২৬ শে মার্চ এর বক্তব্য - স্বাধীনতা দিবস ২৬ মার্চ ১৯৭১ এর ইতিহাস
এই পোস্ট থেকে ২৬ শে মার্চ এর বক্তব্য সহ ২৬ মার্চ ১৯৭১ এর ইতিহাস এবং স্বাধীনতা দিবসের বক্তব্য জানতে পারবেন। আপনি যদি ২৬ মার্চ ১৯৭১ এর ইতিহাস জানতে আগ্রহী হোন তাহলে নিশ্চয় ২৬ শে মার্চ এর বক্তব্য বা স্বাধীনতা দিবসের বক্তব্যও খুঁজছেন? এই পোস্ট থেকে সবকিছু জেনে নিন।
২৬ শে মার্চ এর সংক্ষিপ্ত বক্তব্য এবং স্বাধীনতা দিবসের তাৎপর্য জানতে চাচ্ছেন? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী রচনা, স্বাধীনতা দিবস রচনা ১০০০ শব্দ সেই সাথে স্বাধীনতা দিবস রচনা ২০০ শব্দও আমরা নিয়ে এসেছি। স্বাধীনতা দিবসের ভাষণ, মহান স্বাধীনতা দিবস রচনা এবং ২৬ শে মার্চ এর বক্তব্য বিস্তারিত নিচে দেখুন।
আপনার পছন্দের বিষয়ের ওপর চাপ/ক্লিক করে বিস্তারিত পড়ে নিন
- মার্চ মাসের সরকারি ছুটি ২০২২ - মার্চ মাসের দিবস সমূহ
- ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কবে, কত সালে জানুন
- বঙ্গবন্ধু ও মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ইংরেজিতে
- স্বাধীনতার ঘোষণা পাঠ করেন কে - স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে
- ২৬ শে মার্চ এর স্ট্যাটাস - ২৬ শে মার্চ এর ছবি - ২৬ শে মার্চ এর রচনা
- স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রতিবেদন ও আমন্ত্রণ পত্র
- স্বাধীনতা দিবসের বক্তৃতা - ২৬ শে মার্চ এর বক্তব্য
- বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রেরণ করেন কে? কে প্রথম প্রচার করেন?
- বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলা হয় কেন - স্বাধীনতার ঘোষক জিয়া?
- স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগিতা ২০২২ - স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা
- ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস বাংলাদেশ
- স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৫০ বছর রচনা - ২৬ শে মার্চ এর বক্তব্য
- বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষনা দেন - বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনা কোন ভাষায়
- স্বাধীনতা দিবসের বক্তব্য - ২৬ শে মার্চ এর বক্তব্য - ২৬শে মার্চের ভাষণ
- স্বাধীনতা দিবস রচনা প্রতিযোগিতা ২০২২ - স্বাধীনতা দিবস সম্পর্কে আলোচনা
- ২৬শে মার্চ কি দিবস? ২৬ শে মার্চ ২০২২ কত তম স্বাধীনতা দিবস জানুন
- ২৫ মার্চ কি দিবস - ১৯৭১ সালের ২৫ মার্চ কি ঘটেছিল জানুন
- ২৫ মার্চ গণহত্যা দিবস রচনা – ২৫ মার্চ গণহত্যা দিবস কবিতা
তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা" দিয়েছি কত প্রাণ।
তোমায় পেয়ে হলাম ধন্য স্মৃতিটুকু হবে নাকো ম্লান।
তোমাকে পেয়ে আত্নহারা হলো বাঙালী জাতি।
বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মোদের অন্ধকারের বাতি।
তোমায় পেয়ে হয়েছি আমরা গর্বিত
দিলাম কথা আর কভু হবো নাকো ভিত।
তোমায় পেয়ে অহংকারী নয় আলোকিত বাঙালী জাতি
তোমায় পাবার জন্যে মোরা আনন্দে উঠেছিলাম মাতি।
পদ্মা মেঘ্না যমুনা আর শীতলক্ষার পাড়ে
নওজোয়ানদের হৈচৈ আর আর আবেগ শুধু বাড়ে
তোমায় নিয়ে গাঁথি মালা
তা হতে পাই কৃস্ন কালা।
"তোমায় পাবার জন্য হে স্বাধীনতা গরীব দুঃখি ভৃত্য বণিতা পড়েছে যুদ্ধে ঝাঁপিয়ে বাঙালী জাতি চলছে এখন সারা বিশ্ব দাপিয়ে।
স্বাধীনতা তুমি কৃষক শ্রমীক নওজোয়ানদের দান এই গর্বে এই প্রজন্ম হবে চির অনুপ্রাণ।
লিখেছেনঃ - মু. ইয়াসিন আরাফাত "জিহান" নবাগত দশম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থী হাসন্দী উচ্চ বিদ্যালয় সদর লক্ষীপুর।
আমার মন্তব্য,,
আপনাদের কাজগুলো আমার খুব পছন্দ হইছে💗
আমি আপনাদের সাথে কাজ করতে চাই, 🤔🤔
আর্ডিনারি আইটির,
সবাইকে ধন্যবাদ,💗💗