বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস - বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি ২০২৩
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস, বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি আমরা আলোচনা করব এই পোস্টে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিদের কবিতা আমরা তুলে ধরব এই রচনায় যা পড়লে আপনারা বঙ্গবন্ধুর সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন।
১৭ মার্চ ১৯২০ সাল। এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সাহসী, দৃঢ়চেতা, আপোষহীন নেতৃত্ব ও বীরত্বপূর্ণ সংগ্রামে অনুপ্রাণিত হয়ে জেগে উঠেছিল একটি নিপীড়িত পরাধীন জাতি।
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি আমরা আলোচনা করব। তাঁর এই অসামান্য অবদান সত্যিই অবিস্মরণীয়।
আরো পড়ুনঃ ১৭ মার্চ নিয়ে কিছু কথা-১৭ মার্চের রচনা
পেজ সুচিপত্রঃ
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাসঃ
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস সম্পর্কে জানতে পুরো অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়িঃ
** তোমার জন্মদিনের আলোকিত হোক বাঙালির প্রতিটি গৃহকোণ
শুভ জন্মদিন জাতির জনক
** শুভ জন্মদিন
তোমার জন্ম সার্থক
তুমি শুধু বাঙালীর নও
তুমি সারা বিশ্বের
শুভ জন্মদিন
জাতির স্রষ্টা
** বঙ্গবন্ধু মানে
গর্জে ওঠা মুক্তিবাহিনীর হাতিয়ার
বঙ্গবন্ধু মানে
একাত্তরের ষোলই ডিসেম্বর
শুভ জন্মদিন ইতিহাসের শ্রেষ্ঠ নেতা
** আধার ভেঙে সূর্য হাসে
বিশ্বভুবন আলোয় ভাসে
শুভ জন্মদিন জাতির জনক শেখ মুজিবুর রহমান
** তুমি জন্মেছিলে বলে জন্মেছে এই দেশ
তোমার আরেক নাম স্বাধীন বাংলাদেশ
শুভ জন্মদিন জাতির শ্রেষ্ঠ নেতা
** ভুলবেনা এই বাঙালি কখনো স্বপ্ন ছড়ানো দিন
শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন
জাতির পিতা তোমার শুভ জন্মদিন
** তোমার ডাকেই হয়েছিল দেশ স্বাধীন
তোমার কাছে আমাদের আজন্ম ঋণ
শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন
জাতির পিতা তোমার শুভ জন্মদিন
**আপনার জীবন ও কর্মের প্রেরণা
আমাদের পথ চলার পাথেয়
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি আজ
তোমার শুভ জন্মদিন
** শুভ জন্মদিন জাতির পিতা
গর্বিত অন্তর
সার্থক জনম তোমার
শত বর্ষেও সার্থক
বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তিঃ
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেখলাম। বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি দেয়া হয়েছে আমাদের পোস্টে। তাই নিচে থেকে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি দেখে নিন। আশা করি এগুলো আপনাদের অনেক ভালো লাগবে। শেখ হাসিনা উক্তি আমাদের পোস্টের নিচে দেওয়া হয়েছে।
-আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই-বা কি আর মৃত্যুদিনই-বা কি?
-গণআন্দোলন ছাড়া, গণবিপ্লব ছাড়া বিপ্লব হয় না।
-জনগণকে ছাড়া, জনগণকে সংঘবদ্ধ না করে, জনগণকে আন্দোলনমুখী না করে এবং পরিস্কার আদর্শ সামনে না রেখে কোন রকম গণআন্দোলন হতে পারে না।
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেখার পর বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি ও দেখলাম। বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা আমরা দেখব এছাড়াও ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতাও এখানে দেয়া হলঃ
বঙ্গবন্ধুর জন্মদিন
- আবু জাফর বিঃ
জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন,
বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনদিন।
জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,
তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,
শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।
পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,
ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,
তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।
তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,
তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।
পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,
দিয়েছিলে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।
পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছো ইতিহাস,
আর যেন তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।
সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,
আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।
তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,
শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।।
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস এ আমরা বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা ও ব্যবহার করি চলুন যেটা অনেক আনকমন হতে পারে।
বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম কবিতা
এ লাশ আমরা রাখবো কোথায় ?
তেমন যোগ্য সমাধি কই ?
মৃত্তিকা বলো, পর্বত বলো
অথবা সুনীল-সাগর-জল-
সব কিছু ছেঁদো, তুচ্ছ শুধুই !
তাইতো রাখিনা এ লাশ আজ
মাটিতে পাহাড়ে কিম্বা সাগরে,
হৃদয়ে হৃদয়ে দিয়েছি ঠাঁই।
বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আরও শ্রুতিমধুর করার জন্য আমরা নিচের কবিতাটিও ব্যবহার করতে পারি।
মৃত্যুঞ্জয়ী মুজিব
প্রবীর রায়
বিশ্বের একজন বাঙালি শ্রেষ্ঠ
শেখ মুজিবুর রহমান
পরাধীন বাংলাকে স্বাধীন করে
নিয়েছ সবার ওপরে স্থান।
তুমি আছ বাঙালির অন্তরে
আছ প্রতিটি শ্বাস-প্রশ্বাসে
মিশে আছ বাঙালির সত্তায়
থাকবে গৌরবে-গর্বে-বিশ্বাসে।
তুমি ইতিহাস, তুমি বাংলার ঐতিহ্য
তুমি বাংলার গৌরব, বাঙালির গর্ব
তোমার জন্য পেয়েছি আমরা
এই পৃথিবীতে বাংলা নামক স্বর্গ।
পৃথিবী নামক পুষ্পকাননে
তুমি ছিলে এক প্রস্ফুটিত ফুল
ঘাতকেরা তোমায় হত্যা করে
করেছিল এক চরম ভুল।
মরেও অমর তুমি ধরণির বুকে
তোমার কীর্তি রবে সবার মুখে মুখে
তুমি ছিলে তুমি আছ তুমি থাকবে
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা এখানে তুলে ধরা হল এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি ও আমরা জেনেছি।
বঙ্গবন্ধু স্বরণে
অন্নদাশঙ্কর রায়
নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো
করে যদি যারা তাঁর পুত্রসম বিশ্বাসভাজন
জাতির জনক যিনি অতর্কিত তাঁরেই নিধন।
নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর,
সারাদেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের
যদি দেয় সাধুবাদ, যদি করে অপরাধ ক্ষমা।
কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা
একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের।
রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত।
পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা।
পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা।
ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শোণিত।
বাংলাদেশ! বাংলাদেশ! থেকে নাকো নীরব দর্শক
ধিক্কারে মুখর হও। হাত ধুয়ে এড়াও নরক।
বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা গুলোকে আমরা বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস হিসেবেও দিতে পারি। যেমন-
আলোর মিনার
সিরাজুল মোস্তফা
জাগ্রত আত্মাটি যখন
ক্লান্ত-শ্রান্ত হয়ে ঘুমিয়ে যায়
জেগে ওঠার শক্তি খোঁজে
একটি শ্বাশত কণ্ঠে,
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।’
বঙ্গবন্ধু বাঙালির চিরকালের
বন্ধু, পিতা, স্বপ্নদ্রষ্টা।
তাঁর কোনো দল নেই, মত নেই,
ধর্ম নেই।
আছে শুধু একটি পরিচয় ‘বাঙালি’।
বাংলাদেশ নামে যদি কবিতা
রচিত হয়,
তবে তার প্রাণ হবে বঙ্গবন্ধু।
যদি গান হয়, তার সুর হবে
বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিদের কবিতাঃ
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিদের কবিতা ও আমরা বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস বা বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি হিসেবে ব্যবহার করতে পারি।
অনন্য একটি নাম
নিতাই পদ বণিক
চোখের কালিতে মনের খাতায়
লিখে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
আকাশের নীলে সাগরের জলে
এঁকে দিলাম একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
ধন্য সেই পুরুষ
শামসুর রাহমান
ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে;
ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে
প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়;
ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে সে উঠে আসে
রঙ-বেরঙের পাখি ওড়াতে ওড়াতে।
ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই-দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে
ফসলের স্বপ্ন দেখতে দেখতে।
ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো
আর তোমারই প্রতীক্ষায়
ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্মকাতর হরিণ
জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহঙ্কারের মতো
ফুটে আছে রক্তজবা, আর
আমরা সেই পু®েপর দিকে চেয়ে থাকি, আমাদের
চোখের পলক পড়তে চায় না,
অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা।
ফুল পাখিদের কলগানে
কাননে মধূপ গুঞ্জরণে
গেয়ে যায় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
নদীর স্রোত ঝরনা ধারায়
ছন্দ ছড়ায় অস্ফুট বেদনায়
ধ্বনিত হয় একটি নাম
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
আমি একজন মুজিব
চন্দন পাল
কিচিরমিচির শব্দে পাখি ডাকত
ঘুম ভাঙত রাতের শেষে
সূর্যের কিরণে জেগে উঠতে
তোমার প্রিয় বাংলাদেশে।
সফলতা কী, বিফলতা কী
নাই বা বুঝলে তুমি
তোমার বিনিময়ে আমরা পেয়েছি
তোমার প্রিয় জন্মভূমি।
নীতি আর আদর্শের স্বার্থে তুমি
নিজেকে করেছ ত্যাগ
তোমাকে মেরে আমরা পেয়েছি
সোনার সিংহ ভাগ।
তোমার দেশ আমাদের দিয়েছে
স্বীকৃতি আর পুরস্কার
তোমার ভাগে জুটল শুধু
মিথ্যা অপবাদের বুলেট ভার।
কী দরকার ছিল স্বাধীনতার
ভালোই তো ছিলে তুমি
তোমার বিনিময়ে আমরা পেলাম
তোমার প্রিয় জন্মভূমি।
শেষ কথা-বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
সামনে ১৭ মার্চ আসছে যেই দিনটিতে আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন। তিনি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে সবসময়। এই জন্মদিনকে আরও স্মরণীয় করতে বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করতে পারি।আসুন আমরা আরও কিছু বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নেই-
"হে বঙ্গবন্ধু! শুভ হোক, আজ তোমার শুভ জন্মদিন,
তোমার চেতনায় গর্জে উঠুক দেশ ও জাতি এই দিন,
তোমাকে জানাই; অন্তস্থল থেকে ভালোবাসার সালাম,
তোমার কাছে হয়ে আছি; জানা-অজানা কত শত ঋণ।"
"যত দিন বাংলাদেশ আছে; আছে মানুষ এই বাংলায়,
ততদিন রাখবো মনে তোমায়, লাল-সবুজের পতাকায়,
ধরে রাখব জীবন দিয়ে তোমার গড়া সোনার বাংলাকে
শুনাব; তোমার ত্যাগের ইতিকথা বিশ্ববাসীকে প্রতিদিন।"
"আমাদের জন্যে তুমি; শত্রুদের কারাকে করেছ বরণ
আমাদের জন্যে তুমি শেষাবধি দিয়েছ সপরিবারে জীবন,
প্রমান করেছো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তুমি-
শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সত্যিই তুলনাহীন।"
শেষ কথায় দিতে পারি আরও কিছু বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস-
"তোমার কবিতায় মুগ্ধ হয়েছিলাম; বাংলার স্বাধীনকামী জনতা
ঝাপিয়ে পড়েছিলাম; স্বাধীনতার জন্যে গড়েছিলাম- একতা,
যার কাছে যা ছিলো; তাই নিয়ে এগিয়েছিলাম- রণাঙ্গনে,
যুদ্ধের ন’মাস তোমার রূপরেখায় চলেছিলাম নিত্যদিন।"
আমরা বঙ্গবন্ধুর জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস,বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে উক্তি জানলাম। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা,১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিদের কবিতা আমাদের উদ্বুদ্ধ করছে। আসুন আমরা বঙ্গবন্ধুর আদর্শে জীবন সাজাই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url