OrdinaryITPostAd

ঈদ মোবারক পিকচার 2023 | ইদ মোবারক শুভেচ্ছা

ঈদ মোবারক পিকচার 2022 ও ইদ মোবারক শুভেচ্ছা ম্যাসেজের ৪০+ কালেকশন। ঈদ মোবারক ছবি, ঈদ মোবারক image এবং ঈদ মোবারক HD PNG পিকচার ডাউনলোড করুন।

ঈদের পিকচার ২০২১ মেসেজ গুলো বিভিন্ন ছন্দে এবং গানে নিম্নে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ হিসেবে দেয়া হলোঃ


১. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি,

তুমি পাহাড়দের গায়ের ঝর্ণার পানি,

তুমি বর্ষার এক পরশ বৃষ্টি,

তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ , তোমাকে জানাই

“ঈদ মুবারক” 

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

২. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

রেখেছো কি চাঁদের খবর,

কাল নাকি ঈদুল ফিতর,

সাজবে তুমি সাজবে সবাই, 

সাজবে তোমার বাড়ি,

দরজাটুকু খোলা রেখো,

আমিও আসতে পারি,

“ঈদ মুবারক”

৩. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে

অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,

সব আপন জনের মায়া মিটিয়ে রাখুক তোমাকে

শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে।

“ঈদ মুবারক ”

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

৪. নম্বর ঈদ মোবারক পিকচার 2022 

 নীল আকাশে ঈদের চাঁদ

ঈদের আগে চাঁদনী রাত

ঈদ হলো খুশীর দিন

দাওয়াত রইলো ঈদের দিন,

ভালো থেকো সীমাহীন ।

ঈদের দিনটা তোমার হোক রঙিন

ঈদ মুবারক 

৫. নম্বর ঈদের পিকচার ২০২২

 আসছে ঈদ লাগছে ভালো ,

তাইতো আমায় বলতে হলো,

ঈদ মানে আকাশ ভরা আলো,

ঈদ মানে সবাই থাকবে ভালো।

“ঈদ মুবারক ”

৬. নম্বর ঈদের শুভেচ্ছা 2022 পিকচার

আজ দুঃখ ভুলার দিন

আজ মন হবে রঙ্গিন

আজ প্রাণ খুলে শুঢু গান হবে,

সুখ হবে সীমাহীন

তার একটি কারণ আজ ঈদ এর দিন

“ঈদ মুবারক ”

৭. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,

আর মাত্র কয়েক দিন |

আসছে সবার খুশির দিন !

নতুন জামা কিনে নিন,

সময় নেই বেশি দিন|

দাওয়াত রইল অগ্রিম,

আসবেন কিন্তু ঈদের দিন,

অপেক্ষায় থাকবো সারাদিন..

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture 

৮. নম্বর ঈদ মোবারক পিকচার ডাউনলোড

 আকাশ মাটিকে বলছে ,

সূর্য পৃথিবীকে বলছে,

চাঁদ তারাকে বলছে ,

আর আমি তোমাকে বলছি!

“ঈদ মুবারক”

৯. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

হাঁসের ডিম মুরগির ডিম

"দেখা হবে ঈদের দিন"

ঈদ মানে আনন্দ 'ঈদ মানে খুশি'

ঈদের দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি!

১o. নম্বর ঈদের পিকচার ২০২২

 হালকা হালকা হাওয়া!

একটি একটু শীত!

এই নিয়ে চলে এলো 

রমজান এর ঈদ!

পোলাও , কোরমা ,

খেতে ক্তো স্বাদ !

চলে এসো বন্ধু তুমি! 

রইলো ঈদের দাওয়াত

১১. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মুবারকবলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

১২. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

আলোর ঝিলিক রাতের আকাশে শিউওলি ফুলের গন্ধ,

ঈদ আসছে খুশির বার্তা নিয়ে

দরজা কেন বন্ধ।।

ঈদ এলো তাই আবার 

নতুন জামা কিনে রাখি,

ঈদ আস্তে পারে 

আর দশ দিন বাকি!

১৩. নম্বর ঈদ মোবারক পিকচার hd ডাউনলোড

ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,

বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।

কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,

আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।

ঈদ মুবারক ।

১৪. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ঈদে যদি কর দাওয়াত!

ভুলে যাব শত আঘাত!

সাত সমুদ্র দেবো পাড়ি!

হোক না আমার যতই দেরি !

তবু যাবো তোমার বাড়ি!!

১৫. নম্বর ঈদের শুভেচ্ছা 2022 পিকচার

 কিছু কথা না বলা থেকে যায়,

কিছু ভাষা বর্ণনা হীন হয়

তবে ঈদের দিন সব প্রান খুলে বলা যায়,

এসো প্রান খুলে আজ সবাই বলি

ঈদ মোবারাক বন্ধু ।

১৬. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ঈদের খুশি একটু বেশি,

সবাই থাকে হাসি খুশি

দুঃখ গুলো পিছে ফেলে 

সবাই খুশি নতুন দমে

ঈদ এর মতো প্রতিদিন

হোক তোমার এমন রঙ্গিন

যদি আমায় বন্ধউ ভাবো

ঈদের দাওয়র গ্রহন করো

“ঈদ মুবারক”

১৭. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

রিমঝিম এই বৃষ্টিতে, 

ঈদ কাটাবো সৃষ্টিতে.

 খুশির হাওয়া লাগলো মনে, 

নাচবে খুকি ক্ষণে ক্ষণে 

সাজবে সবাই নতুন পোশাক, 

ঈদ যেন সারা জীবন রয়ে যাক 

"ঈদ মুবারক "!

১৮. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ভোর হলো দুর চোখ খুলে দেখরে_

রোজা শেষ রোজা শেষ ঈদ চলে এলোরে_

নতুন জামা পরব রে সবাই মিলে গুরবরে_

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা_

ঈদ মুবারক


 ১৯. নম্বর ঈদ মোবারক পিকচার 2022
 সারাদিন ছিলাম বিজি

এখন আমি ইজি

এড্রেস দাও তাড়াতাড়ি

কালকে যাবো তোমার বাড়ি

২০. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

চিঠি দিয়ে নয় "ফুল দিয়ে নয়"

কার্ড দিয়ে নয় "কল দিয়ে নয়"

মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে

জানাই সবাই কে "অগ্রিম ঈদের শুভেচছা"

“ঈদ মুবারক”

২১. নম্বর ঈদের পিকচার ২০২১

রঙ লেগেছে মনে।

 মধুর এই খনে।

 তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।

 "ঈদ মুবারাক"!

২২. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

 কাল ঈদ উল আযহা

সাজবে তুমি

মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত

এই খুশীর সময়টুকু

কাটুক তোমার বারোমাস

“ঈদ মুবারক”

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

২৩. নম্বর ঈদ মোবারক ২০২১ পিকচার

 তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস,

তুমি শীতল ভোরের শিশির ভেজা ঘাস ।

তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত,

তোমাকে জানাই "ঈদ মুবারক "

২৪. নম্বর ঈদের শুভেচ্ছা 2022 পিকচার

দুরের মানুষ আসুক কাছে

কাছের জন থাকুক পাশে

মন ছুটে যাক মনের টানে

নয়া চান্দের আগমনে

ঈদ কাটুল খুশী মনে

***** ঈদ মুবারাক ****

২৫. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।

তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।

বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।

ঈদ মুবারক, শুভ হোক তোমার ঈদের দিন ।

২৬. ঈদ মোবারক পিকচার 2023

 দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,

সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।

ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।

২৭. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

চেয়ে দেখো, নীল আকাশ

চাঁদ উঠেছে, ঈদ এর চাঁদ

খুশীর বার্তা নিয়ে

সেই খুশিতে মোদের বাড়ি

দাওয়াত দিলাম আসিতে

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

২৮. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

 ঈদের হাওয়া লাগুক প্রাণে,

মন ভরে যাক নতুন গানে !!

ঘুম ঘুম চোখে স্বপ্নীল চাওয়া

ঈদে হোক সব কিছু পাওয়া ।।

।। ঈদ মুবারক।।

২৯. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ও চাঁদ তুমি কি খুশী নিয়ে এলে ?

খুশীর আভাসে আজ পৃথিবী দোলে,

তোমার জন্য ছিলো কত অপেক্ষা

তাই বুঝি দিয়ে এক বছর পর দেখা ।

*””” ঈদ মুবারক “””*


৩০. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

 হাঁসের ডিন মুরগির ডিম

দেখা হবে ঈদের দিন

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশী

ঈদের দিন দাওয়াত না দিলে

মারবো একটা ঘুষি ।

৩১. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

ঈদ কার্ড দিতে পারলাম না

তুমি দূরে বলে

মুখে বলতে পারলাম না

নাম্বার নাই বলে,

তাই তোমাকে বলছি সুন্দর হোক

তোমার ঈদের দিন,

দাওয়াত রইলো অগ্রিম ।

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture

৩২. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

 ঈদ মানে খুশী,

গরুর গলায় রশি,

শীতের সর্দি কাশি,

আবার হুজুরের মুখে হাসি,

তবুও ঈদ ভালোবাসি,

তাই সবাইকে ঈদ মুবারকজানিয়ে এবার আমি আসি!

৩৩. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

মন চাইছে কারো সাথে কথা বলি।

মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।

ঈদ মুবারকবলার সিদ্ধান্ত যখন নিলাম।

ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

- ঈদ মুবারক -

৩৪. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

তুমি হাসি খুশী থেকো

যেমন হাসি থাকে ফুলে,

দুনিয়ার সব দুঃখ যাক তোমায় ভুলে,

দুহাত উড়ায় আজ আকাশে

হয়ে যাও আজ পাখি

আজ হলো তোমার খুশীর ঈদ

৩৫. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

আজ দু:খ ভুলার দিন,

আজ মন হবে যে রঙ্গিন।

আজ প্রান খুলে শুধু গান হবে,

আজ সুখ হবে সিমাহীন।

তার একটাই কারন,

আজ যে ঈদের দিন।

ঈদ মুবারাক !

৩৬. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

রমজান মাস এলো,

রহমতের ১০ দিন গেল,

মাগফিরাতের ১০ দিন গেল,

নাজাতের ১০ দিন গেল,

সব শেষে মহা আনন্দের ঈদ এলো সবার মন খুশিতে ভরে গেল

<>=<>ঈদ<> মুবারক<>।

৩৭. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

তুমি চাঁদ নয়, তবে তুমি চাঁদের আলো,

তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ,

তুমি নদী নয়, তবে তুমি নদির ঢেউ,

তুমি অচেনা নয়, তবে আমার চেনা কেউ,

ঈদ মুবারাক

৩৮. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

নতুন সকাল নতুন দিন।

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ।

রঙ্গীন হোক ঈদের রাত।

.......... ঈদ মুবারক........

৩৯.  নম্বর ঈদ মোবারক পিকচার 2022

তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি

তুমি পাহাড়ের গায়ে ঝরনার পানি,

তুমি বরষার এক পরশ বৃষ্টি,

তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ,

তোমাকে জানাই ” ঈদ মুবারক ”

৪০. নম্বর ঈদ মোবারক পিকচার 2022

তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,

দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,

অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,

এই কামনায় বন্ধু তোকে "ঈদ মুবারক "

ঈদ মুবারক পিকচার | Eid Mubarak Picture | ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ

যেহেতু করোনার কারনে আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা করতে পারছেননা সেহেতু আপনার প্রিয়জনকে মুঠোফোনের মাধ্যমে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করে নিন। 

বিভিন্নরকম ঈদ মোবারক গান এবং ঈদ মবারক গজল ও রয়েছে। ছোট ছোট বাচ্চারা ঈদ মোবারক গান অথবা ঈদ মোবারক গজল ব্যবহার করে সুন্দর ছোট ছোট ঈদ কার্ড বানিয়ে থাকে যা তাঁরা তাঁদের বন্ধু বান্ধবকে দিয়ে ঈদের দাওয়াত দেয়। 

এছাড়াও বরাওরা তাঁদের বন্ধু বা আত্মীয় স্বজনকে অথবা অফিসের কলিগকে ঈদ মোবারক গান অথবা ঈদ মোবারক গজল পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকে। এত ঈদ মোবারক গান অথবা ঈদ মোবারক গজল পাওয়া নিয়ে অনেকই বিভ্রান্ত হয়ে থাকে। 

যারা ঈদ মবারক গান অথবা ঈদ মোবারক গজল কিভাবে পাবেন তা নিয়ে চিন্তা করছে তাঁরা এই পোস্টটি দেখেন। কেননা এই পোস্টের মাধ্যমে আপনি ঈদ মোবারক গান অথবা ঈদ মোবারক গজল ছন্দ আকারে ঈদ মোবারক পিকচার হিসেবে পাবেন যার মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে ঈদ মোবারক শুভেচ্ছা জানাতে পারবেন।  

এছাড়াও আপনি মোবাইলে কল করেও ঈদ মোবারক শুভেচ্ছা দিতে পারেন অথবা ফেসবুকে ঈদ মোবারক পিকচার স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আপনার মনের অনুভূতিগুলো। এই মহামারিতে সবাই বাসায় থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। 

ঈদ মোবারক 2022 | ঈদের পিকচার ২০২১ | ঈদ মোবারক ২০২১ | ইদ মোবারক পিকচার

আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন। ঈদ মুবারক পিকচার। ঈদের সেরা ছবি।

আপনার ছোট্ট একটি ঈদ মোবারক পিকচার অথবা ইদ মোবারক শুভেচ্ছা বার্তা সবার মাঝে বয়ে নিয়ে আসবে অনেক বেশি আনন্দ। দিন দিন পৃথিবীতে উন্নতি ঘটছে। সেইসাথে পরিবর্তন হচ্ছে ঈদের আনন্দ ভাগাভাগি করার পদ্ধতিগুলো। যে যেখানে থাকুক না কেন ছোট্ট একটি মেসেজ, ফোনকল অথবা ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ অথবা মাল্টিমিডিয়া মেসেজের মাধ্যমে আমরা আমদের প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিতে পারি ঈদের আনন্দ। 

এখন প্রশ্ন হলো কি থাকবে এই মাল্টিমিডিয়া পিকচারগুলোতে? যারা কি লিখবেন মুঠোফোন বার্তা অথবা ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ অথবা প্রিয়জনকে কি লিখবেন তা নিয়ে বিভ্রান্তে আছেন তাঁরা আমাদের সাথে এই পোস্টটিতে থাকুন। কেননা এই পোস্টটিতে থাকবে অনেক রকমের ঈদ মোবারক পিকচার এবং ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ। তাই পোস্টটির সাথে থাকুন।  

ঈদ মোবারক পিকচার | Eid Mubarak Picture | ঈদ মোবারক শুভেচ্ছা

ঈদ মানেই আনন্দ। আর উৎসব মানে হলো কল্যাণময়। তাঁর মানে ঈদ উৎসব বলতে বুঝায় ঈদের আনন্দ কল্যাণময় হোক। ঈদ উৎসব প্রতিবছর প্রতিটি মুসলিম ঘরে দুইবার করে আসে। প্রতিবছর দুটি ঈদ আসে। শাওয়াল মাসের এক তারিখ রমজান ঈদ পালিত হয় যা সবাই ঈদুল ফিতর বলে জানে। আবার জিলহজ্ব মাসের দশ তারিখ পালিত হয় কোরবানির ঈদ যাকে ঈদুল আজহাও বলা হয়। 

ঈদে সবাই ঈদ মুবারক এর মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে থাকে। আগের দিনে সবাই ঈদের নামাজ শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিত। এখনো সবাই ঈদ্গাহে ঈদের নামাজ শেষে ধনী গরীব , চেনা অচেনা সব ভুলে সবাই মিলে কোলাকুলি এবং ঈদ মুবারকবার্তা জানিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। বর্তমানে ঈদের আনন্দ শেয়ার করার নতুন অনেক পদ্ধতি এসেছে। 

মানুষ এখন মুঠোফনের মাধ্যমে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ  পাঠিয়ে  থাকে। ঈদের আনন্দ আপনারা ঈদ মোবারক গান অথবা ঈদ মোবারক গজল একে অপরকে আদান প্রদানের মাধ্যমেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিতে পারেন। অনেক ঈদ মোবারক গান অথবা  ঈদ মোবারক গজল রয়েছে যা খুবই সুন্দর এবং আপনি আপনার প্রিয়জনকে নির্দ্বিধায়  পাঠাতে পারবেন।  

কেউ মোবাইলে কল করে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে, কেউবা ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা মেসেজ এর মাধ্যমে প্রিয়জনকে জানিয়ে দিচ্ছে ঈদের শুভেচ্ছা। বর্তমান যুগ হচ্ছে ফেসবুকের যুগ। এখন সবাই সবার অনুভূতিগুলো ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে আরো বেশি সাচ্ছন্দ্য অনুভব করে।

তাই অনেকেই আছেন ঈদের শুভেচ্ছা বিভিন্ন ছন্দে বা কবিতার মাধ্যমে বা গানের মাধ্যমে স্ট্যাটাস অথবা ঈদ মোবারক পিকচার হিসেবে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেন। আবার অনেকেই আছেন মাল্টিমিডিয়া অর্থ্যাৎ ঈদ মোবারক পিকচার  প্রদানের মাধ্যমে নিজের আনন্দগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে পছন্দ করেন। 

এরকম মাল্টিমিডিয়া শুভেচ্ছা পিকচারগুলো কোথায় খুঁজে পাবেন তা নিয়ে অনেকের মাঝে দ্বিধা দেখা দেয়। যারা মাল্টিমিডিয়া শুভেচ্ছা পিকচার নিয়ে চিন্তায় আছেন বা ভাবছেন কিভাবে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানাবেন তারা এই পোস্টটির সাথে থাকুন। 

ঈদের পিকচার ২০২১ | Eid Mubarak Picture

ঈদের আনন্দ উদযাপন করা শুরু হয় হিজরী দ্বিতীয় বছর থেকে।মহানবী (সঃ) মক্কায় ১৩ বছর আবস্থান করেছিলেন। সেখানে তখন রোজা বা ঈদ বলে কোনো কিছু ছিলনা। মক্কার কাফিরদের নির্যাতনের কারনে তিনি মদীনায় চলে আসেন। তখন মদীনার মানুষ দুটি উৎসব পালন করত। এই উৎসবে তারা ইচ্ছামতো জুয়া, তাশ খেলত। এছাড়াও তারা নিজেদের যা ইচ্ছা করত যা ইসলামে নিষিদ্ধ ছিল। তখন মহানবী (সঃ) মদীনার মানুষদের এই দুটি উৎসব পালন করতে নিষেধ করেন। ঈদ মুবারক পিকচার । 

Eid Mubarak Picture। তিনি তাদেরকে বলেন এই দুটি উতসবের পরিবর্তে তোমরা দুটি ঈদ পালন করবে। দুটি ঈদ হলো – ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুইটি দিন পবিত্র এবং তোমরা দিন দুইটি পবিত্রতার সাথে পালন করো। এইদুল ফিতর পালন হবে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের এক তারিখ। আর অন্যটি পালন হবে ঈদুল ফিতরের দুই মাস দশদিন পর অর্থ্যাৎ জিলহজ্ব মাসের দশ তারিখ। এভাবেই শুরু হয় ঈদের উৎসব। ঈদ মুবারক পিকচার । 

ঈদের আমেজ শুরু হয়ে গেলো। আর মাত্র কয়েকদিন বাকি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কার না ইচ্ছে করে? বর্তমানে পুরো বিশ্ব করোনা মহামারিতে স্তব্ধ । করোনার কারনে যেহেতু আমাদের অন্য সময়ের মত বাসা থেকে বের হওয়া যাবেনা সেহেতু আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন্দের সাথেও দেখা হয় না। 

তাই এই অবস্থায় আমরা আমদের ঈদের শুভেচ্ছা বার্তা আমাদের বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের কাছে পৌছে দিতে পারি মোবাইলে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা এর মাধ্যমে। বর্তমান যুগ মাল্টিমিডিয়ার যুগ। শুধুমাত্র এসএমএস এর মাধ্যমে ঈদ মোবারক পিকচার অথবা ঈদ মোবারক শুভেচ্ছা পাঠাতে অনেকেই চান না। এখন মোবাইলের মাধ্যমে খুব সহজে এমএমএস করা যায়। 

ঈদ মোবারক পিকচার ২০২১ | Eid Mubarak Picture 2022

ঈদ অর্থ উৎসব বা আনন্দ। ঈদের দিন যে যেরকম পরিস্থিতিই থাকুক না কেন সবার ঘরেই আনন্দ থাকে। যে যার সাধ্যমত চেষ্টা করে ঈদের আনন্দ উপভোগ করতে। এইদিন ধনী গরিব , ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যায়। সবাই সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদের আনন্দ মূলত শুরু হয় ঈদের আগের রাত থেকে ।চাঁদ রাতকে লাইলাতুল জাইজা ও বলা হয় ইসলামের পরিভাষায়। ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture। 

ঈদের আগের রাতকে চাঁদ রাতও বলা হয়। ২৯ রমজানে ঈদের চাঁদ দেখা সুন্নত। তা যদি না দেখা যায় তাহলে ৩০ রমজানে চাঁদ দেখা সুন্নত। ৩০ রমজানেও যদি চাঁদ না দেখা যায় সেক্ষেত্রে শাওয়াল মাসের ১ তারিখ ঈদ পালিত হবে। ঈদের আগের রাতে ছোট বাচ্চারা এবং মেয়েরা হাতে মেহেদী দেয়। 

ঈদের পরের দিনের উৎসবের আয়োজন ঈদের আগের রাত থেকে শুরু হয়। চাঁদ রাতে বাজারেও ওনেক ভীড় থাকে। সবাই সবার ঈদের শেষ সময়ের বাজার করে নেয় এই চাঁদ রাতে। এসময় সবার ঘরে ঘরে বাজতে থাকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গানঃ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।

তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ

দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে

যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী

সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত হয়ে মনে উম্মীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।

তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা

সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ। ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture 2022।

ঈদের দিনে সবাই গোসল করে নতুন জামা কাপড় পড়ে। সবার বাসায় সেমাই জাতীর মিষ্টান্ন তৈরি হয়। এছাড়া পোলাও , মাংস এসব রান্না হয়। সবাই নামাজে যাওয়ার আগে সেমাই খেয়ে নেয়।ঈদের নামাজ শেষে খুতবা পাঠ করা হয় সেখানে আল্লাহ এবং নবী রাসূলদের গুনগান করা হয়। 

ঈদের নামাজ শেষে সবাই রাজনৈতিক ঝামেলা, অর্থনৈতিক ভেদাভেদ ভুলে গিয়এ সবাই এক অপরের কাধে কাধ মিলিয়ে ঈদের শুভেচ্ছা আদান প্রদান করে। আবার অনেকে নামাজ শেষে সেমাই খায়। এসময় ছোটদেরকে বড়রা খুশি হয়ে সালামি দেয়। এরপর সবাই ঘুরতে বের হয়। 

কেউ বা আত্মীয় স্বজনদের বাসায় যায়। ঈদুল আজহার সময় একটু ভিন্ন হয়ে যায় ঈদের আনন্দ।  ঈদুল আজহাতে যাদের উপর যাকাত ফরজ তাঁদের কোরবানী দেয়া ওয়াজীব। আর যারা মুসাফির বা ভ্রমণরত অবস্থায় আছেন তাঁদের কোরবানী দেয়া উচিৎ হয়। কোরবানীর ঈদ হলো ত্যাগের ঈদ। এই ঈদে যা যার সাধ্যমত গরু, ছাগল করবানী দিয়ে থাকেন। ইস্লামের বিভিন্ন বর্ননা অনুযায়ী কথিত আছে , আল্লাহ তাআলা হযরত ইব্রাহীম (আঃ) কে স্বপ্নের মাধ্যমে তাঁর প্রিয় বস্তুটি কোরবানী করতে বলে ন। 

ঈদ মুবারক পিকচার । Eid Mubarak Picture । পরের দিন সকালে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর একশটি উট কোরবানী করেন। কিন্তু তারপরেও উনি আবার স্বপ্নটি দেখেন। এরপর ইউনিট চিন্তায় পড়ে যান। এরপর ইব্রাহীম(আঃ) এর মনে হলো উনার প্রিয় বস্তু তো ওনার প্রিয় ছেলে হযরত ইসমাইল (আঃ) । এরপর উনি তাঁর ছেলেকে জবাই করার প্রস্তুতি নিলেন। ঈদ মুবারক পিকচার । 

ঈদ মোবারক পিকচার ২০২১ | Eid Mubarak Picture 2022

Eid Mubarak Picture । তিনি যেই তাঁর ছেলের গলায় ছুরি ধরলেন জবাই করার উদ্দেশ্যে সেই ওনার ছেলে পরিবর্তে একটি প্রানী কোরবানী হয়ে গেলো। ওনার ছেলেরও কোনো ক্ষতি হয়নি। এরপর থেকে ঈদুল আজহার প্রচলন শুরু। ঈদের নামাজ শেষে কোরবানী করা হয়। 

এসময় কোরবানীর পশুটি দক্ষিণ দিকে কেবলামুখী করে রাখতে হয় এবং ধারালো ছুরি দিয়ে জবাই করতে হয়। জবাই করার সময় “ আলাহু আকবার “ বলতে হয়।কোরবানীর মাংস তিনভাগে ভাগ করা হয়ে থাকে। এক ভাগ গরীবদের জন্য , একভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং আরেকভাগ নিজেদের জন্য। এতে করে ধনীরা গরিবদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। 

কোরবানীর পশুর চামড়া গরীবদের মাঝে বিলিয়ে দিতে হয় । নাহলে চামড়া বিক্রি করে সেই টাকা গরীবদের দিয়ে দিতে হয়। কিন্তু নিজে সে চামড়া বিক্রির টাকা রাখতে পারবেনা। 

ঈদের শুভেচ্ছা 2022 পিকচার পোস্টটি ভাল লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন নিচের শেয়ার বাটনগুলিতে চাপ দিয়ে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url