OrdinaryITPostAd

জনপ্রিয় ৪০টি বাংলাদেশের সেরা আলেমদের/ বক্তাদের তালিকা

প্রিয় পাঠক আপনারা অনেকেই জানেন, ওয়াজ মাহফিল আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানদের জীবনের একটি অংশ। এসব ওয়াজ মাহফিল সাধারণত বাংলাদেশের সেরা আলেমরা করে থাকেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের আলেমদের তালিকা নিয়ে। 

এছাড়াও আজকের এই পোস্টে আপনারা জানতে পারবেন বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা সহ তারা কোন জেলা থেকে এসেছে, আলেমদের মধ্যে কে কেমন শিক্ষিত এসব কিছু জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেই, বাংলাদেশের সেরা আলেমদের তালিকা।

পোস্ট সূচিপত্রঃ

আলেম কাকে বলে?

আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম বলতে এমন ব্যক্তিকে বোঝায় যিনি, দ্বীনি প্রতিষ্ঠান থেকে কুরআন , সুন্নাহ, ও ফিকহে ইসলামী সম্পর্কে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ও ডিগ্রীপ্রাপ্ত ব্যক্তিদের আলেম বলা হয়ে থাকে।

আলেম হওয়ার জন্য জরুরী বিষয় হলো সনদ থাকা । তাই যে দ্বীনি ব্যক্তি কোন আলেম থেকে ইলম শিক্ষা নেই তাকে আমরা আলেম বলতে পারি।

আরো পড়ুনঃ মহিলাদের ঈদের নামাজ পড়ার নিয়ম ও নিয়ত সম্পর্কে জানুন।

নিচে আপনাদের সাথে বাংলাদেশের সেরা আলেমদের তালিকা শেয়ার করা হবে। মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।

হাক্কানি আলেম কাকে বলে?

একজন সাধারন দ্বীনদার ব্যক্তিদের জন্য হাক্কানি আলেম চিনা সবচেয়ে সহজ পদ্ধতি হলো, আলেমের চেহারা ও পোশাকে সুন্নাতের ছাপ পাওয়া যাবে, হাক্কানী আলেম দাওয়াত ও তাবলীগের প্রতি মহব্বত রাখেন, কথায় আচরণে তাকওয়া ও পরহেজগার হবেন, হক তাসাউফের প্রতি বিশ্বাস রাখেন, বিদআত এর বিরুদ্ধে সোচ্চার থাকেন, সুন্নতের প্রতি আগ্রহী থাকেন ।উপরিউক্ত গুণ যদি কোন আলেমের মধ্যে পাওয়া যায় তাহলে আমরা তাকে হাক্কানি আলেম বলে বুঝে নিতে পারি।

বাংলাদেশের হাক্কানী আলেমদের নাম ও তালিকা নিচের প্রকাশ করা হবে।

বাংলাদেশের সেরা আলেমদের তালিকা - বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা

আমাদের দেশে অনেক আলেম ওলামা একরাম রয়েছে। তাদের মূল উদ্দেশ্য দেশের মানুষকে ইসলামের পথে নিয়ে আসা। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের সেরা আলেমদের তালিকা। এছাড়াও আমাদের দেশে অনেক হাক্কানি আলেম রয়েছে বাংলাদেশের হাক্কানী আলেমদের নাম নিচে থেকে জানতে পারবেন।

১। নামঃ মুফতি আমির হামজা 

   শিক্ষাগত যোগ্যতাঃ আল কুরআন শীর্ষক অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

   জন্মস্থানঃ কুষ্টিয়া জেলা।

২। নামঃ মাওলানা শায়খ আহমাদুল্লাহ ।

    শিক্ষাগত যোগ্যতাঃ দাওরায়ে হাদিস (কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড), ইফতা (খুলনা দারুল উলুম) 

    জন্মস্থানঃ বশিকপুর, লক্ষীপুর, বাংলাদেশ।

৩। নামঃ মুফতি রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

    শিক্ষাগত যোগ্যতাঃ কামিল হাদিস (চরমোনাই আলিয়া মাদ্রাসা), ইফতা (সাগরদী আলিয়া মাদ্রাসা বরিশাল)

    জন্মস্থানঃ চরমোনাই গ্রাম, কীর্তনখোলা, বরিশাল জেলা।

৪। নামঃ ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী ( আব্বাসী হুজুর নামে পরিচিত  )

    শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা, মিশকাত (দারুন আরশাদ), থিসিস (লখনৌ বিশ্ববিদ্যালয়) , সিহাসিত্তাস সালাত ( দারুল উলুম করাচি)

    জন্মস্থানঃ পাঠানটুলি আব্বাসী মঞ্জিল জৈনপুরী দরবার, সিদ্ধিরগঞ্জ থানা , নারায়ণগঞ্জ ।

৫। নামঃ মাওলানা মামুনুল হক 

    শিক্ষাগত যোগ্যতাঃ পবিত্র কোরআনে হাফেজ(ঢাকার লালবাগ জামতারা জামে মসজিদ মাদ্রাসা), মিকায়ে জামাত (১ম স্থান), মিশকাত জামাত(৩য় স্থান), দাখিল(১ম স্থান) , এরপর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি। অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স (এশিয়ান ইউনিভার্সিটি)

     জন্মস্থানঃ আজিমপুর, ঢাকা

৬। নামঃ মাওলানা মিজানুর রহমান আজহারী

     শিক্ষাগত যোগ্যতাঃ দাখিল পরীক্ষা (জিপিএ ফাইভ)(দারুন জান্নাত সিদ্দিকিয়া জামিল মাদ্রাসা, ডেমরা ঢাকা ), আলিম পরীক্ষা(গোল্ডেন জিপিএ ফাইভ), আন্ডারগ্রাজুয়েট(আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর) , পোস্ট গ্রাজুয়েশন (ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়া) , এমফিল এবং পিএইচডি (মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইন্সটিটিউট)।

    জন্মস্থানঃ ঢাকা।

৭। নামঃ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

    শিক্ষাগত যোগ্যতাঃ চরমোনাই মাদরাসায় পড়াশোনা।

    জন্মস্থানঃ কুয়াকাটা , বরিশাল ।

৮। নামঃ আল্লামা শাহ আহমদ শফী 

   শিক্ষাগত যোগ্যতাঃ মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু, ১০বছর বয়সে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় ভর্তি হন, ১৯৪১ সালে উচ্চশিক্ষার জন্য ভারতে যান।তাফসীর হাদীস ও ফিকহ শাস্ত্র অধ্যায়ন(দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা)

    জন্মস্থানঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিআর টিলা গ্রাম।

৯। নামঃ প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান।

     শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষাজীবন শুরু রুস্তমপুর কাওমি মাদ্রাসা। ১৯৭০ সালে ফুলবাড়িয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। ১৯৭৩ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা প্রথম স্থান অধিকার করেন। 

     জন্মস্থানঃ ফুলবাড়ী ইউনিয়ন, গোপালগঞ্জ উপজেলা , সিলেট

১০। নামঃ আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ। (ইমাম শোলাকিয়া মাদ্রাসা)

     শিক্ষাগত যোগ্যতাঃ শিক্ষার হাতে ঘড়ি পিতার নিকট। পরে ভর্তি হন কিশোরগঞ্জ জেলার জামিয়া ইমদাদিয়া । এরপর উচ্চ শিক্ষা গ্রহণের জন্য পাড়ি জমান ভারতের দারুল উলুম দেওবন্দ .১৯৭৬ সালের প্রথম স্থান অধিকার করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

     জন্মস্থানঃ কিশোরগঞ্জ জেলার,পাকুন্দিয়া উপজেলার , হিজলিয়া গ্রাম ।

আরো পড়ুনঃ ঈদুল ফিতর নামাজের নিয়ম নিয়ত ও খুতবা সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

১১। নামঃ মুফতি আব্দুস সালাম চাটগামী

    শিক্ষাগত যোগ্যতাঃ ১৯৫৮ সালে প্রাথমিক পড়াশোনা শেষ করে বাবুনগর মাদ্রাসা ভর্তি হন। দাওরায়ে হাদিস (১৯৬৭ সালে চট্টগ্রামের জিরি মাদ্রাসা)। পাকিস্তানের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া আল্লামা বান্নুরি  টাউন করাচি থেকে প্রথম বছর হাদিস শাস্ত্র এবং পরের বছর ইফতা বিষয়ে পড়াশোনা করেন।শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

    জন্মস্থানঃ চট্টগ্রামের আনোয়ারা থানা, নলদিয়া গ্রাম ।

১২। নামঃ শাইখুল হাদিস আব্দুল হাই পাহাড়পুরী

     শিক্ষাগত যোগ্যতাঃ প্রাথমিক পড়াশোনা পাহাড়পুর এমদাদুল উলুম মাদ্রাসা, দাওরায়ে হাদিস মিশকাত দাওরা লালবাগ ঢাকা।

     জন্মস্থানঃ পাহাড়পুর।

১৩। নামঃ মুফতি ইমরান হুসাইন কাসেমী ।

     জন্মস্থানঃ মিরপুর ঢাকা।

১৪। নামঃ মুফতি লুৎফুর রহমান ফরায়েজী

     শিক্ষাগত যোগ্যতাঃ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং মুফাসসেরে কুরআন।

     ঠিকানাঃ ১৫০/সি, ওয়াপদা রোড পশ্চিম রামপুরা , ঢাকা

১৫। নামঃ মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী 

     শিক্ষাগত যোগ্যতাঃ তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম এবং আল জামিয়া আল ইসলামিয়া অধ্যয়ন করেন।

     জন্মস্থানঃ চট্টগ্রাম।

১৬। নামঃ মুফতি রফিকুল ইসলাম সিরাজী

     জন্মস্থানঃ খুলনা।

১৭। নামঃ মুফতি ইমরান হোসাইন কাসেমী

     ঠিকানাঃ মিরপুর ,ঢাকা ।

১৮। নামঃ আব্দুল্লাহ আল আমিন   01712-053688

     ঠিকানাঃ ঢাকা ।

১৯। নামঃ মাওলানা তারেক মনোয়ার 

   শিক্ষাগত যোগ্যতাঃ প্রাইমারি শিক্ষা লক্ষ্মীপুরে, উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, এছাড়া ঢাকা আলিয়া থেকে হাদিস ও আদবে কামিল ডিগ্রী অর্জন করেন।

     জন্মস্থানঃ লক্ষ্মীপুর ।

২০। নামঃ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ

     শিক্ষাগত যোগ্যতাঃ মাদ্রাসা আল জামিয়া আস সালাফিয়া, কারমাইকেল কলেজ রংপুর।

     জন্মস্থানঃ নওগাঁ জেলা।

২১। নামঃ মুফতি আব্দুল কুদ্দুস

     জন্মস্থানঃ খুলনা।

২২। নামঃ মুফতি আলী আকবর সিদ্দিকী

     ঠিকানা ঃ হবিগঞ্জ।

২৩। নামঃ মাওলানা খোরশেদ আলম কাসেমী

     ঠিকানা ঃ ঢাকা।

২৪। নামঃ মাওলানা জুনায়েদ আল হাবিব

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

২৫। নামঃ মাওলানা মুজিবুর রহমান

     ঠিকানা ঃ চাঁদপুর।

২৬। নামঃ আল্লামা ডঃ মোস্তাক আহমেদ

     ঠিকানা ঃ ঢাকা

২৭। নামঃ মাওলানা আজিজুল ইসলাম জালালী

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

২৮। নামঃ মাওলানা মেরাজুল হক কাসেমী

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

২৯। নামঃ মাওলানা আব্দুল বাসেত খান

     ঠিকানা ঃ সিরাজগঞ্জ ।

৩০। নামঃ মুফতি মুহসিনুল করিম

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

৩১। নামঃ মাওলানা আব্দুল খালেক সাহেব

     ঠিকানা ঃ শরীয়তপুর ।

৩২। নামঃ মুফতি মাহমুদ উল্লাহ আতিকী

     ঠিকানা ঃ ঢাকা

৩৩। নামঃ মুফতি উসমান গনি মুছাপুরি

     ঠিকানা ঃ মাগুরা ।

৩৪। নামঃ মাওলানা আবু নাঈম মোঃ তানভীর

     ঠিকানা ঃ চাঁদপুর।

৩৫। নামঃ মুফতি শিহাবুদ্দিন

     ঠিকানা ঃ চাঁদপুর

৩৬। নামঃ মাওলানা আশরাফ আলী

     ঠিকানা ঃ হবিগঞ্জ ।

৩৭। নামঃ মাওলানা জাকারিয়া

     ঠিকানা ঃ নাটোর।

৩৮। নামঃ মুফতি আমজাদ হুসাইন আশরাফী

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

৩৯। নামঃ মুফতি আনোয়ার হোসাইন চিশতী

     ঠিকানা ঃ নরসিংদী ।

৪০। নামঃ মাওলানা আতিকুল্লাহ

     ঠিকানা ঃ ব্রাহ্মণবাড়িয়া।

শেষ কথাঃ | বাংলাদেশের সেরা আলেমদের তালিকা | বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা

প্রিয় পাঠক, আজকের এই পোস্টে আলেম কাকে বলে? হাক্কানি আলেম কাকে বলে? ইত্যাদি বিষয় তুলে ধরেছি। এছাড়াও বাংলাদেশের সেরা আলেমদের তালিকা ও বাংলাদেশের সেরা বক্তাদের  তালিকা আপনাদের সাথে শেয়ার করেছি । এছাড়াও বিখ্যাত কিছু আলেমের জন্মস্থান তাদের শিক্ষাগত যোগ্যতা এসব বিষয় দেখিয়েছি। আজকের এই পোষ্ট টি পড়ার মাধ্যমে বাংলাদেশের সেরা আলেমদের তালিকা সহ তাদের বিষয়ে বিস্তারিত জানতে পারলেন। এছাড়াও এসব আলেমগণের বিভিন্ন ভিডিও অনলাইনে রয়েছে সেগুলো দেখে তাদের বিষয়ে ধারনা নিতে পারেন।

আরো পড়ুনঃ লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত ও দোয়া সম্পর্কে জেনে নিন।

আজকের এই পোষ্ট টি ভালো লাগলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে যেন তারাও বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা এবং বাংলাদেশের সেরা বক্তাদের তালিকা দেখে নিতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url