OrdinaryITPostAd

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করনীয় উপায় সমূহ

আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি। আমরা অনেকেই আছি যারা রকেট অ্যাকাউন্ট ব্যাবহার করি। দীর্ঘ সময় ধরে রকেট অ্যাকাউন্ট ব্যবহার না করার ফলে আমরা অনেকেই পিন নম্বর ভুলে যেতে পারি। এরপর রকেট অ্যাকাউন্টে ভুল নম্বরে ডায়াল করলে অ্যাকাউন্টটিও ব্লক হয়ে যায়। রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় এড়াতে আমাদের নিচে দেখানো কাজ সমূহ করা উচিত।
যে কোনো ধরনের অ্যাকাউন্টের সত্যতা যাচাই করার জন্য পিন নম্বর হল প্রধান হাতিয়ার, একইভাবে রকেট পিন নম্বর হল রকেট অ্যাকাউন্টটি আপনারই তা প্রমাণ করার টুল।রকেট পিন নম্বর ভুলে যাওয়া রকেট পিন নম্বর পুনরুদ্ধার করার মতো কঠিন নয়।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ মেসেজ রিকল করার গাইড সমূহ

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি তা জানাতে আজকের এই পোস্টটি। রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি তা জানতে আমাদের এই পোস্টটি ভাল ভাবে পড়ুন ও আমাদের সঙ্গেই থাকুন।

পেজ সূচীপত্রঃ রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয়

রকেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাকা লেনদেন এর মাধ্যম। আমরা সহজেই একে অপরের কাছে অর্থ স্থানান্তর করতে পারি এবং মোবাইল রেট সহ বিভিন্ন ধরণের বিল পরিশোধ করতে পারি। এই কারণেই রকেট অ্যাকাউন্টের পিন নম্বর আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় ও আপনি যদি আপনার রকেট অ্যাকাউন্টের পিন নম্বরটি ভুলে যান সেক্ষেত্রে আপনি এটি 2 উপায়ে রিকভার করতে পারেন। 

  1. রকেট হেল্পলাইন নম্বরে কল করে।
  2. রকেট কাস্টমার কেয়ার অফিসে গিয়ে।

রকেট হেল্পলাইন নম্বরে কল করে যেভাবে পিন রিকভার করবেন

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় হল রকেট অ্যাকাউন্ট হেল্পলাইনে ১৬২১৬ নাম্বারে কল করে দুই মিনিটের মধ্যে আপনার পিন পুনরুদ্ধার করুন। যদি আপনার অ্যাকাউন্ট লক করা থাকে। অথবা রকেটের পিন ভুলে যান। তারপর উল্লিখিত নম্বরে ফোন করে তাদের সাথে কথা বলুন। তারা দুই মিনিটের মধ্যে পিন পুনরুদ্ধার করে দিবে।

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় হেল্পলাইনে পিন পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় তথ্যঃ
  • রকেট অফিসে আপনার অ্যাকাউন্ট খোলার সময় যে NID ব্যবহার করা হয়েছিল তার তথ্য দিতে হবে।
  • যদি আপনার NID হয়ে থাকে তবে সেখানে আপনার বাবার, মায়ের নাম, আপনার জন্ম তারিখ এবং আপনার NID নম্বর জানতে চাইবে।
  • সব তথ্য সঠিক দিতে হবে।
  • তারপর রকেট অফিস থেকে তিন থেকে চার ঘণ্টার মধ্যে ফোন করবে। এবং তারা একটি পিন আপনাকে দিয়ে দিবে।
  • আপনি পরে সেই পিন পরিবর্তন করে নিতে পারবেন।
  • আপনাকে যে পিন দেওয়া হবে তা দিয়ে আপনি প্রথমে লগ ইন করুন। এবং পরে সেই পিন পরিবর্তন করুন।
রকেট কাস্টমার কেয়ার অফিসে গিয়ে পিন পুনরুদ্ধারঃ
রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় হল ১৬২১৬ হেল্পলাইনের মাধ্যমে কীভাবে রকেট পিন পরিবর্তন করবেন তা উপরে দেওয়া আছে। এখন নিয়ম হল আপনি আপনার নিকটস্থ জেলা রকেট কাস্টমার কেয়ার অফিসে গিয়ে আপনার পিন পরিবর্তন করতে পারবেন। সেখানে গিয়ে তাদের সাথে আপনার সমস্যা শেয়ার করুন। তারা আপনাকে রকেট পিন পুনরুদ্ধার করতে সাহায্য করবে। তবে কিছু তথ্য সঙ্গে নিতে হবে।

তথ্যগুলো হল:
  • যে মোবাইল নম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট খুলেছেন সচল অবস্থায় সেই নাম্বার।
  • আপনি যে NID আইডি কার্ডটি দিয়ে রকেট অ্যাকাউন্ট খুলেছে সেই NID আইডি কার্ড এবং NID কার্ডটি সরাসরি যেই ব্যক্তির নামে।
  • আইডি কার্ড যদি অন্য কারো নামে থাকে তাহলে অবশ্যই তাকে সঙ্গে নিয়ে যেতে হবে।

রকেট পিন পরিবর্তন যেভাবে করবেন

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় যা তা হল, আপনার যদি রকেট অ্যাকাউন্ট এর পুরানো পিন নম্বার থাকে, তবে আপনি সেই পিন নম্বারটি ব্যবহার করে সহজেই আপনার রকেট পিন পরিবর্তন করতে পারেন।
রকেট পিন পরিবর্তন করতে আপনাকে নিম্নলিখিত পদক্ষেপগুলি অতিক্রম করতে হবে এবং আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে রকেট পিন পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় এর জন্য আপানকে যা করতে হবেঃ
  • প্রথমে আপনার ফোনে *322# ডায়াল করুন।
  • তারপর মোবাইল মেনু থেকে 5 নাম্বার অপশনটি বা My Account লিখা অপশনটি নির্বাচন করুন। 
  • তারপর আবার 3 নাম্বার অপশনটি বা Reset Password লিখা অপশনটি নির্বাচন করুন নির্বাচন করুন।
  • এখন আপনার কাছে আপনার পুরানো পাসওয়ার্ডটি চাওয়া হবে। এইবার আপনি পুরানো পাসওয়ার্ডটি দিন।তারপর আবার নতুন পাসওয়ার্ড চাওয়া হবে এবার নতুন পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করুন।
এভাবেই আপনি ন্যূনতম কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই আপনার রকেট পিন পরিবর্তন করতে পারেন।।

শেষ কথাঃ রকেট একাউন্টের পিন পুনরুদ্ধার

রকেট একাউন্টের পিন ভুলে গেলে করণীয় কি বা রকেট অ্যাকাউন্ট লক হয়ে গেলে কীভাবে পুনরুদ্ধার করা যায় তা আমরা সঠিকভাবে জানানোর চেষ্টা করেছি। এবং সব তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনি এর মাধ্যমে আপনার রকেট একাউন্টের পিন ভুলে গেলে পুনরুদ্ধার করতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url