৪০+ বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম - বাংলা বর্ণমালা লেখার নিয়ম
আপনার শিশুকে বাংলা বর্ণমালা শেখানোর জন্য বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম জানতে চাচ্ছেন? পাশাপাশি বাংলা বর্ণমালা লেখার নিয়ম ও জানতে ইচ্ছুক? তাহলে পোস্টটি পড়ুন এবং আমাদের সাথে থাকুন।
অঞ্চল্ভেদে বর্ণমালার উচ্চারন বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে থাকে । এজন্য দেখা যায় শিশুদেরকে সঠিক বাংলা বর্ণমালা উচ্চারণ শিখতে পারেনা।
তাই অনেকে সঠিক বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম জানতে চান। চলুন তাহলে বাংলা বর্ণমালা উচ্চারনের নিয়ম ছাড়া বাংলা বর্ণমালা লেখার নিয়ম দেখে নিই।
বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম - বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ কয়টি - বাংলা বর্ণমালা কয়টি
বাংলা ভাষা শিক্ষায় প্রথম অধ্যায় হলো বর্ণমালা পরিচিতি। বাংলা ভাষায় মোট বাংলা বর্ণমালা রয়েছে ৫০ টি। এই ৫০টি বর্ণমালাকে বাংলা ভাষায় ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ
স্বরবর্ণ এবং ব্যাঞ্জনবর্ণ। এর মধ্যে স্বরবর্ণ হচ্ছে ১১টি এবং ব্যাঞ্জণবর্ণ হলোঃ.৩৯টি।
স্বরবর্ণ উচ্চারণের নিয়ম - বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম
- স্বর – অ
- স্বর- আ
- হ্রস্ব- ই
- দীর্ঘ -ঈ
- হ্রস্ব- উ
- দীর্ঘ- ঊ
- ঋ – রি
- এ -এ
- ঐ – ওই
- ও- ও
- ঔ – ওউ
ব্যঞ্জন বর্ণমালা উচ্চারণের নিয়ম - স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম - বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম
বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম এর মধ্যে ব্যঞ্জনবর্ন প্রায় সবাই বলতে জানলেও পনেরটি এমন ব্যঞ্জনবর্ণ রয়েছে সেগুলো অঞ্চলভেদে সঠিকভাবে উচ্চারিত হয় না। অনেকটা বিকৃত হয়ে যায় বাংলা বর্ণমালা সঠিক উচ্চারণ থেকে।
অনেকেই অসাবধানতা বশত ব্যঞ্জনবর্ণের সঠিক উচ্চারণ করতে পারে না । চলুন তাহলে বাংলা বর্ণমালা উচ্চারনের নিয়ম অনুসরণ করে ১৫টি বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম দেখে নিইঃ
যে ১৫টি ব্যঞ্জনবর্ণের বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম দেখব সেগুলো হলোঃ
ঞ, ঙ, ং, জ, য, য়, ঃ, শ, স, ষ , ণ, ন, ড়, ঢ়, ৎ
নিম্নে ব্যঞ্জন ব্বাংলা বর্ণমালা উচ্চারণের নিয়ম দেয়া হলোঃ
- ঞ = ইয়ো
- ঙ = উয়ো
- ং = অনুশশার
- জ = বর্গীয় জ
- য = অন্তস্থ য
- য় = অন্তস্থ অ
- ঃ = বিশরগো
- শ = তালব্য শ
- স = দন্ত্য স
- ষ = মূর্ধন্য ষ
- ণ = মূর্ধন্য ণ
- ন = দন্ত্য ন
- ড় = ড – শুন্য র
- ঢ় = ঢ শুন্য র
- ৎ = খন্ড ত
বাংলা বর্ণমালা লেখার নিয়মঃ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লেখার নিয়ম
বাংলা বর্ণমালা লেখার নিয়ম শিশুদের দেখার চেয়ে দেখা বেশি প্রয়োজন যে শিশুকে বাংলা বর্ণমালা লেখা শেখাবে। যে শেখাবে সে যদি বাংলা বর্ণমালা লেখার নিয়ম জেনে থাকে তাহলে সে খুব সহজে শিশুকে বাংলা বর্ণমালা লেখার নিয়ম শেখাতে পারবে।
এজন্য বাংলা বর্ণমালা লেখার নিয়ম যারা খুঁজছেন তাঁদের জন্য পরামর্শ হলো ইউটিউবে বাংলা বর্ণমালা লেখার নিয়ম সংক্রান্ত অনেক পোস্ট রয়েছে যা দেখে আপনি নিজে বাংলা বর্ণমালা লেখার নিয়ম শিখে আপনার শিশুকে বাংলা বর্ণমালা লেখার নিয়ম শেখাতে পারবেন।
এছাড়াও বাংলা বর্ণমালার বই এ বাংলা বর্ণমালা ফোটা ফোটা আকারে দেয়া থাকে। আপনি আপনার শিশুকে সেসব বর্ণমালার উপর হাত বোলাতে বলতে পারেন পেন্সিল দিয়ে।
এতে করে আপনার শিশু বাংলা বর্ণমালার কাঠামো খুহ সহজে ধরতে পারবে এবং বাংলা বর্ণমালা লেখা নিয়ম সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে।
বাংলা বর্ণমালা লেখার নিয়ম শেখানোর আগে আপনার শিশুকে পেন্সিল অথবা চক ধরা শিখতে হবে। আপনার শিশুকে যেকোনো সাদা কাগজ এবং পেন্সিল দিয়ে বলুন যা খুশি আঁকতে। বাচ্চা যখন যা ইচ্ছা আকবে তখন তার খেলা ও হয়ে গেলে পাশাপাশি হাতে খড়ি ও ধরা হয়ে গেলো।
আরো পড়ুনঃ মোবাইলে টাকা রিচার্জ করার ৭ নিয়ম
এরপর আপনি আপনার শিশুকে বর্ণমালা লেখার নিয়ম শেখানোর জন্য প্রথম আপনার শিশুকে একটি কাগজে কিছু বর্ণমালা বড় করে লিখে দিয়ে তাতে হাত বোলাতে বলুন।
এভাবে কয়েকদিন চর্চা করা হয়ে গেলে এরপর আপনার শিশুকে বলুন যে বর্ণমালাগুলোর উপর সে এতদিন হাত বুলিয়েছে সেগুলোর পাশাপাশি যেন সে নতুন করে বর্ণমালা লেখার চেষ্টা শুরু করে।
এভাবে আপনার শিশু বাংলা বর্ণমালা লেখা শেখার পাশাপাশি আপনার শিশুর হাতের লেখাও সুন্দর হবে।
বাংলা বর্ণমালা লেখার নিয়ম pdf - বাংলা বর্ণমালা হাতের লেখা
এছাড়া আপনি চাইলে আপনার শিশুকে বর্ণমালা শেখানোর জন্য বর্ণমালাগুলোকে ফোটা ফোটা শেপ দিয়ে লিখে দিতে পারেন ।এরপর আপনার শিশুকে বলুন ফোটাগুলোকে একত্রিত করে একটি বর্ণমালা লিখতে।
বাংলা বর্ণমালার বই pdf রয়েছে যেগুলোতে এরকম বর্ণমালা লেখার নিয়ম পেজে ফোটা ফোটা দিয়ে বিভিন্ন বর্ণমালা একে দেয়া থাকে। আপনি আপনার বাচ্চাকে সেগুলোর উপর লিখতে বলবেন। এতে করে বাচ্চা বিরক্ত হবেনা।
শিশুদের লেখা শেখানো অনেক কষ্টকর হয়ে উঠে পিতা মাতার জন্য। কারণ শিশুরা আর যাই করুক তারা লিখতে চাই না। লিখতে বসানোর জন্য অনেক কষ্টকর হয়ে উঠে।
তখন মায়েরা ভেবে কুল পান না কি করে বাচ্চাকে বাংলা বর্ণমালা লেখা শেখাবেন। আপনি ও নিশ্চয় তাঁদের মধ্যে একজন? তাহলে আর দেরি না করে এখনই এসব বাংলা বর্ণমালা লেখার নিয়ম আয়ত্ত করে আপনার শিশুকে লিখতে বসান।
আশা করি আপনার সমস্যা অনেকটা লাঘব হয়ে যাবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url