OrdinaryITPostAd

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম - নগদ একাউন্ট খোলার পদ্ধতি

 

আপনি কি আপনার মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে সংশয় বোধ করছেন? কিভাবে নগদ একাউন্ট খুলবেন বা নগদ একাউন্ট খোলার পদ্ধতি কি তা জানার চেষ্টা করছেন? এই পোস্টটি তৈরি হয়েছে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে।চলুন তাহলে জেনে নিন নগদ একাউন্ট খোলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

বর্তমানে তথ্য প্রযুক্তি এত বেশি আপডেট হয়েছে সবক্ষেত্রে যে আপনি এখন সবকিছু খুব সহজে ঘরে বসে উপভোগ করতে পারেন। সেটা যে ক্ষেত্র ই হোক । হতে পারে শপিং, হতে পারে খাবার অর্ডার অথবা মোবাইল টাকা লেনদেন। আজকে আমরা এই পোস্টে কথা বলব একটি মোবাইলে টাকা লেনদেন মাধ্যম নিয়ে। আপনারা পোস্টের ভূমিকা দেখে এতক্ষণে নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন এই পোস্টটি নগদ নিয়ে। জ্বি হ্যাঁ। 

নগদ বর্তমানে টাকা লেনদেনের জন্য একটি অন্যতম মাধ্যম যা ব্যবহার করা যেমন সহজ তেমন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম ও সহজ। আপনি যদি মোবাইলে নগদ একাউন্ট খুলতে চান তাহলে আপনি যেকোনো মোবাইল নাম্বার থেকে ডায়াল করুন *১৬৭# এ। চলুন তাহলে জেনে নেয়া যা মোবাইল একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত। শুরু করার আগে এক নজর চোখ বুলিয়ে নিন কি কি থাকছে তার উপরঃ

পেজ সূচিপত্রঃ মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়মঃ

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম - নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত 

মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম বা নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এখন অনেক জায়গায় টাকা লেনদেনের জন্য প্রয়োজন হয় নগদ একাউন্টের। এইজন্য হুট করে ভ্যাবাচ্যাকা খেয়ে যান অনেকে কিভাবে নগদ একাউন্ট খুলবেন বুঝতে পারেন না। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি। আবার অনেকে তো দোকানে যান নগদ একাউন্ট খোলার জন্য। কিন্তু নগদ একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ এবং ঘরে বসে যেকোনো মূহুর্তে পারবেন নগদ একাউন্ট খুলতে। নিম্নে নগদ একাউন্ট খোলার নিয়মগুলো ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

নগদ একাউন্ট খোলা যায় দুই ভাবে। যথাঃ

  • *১৬৭# ডায়াল করে
  • নগদ অ্যাপ ব্যবহার করে

*১৬৭# ডায়াল করে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়মঃ

  • *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পদ্ধতি 
  • *১৬৭# ডায়াল করতে হবে
  • শর্তাবলী পড়ুন এবং সম্মতি জানিয়ে পিন সেট করুন ৪ ডিজিটের
  • পুনরায় পিন দিয়ে কনফার্ম করুন

যে বিষয়ে মুনাফা পেতে চান বেছে নিনঃ 

  • ক্যাশ আউট ব্যবহার করে টাকা উত্তোলন করতে পারবেন। 
  • সেন্ড মানি অপশনের মাধ্যমে বিনা খরচে ভিন্ন নগদ একাউন্ট মানি সেন্ড করতে পারবেন
  • মোবাইল রিচার্জ এর মাধ্যমে নিজের মোবাইল অথবা অন্য কারো মোবাইলে টাকা রিচার্জ করতে পারবেন
  • পেমেন্ট অপশন ব্যবহার করে আপনি যে দোকানে নগদের মাধ্যমে পেমেন্ট করা যায় সে দোকানে আপনার বিল পেমেন্ট করতে পারবেন
  • বিল পে অপশনটি ব্যবহার করে অনলাইনে বিল দেয়া যায় এরকম বিলগুলো পে করতে পারবেন। যেমনঃ কারেন্ট বিল অথবা পানি বিল ইত্যাদি
  • মাই নগদ অপশনের মাধ্যমে আপনি আপনার ব্যালেন্স চেক অথবা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

এভাবে আপনারা নগদ অ্যাপ ছাড়া *১৬৭# ডায়াল করে আপনার যেকোন মোবাইল নাম্বার থেকে সহজে আপনি আপনার নগদ একাউন্ট খুলতে পারবেন। 

নগদ অ্যাপ ব্যবহার করে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়মঃ

আপনাদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে তাঁরা আরো সহজে নগদে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যারা নগদ অ্যাপ দিয়ে মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে চাচ্ছেন তাঁরা নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • আপনাকে গুগল প্লেস্টোর থেকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে
  • অ্যাপ ইন্সটল করে প্রদত্ত নিয়মাবলী অনুসরণ করতে হবে
  • ছবি তুলতে হবে নির্দেশনা অনুযায়ী
  • শর্তাবলী পড়তে হবে
  • মালিকের স্বাক্ষর যুক্ত করতে হবে

উপরের সব তথ্যাবলী যদি আপনি ঠিক ভাবে দিয়ে থাকেন তাহলে আপনার নগদ একাউন্ট খুলে যাবে এক নিমিষেই। 

নগদ একাউন্ট ব্যবহারকারীদের সুবিধা - নগদ একাউন্ট খোলার পদ্ধতি

নগদে যেসব সুবিদাসমূহ রয়েছেঃ

অফারঃ নগদে রয়েছে বিভিন্ন রকমের আকর্ষনীয় অফার। এসব অফার সমূহ দেখতে আপনাকে নগদের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

চার্জঃ অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপ এর তুলনায় নগদ অ্যাপে রয়েছে কম খরচের সুবিধা। নগদ অ্যাপে কম চার্জ দিয়ে আপনি টাকা লেনদেন করতে পারবেন।

নগদে নিরাপত্তা - মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম - নগদ উদ্যোক্তা একাউন্ট খোলার নিয়ম 

বর্তমানে সব কিছুতেই রয়েছে অনিরাপত্তার হাতছানি। আশেপাশে নিভিন্ন রকমের ঝামেলার কথা শুনা যায় যা অনিরাপত্তাজনক। আপনি যখন নগদ একাউন্ট খুলবেন তখন আপনাকেয়াপনার একাউন্টের নিরাপত্তার জন্য কিছু জিনিস খেয়া করতে হবে যা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • নগদ কতৃপক্ষ কখনো আপনার কাছে আপনার পিন কোড অথবা ওটিপি জানতে চাইবেনা
  • নগদ কতৃপক্ষ শুধুমাত্র দুটি নম্বর থেকে আপনার সাথে যোগাযোগ করবে। এগুলো হলোঃ ১৬১৬৭ বা ০৯৬১৬১১৬৭ 

আশা করি নগদ একাউন্ট খোলার নিয়ম নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই। উপরোক্ত নগদ একাউন্ট খোলার পদ্ধতি অনুসরণ করলে আপনার খুব সহজেনগদ একাউন্ট খুলতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url