • পড়ার টেবিল থেকে - fromreadingtable.com
  • শিক্ষক - shikkhok.com

বাংলা গল্প ও কবিতা ব্লগার সাইট

আপনি যদি অবসর সময়ে বাংলা গল্প ও কবিতা পড়তে চান তাহলে কিছু বাংলা ব্লগার সাইট থেকে খুব সহজের গল্প কবিতা বের করে পড়তে পারেন। আবার অনেক মানুষ আছে যারা গল্প কবিতা লিখতে ভালোবাসে। তারা বিভিন্ন ধরনের নতুন নতুন গল্প ও কবিতা লিখে তাদের ব্লগার সাইটে প্রকাশ করে। এরকমই কিছু গল্প কবিতা ব্লগার সাইট নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • কবিতা অঞ্চল - poetrystate.com
  • গল্প কবিতার কুটির - golpo-kobitar-kutir.com
  • গল্প কবিতা - golpokobita.com
  • কবিতা ককটেল - kobitacocktail.com
  • বাংলা কবিতা - bangla-kobita.com
  • বাংলার কবিতা - banglarkobita.com
  • বানী - bani.com.bd

অনলাইন কোর্স করার সাইট

অনলাইনে কোর্স করে কাজ শিখতে কে না চাই। এখন অফলাইনে ক্লাসের পাশাপাশি কিছু প্রতিষ্ঠান অনলাইন কোর্স করার বা শেখানোর জন্য ব্লগার সাইট তৈরি করেছে। এই সাইটগুলোতে বিভিন্ন বিষয়ে দক্ষ লোকের দ্বারা কোর্স করানো হয়। অর্ডিনারি আইটি তাদের মধ্যে একটি। অনলাইনে কোর্স করায় এমন কিছু  কোর্স করার সাইট সম্পর্কে নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • ঘুড়ি লার্নিং - ghoorilearning.com
  • ইশিখন - eshikhon.com
  • ক্রিয়েটিভ ইনস্টিটিউট - creativeitinstitute.com
  • লার্নিং বাংলাদেশ - learningbangladesh.com
  • রেপটো - repto.com.bd
  • আইটিবাড়ী - itbari.com
  • বহুব্রীহি - blog.bohubrihi.com
  • ওয়েব একাডেমী - webacademy-edu.com
  • মুক্তপাঠ - muktopaath.gov.bd

ফ্রিল্যান্সিং সাইট

অনেকে আছেন যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং এর কাজ করতে চায় কিন্তু ইংরেজীতে কাঁচা হওয়ায় করতে পারে না। আর তাই যারা ইংরেজীতে খুব একটা দক্ষ না তারা বাংলাতেই নিজেদের দেশের মানুষের কাছ থেকে কাজ নিয়ে কাজ করতে পারেন। এতে করে আপনার ভাষার সমস্যা হবে না। আপনাদের সুবিধার জন্য কিছু ফ্রিল্যান্সিং সাইট নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • বিল্যান্সার - belancer.com
  • স্বাধীনকাজ - shadhinkaj.com
  • কাজ কী - kajkey.com

প্রশ্নোত্তর ব্লগ

আপনি যদি যেকোন ধরনের প্রশ্ন সম্পর্কে জানতে চান। তাহলে আপনার জন্য রয়েছে কিছু প্রশোত্তর বিষয়ক ব্লগার সাইট। এখান থেকে আপনি যেকোন ধরনের প্রশ্ন করতে পারবেন। এই সাইটগুলো থেকে আপনি আপনার অজানা যেকোন বিষয়ে প্রশ্ন করতে পারবেন। যে প্রশ্নগুলোর উত্তর আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে পাচ্ছেন না। সেই প্রশ্নের উত্তর গুলো আপনি এই ব্লগার সাইট গুলোতে বিভিন্ন এক্সপার্টদের কাছ থেকে জানতে পারবেন খুব সহযেই। নিচে কিছু প্রশ্নোত্তর ব্লগ সাইট দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • ই-নলেজ - Enolez.com
  • আস্ক প্রশ্ন - askproshno.com
  • বেশতো - beshto.com
  • নির্বিক - nirbik.com
  • কোরা - bn.quora.com
  • বিস্ময় - bissoy.com
  • আন্সার বাংলা - ansbangla.com

কৃষি বিষয়ক ব্লগার সাইট

কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য জানার জন্য কিছু সাইট আছে। যেখান থেকে আপনি আপনার যাবতীয় কৃষি বিষয়ক তথ্য জানতে পারবেন। কৃষিতে বর্তমানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষকেরা অনেক সফল হচ্ছেন। এখন কৃষিতে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা কৃষকদের সফলতার চাবিকাঠি। কিছু কৃষি বিষয়ক ব্লগার সাইট নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • কৃষি - krishi.gov.bd
  • কৃষি তথ্য সার্ভিস - ais.gov.bd
  • কৃষি বার্তা - krishibarta.org

টেলি কমিউনিকেশন বিষয়ক ব্লগ সাইট

বিভিন্ন ধরনের সিমের মাধ্যমে আমরা একে-অপরের সাথে কমিউনিকেশন করি। এছাড়াও সিমে এম্বি দিয়ে ও মিনিট দিয়ে কথা বলি ও ফোন ব্যবহার করি। আর আমাদের সকলের সাথে টেলি কমিউনিকেশন করার জন্য বিভিন্ন ধরনের ব্লগ সাইট আছে। সেগুলো নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • রবি - robi.com.bd/bn
  • এয়ারটেল - bd.airtel.com/bn
  • বিডি অফার নিউজ - bdoffernews.com
  • স্কিটো - skitto.com
  • টেলিটক - teletalk.com.bd/bn
  • গ্ৰামীনফোন - grameenphone.com/bn
  • বাংলালিংক - banglalink.net/bn

মাল্টিনিশ বাংলা ব্লাগার সাইট

বাংলায় অনেক ধরনের ব্লগার সাইট আছে যা মাইক্রো নিশের পাশাপাশি বিভিন্ন ধরনের টপিক নিয়ে কাজ করে কিন্তু কোন ধরনের মানের সাথে কম্প্রোমাইজ করে না। তাই এই ধরনের ব্লগার সাইটকে মাল্টিনিশ ব্লগার সাইট বলে। কিছু জনপ্রিয় মাল্টিনিশ বাংলা ব্লগার সাইট নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • হৈচৈ - hoicoibangla.com
  • উইথ বাংলা - withbangla.com
  • বাংলাদেশ গেমার - bangladeshgamer.com
  • হৈচৈ - hoicoibangla.com
  • উইথ বাংলা - withbangla.com
  • ব্লগার বাংলাদেশ - bloggerbangladesh.com
  • রোর বাংলা - roar.media
  • হোয়াই অর হোয়েন - whyorwhen.com
  • বাংলা হাব - banglahub.com.bd
  • প্রতিবর্তন - pratiborton.com
  • প্যাভিলিয়ন - pavilion.com.bd
  • ট্রিকব্লগ বিডি - trickblogbd.com
  • ফেসবুক হেল্প বিডি - fbhelpbd.com
  • বাংলা ভাইব - Banglavibe.com
  • নোটখাতা - notekhata.com

বাংলা PDF বই ডাউনলোড সাইট

আবার কিছু সাইট আছে যেখানে বিভিন্ন ধরনের বই PDF সহ প্রকাশ করে। যারা বিভিন্ন ধরনের বই পড়েত ভালোবাসেন তারা এই সকল সাইট থেকে আপনার পছন্দ মত কিছু বই PDF আকারে ডাউনলোড করে পড়তে পারেন। কিছু বাংলা PDF বই ডাউনলোড সাইট নিচে দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • আমার বুক - amarbooks.org
  • গ্রন্থ নেটওয়ার্ক - grontho.net
  • বাংলা বুক - banglabook.org
  • পিডিএফ বাংলা বুক ডাউনলোড - bdebooks.com
  • ইসলামি বই - wafilife.com

পত্রিকা সম্পর্কিত সাইট

কিছু জনপ্রিয় পত্রিকার সাইট আছে। যারা সারা বিশ্বের খবর অথবা সারা বাংলাদেশের খবর তাদের পত্রিকাতে প্রকাশ করে। এর মাধ্যমে আপনার দেশের বা বিশ্বের তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারি। নিচে কিছু বাংলা জনপ্রিয় পত্রিকার নাম বা সাইট দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • কালেরকন্ঠ - kalerkantha.com
  • যুগান্তর - jugantor.com
  • প্রথম আলো - prothomalo.com
  • বিডি নিউজ ২৪ - bdnews24.com
  • বাংলাদেশ প্রতিদিন - bd-pratidin.com

রান্না বিষয়ক ব্লগ সাইট

মজার মজার রান্না করতে বা রান্না খেতে কে না ভালোবাসে। কিন্তু রান্না না জানলে কি আর রান্না করা যায়? তাই বিভিন্ন ধরনের মজার মজার রান্না শিখতে পারবেন আপনিও এবং খেতেও পারবেন মজা করে। আজ আমরা কিছু মজার মজার রান্নার ব্লগ সাইটের নাম উল্লেখ করব। নিচে নামগুলো দেওয়া হল-
  • অর্ডিনারি আইটি - ordinaryit.com
  • সাজগোজ - Shajgoj
  • রুমানা আজাদ - rumana.net.bd
  • ভূলু’স রেসিপি - vulusrecipe.com
  • মজার রান্না - mojarranna.com
  • ই-বাংলা রেসিপি - ebanglarecipe.com
  • নাহিদা রেসিপি - nahidarecipe.com
  • জাগো নিউজ২৪ - jagonews24.com
  • প্রবাসী রওনক ব্লগ - banglarecipes.com.au

বিবিধ বাংলা ব্লগ

বিভিন্ন ধরনের বাংলা ব্লগ সাইট আছে যেগুলো নিচে দেওয়া হল-
  • প্যাভিলন - pavilion.com.bd
  • বাংলাদেশ গেমার - bangladeshgamer.com
  • ফ্লপ টু হিট - flop2hit.com
  • রোয়ার বাংলা - roar.media
  • হোয়াই অর হোয়েন - whyorwhen.com
  • ওয়েব বাংলা - webangla.com
  • উইকিপিডিয়া বাংলা - wikipediabangla.com

বাংলাদেশের সেরা ব্লগার কে?

বাংলাদেশে অনেক জনপ্রিয় ব্লগার থাকলেও অভিজ্ঞতা ও সফলতার দিক থেকে অর্ডিনারি আইটির এডমিন মোঃ আব্দুল কাওসার এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্লগার। ব্লগিং নিয়ে ৮ বছরের বেশি সময় ধরে গবেষণা করার কারণে কাওসার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সেরা ব্লগার হতে পেরেছেন।

বাংলাদেশের সেরা ব্লগার মোঃ আব্দুল কাওসার। তিনি অর্ডিনারি আইটির এডমিন ও বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটার। মোঃ আব্দুল কাওসারের শিক্ষাগত যোগ্যতা হল তিনি গত ৮ বছর যাবত পড়াশোনা করেছেন। প্রথম ৪ বছর রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ২০১৬ সালে কম্পিউটার থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও পরের ৪ বছর ২০২১ সালে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন।
মোঃ আব্দুল কাওসার বিগত ৯ বছর ধরে ফ্রিল্যান্সিং করছেন। অর্ডিনারি আইটি ২০১৮ সালের ৩রা আগস্ট থেকে তাদের যাত্রা শুরু করেছেন। অর্ডিনারি আইটি অফিস ক্লাসরুমে বিভিন্ন ধরনের আইটি কোর্স করান। এছাড়াও দূর-দূরান্তে যারা বসবাস করছেন তাদেরকে অনলাইনের মাধ্যমে কোর্স করিয়ে থাকেন। এছাড়াও এখন অর্ডিনারি আইটিতে এখন ইন্টার্নশিপ অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করানো হচ্ছে। যারা পলিটেকনিকে পড়াশুনা করছেন তারা ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারবেন আমাদের অর্ডিনারি আইটি থেকে।

বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি | বাংলাদেশের সেরা ব্লগ সাইট

বাংলাদেশে মাত্র কয়েকটি ব্লগিং কোম্পানি রয়েছে, এর মধ্যে এই মুহূর্তে বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানির নাম হচ্ছে অর্ডিনারি আইটি। নিজেরা ব্লগিং করার পাশাপাশি অন্যদেরকে ব্লগিং প্রশিক্ষণ ও লাইফটাইম সাপোর্টসহ ব্লগ সাইট বিক্রির জনপ্রিয়তার কারণে অর্ডিনারি আইটি বাংলাদেশের সেরা জনপ্রিয় ব্লগিং কোম্পানিতে পরিণত হয়েছে।

বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি অর্ডিনারি আইটি। অর্ডিনারি আইটির কম্পিউটার ল্যাবে তাদের নিজস্ব গুগোল সার্টিফাইড ট্রেইনারের মাধ্যমে ক্লাস করানো হয়। অর্ডিনারি আওটি অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ক্লাস করিয়ে থাকে। আপনি চাইলে আপনার ইচ্ছামত অফিসে এসে অথবা বাসায় বসেই ক্লাস করতে পারেন। অর্ডিনারি আইটিতে যেসব কোর্স করানো হয় তা নিম্নরূপ- 
  • ডিজিটাল মার্কেটিং
  • মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (বেসিক)
  • মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন (অ্যাডভান্স)
  • অ্যাডসেন্স ও ব্লগিং কোর্স
  • ওয়েব ডিজাইন
  • গ্রাফিক্স ডিজাইন
  • ব্লগস্পট সাইট ডিজাইন
  • ওয়ার্ড প্রেস সাইট ডিজাইন
  • কমিউনিকেটিভ ইংলিশ
  • ভিডিও এডিটিং
  • নেটওয়ার্কিং CCNA
  • কম্পিউটার নেটওয়ার্কিং
  • ইউটিউব মার্কেটিং
  • আর্টিকেল রাইটিং
  • অটোক্যাড 2D/3D
  • SSC/HSC ICT

অর্ডিনারি আইটির এডমিন মোঃ আব্দুল কাওসার একজন সফল ডিজিটাল মার্কেটার। তিনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি বিষয় শিখায় তা আজ আমরা আলোচনা করব। সেরা ডিজিটাল মার্কেটার আব্দুল কাওসার মোট ২৩টি চ্যাপ্টারে ২৫০+ ক্লাস নিয়ে থাকেন। যেগুলো ভালোভাবে শিখলে আপনিও হতে পারবেন একজন সফল ডিজিটাল মার্কেটার। চলুন ডিজিটাল মার্কেটিং কোর্সের কোর্স সিলেবাসটি দেখে নেই।

ডিজিটাল মার্কেটিং

  1. ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট তৈরি
  2. ব্লগার ওয়েবসাইট তৈরি
  3. ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি
  4. ওয়ার্ডপ্রেস VS ব্লগার
  5. আর্টিকেল রাইটিং করে ডিজিটাল মার্কেটিং
  6. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  7. সার্চ কনসোল ও অ্যানালিটিক্স
  8. গুগোল ম্যাপ ও গুগোল মাই বিজনেস সেটআপ
  9. গুগোল এডসেন্স সেটআপ
  10. অ্যাফিলিয়েট মার্কেটিং ও সিপিএ মার্কেটিং
  11. সোশ্যাল মিডিয়া মার্কেটিং-এসএমএম ও ইনফ্লুয়েন্সার মার্কেটিং
  12. ইউটিউব মার্কেটিং
  13. ফেসবুক মার্কেটিং
  14. গুগোল এডভার্টাইজমেন্ট
  15. অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  16. লিড জেনারেশন টেকনিক
  17. ইমেইল মার্কেটিং
  18. এসএমএস মার্কেটিং
  19. ড্রপ শিপিং ও কুপন বিজনেস
  20. ডিজিটাল অ্যাড এজেন্সি তৈরি করা
  21. মার্কেটপ্লেস ওয়েবসাইটে কাজ করা
  22. লোকাল জব মার্কেট টার্গেটিং
  23. কমপ্লিট ডিজিটাল মার্কেটিং ব্যবসা দাঁড় করানো।

কন্টেন্ট রাইটিং

অর্ডিনারি আইটি থেকে আপনি কন্টেন্ট রাইটিং করে মাসে ৩ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই কাজটি আপনি ঘরে বসেই করতে পারবেন। এর জন্য আপনাকে ৭ দিন থেকে শুরু করে ৩ মাস পর্যন্ত কোর্স করতে পারবেন। ৭ দিনের কোর্সটি আপনি পাবেন মাত্র ১০৫০/- টাকায়। এই কোর্সটি আপনাকে করতে হবে অনলাইনের মাধ্যমে। যারা অনলাইনে কোর্সটি করতে চান তাদের জন্য এই কোর্সটি। আর যারা অফলাইনে কোর্স করতে চান তারা ১ মাসের কোর্স অথবা ৩ মাসের কোর্সটি করতে পারেন। অফলাইনে ১ মাসের কোর্সের মূল্য মাত্র ৳৩০০০/- ও ৩ মাসের কোর্সের মূল্য মাত্র ৳৯০০০/- টাকা।

অর্ডিনারি আইটির কন্টেন্ট রাইটার ২ টি টিমে কাজ করে। টিম দুটির নাম নিচে দেওয়া হল-
  • জেনারেল রাইটার টিম
  • এলিট রাইটার টিম
জেনারেল রাইটার টিম- যারা অর্ডিনারি আইটিতে প্রথম কাজ শুরু করে তারা জেনারেল রাইটার টিমে কাজ করবে। জেনারেল রাইটার টিমে কাজ করার জন্য আপনাকে প্রথম মাসের সম্মানি দেওয়া হবে ৳৩০০০/- টাকা এবং দ্বিতীয় মাস থেকে রাইটারের দক্ষতা অনুযায়ী তাদের সম্মানি ৳৬০০০/- থেকে ৳৮০০০/- পর্যন্ত প্রদান করা হবে।

এলিট রাইটার টিম- যেসব রাইটার জেনারেল রাইটার টিমে ভালো কাজ করে এবং প্রতি পোস্টে ১০০০ শব্দের বেশী লিখে তাদের জেনারেল রাইটার টিম থেকে এলিট রাইটার টিমে প্রমোশন দেওয়া হবে। এলিট রাইতার টিমের সর্বনিম্ন বেতন ৳৯০০০/-  ও সর্বোচ্চ বেতন ৳১৫,০০০/- টাকা।

অর্ডিনারি আইটিতে বাংলা কন্টেন্ট রাইটার পদে আপনার নিয়োগ হওয়ার ৩০দিন পর পর আপনি আপনার সম্মানি পেয়ে যাবেন। আপনি আপনার এই সম্মানি বিকাশ, রকেট, নগদ অথবা অফিসে এসেও নিতে পারবেন।

ওয়েবসাইট তৈরি

যারা নিজেদের ওয়েবসাইট তৈরি করে আয় করতে চান তারা অর্ডিনারি আইটি থেকে নতুন ওয়েবসাইট কিনে নিয়ে বিভিন্ন বিষয়ে পোস্ট লিখে মাসে ৳৮০,০০০/-+ টাকা আয় করতে পারেন। ওয়েবসাইট অর্ডার করার মাত্র ৭ দিনের মধ্যে আপনি ওয়েবসাইট ডেলিভারি নিতে পারবেন। আমরা নিজেরাই আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন হোস্টিং ক্রয় করে ও ৩০টি আর্টিকেল লিখে দিব। এছাড়াও আপনাকে ওয়েবসাইট হ্যান্ডওভার করার পর পরবর্তীতে আপনার ওয়েবসাইট বিষয়ক যত কাজ (যেমন- SEO, গুগোল অ্যাডসেন্স) করতে আমরা আপনাদের সাহায্য করব। 
অর্ডিনারি আইটিতে আপনি যদি কোর্স করেন তাহলে আপনি পাবেন সারা জীবনের ফ্রী লাইফ সাপোর্ট। আরও পাবেন ভবিষ্যতে ২০+ ফ্রি ক্লাস করার সুযোগ। তাই দেরি না করে আজই চলে আসুন অর্ডিনারি আইটিতে।

লিখালিখি করে আয় করার ব্লগার সাইট তৈরি করতে আপনার কত টাকা লাগতে পারে?

লিখালিখি করে আয় করার ব্লগার সাইট তৈরি করতে আমরা অনেকেই চাই। কিন্তু কিভাবে এই ব্লগার সাইট তৈরি করব কার কাছে যাব কত টাকা লাগবে তা আমরা জানি না। তাই আজকেই এই নিবন্ধটিতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। একটি ব্লগার ওয়েবসাইট যদি আপনি আমাদের কাছ থেকে অর্থাৎ অর্ডিনারি আইটি থেকে তৈরি করে নিতে চান তাহলে সেই সাইট তৈরীতে আমরা কত টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেই যে সম্পর্কে বিস্তারিত। 

এই ধরনের সকল সার্ভিস একসাথে দেওয়ার জন্য আমরা মাত্র ৩০ হাজার টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকি। কিন্তু বর্তমান মাসে যারা অর্ডার করবেন তারা পাবেন বিশাল ১০,০০০/- টাকা মূল্যের ডিসকাউন্ট!! সাথে সারা জীবনের জন্য ফ্রি সার্ভিস। এই ছাড়টি শুধুমাত্র তাদের জন্য যারা চলতি মাসের মধ্যে ওয়েবসাইট অর্ডার দিবে। তাই দেরি না করে আজই অর্ডার করুন আপনার কাঙ্খিত ওয়েবসাইটটি। একটি ওয়েবসাইট তৈরি করতে কোথায় কত টাকা খরচ করতে হয় সে সম্পর্কে।
  • ডোমেইন অথবা হোস্টিং রেজিস্ট্রেশনের জন্য - ৳২০০০/-
  • গুগোল এডসেন্সের জন্য ও ওয়েবসাইট কাস্টমাইজেশন - ৳৬০০০/-
  • ওয়েবসাইট ব্লগার থিমের জন্য - ৳৫৫০/-
  • এডসেন্স রিকোয়ারমেন্ট কাস্টমাইজেশন ও SEO - ৳৫০০০/-
  • ৩০টি ইউনিক আর্টিকেলের জন্য - ৳৯০০০/-
  • গুগোল এডসেন্স ব্লগিং কোর্সের জন্য - ৳৩০০০/-
  • লাইফটাইম সাপোর্টের জন্য - ৳৫০০০/-
--------------------------------------------------------------------------------------------
  • সর্বমোট - ৳৩০,৫৫০/-
  • আপনি যদি বর্তমান মাসের মধ্যে ওয়েবসাইট অর্ডার কনফার্ম করেন তাহলে আপনি ৳১০,৫৫০/- টাকা ছাড়ে মাত্র ৳২০,০০০/- টাকায় একটি রেডিমেট ওয়েবসাইট পাবেন। যেটা থেকে আপনি সারাজীবন ঘরে বসে আয় করার সুযোগ পাবেন এবং ২য় বছর থেকে নিজের খরচে অর্থাৎ ১৫০০ টাকা খরচ করে ডোমেইন/হোস্টিং করতে হবে।

অর্ডিনারি আইটিতে জব করার জন্য কি ধরনের যোগ্যতা প্রয়োজন?

অর্ডিনারি আইটিতে জব করার জন্য যে ধরনের যোগ্যতা একজন প্রার্থীর থাকা প্রয়োজন তা হল-
  • আবেদন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাশ হতে হবে। 
  • কাজ করার জন্য প্রার্থীর একটি কম্পিউটার/ ল্যাপটপ/স্মার্টফোন ও সচল ইন্টারনেট ব্যবস্থা থাকতে হবে। 
  • প্রার্থীর কম্পিউটার চালানোর বিষয়ে দক্ষতা থাকতে হবে। 
  • বাংলা টাইপিং -এ দক্ষতা ও লিখালিখিতে ধারনা থাকতে হবে। 
  • ইংরেজি লেখা ও ভিডিও দেখে সেই ভিডিও সম্পর্কে বোঝার সামর্থ্য থাকতে হবে। 
আপনার যদি এসকল বিষয়ে সঠিক ধারনা থাকে তাহলে আপনাকে অর্ডিনারি আইটিতে জব করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটার হওয়ার শর্তগুলো কি?

আপনি যদি বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটার হতে চান তাহলে আপনাকে কিছু শর্ত মেনে চলতে হবে। নিচে সে সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া হল-
  • প্রথমত আপনাকে যেকোন একটি কোম্পানিকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতে হবে।
  • অন্যদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স শেখাতে হবে এবং জবের ব্যবস্থা করে দিতে হবে।
অর্ডিনারি আইটিতে গুগোল সার্টিফাইড এক্সপার্ট প্রশিক্ষক ও ডিজিটাল মার্কেটার দ্বারা ক্লাস করানো হয়। ডিজিটাল মার্কেটিং কোর্সে ২৩টি চ্যাপ্টারে মোট ২৫০+ ক্লাস করানো হয়। বাংলাদেশের সবচেয়ে বড় সিলেবাস নিয়ে ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছে অর্ডিনারি আইটি। অর্ডিনারি আইটি থেকে কোর্স শেষে চাকরি করার মত সুযোগ ও আছে। 

অনেক কোম্পানি আছে যারা নিজেদেরকে বাংলাদেশের সেরা ডিজিটাল মার্কেটার হিসেবে দাবী করে তাহলে অবশ্যই তাকে অন্যদের ডিজিটাল মার্কেটিং এর কাজ দিতে হবে। অর্ডিনারি আইটি অফিসে ডিজিটাল মার্কেটিং এর কোর্সের পাশাপাশি কাজ ও দেয়। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ দক্ষ হন তাহলে আপনিও অর্ডিনারি আইটিতে মাসে সর্বোচ্চ ১ লক্ষ টাকা বেতনে চাকরি করতে পারবেন। সুতরাং অর্ডিনারি আইটি অন্যদেরকে জব দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশের সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানি।

অর্ডিনারি আইটিতে যে সকল বিষয় সম্পর্কে আর্টিকেল লিখতে পারবেন?

অর্ডিনারি আইটি থেকে আপনি যেসব বিষয় সম্পর্কে বাংলা আর্টিকেল লিখে আয় করতে পারবেন তা হল-
  • অ্যাডসেন্স
  • অ্যান্ড্রয়েড
  • ইন্টারনেট
  • প্রযুক্তি কথন
  • প্রতিবেদন
  • হার্ডওয়্যার
  • ল্যাপটপ
  • উইন্ডোস
  • ইন্টারনেট
  • ফ্রিওয়্যার
  • ফ্রিল্যান্সিং টিপস
  • ফেসবুক
  • ওপেন সোর্স
  • অ্যান্টিভাইরাস
  • টেক নিউজ
  • কম্পিউটিং
  • টিপস এন্ড ট্রিকস
  • গুগল
  • ফটোগ্রাফি
  • হ্যাকিং
  • রিভিউ
  • অ্যাপ রিভিউ
  • টেক ফিকশান
  • গুগল ক্রোম
  • গুগল ম্যাপ

অর্ডিনারি আইটিতে যে সকল বিষয় সম্পর্কে আর্টিকেল লিখতে পারবেন না?

যেসব প্রফেশনাল বিষয়ে অর্ডিনারি আইটি কোর্স করায় সেসব বিষয় সম্পর্কে আর্টিকেল লিখে আপনি আয় করতে পারবেন না।
  • ওয়েব ডিজাইন
  • ওয়ার্ডপ্রেস ও ব্লগস্পট
  • কম্পিউটার নেটওয়ার্কিং
  • কমিউনিকেটিভ ইংলিশ
  • ভিডিও এডিটিং
  • মাইক্রোসফট অফিস (বেসিক)
  • মাইক্রোসফট অফিস (অ্যাডভান্স)
  • বিজনেস কার্ড ও লোগো
  • টি-শার্ট ডিজাইন
  • ফ্লায়ার ও ব্রুশিয়ার
  • আইটি ম্যানেজমেন্ট
  • ইউটিউব মার্কেটিং
  • অটোক্যাড 2D/3D
  • আর্টিক্যাল রাইটিং
  • SSC ও HSC এর ICT
  • আইটি ম্যানেজমেন্ট
  • নেটওয়ার্কিং (CCNA R&S)

আর্ডিনারি আইটির বিশ্বস্ততা | বাংলাদেশের সেরা ব্লগ সাইট

অনেকেই মনে করতে পারেন অর্ডিনারি আইটি ফেক বা মিথ্যা। তাদের কোন অফিস নেই। লোককে ভূয়া কথা প্রচার করছি। যারা এই ধরনের কথা ভাবেন তাদের জন্য আমাদের অর্ডিনারি আইটির ট্রেড লাইসেন্সের ছবি দেওয়া হল। এছাড়াও আপনি আমাদের অফিসে সরাসরি এসে ভিজিট করে যেতে পারেন। এছাড়াও অর্ডিনারি আইটির অফিশিয়াল মেম্বারদের তালিকা ও ফটো গ্যালারী দেখতে পারেন। নিচে আমাদের তথা অর্ডিনারি আইটির ট্রেড লাইসেন্সের ছবি দেওয়া হল-

অর্ডিনারি আইটির ঠিকানা | বাংলাদেশের সেরা ব্লগ সাইট

অর্ডিনারি আইটি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ও সেরা আইটি প্রতিষ্ঠানের মধ্যে প্রথমে অবস্থান করছে। এটি রাজশাহী জেলার বিউটি প্লাজা, হাউজ নংঃ ১৮২ (৩য় তলা - উত্তর সেকশন), রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট গেটের সামনে, সপুরা- ৬২০৩, বোয়ালিয়া, রাজশাহীতে অবস্থিত। অর্ডিনারি আইটি গুগল ম্যাপে ভেরিফাইড অফিস লোকেশন | অর্ডিনারি আইটির হেল্পলাইন নম্বর - ০১৭৬১০৬০৯৭৭/০১৭১২৯৩১১২৩ | ইমেইল - ordinaryit@gmail.com

শেষ কথাঃ বাংলাদেশের সেরা ব্লগ সাইট - বাংলাদেশের সেরা ব্লগার

জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশের #০১ নম্বর ব্লগিং কোম্পনির নাম হচ্ছে অর্ডিনারি আইটি। সেরা ব্লগিং সার্ভিস দেওয়ার কারণে অর্ডিনারি আইটি বাংলাদেশের নাম্বার ০১ জনপ্রিয় ব্লগিং কোম্পানিতে পরিণত হয়েছে।

বন্ধুরা, আজ আমরা বাংলাদেশের সেরা ব্লগ সাইট - বাংলাদেশের সেরা ব্লগার নিয়ে একটি পোস্টে লিখেছি। আমাদের এই পোস্টে বাংলাদেশের সেরা ব্লগ সাইট, বাংলাদেশের সেরা ব্লগার, সেরা ব্লগিং কোম্পানি, বাংলাদেশের সেরা টেক ব্লগ, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

আশাকরি, আমাদের এই বাংলাদেশের সেরা ব্লগ সাইট, বাংলাদেশের সেরা ব্লগার, সেরা ব্লগিং কোম্পানি, বাংলাদেশের সেরা টেক ব্লগ, বাংলাদেশের সেরা ব্লগিং কোম্পানি পোস্টটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা সকলে উপকৃত হবেন। এরকম আরও নতুন নতুন পোস্টে পেতে আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url