গুগল নিউজ কি - Google News এ ওয়েবসাইট সাবমিট বাংলাদেশ
আমরা সবাই প্রতিদিন বিভিন্ন ধরনের নিউজ পড়ে থাকি । আর সেই নিউজ পড়ার অন্যতম মাধ্যম হিসাবে আজ দারিয়েছে এই গুগল নিউজ অ্যাপলিকেশনটি। তাহলে চলুন আজকে জেনে নেয়া যাক গুগল নিউজ কি ? গুগল নিউজ বাংলাদেশ, গুগল নিউজ চালু হয় কবে, গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম,গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধা গুলো কি কি।
সূচিপত্রঃ গুগল নিউজ কি -গুগল নিউজ বাংলাদেশ
- গুগল নিউজ কি ?
- গুগল নিউজ বাংলাদেশ ?
- গুগল নিউজ চালু হয় কবে ?
- গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম ?
- গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধা?
Google দ্বারা প্রদত্ত নিউজ টুল হল একটি কম্পিউটার-জেনারেটেড সার্চ ইঞ্জিন উল্লম্ব যা সারা বিশ্বের 50,000টিরও বেশি সংবাদ থেকে শিরোনাম এবং খবরের গল্প সংগ্রহ করে ৷ সার্চ ইঞ্জিন তারপরে টুলটি ব্যবহার করে বা অনুসন্ধান ফিল্টারিংয়ের মাধ্যমে প্রতিটি ব্যক্তির আগ্রহ এবং পছন্দের উপর ভিত্তি করে তাদের সংগ্রহ করা গল্পগুলি প্রদর্শন করে সেই ব্যবহারকারীদের মধ্য। গুগল নিউজ অ্যাক্সেস করা খুবিই সহজ। শুধু https://news.google.com/ এ যান, অথবা আপনি সার্চ ইঞ্জিনের হোমপেজে প্রধান সার্চ বারের নিচে অবস্থিত "গুগল নিউজ" ট্যাবটি নির্বাচন করতে পারেন তাহলেই বিশ্বের একটি সেরা নিউজ প্ল্যাটফর্ম ইউজ করতে পারবেন। আশা করি গুগল নিউজ কি সেই বিষয়ে ধারণা পেয়েছেন।
গুগল নিউজ বাংলাদেশ
গুগল নিউজ চালু হয় কবে
গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম
সাধারণত গুগল নিউজে যে ধরণের ওয়েবসাইট অ্যাপ্রেভাল দিয়ে থাকে ।
- সংবাদ ওয়েবসাইট
- স্থানীয় সংবাদ ওয়েবসাইট
- মাইক্রো নিশ ব্লগ
- কৃষি ওয়েবসাইট বা ব্লগ
- প্রযুক্তি ওয়েবসাইট
- Architecture ওয়েবসাইট
- আর্ট ব্লগ
- Automotive ওয়েবসাইট
- ব্যবসা
- কারুশিল্প এবং শখ
- নকশা
- বিনোদন
- ব্যবস্থা
- ফ্যাশন স্টাইল
- খাদ্য পানীয় ওয়েবসাইট
- ক্রীড়া ওয়েবসাইট
- বাড়ি এবং বাগান
- স্থানীয় ভাষা এবং তথ্য ব্লগ
- পুরুষদের জীবনধারা
- সংবাদ এবং রাজনীতি
- পিতামাতা এবং শিশু
- গার্হস্থ্য পশু
- ফটোগ্রাফি ব্লগ
- রিয়েল এস্টেট ওয়েবসাইট
- বিজ্ঞান প্রযুক্তি ওয়েবসাইট
- শপিং ওয়েবসাইট
- বিশেষ আগ্রহের ব্লগ
- ভ্রমণ ব্লগ
- নারী জীবনধারা
গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম এর মধ্যে একটি অন্যতম নিয়ম হচ্ছে উপরের বিষয়টি।
গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে ।
- আপনার সাইটের ডোমেইন নাম সঠিক ভাবে দিন।
- একটি ভালো ওয়েব হোস্টিং কিনুন ।
- ওয়েবসাইটের থিম হতে হবে হালকা ওজন এবং সঠিক।
- ওয়েবসাইটে প্রয়োজনীয় পৃষ্ঠা তৈরি করুন ।
- আপনার ওয়েবসাইটে এএমপি সেটাপ করতে হবে।
- ওয়েবসাইটে শুধুমাত্র আপনার মূল বিষয়বস্তু প্রকাশ করুন।
- ওয়েবসাইটের নেভিগেশন বিভাগ সঠিক রাখুন।
- ব্লগ ওয়েবসাইটের লোডিং স্পীড ঠিক ভালো রাখার চেষ্টা করুন।
- এসইও ফ্রেন্ডলি ইউনিক আর্টিকেল লিখুন।
- প্রতিদিন কমপক্ষে একটি আরটিকেল লিখুন।
- প্রতিটি আর্টিকেল কমপক্ষে 700 শব্দের লিখুন।
- নিউজ আর্টিকেলের এসইও ফ্রেন্ডলি পারমালিংক রাখুন।
- ব্লগ ওয়েবসাইটে ব্যাকরণে ভুল করবেন না।
- নিউজ ওয়েবসাইটে ছবি এবং ভিডিও যুক্ত করুন।
- স্প্যাম, এডাল্ট কন্টেন্ট এবং অন্যান্য অপ্রয়োজনীয় বিষয়বস্তু রাখবেন না।
- অন্য সিএমএস -এ একটি নিউজ ওয়েবসাইট তৈরি করার সময়, গুগল নিউজ সাইটম্যাপ তৈরি করা উচিত।
আপনি যদি এই সমস্ত গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার নিয়ম খেয়াল রাখেন তাহলে আপনি আপনি খুব সহজেই গুগল নিউজের অনুমোদন পেয়ে যাবেন।
আর পড়ুনঃ গুগল হোম দিয়ে মিউজিক প্লে করার উপায়।
গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধা।
দেখুন আমরা যেমন, গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট কিংবা অন্যান্য এড নেটওয়ার্ক । থেকে সরাসরি ইনকাম করি ৷ আপনি কিন্তু গুগল নিউজ থেকে সরাসরি ইনকাম করতে পারবেন না ৷ কারন এখানে সরাসরি ইনকাম করার মতাে কোনাে ফিচার এখনও চালু হয়নি। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে, তাহলে কিভাবে আপনি গুগল নিউজ থেকে আয় করবেন? বা গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধাটি এই বা কি? দেখুন গুগল নিউজ আপনাকে সরাসরি ইনকাম করার সুযােগ না দিলেও আপনি কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ ভিজিটর নিয়ে আসতে পারবেন। আর এটি গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধাটির একটি অন্যতম বাহন হিসাবে কাজ করে।
আর যেহেতু আপনি ব্লগিং করেন, সেহেতু আপনার জানা থাকবে যে, যখন আপনার সাইটে হিউজ পরিমানে ভিজিটর থাকবে। তখন আপনার টাকা আয় করার অনেক গুলাে রাস্তা খুলে যাবে। যা একটি সুপার গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধা।কারন যখন আপনি গুগল নিউজের মাধ্যমে লক্ষ লক্ষ ভিজিটর নিয়ে আসতে পারবেন। তখন আপনি বিজ্ঞাপন কিংবা এফিলিয়েট লিংক থেকেই বেশ ভালাে পরিমানে ইনকাম জেনারেট করতে পারবেন । আশা করি গুগল নিউজে ওয়েবসাইট সাবমিট করার সুবিধা কি, গুগল নিউজ কি এবং গুগল নিউজ বাংলাদেশ বিষয়ে বুঝতে পারছেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url