রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ - উমরাহ হজ্জ প্যাকেজ ২০২৩
হজ্জ প্রত্যেকটি মুসলিমের জন্য করা ফরজ। কিন্তু সবারই হজ্জ পালন করার মত সামর্থ্য থাকে না। কিন্তু আশা সবারই থাকে। অনেকে আছেন যারা ওমরাহ হজ্জ পালন করেন। ওমরাহ্ হজ্জ পালন করার নিদিষ্ট কোন সময় নেই। যেকোন সময় ওমরাহ্ পালন করা যায়। আজ আমরা রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ সম্পর্কে আলোচনা করব।
চলুন আর দের না করে রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ দেখে নেই।
পেজ সূচিপত্রঃ রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩
ওমরাহ্ কি?
ইসলামিক নিয়ম-নীতি মেনে বায়তুল্লাহ বা মহান আল্লাহ তায়ালার ঘর জিয়ারত করাকে ওমরাহ্ বলে। ইহরাম বেঁধে, তালবিয়া, ক্বাবা শরীফের চারপাশে তাওয়াফ করা, সাফা - মারওয়া পাহাড়ের মধ্যে সাঈ করা ও মাথা মুন্ডোন করা ওমরাহ্ পালনের নিয়ম।
ওমরাহ্ হজ্জের জন্য যোগ্য কে?
যে বা যারা ওমরাহ্ হজ্জের বা মক্কা ভ্রমনের সকল খরচ বহন করার ক্ষমতা রাখে সেই ওমরাহ্ হজ্জ পালনের জন্য যোগ্য। ওমরাহ্ হজ্জ সকল মুসলিম ভাইবোনদের জন্য সুন্নাত।
রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ - উমরাহ হজ্জ প্যাকেজ ২০২৩
রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ দুই রকমের আছে,
- ইকোনমি ওমরাহ্ প্যাকেজ ও
- ভিআইপি ওমরাহ্ প্যাকেজ।
ইকোনমি ওমরাহ প্যাকেজ ২০২৩ - উমরাহ হজ্জ প্যাকেজ ২০২৩
- প্যাকেজের সময়কাল: ১৪ দিন এবং ১৩ রাত
- ওমরাহ ভিসা।
- সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট (রিটার্ন টিকিট)।
- ১৪ দিন ৩* হোটেল (২ ব্যক্তি শেয়ারিং ১ রুম)।
- সম্পূর্ণ পরিবহন শেয়ারিং এসি বাস।
- মক্কা ও মদীনা জিয়ারাহ অন্তর্ভুক্ত।
- কেএসএতে পিসিআর পরীক্ষা।
- হোটেলের নাম মক্কা: স্টার হোটেল ইন মক্কা - থারাওয়াত এল মাশার /দার আলেইমান গ্র্যান্ড হোটেল/বদর আল মাসা/আল ওলায়ান গোল্ডেন হোটেল/অনুরূপ
- হোটেলের নাম মদিনা: ৩স্টার মদিনায় হোটেল – জাওরাত আল রশিদ / কারাম তাইবাহ আলমাসি / আল মদিনা গোল্ডেন হোটেল / অনুরূপ
- মক্কা ও মদিনা ৩স্টার হোটেলের দূরত্ব: মসজিদ আল-হারাম থেকে ৬০০ - ৯৫০ মিটার এবং মসজিদ আন-নববী থেকে ৫০০ - ৭০০ মিটার।
- এয়ারলাইন্স: সৌদি এয়ারলাইন্স
প্যাকেজ | মক্কা | মদিনা | সরাসরি ক্যারিয়ার প্রাইজ | ৩য় ক্যারিয়ার প্রাইজ |
১৪ দিন | ১০ | ৪ | ১,৪৯,০০০*** | – |
১০ দিন | ৬ | ৪ | ১,৪০,০০০** | – |
ভিআইপি ওমরাহ প্যাকেজ ২০২৩ - উমরাহ হজ্জ প্যাকেজ ২০২৩
- প্যাকেজের সময়কাল: ১৪ দিন এবং ১৩ রাত
- ওমরাহ ভিসা।
- সৌদি এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট (রিটার্ন টিকিট)।
- ১৪ দিন ৫* হোটেল (২ ব্যক্তি শেয়ারিং ১ রুম)।
- সম্পূর্ণ পরিবহন (২ ব্যক্তি শেয়ারিং কার/জিএমসি)।
- মক্কা ও মদীনা জিয়ারাহ অন্তর্ভুক্ত করুন।
- হোটেলের নাম মক্কা: পুলম্যান জমজাম মক্কা/ জাবাল ওমর ম্যারিয়ট হোটেল মক্কা/ হিল্টন মক্কা কনভেনশন হোটেল/ হিল্টন সুইটস মক্কা/ মক্কা টাওয়ার/ মুভেনপিক হোটেল/ / অনুরূপ।
- হোটেলের নাম মদিনা: আনোয়ার মুভেনপিক হোটেল / পুলমান জমজম মদিনা / ইলাফ তাইবা হোটেল / দার আল তাকওয়া / ক্রাউন প্লাজা মদিনা / মিলেনিয়াম হোটেল / অনুরূপ।
- মক্কা ও মদিনা ৫স্টার হোটেল। হোটেলের দূরত্ব: মসজিদ আল-হারাম থেকে ০ - ২০০ মিটার
- এয়ারলাইন্স: সৌদি এয়ারলাইন্স
প্যাকেজ | মক্কা | মদিনা | সরাসরি ক্যারিয়ার প্রাইজ | ৩য় ক্যারিয়ার প্যাকেজ |
১৪ দিন | ১০ | ৪ | ২,০৯,০০০** | – |
১০ দিন | ৬ | ৪ | ১,৯৯,০০০** | – |
বাংলাদেশের দাম অনুযায়ী রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩
- 3-Star সাধারন ওমরাহ্ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৪৫,০০০
- 3 Star ১৪ দিনের জন্য ওমরাহ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৪০,০০০
- ইতিকাফ ওমরাহ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ২০৫,০০০
- 5 Star ভিআইপি ওমরাহ্ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৭৪,০০০
আরও পড়ুনঃ কেউ দোয়া করলে উত্তরে কি বলতে হয় জেনে নিন
- 5-Star প্রিমিয়াম ওমরাহ্ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৪৬,০০০
- 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা সহ বাজেট ওমরাহ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৫৮,০০০
- 4 Star ওমরাহ্ প্যাকেজ, বাংলাদেশে দাম - ৳ ১৪৫,০০০
বাংলাদেশ থেকে ওমরাহ ভিসার প্রয়োজনীয়তা
- যাত্রীদের অবশ্যই ১২ বছর বা তার বেশি হতে হবে যাদের কাছে প্রস্থানের তারিখ থেকে ন্যূনতম ০৬ মাস বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- ডবল ডোজ টিকা
- ডবল ডোজ টিকা শংসাপত্র।
হজ্জ ও ওমরাহ্ এর মধ্যে পার্থক্য | রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩
হজ্জ ও ওমরাহ্ এর মধ্যে অনেক পার্থক্য আছে। তা মধ্যে কিছু পার্থক্য নিচে উল্লেখ করা হলঃ
- প্রত্যেক সুস্থ-সবল ও সামর্থ্যবান মানুষের জন্য মহান আল্লাহ্ তায়ালা হজ্জ ফরজ করেছেন। কিন্তু ওমরাহ্ পালন করা সুন্নাত।
- হজ্জ পালন করার জন্য নির্দিষ্ট সময় আছে। কিন্তু ওমরাহ্ পালন করার নির্দিষ্ট কোন সময় নেই।
- হজ্জে আরাফাতে ও মুযদালিফায় অবস্থান করা ও দু'নামাজ একসাথে আদায়, খুতবা, তাওযাফে কুদুম, তাওয়াফে বিদা'র বিধান আছে। কিন্তু ওমরাহ্ তে এসব কিছুর বিধান নেই।
- কোন কারণে হজ্জ নষ্ট হলে তা পূনরায় পরের বছর পালন করতে হয়, কিন্তু ওমরাহ্ নষ্ট হলে একটা মেষ বা ছাগল জবেহ দিতে হয়।
ওমরাহ্ হজ্জে যাওয়ার সঠিক সময় কোনটি?
ওমরাহ্ হজ্জের নির্দিষ্ট কোন সময় নেই। সারা বছরের যখন খুশি তখন ওমরাহ্ পালন করতে পারবেন শুধুমাত্র যিলহজ্জ মাসের ৮ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত এই ৫ দিন ওমরাহ্ হজ্জ পালন করা ঠিক না। এছাড়া, আরবি রমজান ও শাওয়াল মাস হচ্ছে ওমরাহ্ হজ্জ পালন করার সঠিক সময়। এই সময় ওমরাহ্ পালনে সবচেয়ে বেশি সওয়াব পাওয়া যায়।
ওমরাহ্ পালনে ভিসার জন্য কি কি লাগবে? | রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩
ওমরাহ্ পালনে ভিসার জন্য যা যা লাগবে তা হলঃ
- অরজিনাল পাসপোর্ট থাকতে হবে এবং ৬ মাসের মেয়াদ থাকতে হবে,
- সাদা ব্যাকগ্রাউন্ড সহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,
- জাতীয় পরিচয় পত্র (আরজিনাল),
- বাচ্চাদের জন্মনিবন্ধন,
- বিবাহিতদের জন্য বিবাহের সনদের কপি,
- এবং প্রাপ্ত বয়স্ক বা বিবাহিত মহিলা যারা একা ভ্রমন করবে তাদের আইনত মারহাম বা পুরুষের অনুমতি পত্র।
শেষ কথাঃ রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ - উমরাহ হজ্জ প্যাকেজ ২০২৩
বন্ধুরা, আজ আমরা রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ নিয়ে আলোচনা করেছি। আমাদের এই রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ পোস্টটিতে রমজানে ওমরাহ্ প্যাকেজ, ও ওমরাহ্ যাওয়ার সকল তথ্য বিস্তারিত আলোচনা করেছি।
আরও পড়ুনঃ আউযুবিল্লাহ অর্থ কি?
আশাকরি, আমাদের এই রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ পোস্টটি আপনাদের ভালো লাগবে। এবং এই পোস্টের মাধ্যমে রমজানে ওমরাহ্ প্যাকেজ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও উপকৃত হবেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url