রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
আপনি কি রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন, রোজার সময়সূচি ২০২২ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে জানতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।
প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশন থেকে রমজানের সময়সূচি প্রকাশ করা হয় এই বার ও তার অন্যথা হয়নি। রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন ও রোজার সময়সূচি ২০২২ইসলামিক ফাউন্ডেশন থেকে চলুন জেনে নেই।
আরও পড়ুনঃ বাংলা ইংরেজি আরবি ক্যালেন্ডার ২০২২
পেজ সূচীপত্রঃ রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
- রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
- ১৪৪৩ হিজরি বা ২০২২ সালের রোজা কবে হবে?
- পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি
- সেহরি ও ইফতার
- সেহরির দোয়া ও সেহরির সঠিক নিয়ম
- ইফতারের দোয়া ও ইফতারের সঠিক নিয়ম
- ইফতারের সময় করণীয় কি?
- শেষ কথাঃ রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
এখানে রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন থেকে দেওয়া রমজানের সময়সূচি দেওয়া হয়েছে। আপনি চাইলে এখান থেকে রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন বা রোজার সময়সূচি ২০২২ইসলামিক ফাউন্ডেশন থেকে দেখে নিতে পারেন। নিচে রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন দেওয়া হলঃ
১৪৪৩ হিজরি বা ২০২২ সালের রোজা কবে হবে?
পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি | রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
রহমতের ১০ দিন | ||||
রমজান | এপ্রিল/মে | দিন | সেহরি (am) | ইফতার (pm) |
১ | ০৩ এপ্রিল | রবিবার | ০৪:২৭ | ০৬:১৯ |
২ | ০৪ | সোমবার | ০৪:২৬ | ০৬:১৯ |
৩ | ০৫ | মঙ্গলবার | ০৪:২৫ | ০৬:২০ |
৪ | ০৬ | বুধবার | ০৪:২৪ | ০৬:২০ |
৫ | ০৭ | বৃহস্পতিবার | ০৪:২৩ | ০৬:২১ |
৬ | ০৮ | শুক্রবার | ০৪:২২ | ০৬:২১ |
৭ | ০৯ | শনিবার | ০৪:২১ | ০৬:২২ |
৮ | ১০ | রবিবার | ০৪:২০ | ০৬:২২ |
৯ | ১১ | সোমবার | ০৪:১৯ | ০৬:২২ |
১০ | ১২ | মঙ্গলবার | ০৪:১৮ | ০৬:২৩ |
মাগফিরাতের ১০ দিন | ||||
১১ | ১৩ | বুধবার | ০৪:১৬ | ০৬:২৩ |
১২ | ১৪ | বৃহস্পতিবার | ০৪:১৫ | ০৬:২৩ |
১৩ | ১৫ | শুক্রবার | ০৪:১৪ | ০৬:২৪ |
১৪ | ১৬ | শনিবার | ০৪:১৩ | ০৬:২৪ |
১৫ | ১৭ | রবিবার | ০৪:১২ | ০৬:২৪ |
১৬ | ১৮ | সোমবার | ০৪:১১ | ০৬:২৫ |
১৭ | ১৯ | মঙ্গলবার | ০৪:১০ | ০৬:২৫ |
১৮ | ২০ | বুধবার | ০৪:০৯ | ০৬:২৬ |
১৯ | ২১ | বৃহস্পতিবার | ০৪:০৮ | ০৬:২৬ |
২০ | ২২ | শুক্রবার | ০৪:০৭ | ০৬:২৭ |
নাজাতের ১০ দিন | ||||
২১ | ২৩ | শনিবার | ০৪:০৬ | ০৬:২৭ |
২২ | ২৪ | রবিবার | ০৪:০৫ | ০৬:২৮ |
২৩ | ২৫ | সোমবার | ০৪:০৫ | ০৬:২৮ |
২৪ | ২৬ | মঙ্গলবার | ০৪:০৪ | ০৬:২৯ |
২৫ | ২৭ | বুধবার | ০৪:০৩ | ০৬:২৯ |
২৬ | ২৮ | বৃহস্পতিবার | ০৪:০২ | ০৬:২৯ |
২৭ | ২৯ | শুক্রবার | ০৪:০১ | ০৬:৩০ |
২৮ | ৩০ | শনিবার | ০৪:০০ | ০৬:৩০ |
২৯ | ০১ মে | রবিবার | ০৩:৫৯ | ০৬:৩১ |
৩০ | ০২ | সোমবার | ০৩:৫৮ | ০৬:৩১ |
সেহরি ও ইফতার | রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
সেহরি ও ইফতার রমজান মাসের একটি অন্যতম ইবাদত। রমজান মাসের রাতের শেষ ভাগে যেমন সাহরি খাওয়া সুন্নাত ও কল্যানকর তেমনি ভাবে মাগরিবে দ্রুত ইফতার করায় মধ্যে রয়েছে বিশেষ কল্যাণ। এ কল্যাণ পেতে হলে রোজাদারের ইফতার-সেহরিতে রয়েছে বিশেষ দোয়া ও কিছু নিয়ম।
আরও পড়ুনঃ পূর্ণাঙ্গ নামাজ পড়ার নিয়ম ছবিসহ
সেহরির দোয়া ও সেহরির সঠিক নিয়ম
মুসলমানরা রমজানের ফরজ রোজা পালন করে। রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। আর এই রোজা রাখতে হলে সেহরি খেতে হবে।
এ কারণে সেহরির দোয়া বা সেহরির নিয়ত জানার আগ্রহ রয়েছে মুসলমানদের মধ্যে। যদিও এটা ফরজ নয়।
সেহরি কে কেউ বলে সেহেরি আবার কেউ বলে সেহরি। এটি একটি আরবি শব্দ। আক্ষরিক অর্থে, ভোরের আগে খাবার।
সেহরি শব্দের অর্থ হল "মুসলিমদের দ্বারা গৃহীত ধর্মীয় ও ঐতিহ্যবাহী খাবার, যা রমজান মাসে বা অন্য কোনো দিন ফজরের নামাজের আগে বা রোজার উদ্দেশ্যে গ্রহণ করা হয়।
হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত। নবী. বললেন, তুমি সেহরি খাও। কারণ, সেহরিতে বরকত নিহিত রয়েছে। - সহীহ বুখারী
আল্লাহ তায়ালা বলেনঃ অতঃপর এসব পরিত্যাগ কর এবং রাত না হওয়া পর্যন্ত রোজা পূর্ণ কর। সূরা আল-বাকারা-185
সেহরির দোয়াঃ
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
উচ্চারণঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন্ শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস্ সামিউল আলিম।
অর্থঃ হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজান মাসের নির্ধারিত রোজা পালনের ইচ্ছা করছি। সুতরাং আমার রোজা কবুল করুন এবং পানাহার থেকে বিরত রাখুন। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
ইফতারের দোয়া ও ইফতারের সঠিক নিয়ম
ইফতারের আগে এ দোয়া পড়া-
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ
উচ্চারণঃ ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
অর্থঃ ‘আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)
ইফতারের সময় করণীয় কি? | রমজানের সময় সূচি ২০২২ ইসলামিক ফাউন্ডেশন
- সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করে নেওয়া।
- ইফতারের সময় অন্য কোনো কাজে ব্যস্ত না হয়ে মনোযোগ দিয়ে ইফতার করা।
- ইফতারের সময় বেশি বেশি দোয়া করা ও ক্ষমা প্রার্থনা করা।
- খেজুর, সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ জামাআতের মাধ্যমে পড়া।
- ইফতার না করে জামাআত তরক না করা।
- ইফতারের সময় হালকা খাবার খাওয়া। মাগরিবের সালাত আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া। আর তাতে শরীর সুস্থ ও সবল থাকে। ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাআত ও ইবাদত করতে সমস্যা হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url