১৭ মার্চ নিয়ে কিছু কথা - ১৭ মার্চ এর রচনা - ১৭ মার্চের কবিতা
১৭ মার্চ নিয়ে কিছু কথা, ১৭ মার্চ এর রচনা, ১৭ মার্চের কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা সম্পর্কে জেনে নিন। আমরা ১৭ মার্চ নিয়ে কিছু কথা তুলে ধরব এই পোস্টে। এই ১৭ মার্চ এর রচনাটি পুরাটি পড়লে আপনারা অনেক অজ্ঞাত জিনিস জানতে পারবেন।
১৭ মার্চ যেন বাংলার স্বাধীন রক্তিম সূর্যের অভ্যুদয় : আমি বিশ্বাস করি, ১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে প্রথমেই মনে হবে এই দিনটিতে যেন এক রক্তিম সূর্যের উদয় হয়েছিল। বঙ্গবন্ধুই বাঙালির স্বাধীনতার মহানায়ক। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না।
আরো পড়ুনঃপ্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ মেয়েদের যোগ্যতা
পেজ সূচিপত্রঃ
১৭ মার্চ নিয়ে কিছু কথাঃ
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন বাংলার স্বাধীনতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর। ১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে প্রথমেই আমরা বুঝতে পারছি যে এই মহানায়কের জন্মদিন এই দিনে।
শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের কোল আলোকিত করেছিলেন বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ভারতীয় উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯২০ সালের ১৭ মার্চ রাত আটটায় টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ পরিবারের আদরের ‘খোকা’।যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালির ‘মুজিব ভাই’ এবং ‘বঙ্গবন্ধু’। তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, জন্ম হয় এক বাংলাদেশ এর।
১৭ মার্চ নিয়ে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে এই দিনটি কতটা অবিস্মরণীয়। আমরা এই দিনটিতে পেয়েছিলাম এক মহা নায়ক কে।১৭ মার্চ এর রচনা নিয়ে আরও অনেক অজ্ঞাত জিনিস জানতে আমরা পুরো রচনাটি পড়ি।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ১৭ মার্চ এর রচনাঃ
১৭ মার্চ নিয়ে কিছু কথা বা ১৭ মার্চ এর রচনা নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখন জানতে পারব। যা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে গভিরভাবে ভুমিকা রাখে।
একাত্তরের অগ্নিঝরা মার্চের ১৭ তারিখে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
কআলোচনা শেষে প্রেসিডেন্ট ভবন থেকে বেরিয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের তিনি বলেন, “আলোচনা শেষ হয়ে যায়নি। তবে পরবর্তী বৈঠকের তারিখ এখনও ঠিক হয়নি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
সেখান থেকে বঙ্গবন্ধু নিজের বাসভবনে গেলে একজন সাংবাদিক জানতে চান বৈঠক সংক্ষিপ্ত হল কেন। জবাবে বঙ্গবন্ধু মৃদু হাসেন।
ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বঙ্গবন্ধু সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, “আমিতো বলেছি নরকে বসেও আমার চিত্তে সুখের অভাব হবে না। আমার চেয়ে বেশি সুখী আর কে আছে? সাত কোটি মানুষ আজ আমার পেছনে পাহাড়ের মত অটল। আমার জনগণ যা দিয়েছে তার তুলনা নেই।”
এই দিনেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম হয়েছিল বাঙালির স্বাধীনতার কর্ণধার শেখ মুজিবুর রহমানের।
জন্মদিনে সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপে বঙ্গবন্ধু বলেন, “আমরা জন্মদিনই কি আর মৃত্যুদিনই কি? আমার জনগণের জন্যই আমার জীবন ও মৃত্যু। আপনারা আমার জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তে তাদের মৃত্যু হতে পারে।”
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে বা ১৭ মার্চ এর রচনা বিবৃতি করতে গেলে আসলেই এই গল্পটি অসাধারণ ভুমিকা রাখে।
১৭ মার্চের কবিতাঃ
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে অবশ্যই ১৭ মার্চের কবিতা আমরা বলতে পারি। ১৭ মার্চ এর রচনা এর মধ্যে কবিতাও আমরা তুলে ধরতে পারি যা এখানে দেয়া হল।
১৭ মার্চের কবিতাঃ
সতেরো মার্চ
কবি ওয়াসিফ এ খোদা
"ভোরের পাখি বলল এসে
আজ একটা দিন রঙ্গিন
বঙ্গবন্ধুর জন্মদিন
ফুলের বাগান বলল হেসে
বন্ধুকে আজ পুষ্প দিন
টকটকে লাল গোলাপ নিন
বঙ্গসাগর হাজার নদী
শাপলা ফোটা ঝিল অবধি
জাগল সাড়া ভালোবেসে
ছড়িয়ে গেল বাংলাদেশে
হাসি খুশি এ মিলনমেলা
রোদ বৃষ্টি সারাবেলা
কি আনন্দ নৃত্যকৃত
হোক প্রতিক্ষণ আলোকিত"
বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে কিছু কবিতা বলতেই হবে অবশ্যই। বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা এর মধ্যে কিছু কবিতা এখানে তুলে ধরা হলঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
অন্নদাশঙ্কর রায়
নরহত্যা মহাপাপ, তার চেয়ে পাপ আরো বড়ো করে
যদি যারা তাঁর পুত্রসম বিশ্বাসভাজন জাতির জনক যিনি অতর্কিত তাঁরেই নিধন।
নিধন সবংশে হলে সেই পাপ আরো গুরুতর,
সারাদেশ ভাগী হয় পিতৃঘাতী সে ঘোর পাপের যদি দেয় সাধুবাদ,
যদি করে অপরাধ ক্ষমা।
কর্মফল দিনে দিনে বর্ষে বর্ষে হয় এর জমা একদা বর্ষণ বজ্ররূপে সে অভিশাপের।
রক্ত ডেকে আনে রক্ত, হানাহানি হয়ে যায় রীত।
পাশবিক শক্তি দিয়ে রোধ করা মিথ্যা মরীচিকা।
পাপ দিয়ে শুরু যার নিজেই সে নিত্য বিভীষিকা।
ছিন্নমস্তা দেবী যেন পান করে আপন শোণিত।
বাংলাদেশ! বাংলাদেশ! থেকে নাকো নীরব দর্শক
ধিক্কারে মুখর হও। হাত ধুয়ে এড়াও নরক।
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে বঙ্গবন্ধুকে নিয়ে আরও কিছু বিখ্যাত কবিতা উঠে আসে। যেমনঃ
জানতে হলে তাকে
আশরাফুল আলম পিনটু
শেখ মুজিবকে জানতে হলে
জানতে হবে দেশকে
জানতে হবে শুরু থেকে শেষকে।
ছয় দফাকে জানতে হবে
জানতে হবে হামলাকে
আগরতলা ষড়যন্ত্র মামলাকে।
জানতে হবে তার স্বাধিকার
আন্দোলনের মর্মকে
জেল-জুলুমের আগলভাঙা কর্মকে।
বঙ্গবন্ধু উপাধী আর
জানতে হবে ভোটকে
সত্তর সালে পাকিয়েছিল ঘোঁট কে।
জানতে হবে সাত মার্চের
ঐতিহাসিক ভাষণকে
পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে।
পঁচিশে মার্চ জানতে হবে
স্বাধীনতার লড়াইকে
ভাঙল কারা পাকহানাদার বড়াইকে।
জানতে হবে মুক্তিযুদ্ধ
ডিসেম্বরের ষোলকে
এ বিজয়ে স্বজনহারা হলো কে।
সেপ্টেম্বর জানতে হবে
আগস্ট কালো রাতকে
জানতে হবে রাজাকারের জাতকে।
জানতে হবে সব ইতিহাস
জানতে তোমার নিজকে
বুকে ফোটাও জাতির পিতার বীজকে।
১৭ মার্চ নিয়ে কিছু কথা বা ১৭ মার্চ এর রচনা এর মধ্যে উল্লেখ করতে পারি আমরা আরও কিছু কবিতা তা হলঃ
মুজিব নামে
কবির কাঞ্চন
মুজিব নামেই হৃদয় মাঝে ভেসে আসে সুর
সকল দেশের সেরা বলে লাগে সুমধুর।
অত্যাচারী হানাদারের করতে পরাজয়
মুজিব নামেই বুকের ভেতর রক্তধারা বয়।
মুজিব নামেই বিশ্ব মাঝে বীরের পরিচয়
রক্ত দিয়ে আদায় করে বাংলাদেশের জয়।
শোধ হবে না কোনোদিনও তাঁর ত্যাগেরই দাম
মুজিব নামেই মিশে আছে বাংলাদেশের নাম।
মুজিব নামেই দেশের মানুষ যোদ্ধা হয়ে যায়
স্বাধীন দেশে ঘুরেফিরে স্বস্তি ফিরে পায়।
সোনার বাংলা গড়তে হলে করতে হবে কাজ
মুজিব নামেই জাগতে হবে ভেঙে সকল লাজ।
তোমার জন্মে ধন্য মাতৃভূমি
সুমন বনিক
তোমার ডাকে অস্ত্র হাতে করেছিলাম মুক্তিযুদ্ধ
স্বাধীনতার পরশ পেয়ে তাই হলাম পরিশুদ্ধ।
পরাধীনতার শিকল ভেঙে উন্নীত করি বিজয়ের শির
সারাবিশ্ব বিস্ময়ের চোখে দেখে এ জাতি বীর।
তুমি বাঙালির ইতিহাসের পাতায় সেই অমর মহাকাব্য
তুমি নাই তাই আজি মধুমতি হারায় নাব্য।
বীর বাঙালির হৃদয় তুমি রাজনীতির মহাকবি
পতাকার অই লাল সূর্যটায় তুমি আছো উজ্জ্বল ছবি।
মুক্ত আকাশ সূর্যের মতো দীপ্তি ছড়াও সেই তুমি
তোমার জন্মে ধন্য আমরা ধন্য এই মাতৃভুমি।
১৭ মার্চ এর রচনা নিয়ে আরো কিছু কথাঃ
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলে আসলে আমরা আমাদের এই রচনাটি শেষই করতে পারব না।
৫৫ বছর বয়সে কিছু বিপথগামী সেনা কেড়ে নেন তাঁর প্রাণ। কিন্তু দেশের প্রতিটি কোনায় আজ উচ্চারিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম।
শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের কোল আলোকিত করেছিলেন বাংলার আকাশের উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তি-সংগ্রামের মহানায়ক,
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, ভারতীয় উপমহাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশ্বনন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক অন্নদাশঙ্কর রায় বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত কবিতা লেখে গেছেন এছাড়াও তিনি আরো বলেছেন
‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান,
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
দিকে দিকে আজ অশ্রুমালা রক্তগঙ্গা বহমান
তবু নাই ভয় হবে হবে জয়, জয় মুজিবুর রহমান।’
প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ।
শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা।
শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা।
১৭ মার্চ এর রচনা আমাদের জীবনে সত্যি অসাধারন ভুমিকা রাখে।
শেষ কথাঃ ১৭ মার্চ নিয়ে কিছু কথা
১৭ মার্চ নিয়ে কিছু কথা বলতে গেলেই আসে যে আমরা তাঁর স্মরণে আসলে কি কি করি এই দিনটিতে যেমনঃ
‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই...’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু কিংবা জন্মবার্ষিকীতে এ গানটি বাজানো হয় অবধারিতভাবেই। ১৭ মার্চ এও সারা দেশে তা শোনা যাবে। এই গানের আকুতির মতোই সত্যিই যদি বঙ্গবন্ধু মারা না যেতেন, তাহলে আজ শতবর্ষী পাড় হতেন তিনি।
প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ।
শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা।
শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা।
আমরা প্রবন্ধটি থেকে ১৭ মার্চ নিয়ে কিছু কথা,১৭ মার্চ এর রচনা,১৭ মার্চের কবিতা সম্পর্কে জানলাম। ১৭ মার্চ নিয়ে আপনাদের আরও কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন অবশ্যই।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url