OrdinaryITPostAd

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে – ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে খুঁজছেন? জানেন না ইস্তিঞ্জা হয়ে বের হওয়ার দোয়া? চিন্তার কোনো কারণ নেই। কেননা এই পোস্টে বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে ও ইস্তিঞ্জা হয়ে বের হওয়ার দোয়া ছাড়াও টয়লেটে যাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। 

এখন প্রশ্ন হলো বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে কেন প্রয়োজন? কেন ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া প্রয়োজন? কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) সবসময় বাথরুমে প্রবেশের আগে এবং পরে দোয়া পড়তেন। তিনি সবসময় বাথ্রুমে প্রবেশের পূর্বে এবং বাথরুম শেষে আল্লাহর কাছে সাধায্য চাইতেন। 

কেন তিনি এমনটা করতেন এটা নিয়ে জানব আজ আমরা। কেন বাথ্রুমে প্রবেশ করার দোয়া আরবিতে প্রয়োজন। আরো থাকবে টয়লেটে যাওয়ার সুন্নত নিয়েও আলোচনা। চলুন তাহলে শুরু করা যাক। বিস্তারিত শুরু করার আগে পেজ সূচিপত্র দেখে নিনঃ

পেজ সূচিপত্রঃ বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে – ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া 

বাথরুমে প্রবেশ করার দোয়া কেন প্রয়োজন – বাথরুমে প্রবেশ করার নিয়ম

বাথরুমে হলো এম একটি জায়গা যেখানে বর্জ্য ফেলা হয় অর্থ্যাৎ নোংরা একটি স্থান। আর নোংরা জায়গায় শয়তান বসবাস করে এটা আমরা সবাই জানি। যদি বাথরুমে প্রবেশ করার আগে আল্লাহর সাহায্য না চাওয়া হয় তাহলে শয়তান শরীরের গোপন অংশ এর দিকে নজর দেয় যা ক্ষতিকর। আর আপনি যদি বাথ্রুমে প্রবেশ করার দোয়া আরবিতে পড়ে নেন তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবেনা। 

এজন্য মহানবী হযরত মুহাম্মদ (সঃ) বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে ও ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া পড়ে সবসময় আল্লাহর সাহায্য চাইতেন এবং তিনি তাঁর উম্মতদেরকে ও বাথ্রুমের প্রবেশের দোয়া আরবিতে ও ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া পড়ার জন্য বলছেন। 

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতেঃ

বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে জানতে হবে আপনাদেরকে। আপনারা তো এতক্ষণে জেনে গেলেন বাথরুমে প্রবেশ করার দোয়া কেন প্রয়োজন। এখন তাই আপনাদের জানতে হবে বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে কি । আপনি যদি বাথরুমে প্রবেশ করার দোয়া না জেনে থাকেন তাহলে বাথরুমে প্রবেশ করার দোয়া আরবিতে দেখে নিনঃ 

আরবিতেঃ

بِسْمِ اللهِ اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।’

অর্থ : ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও স্ত্রী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।’ (বুখারি, মুসলিম, ইবনে মাজাহ)

আশা করি এখন থেকে বাথরুমে প্রবেশ করার দোয়া পড়ে আপনারা বাথরুমে প্রবেশ করতে পারবেন। 

টয়লেটে যাওয়ার নিয়ম – বাথরুমে প্রবেশ করার নিয়ম – টয়লেটে যাওয়ার সুন্নত

বাথরুমে প্রবেশের দোয়া আরবিতে ও ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া পড়া ছাড়া বাথরুম করার সময় অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। শুধু দোয়া পড়লেই আমরা শয়তানের হাত থেকে রেহাই পেয়ে যাব ব্যাপারটা কিন্তু তা নয়। চলুন তাহলে দেখে নেয়া যাক টয়লেটে যাওয়ার নিয়ম অথবা বাথরুমে প্রবেশ করার নিয়মগুলো কি কিঃ

  • প্রথমে বাথরুমে প্রবেশের দোয়া আরবিতে পড়ে নিতে হবে
  • এরপর বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করতে হবে
  • মহিলারা মাথায় কাপড় দিয়ে রাখবে এবং পুরুষরা টুপি অথবা অন্য কোনো কাপড় দ্বারা মাথা আবৃত করে রাখবে
  • জুতা পরে টয়লেটে প্রবেশ করতে হবে
  • এমন ভাবে বাথরুম ব্যবহার করতে হবে যেন কোনো ধরনের নাপাক পানি গায়ে লাগে
  • বাথরুম শেষ করার পর টিস্যু অথবা ঢিলা কুলুখ ব্যবহার করা এবং বাম হাত ব্যবহার করতে হবে এই সময়
  • যদি বাথরুম করার জন্য সঠিক জায়গা না থাকে সেক্ষেত্রে এমন একটি স্থান বাছাই করে নিতে হবে যেখানে আপনার ছতর ঢাকা থাকবে
  • ইস্তিঞ্জা হতে বের হওয়ার সময় দোয়া পড়তে হবে
  • বাথরুম হতে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবে

ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া পড়া কেন প্রয়োজন?

বাথরুমে প্রবেশ করার দোয়া পড়া যেমন প্রয়োজন তেমনি ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া পড়াও প্রয়োজন। কারণ আপনাকে বাথরম হতে বের হয়ে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে।

ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া 

ইস্তিঞ্জি হতে বের হওয়ার দোয়া জেনে নিন। ইস্তিঞ্জা হতে বের হুয়ার দয়া হলোঃ

আরবিতেঃ غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ

উচ্চারণঃ‘গোফরানাকা আল-হামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।’

অর্থঃ হে আল্লাহ! আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনার হুকুমে প্রস্রাব-পায়খানা হয়ে যাওয়ায় যে স্বস্তি ও অফুরন্ত কল্যাণ লাভ হয়েছে, তার যথাযথ শুকরিয়া আদায় করতে না পারায় আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি।

আশা করি বাথরুমে প্রবেশের দোয়া আরবিতে এবং ইস্তিঞ্জা হতে বের হওয়ার দোয়া আপনারা এতক্ষণে জেনে গিয়েছেন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url