OrdinaryITPostAd

করোনা ভাইরাস আজকের খবর | করোনা ভাইরাস সম্পর্কে তথ্য

দেখুন করোনা ভাইরাস আজকের খবর। আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর জানুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন। 


করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।

পাঠক, এই পোষ্টটি করোনা ভাইরাস আজকের খবর বিষয়ে। এখানে এসম্পর্কিত আপনার এমন কিছু জবাব খুঁজে পাবেন যা 'একপোস্টে' আর অন্য কোথাও খুঁজে পাবেন না। স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য নির্ভরযোগ্য সোর্সের তথ্য অনুসারে এই পোস্টের তথ্য ১২ই মে পর্যন্ত আপডেটেড। করোনা ভাইরাস আজকের খবর।

এক নজরে সূচীপত্র:

করোনা ভাইরাস আজকের খবর | দেশ ও বিশ্বের কোভিড পরিস্থিতি (অতিমারী) সমন্ধে আপডেট থাকুন

এটি প্রথম আলো পত্রিকার প্রচ্ছদের স্থায়ী ফিচার লিংক। বাংলাদেশের এবং বাংলাদেশ সম্পর্কিত (পরিস্থিতি/টিকা/করোনা/কোভিড-১৯) খবরাখবর সবার আগে পাবেন এখানে। তাই দেশের কোভিড পরিস্থিতি সমন্ধে আপডেট থাকতে চাইলে, করোনা ভাইরাস আজকের খবর জানতে এই লিংক'টি আপনার অবশ্যই বুকমার্ক করে রাখা উচিৎ।

এটির নাম 'প্রেস রিলিজ'। বাংলাদেশ সরকারের করোনা ইনফো ওয়েবসাইটের এটি একটি স্থায়ী ফিচার লিংক। বাংলাদেশ সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের এসম্পর্কিত 'সরকারী নির্দেশনা', 'প্রেস রিলিজ' এবং 'কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতির স্বাস্থ্য বুলেটিন' সবার আগে পাবেন এখনে। এখানে সরকারী নথিগুলো পিডিএফ ডকুমেন্ট ফরম্যাটে দেয়া হয়। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর (সরকারী তথ্য) জানার জন্য এটিই আফিসিয়াল জায়গা। পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।

এটির নাম, 'স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ১৯ ড্যাশবোর্ড'। প্রতিদিনের পরিসংখ্যানগত আপডেট সবার আগে এখানে পাবেন। এটা কয়েক মিনিট পরপর, খুব দ্রুতই আপডেট হয়।

এটির নাম 'করোনা সংক্রান্ত তথ্য'। বাংলাদেশ সরকারের করোনা ইনফো ওয়েবসাইটের এটি একটি স্থায়ী ফিচার লিংক। ২৮ টি দেশী, বিদেশী পত্রিকা থেকে এ সম্পর্কিত প্রতিমুহুর্তের তথ্য সবার আগে পাবেন এখানে। নজর রেখে দেখা গেল, প্রতি ঘন্টাতেই এখানে এ সম্পর্কিত নতুন নতুন সংবাদ আসছে এবং জমা হচ্ছে। এখানে তারিখ অনুসারে পূর্বের সংবাদ দেখার ব্যবস্থা আছে। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর এবং বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর এর আপডেট পেতে প্রতিদিন একবার হলেও আপনার এই লিংকটিতে ঢোকা উচিৎ।

এটি বিবিসি'র (ইংরেজী) স্থায়ী ফিচার লিংক। এখানেও সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর সবার প্রথমে পাবেন, তবে ইংরেজী ভাষায়। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন।

আর শুধুমাত্র গোটা ভারতের করোনা ভাইরাস আজকের খবর জানতে এই লিংকটি বুকমার্ক করে রাখতে পারেন। এটি আনন্দবাজার পত্রিকার এসম্পর্কিত সংবাদের স্থায়ী ফিচার লিংক। এখান থেকে ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানতে পারবেন।

আর প্রবাসী ভাইয়েরা ও তাদের আত্নীয়রা, কাতারে করোনা ভাইরাস আজকের খবর জানার জন্য এই লিংকটি বুকমার্ক করে রাখতে পারেন। এটা কাতারের সংবাদপত্র দ্য পেনিনসুলার এসম্পর্কিত সংবাদের স্থায়ী ফিচার লিংক। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন।

করোনা ভাইরাস আজকের খবর। আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর জানুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।

করোনা চিকিৎসা সম্পর্কিত অতি জরুরী কিছু প্রশ্নোত্তর | আপনাদের জিজ্ঞাসার জবাব | করোনা ভাইরাস আজকের খবর

আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
প্রশ্ন ১: হাসপাতালে ভর্তির নিয়ম কি?
উত্তর: লক্ষন নিয়ে এলে সব হাসপাতালেই আপনার কাছে 'কোভিড-১৯ টেস্টের রেজাল্ট' চাইবে। ডেডিকেটেড হাসপাতালগুলোতে ভর্তির আগে এটা আবশ্যিক। কিছু হাসপাতালে তৎক্ষনাত নমুনা দিতে পারবেন। তবে রেজাল্ট আসার আগ পর্যন্ত রোগীকে, কোভিড-১৯ রোগীর ন্যায় ট্রিট করা হবে। পদে পদে ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে এটা আগে থেকেই করিয়ে রাখা ভাল। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন।


প্রশ্ন ২: কোভিড ডেডিকেটেড হাসপাতাল (সরকারী ও বেসরকারী) মোট কয়টি? আমার জেলায় কোনটি? অক্সিজেন সুবিধাসহ শয্যা/বিছানা মোট কয়টি? কি পরিমান অক্সিজেন সম্পর্কিত যন্ত্রপাতি আছে?
উত্তর: এই ছবিতে হাসপাতালগুলো দেখে নিন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
 শয্যা/বিছানা সম্পর্কিত সরকারী তথ্য দেখে নিন এখান থেকে। কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর বিছানা/শয্যা সমন্ধে রিয়েলটাইম আপটেড তথ্য পাবেন এখানে। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।


প্রশ্ন ৩: আমার অমুক রক্তের গ্রুপের প্লাজমা দরকার। কোথায় পাবো?
উত্তর: জরুরী প্লাজমার প্রয়োজনে 'সন্ধানীর' এই নাম্বারে ফোন দিন। মোবাইলঃ 0131304462701313044628

বিভাগীয় শহরের সরকারী হাসপাতাল, মেডিকেল কলেজ এবং প্রায় সব জেলাতেই তাদের সেচ্ছাসেবী নেটওয়ার্ক আছে। করোনা ভাইরাস আজকের খবর। তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ   সেচ্ছাসেবী সংগঠন 'প্লাজমা ব্যাংক বাংলাদেশ (কোভিড-১৯)' এর অফিসিয়াল ফেসবুক গ্রুপঃ  

এছাড়াও,

১. সংযোগ মেডিকেল হেল্পলাইনঃ 015156199140177198266901580738381

২. সন্ধানী (সারা দেশ): 017919523530178564862288016826838118801720682346880177162523288016237376418801689062973

৩. ঢাকা মেডিক্যাল কলেজ, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ: 01711349834

৪. প্লাজমা ডোনার পুল : 01972808434 ; 01790828088 ; 01515-667970

৫. প্লাজমা হেল্পলাইন বিডি – বাঁচাও হেলথ : 01537584554

৬. প্লাজমা ডোনার ম্যানেজমেন্ট কমিটি, মেডিসিন ক্লাব, ডিএমসি ইউনিট : 01910-288058 , 01515-657151 , 01521-53260001780-152870 , 01972-025171 , 01833-326593 , 01820-960789 , 01302-003455 , 01733-034071

৭. প্লাজমা সাপোর্ট সেন্টার : ০১৮৪১১৮৮০২৪-২৫


আর, আপনি যদি ঢাকাতে থাকেন, তাহলে গণস্বাস্থ্য থেকে কিনতে পারবেন। তাদের হাসপাতালে অত্যাধুনিক প্লাজমা সেন্টার রয়েছে যা ২৪ ঘণ্টাই খোলা থাকে। করোনা ভাইরাস আজকের খবর।

যোগাযোগঃ ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং গণস্বাস্থ্য ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার, বাড়ি নম্বর ১৪/ই, সড়ক ৬, ধানমণ্ডি, ঢাকা-১২০৫। ফোন: ৯৬৭০০৭১-৫, Ext:-২২৫, ২০৯, 01709663994। ডা. কোরাইশী- 01552460780ই-মেইল


প্রশ্ন ৪: আমার শুধু অমুক গ্রুপের রক্তের প্রয়োজন। কোথায় পাবো?
উত্তর: এসব ব্লাড ব্যংকে যোগাযোগ করতে পারেন। সবগুলোই ঢাকাভিত্তিক।করোনা ভাইরাস আজকের খবর।

১. রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক সোসাইটি। বড় মগবাজার, ঢাকা। ফোন : 911656301811458524

২. পুলিশ ব্লাড ব্যাংক। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ। ফোন : 936257301713398386

৩. কোয়ান্টাম সেন্টার ব্লাড ব্যাংক, ৩১/ডি, শিল্পাচার্য জয়নুল আবেদীন সড়ক (পুরাতন শান্তিনগর) ঢাকা-১২১৭। (ইস্টার্ন প্লাস মার্কেটের পূর্ব পাশে)। ফোন : 832298701714010869

৪. বাঁধন ব্লাড ব্যাংক। বাঁধন, টি.এস.সি (নীচতলা) (জোনাল অফিস) ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন : 8629042

এছাড়াও আপনার জেলার সরকারী হাসপাতালে 'সন্ধানীর' খোঁজ পেতে পারেন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন।


প্রশ্ন ৫: আমি রেমডেসেভির ও একটেমরা ইঞ্জেকশন কিনতে চাই। কোথায় পাবো?
উত্তর: আপনার বিভাগীয় শহরের বড় ফার্মেসীগুলোতে পাবেন। Actemra (tocilizumab) ইঞ্জেকশনটি উৎপাদন করে Roche. বাংলাদেশে এটি ডিস্ট্রিবিউট করে 'রেডিয়েন্ট ফার্মা'। যোগাযোগঃ রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ২২/১ ধানমন্ডি, রোড ২, ঢাকা ১২০৫। ফোনঃ 880 2 9612481-6880 2 9660307016151073690173008214901730082129


বাংলাদেশী কোম্পানী এস কে এফ এবং বেক্সিমকো বাণিজ্যিকভাবে 'রেমডিসিভির' উৎপাদন করে। এসকেএফের উৎপাদন করা রেমডেসিভিরের বাণিজ্যিক নাম 'রেমিভির'। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৬: আমার ১ সিলিন্ডার অক্সিজেন দরকার। কোথায় পাবো? দেশে কয়টি 'অক্সিজেন ব্যাংক' আছে?
উত্তর: এসব প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখতে পারেন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
 তারা কিছু ফ্রি সেবাও দেয়। যোগাযোগঃ ১ম তালা, ৩৬ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ১৩১৩ বনানী মডেল টাউন, বনানী, ঢাকা। ফোনঃ 01401444888

জরুরী ভিত্তিতে অক্সিজেন সিলিন্ডার সেবা:

১. সংযোগ ইমারজেন্সী কোভিড রেসপন্স টিমঃ 01711930935018192103440171790216301817049992
২. সেবা এজেন্সি: 01795228222
৩. প্রিয়জন হেলথকেয়ার লিমিটেড: 8801944333555+8801994-888999
৪. হেলথকেয়ার সল্যুশনস: 01627015778
৫. মিল্টন হোম কেয়ার প্রাইভেট লিমিটেড: 0195554133301629997777
৬. অক্সিজেন হোম সার্ভিস: 01760915724
৭. মেডিকেল অক্সিজেন সিলিন্ডার রিফিল/ভাড়া/বিক্রি'র প্রতিষ্ঠান:
01950555666
৮. অক্সিজেন সিলিন্ডার হোম সার্ভিস: 01719757999
৯. অক্সিজেন বিডি : 01714-585817
১০. ইশরাত কেয়ার গিভারস : 01716021021
১১. সেবা লাগবে : 01994-888999
১২. মিডিয়াশপ : 01716-671752
১৩. পি ফোর হেলথ : 8801303000871
১৪. মাইশা অক্সিজেন সিলিন্ডার: 01718-930914
১৫. অক্সিজেন সিলিন্ডার সাপ্লায়ার: 01715-496477
১৬. বিদ্যানন্দ ফাউন্ডেশন : 01841646440
১৭. এমসিএল ভার্চুয়াল হসপিটাল: 01910962591
১৮. অক্সিজেন ব্যাংক (ঢাকা) : 01873852320 , 01873852321 


'মানুষ মানুষের জন্য' ও 'পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ', সংগঠন দু'টির পক্ষ থেকে বিনামূল্যে 'অক্সিজেন ব্যাংক' সেবা দেয়া হচ্ছে। তারা শুধু নির্দিষ্ট টাকা জামানত রাখেন এবং বাসায় পৌছে দেয়ার খরচটা নেন।করোনা ভাইরাস আজকের খবর।

যোগাযোগ (ঢাকা): 0187385232001873852321

চট্টগ্রাম: 017117489270184340200201711374712

অন্যান্য জেলার জন্য তাদের গ্রুপে/ পেজে যোগাযোগ করুন।   দেশে প্রতিদিন ২০০ টন অক্সিজেন উৎপাদন হয়। তারপরও স্বাস্থ্য অধিদপ্তর বিদেশ থেকে অক্সিজেন জেনারেটর আনার উদ্যোগ নিয়েছে। বিভাগীয় শহরের বড় ফার্মেসিগুলোতে এবং ব্যক্তি উদ্যোগে কিছু জেলায় 'অক্সিজেন ব্যাংক' হচ্ছে। করোনা ভাইরাস আজকের খবর।


প্রশ্ন ৭: আমি অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটার, নেবুলাইজার ও পোর্টেবল অক্সিজেন ক্যান কিনতে চাই। কোথায় পাবো?
উত্তর: মেডিস্টোর বিডি তে অর্ডার দিতে পারেন। তারা মেডিকেল প্রডাক্ট বিক্রি করে। করোনা ভাইরাস আজকের খবর।

অক্সিজেন কনসেনট্রেটর, করোনা আক্রান্ত রোগীর জন্য খুবই জরুরী। এটা আপনার ঘরের পরিবেশ থেকে অক্সিজেনকে নিয়ে তরল অক্সিজেনে পরিণত করে এবং নল দিয়ে বায়বীয় আকারে সরবরাহ করে। আর রোগীর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা নজরে রাখার জন্য পালস অক্সিমিটার ব্যবহার করতে হয়। করোনা ভাইরাস আজকের খবর। করোনা সম্পর্কিত প্রায় সমস্ত মেডিকেল প্রডাক্ট'ই তাদের কাছে আছে।

মোবাইলঃ 0198812121201405100400

যোগাযোগ: স্যুইট #৫-এ, লেভেল #৭, দারুস-সালাম আর্কেড, ১৪ পুরানা পল্টন, ঢাকা। ই-মেইল   


প্রশ্ন **: করোনা রোগীর জন্য অ্যাম্বুলেন্স দরকার। কোথায় পাবো?
উত্তর: এখানে যোগাযোগ করতে পারেন।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
অ্যাম্বুলেন্স সেবাদানকারী প্রতিষ্ঠানঃ

১. সন্ধানী :  88016826838118801720682346880177162523288016237376418801689062973
২. আল-দ্বীন অ্যাম্বুলেন্স সার্ভিস : 88 02 7276032
৩. লামিয়া অ্যাম্বুলেন্স সার্ভিস : ৯১৩০৮০০-১৯
৪. উড়াল ইএমএসঃ 01969906555
৫. রিজেন্ট হাসপাতাল অ্যাম্বুলেন্স সার্ভিস : 0172821563001620218915
৬. আল-আমিন এ্যাম্বুলেন্স সার্ভিস : 0172-044866601819-137479
৭. আবির এ্যাম্বুলেন্স (সারা দেশ) : 01921-18928901786-492217
৮. আদ-দ্বীন এবং কনসাস এম্বুলেন্স : 01787-66590701911-53825101912-603094
৯. আদিবা এম্বুলেন্স : 01712-131834
১০. আল-সাকিব এম্বুলেন্স : 01711-060025
১১. এ আর এম্বুলেন্স : 01876-213338 , 01876-213336
১২. বাশার এম্বুলেন্স : 01719-570876
১৩. বেস্ট কেয়ার এ্যাম্বুলেন্স : 01911-008118
১৪. দবির এ্যাম্বুলেন্স : 01716-523576
১৫. আব্দুল এম্বুলেন্স : 01724-464422
১৬. আদদ্বীন হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস : 0961-2345666
১৭. কেয়ার হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস : 02913254801733-588337
১৮. হিমু এ্যাম্বুলেন্স সার্ভিস : 01711-07274001971-072740
১৯. সিকদার এ্যাম্বুলেন্স সার্ভিস : 01611-51261601911-51161
২০. যাত্রাবাড়ী এ্যাম্বুলেন্স সার্ভিস : 01871-677962
২১. হাবিবা এ্যাম্বুলেন্স সার্ভিস : 01742-738776
২২. এয়ারপোর্ট এ্যাম্বুলেন্স সার্ভিস : 01871-677962
২৩. হামিদা এ্যাম্বুলেন্স সার্ভিস : 01826-60952401617-300074
২৪. মুন্নি এ্যাম্বুলেন্স সার্ভিস : 01714-88857601822-776765
২৫. ২৪ ঘন্টা এম্বুলেন্স সার্ভিস : 01911-125156
২৬. মাহিম এ্যাম্বুলেন্স সার্ভিস : 01774-983692
২৭. জনি এ্যাম্বুলেন্স সার্ভিস : 01793-16292501712-025504
২৮. আল্লাহর অবদান এ্যাম্বুলেন্স সার্ভিস : 01712-01007501972-010075
২৯. এ্যাম্বুলেন্স সার্ভিস : 01959-518544
৩০. দেশ এ্যাম্বুলেন্স সেবা সার্ভিস : 01790-509607
৩১. অ্যাম্বুলেন্স বিডি সার্ভিস : 01778-713644
৩২. খালেদ অ্যাম্বুলেন্স সার্ভিস : 01933-246577
৩৩. MICU এ্যাম্বুলেন্স সার্ভিস : 01716-269038
৩৪. শমরিতা হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস : 01711-600925
৩৫. ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এ্যাম্বুলেন্স সার্ভিস : 01713-003004
৩৬. আল মারকাজুল ইসলাম এ্যাম্বুলেন্স সার্ভিস : 91278678114980 , 01316-111688
৩৭. গ্রীন এ্যাম্বুলেন্স সার্ভিস : 8612412
৩৮. ডে-নাইট এ্যাম্বুলেন্স সার্ভিস : 01711-544328
৩৯. মেট্রো এ্যাম্বুলেন্স সার্ভিস : 01714-088974
৪০. শিফা এ্যাম্বুলেন্স সার্ভিস : 91117588114571
৪১. উত্তরবঙ্গ এ্যাম্বুলেন্স সার্ভিস : 01711-3907701765-02347


প্রশ্ন **: ঢাকায় হাসপাতালে আইসিইউ (ICU) বেড কিভাবে পাব?
উত্তর: ঢাকায় আইসিইউ (ICU) বেড পাওয়ার জন্য জরুরী নাম্বারসহ ৭৭ টি হাসপাতালের ১টি তালিকা দেয়া হল। আশা করি কাজে লাগবে।

১. গনস্বাস্থ্য নগর হাসপাতাল, 01716838078
২. সমন্বিত সামরিক হাসপাতাল, (CMH), 8711111 extension 1701724579521
৩. কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, 01796500117
৪. প্রোঅ্যাকটিভ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড, 01902556070
৫. আশিয়ান মেডিকেল কলেজ হসপিটাল, 01841133501
৬. হাইকেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড, 0255094231
৭. সাজিদা হসপিটাল, 029890513
৮. শিন শিন জাপান হসপিটাল, 028921429
৯. আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, 029670295
১০. রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হসপিটাল, 01849428888
১১. গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, 029612345
১২. মেট্রোপলিটান মেডিকেল সেন্টার লিমিটেড, 01718237035
১৩. কে সি হসপিটাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার, 01777753464
১৪. মার্কস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 028057776
১৫. বি আর বি হসপিটাল লিমিটেড, 029140333
১৬. ড. আজমল হসপিটাল লিমিটেড, 09612304304
১৭. মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল, 028913939
১৮. হাইটেক মাল্টি কেয়ার হসপিটাল, 01672241413
১৯. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, 09611677777
২০. ধানমন্ডি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, 01970476626
২১. ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটাল, ফকিরাপুল, 029355801
২২. ডেল্টা হসপিটাল লিমিটেড, 029022410
২৩. ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 029029152
২৪. মেমরি মেডিকেল সেন্টার, 0248314317
২৫. প্যানকেয়ার হসপিটাল লিমিটেড, 01844001024
২৬. উত্তরা ক্রিসেন্ট হসপিটাল, 01917704156
২৭. বি আই এইচ এস হসপিটাল, 01783917151
২৮. আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল, 028931141
২৯. ঢাকা সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, 029128727
৩০. পদ্মা জেনারেল হসপিটাল লিমিটেড, 029661528
৩১. রয়েল কেয়ার অ্যান্ড সার্জিক্যাল হসপিটাল, 01783199990
৩২. বারডেম জেনারেল হাসপাতাল ২ (মা ও শিশু), 0241050710
৩৩. ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল লিমিটেড, 01841480000
৩৪. এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল, 01716358146
৩৫. নস্ট্রাম হসপিটাল, 01786355355
৩৬. জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল, 029672277
৩৭. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, 0255062388
৩৮. ফরায়েজি হসপিটাল লিমিটেড, 01766111137
৩৯. খিদমাহ হসপিটাল প্রাইভেট লিমিটেড, 09606063030
৪০. জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল, 09611222666
৪১. প্রশান্তি হসপিটাল লিমিটেড, 028318699
৪২. কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড, 01731956033
৪৩. কিংস্টোন হসপিটাল, 01952989866
৪৪. স্কয়ার হাসপাতাল, 09610010616
৪৫. ল্যাবএইড স্পেশালিস্ট হসপিটাল, 09666 710606
৪৬. বারডেম জেনারেল হাসপাতাল, 029661551
৪৭. হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, 0248311721
৪৮. আল মানার হসপিটাল লিমিটেড, 029121588
৪৯. মিলেনিয়াম হার্ট অ্যান্ড জেনারেল হসপিটাল লিমিটেড, 029124046
৫০. সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, 029660015
৫১. ইসলামী ব্যাংক হাসপাতাল, বেগম রোকেয়া স্মরণী, 01992346631
৫২. রাশোমন স্পেশালিষ্ট হসপিটাল, 0249357700
৫৩. ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতাল, 01823039800
৫৪. পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল, 09613787800
৫৫. ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল, 029336423
৫৬. ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল, 01716306631
৫৭. ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হসপিটাল লিমিটেড, 029670372
৫৮. ইউনাইটেড হসপিটাল লিমিটেড, 01914001234
৫৯. আইচি হসপিটাল লিমিটেড, 0244891001
৬০. আল হিলাল স্পেশালিষ্ট হসপিটাল ঢাকা, 029006820
৬১. কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 01703198859
৬২. বারিধারা জেনারেল হাসপাতাল, 01768612835
৬৩. আলকারিম জেনারেল হসপিটাল লিমিটেড, 01926633987
৬৪. ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, 029351190
৬৫. ইমপালস হসপিটাল, 01715016727
৬৬. মনোয়ারা হসপিটাল প্রাইভেট লিমিটেড, 01715839400
৬৭. আদদ্বীন উমেন্স মেডিকেল কলেজ হসপিটাল, 029353391
৬৮. সমরিতা হসপিটাল লিমিটেড, 481176184811761948115405
৬৯. সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, 028143312
৭০. ঢাকা পেডিয়াট্রিক নিওনেটাল অ্যান্ড জেনারেল হসপিটাল, 01618225566
৭১. বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, 09666700100
৭২. সি কে ডি অ্যান্ড ইউরোলজি হসপিটাল, (আই সি ইউ অ্যান্ড নেফ্রোলজি), 029127306
৭৩. আই সি ইউ স্পেশালিষ্ট হসপিটাল লিমিটেড, 01854560761
৭৪. রেনেসাঁ হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট লিমিটেড, 0171259761
৭৫. আসগর আলী হাসপাতাল, 09666710602
৭৬. এ এম জেড হসপিটাল লিমিটেড, 10699, 01847331010
৭৭. এভারকেয়ার হসপিটাল ঢাকা, 09666710678


প্রশ্ন ৮: রোগী ভর্তি ও চিকিৎসা (কোভিড/নন-কোভিড) বিষয়ে আমার অভিযোগ আছে। কোথায় অভিযোগ করবো এবং কিভাবে?
উত্তর:  স্বাস্থ্য অধিদপ্তরের এই ওয়েব পোর্টালে গিয়ে আপনার অভিযোগ পাঠাতে পারবেন। এমনকি অভিযোগটি বেসরকারী ক্লিনিক, ডায়াগনষ্টিক সেন্টার, কনসালটেশন সেন্টার, সেচ্ছাসেবী / অলাভজনক প্রতিষ্ঠান সমন্ধে হলেও। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন।

প্রশ্ন ৯: লাশবাহী ফ্রিজিং গাড়ী এবং গোসল-দাফন সেবা দরকার। কিভাবে পাবো?
উত্তর: সেচ্ছাসেবী প্রতিষ্ঠান 'আল মারকাজুল ইসলামি' তে যোগাযোগ করতে পারেন। করোনা ভাইরাস আজকের খবর।

মোবাইলঃ 013161116880199555999901990439063

যোগাযোগঃ ২১/১৭, বাবর রোড, মোহাম্মদপুর (শিশু মেলা থেকে কাছেই) 
করোনা ভাইরাস আজকের খবর। আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর জানুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।

টেস্ট সম্পর্কিত জিজ্ঞাসা | করোনা ভাইরাস আজকের খবর

প্রশ্ন ১০: আমার নিকটস্থ 'স্যাম্পল কালেকশন বুথ' কোথায়? আমার জেলায় কোথায় টেস্ট করানো হয়?
উত্তর: এখন পর্যন্ত কোন কোন প্রতিষ্ঠানে টেস্ট করাতে পারবেন তা নিচে দেয়া হল।করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট


প্রশ্ন ১১: কোভিড-১৯ নমুনা পরীক্ষা করাতে (টেস্ট) খরচ কত?
উত্তর: বুথ থেকে সংগৃহিত নমুনা পরীক্ষাঃ ১০০ /-
হাসপাতালে ভর্তি ব্যক্তির নমুনা পরিক্ষাঃ ১০০/-
বাসা থেকে সংগৃহিত নমুনা পরিক্ষাঃ ৩০০/-
কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত।

প্রশ্ন **. টেস্ট করার জন্য যে ফর্মটি রয়েছে তা কিভাবে পুরণ করব? কোভিড-১৯ সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহ ফর্ম পূরণের নিয়ম কি?
উত্তর: ছবিতে দেখানো নিয়ম অনুসরণ করুন।করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ১২: করোনা টেষ্ট রিপোর্ট/সার্টিফিকেট ডাউনলোড করবো কিভাবে?
উত্তর: স্বাস্থ্য অধিদপ্তরের এই ওয়েব পোর্টাল থেকে ডাউনলোড করে নিন। করোনা ভাইরাস আজকের খবর। 

প্রশ্ন ১৩: আমাকে জরুরী প্রয়োজনে বিদেশ যেতে হবে/বিদেশ ভ্রমনে আগ্রহী। এখন 'কোভিড-১৯ মুক্ত' সনদ কোথায় পাবো (সরকারী ও বেসরকারী)?
উত্তর: এসব ব্যক্তি/প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ১৪: বিদেশগামীদের টেস্টের ফর্ম (কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও পরীক্ষা ফর্ম) পূরণের নিয়ম কি?
উত্তর: ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করুন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট


করোনা ভাইরাস আজকের খবর। আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর জানুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।

টিকা ও অন্যান্য জিজ্ঞাসা | করোনা ভাইরাস আজকের খবর | টিকা পাওয়ার জন্য সুরক্ষা অ্যাপ বা ওয়েব পোর্টালে কিভাবে নিবন্ধন করব | পরবর্তী করনীয়, এসএমএস বার্তা প্রাপ্তি, টিকা কার্ড প্রাপ্তি, টিকা কেন্দ্র, টিকা গ্রহণের সময়, টিকার ডোজ, চূড়ান্ত সনদ প্রাপ্তি

প্রশ্ন ১৫: কোভ্যাক্স কি?
উত্তর: সবার জন্য টিকা নিশ্চিতকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নেতৃত্বে গৃহীত একট উদ্যোগ হল 'কোভ্যাক্স'। করোনা ভাইরাস আজকের খবর। করোনা মহামারি প্রতিরোধে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের টিকা সুষ্ঠু ও সমহারে বণ্টনের জন্য এই উদ্যোগ। এই কর্মসূচির আওতাধীন প্রতিটা দেশকে বিনামূল্যে এ বছরের শেষ নাগাদ মোট জনসংখ্যার অন্তত ২০ শতাংশ টিকার সরবরাহ করা হবে।করোনা ভাইরাস আজকের খবর।

কোভ্যাক্সের টিকার জোগানদাতাও মূলত সেরাম ইনস্টিটিউট। ভারতের নিষেধাজ্ঞার কারণে কোভ্যাক্সও টিকা পায়নি আর সে কারনেই প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে ১ কোটি ৯ লাখ ডোজ টিকা দিতে পারেনি তারা। এ কারণেই মূলত সংকটের সৃষ্টি হয়েছে যা জুলাই মাস নাগাদ দূর হতে পারে। এর মধ্যে রাশিয়া ও চীনের টিকা দেশে উৎপাদনের বিষয়টি নিষ্পত্তি হলে সেরাম কিংবা কোভ্যাক্সের ওপর আর নির্ভরশীল হতে হবে না আমাদেরকে।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ১৬: এখন কারা টিকা পাচ্ছেন?
উত্তর: যারা ১ম ডোজ টিকা পেয়েছেন তারাই এখন অগ্রাধিকারের ক্রম অনুযায়ী ২য় ডোজ 'কোভিশিল্ড' টিকা পাচ্ছেন। এই টিকার দ্বিতীয় ডোজ ১২ সপ্তাহ (তিনমাস) পরও নেওয়া যায়। আর, স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে নিবন্ধন করার পরও যারা এখনো প্রথম ডোজ পাননি তাদেরকে চীনা টিকা দেয়া হবে। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন

প্রশ্ন ১৭: বাংলাদেশ কি আর সেরাম এর 'কোভিশিল্ড' টিকা পাবে না?
উত্তর: ক্রয়কৃত আরও ২ কোটির বেশী পাবে। তবে কবে নাগাদ পাওয়া যাবে তা অনিশ্চিত। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন।

সেরাম ইনস্টিটিউট ও কোভ্যাক্সকে কেন্দ্র করেই দেশের টিকাদান কর্মসূচি চলবে। চীন, রাশিয়া থেকে চাহিদার বেশী টিকা কিনবে না বাংলাদেশ। কারণ এগুলোর মূল্য অপেক্ষাকৃত বেশী। চীন, রাশিয়ার টিকার মূল্য সেরাম ইনস্টিটিউট ও কোভ্যাক্সের টিকার তুলনায় যথাক্রমে ২.৫ গুণ ও ৪ গুণ বেশি পড়বে।করোনা ভাইরাস আজকের খবর।

এখানে উল্লেখ্য যে, জুলাই মাস থেকে টিকা রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। তবে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের মতে, ডিসেম্বরের আগে আমাদের প্রয়োজনীয় টিকা পাওয়ার সুযোগ নেই বললেই চলে।

প্রশ্ন ১৮: টিকার জন্য সুরক্ষা ওয়েব পোর্টালে নিবন্ধন আবার কবে চালু হবে? চীন-রাশিয়ার টিকা কবে থেকে পাওয়া যাবে?
উত্তর: চীন, রাশিয়া কারও সাথেই ক্রয়চুক্তি এখনও সম্পন্ন হয়নি। কথা চলছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, টিকা কেনার জন্য চীনকে চিঠি দিয়েছে সরকার। প্রাথমিকভাবে ৪ থেকে ৫ কোটি ডোজ টিকা চাওয়া হয়েছে।করোনা ভাইরাস আজকের খবর।

স্পুতনিক–ভি এবং সিনোফার্মার টিকা বাংলাদেশে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ৩টি টিকার অনুমোদন দিয়েছে যার মধ্যে ২টি টিকা দেশেই উৎপাদনের কথা আলোচনায় আছে। করোনা ভাইরাস আজকের খবর।

ওষুধ প্রশাসন অধিদফতর জানিয়েছে, মে মাসের মধ্যেই স্পুটনিক ভ্যাকসিনের ৪০ লাখ ডোজ টিকা আসবে। ক্রয়ের ব্যপারে, মাসে ২০ লাখ করে ৫ মাসে সর্বোমোট ১ কোটি ভ্যাকসিন আনার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। করোনা ভাইরাস আজকের খবর।

উপহার হিসেবে সিনোফার্ম ভ্যাকসিনের পাঁচ লাখ ডোজ দেশে এসেছে। মে'র শেষ নাগাদ কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ।করোনা ভাইরাস আজকের খবর।

সিনোফার্ম এবং স্পুটনিকসহ যেকোনও টিকাই প্রথমে কিছু মানুষকে দেওয়া হবে এবং তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। পরে টিকাদান কর্মসূচি, নিবন্ধন শুরু হবে। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ১৯: বাংলাদেশ কি এসব টিকা উৎপাদনে সক্ষম?
উত্তর: হ্যা। সক্ষম। বাংলাদেশের ২টি ওষুধ কোম্পানির বছরে ১ কোটি ডোজের ওপরে টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে যা দেশের চাহিদা মিটিয়ে অন্যদেরও সরবরাহ করা সম্ভব। চীন, রাশিয়া দু'দেশই বাংলাদেশে উৎপাদনের জন্য আলাদাভাবে প্রস্তাব দিয়েছে এবং চাইলে বাংলাদেশের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় উৎপাদনের পর বাড়তি টিকা রপ্তানি করতে পারবে। সেরাম ইন্সটিটিউট ও বেক্সিমকো ফার্মার মধ্যেও উৎপাদন বিষয়ে কথা চলছে। করোনা ভাইরাস আজকের খবর।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যদি রাশিয়া টেকনোলজি ট্রান্সফার (প্রযুক্তি হস্তান্তর) করে, তবে ১ থেকে ১.৫ মাসের মধ্যেই ওই দুই কোম্পানি (ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালস ও পপুলার ফার্মাসিউটিক্যালস) উৎপাদনে যেতে পারবে।করোনা ভাইরাস আজকের খবর।

এখানে উল্লেখ্য যে, জুলাই মাস থেকে টিকা রপ্তানির ওপর ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে। তখন বাংলাদেশ সেরাম ও কোভ্যাক্স- দু'টি উৎস থেকেই টিকা পাবে। সেক্ষেত্রে এবছরই সর্বোমোট পাওয়া যাবে ১০ কোটি ১২ লাখ ডোজ যা দিয়ে আমাদের ৫ কোটির বেশি জনগণকে টিকা দেওয়া যাবে। এছাড়াও "বিনামূল্যের" বাইরে কোভ্যাক্সের টিকার প্রতি ডোজের দাম পড়বে ৭ ডলার করে আর সেরাম এর টা পড়ে ৫ ডলার করে। যেখানে ও স্পুটনিক ও সিনোফার্মের ১ ডোজের নূন্যতম মূল্য যথাক্রমে ১২ ও ১৯ ডলার।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২০: মডার্নার টিকা কবে থেকে কেনা যাবে? দাম কত পড়বে?
উত্তর: বাংলাদেশী কোম্পানী 'রেনাটা ফার্মাসিউটিক্যালস' মডার্নার ভ্যাকসিন আমদানি করার আবেদন করেছে।করোনা ভাইরাস আজকের খবর।

এ প্রসঙ্গে স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, “মডার্নার ভ্যাকসিন খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করা দরকার যা কেবল ঢাকাতেই সম্ভব। ঢাকার বাইরে এটি সংরক্ষণ করার সক্ষমতা আমাদের নেই।” জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।

প্রশ্ন ২১: টিকা পাওয়ার জন্য, সুরক্ষা অ্যাপ বা ওয়েব পোর্টালে কিভাবে নিবন্ধন করব? ধাপগুলো কি কি?
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
উত্তর: এই ভিডিওতে নিয়মাবলী সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে। এই পদ্ধতি অনুসরণ করুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। 
(বিঃদ্রঃ নিবন্ধন কার্যক্রম আপাতত বন্ধ আছে)


সচরাচর জিজ্ঞাসাঃ
প্রশ্ন ২২: নিবন্ধনের শেষ পর্যায়ে OTP পাই নাই করণীয় কি?
উত্তর: আপনি OTP পুনরায় পাঠাতে পারেন। ভুলবশত OTP প্রদানের স্ক্রিনটি বন্ধ করে দিলে পুনরায় নিবন্ধন প্রক্রিয়া করতে পারবেন।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২৩: কোভিড-১৯ করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে ইচ্ছুক, কিভাবে অনলাইনে নিবন্ধন করব?
উত্তর: www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করে অথবা গুগল প্লে স্টোর থেকে “সুরক্ষা” অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ওয়েব পোর্টালে "সহায়িকা" দেখুন।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২৪: আমি অনলাইনে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেছি, এখন আমার পরবর্তী করনীয় কি?
উত্তর: www.surokkha.gov.bd ওয়েব পোর্টাল হতে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করুণ। পরবর্তীতে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২৫: কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন পরবর্তী অবস্থা অনলাইনে কিভাবে যাচাই করব?
উত্তর: www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে "নিবন্ধন স্ট্যাটাস" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধনের অবস্থা জানতে পারবেন। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২৬: কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য ভ্যাকসিন কার্ড কিভাবে পেতে পারি?
উত্তর: www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে "টিকা কার্ড সংগ্রহ" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন কার্ড সংগ্রহ করতে পারবেন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ২৭: ভ্যাকসিন গ্রহণের জন্য কেন্দ্র ও তারিখ সম্পর্কে কিভাবে জানবো?
উত্তর: সফলভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন সম্পন্ন হওয়ার পর পরবর্তী সময়ে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ভ্যাকসিনের তারিখ ও কেন্দ্র জানানো হবে। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ২৮: কোভিড-১৯ এর ভ্যাকসিনের কয়টি ডোজ গ্রহণ করতে হবে?
উত্তর: কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ গ্রহণ করতে হবে। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ২৯: কোভিড-১৯ ভ্যাকসিন সম্পন্ন হওয়ার পর ভ্যাকসিন সনদ কিভাবে পেতে পারি?
উত্তর: কোভিড-১৯ এর ভ্যাকসিনের দুইটি ডোজ সম্পন্ন হওয়ার পর www.surokkha.gov.bd ওয়েব পোর্টালে "টিকা সনদ সংগ্রহ" মেনু হতে জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইপূর্বক ভ্যাকসিন সনদ সংগ্রহ করতে পারবেন।করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ৩০: কোভিড-১৯ টিকা কাদের দেওয়া হবে?
উত্তর: জাতীয় কোভিড-১৯ টিকাদান ও কর্ম পরিকল্পনা অনুসারে অগ্রাধিকার ভিত্তিক তালিকা অনুযায়ী সকলকে টিকা দেয়া হবে।করোনা ভাইরাস আজকের খবর। অগ্রাধিকার তালিকা এই ছবিতে দেখুনঃ
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন ৩১: একজন প্রশ্ন করলেন, আমার দাদার বয়স ৭০ বছর কিন্তু প্যারালাইজড বিছানা থেকে উঠতে পারেন না, কীভাবে আমার দাদা টিকা পাবে?
উত্তর: কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সেবাদান কেন্দ্রভিত্তিক, তাই উদ্দিষ্ট ব্যক্তিকে টিকাদান কেন্দ্রে এসে টিকা গ্রহণ করতে হবে।করোনা ভাইরাস আজকের খবর

প্রশ্ন ৩২: এই ক্যাম্পেইনে কাদের টিকা দেওয়া যাবে না?
উত্তর: রেজিস্ট্রেশনকৃত/লাইন লিস্টিং-এর অর্ন্তভুক্ত তালিকার উদ্দিষ্ট জনগোষ্ঠী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে কোভিড টিকা দেয়া যাবে না। ১৮ বছরের নীচে, গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা, অসুস্থ ও হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তি। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে অনুরোধ করতে হবে। ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে টিকা দেয়া যাবে না। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন।

প্রশ্ন ৩৩: একজন প্রশ্ন করলেন, গর্ভবর্তী মহিলা কি এই টিকা পাবে?
উত্তর: গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৩৪: এনআইডি কার্ড হারিয়ে গেছে কীভাবে রেজিস্ট্রেশন করব?
উত্তর: এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অননাইন রেজিস্ট্রেশনে অর্ন্তভুক্ত করে এই কোভিড-১৯ টিকার আওতায় আনা হবে। কোভিড-১৯ টিকা পর্যায়ক্রমে সকলকেই দেয়া হবে। তাই পরবর্তীতে এনআইডি বা জাতীয় পরিচয়পত্রসহ আসুন। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।

প্রশ্ন ৩৫: টিকাদান কার্ড আনি নাই, মোবাইলে কোনো তথ্য দেখা যাচ্ছে না; এখন কী করব?
উত্তর: টিকাদানকর্মী তাঁকে কার্ডটি পুনরায় প্রিন্ট করে নিয়ে আসতে অনুরোধ করবেন। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৩৬: ইতোমধ্যে কোভিড-১৯ হয়েছিল। চিকিৎসার পর ভালো হয়েছে, কোভিড-১৯ টিকা পাব?
উত্তর: অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৩৭: ২৮ বছর বয়সী ৫ মাসের গর্ভবতী। সে কোভিড হাসপাতালে চাকরি করে; কোভিড-১৯ টিকা পাবে?
উত্তর: গর্ভবতী মহিলাদের উপর কোভিড-১৯ টিকার প্রভাব নিশ্চিত না হওয়ায় গর্ভবতী মহিলাদের আপাতত কোভিড-১৯ টিকা প্রদান করা হবে না। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন।

প্রশ্ন ৩৮: একজন ফ্রর্টলাইন ওয়ার্কার। উনি কাজ শেষে প্রতিদিন বাসায় যান। তাহলে বাসার সবাই কি এই টিকা পাবেন?
উত্তর: শুধু অগ্রাধিকারের তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে।

প্রশ্ন ৩৯: টিকাদান চলাকালীন অন্য কেন্দ্রের/এলাকার কোনো ব্যক্তি যদি টিকা নিতে আসে, তবে তাকে টিকা দেওয়া যাবে কিনা?
উত্তর: সে যদি নির্দিষ্ট ঐ তারিখের টিকা প্রাপ্তির তালিকার অর্ন্তভুক্ত হন তবে টিকা দেয়া যাবে। টিকাদানকর্মী অবশ্যই অনলাইনে হালনাগাদ করবেন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন।

প্রশ্ন ৪০: প্রতিদিন প্রেসারের ঔষধ খেতে হয়; টিকা দেওয়া যাবে ?
উত্তর: অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৪১: পনেরো দিন আগে হার্টের অপারেশন হয়েছে; টিকা দেওয়া যাবে কিনা?
উত্তর: সুস্থ হলে এবং অগ্রাধিকারের ভিত্তিতে তালিকাভুক্ত হলে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে।করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৪২: এই টিকার কি কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া রয়েছে?
উত্তর: অন্য সকল ঔষধ কিংবা টিকার মতো এই টিকারও কিছু পার্শ্ব-প্রতিক্রিয়ার সম্ভাবনা আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো খুবই মৃদু হয়ে থাকে যেমন - টিকার স্থানে ব্যথা, ফোলা, লালচে ভাব, মাংশপেশী ও অস্থিসন্ধিতে ব্যথা, দুর্বলতা, বমি বমি ভাব, জ্বর, ক্লান্তি ইত্যাদি। ক্লিনিকাল ট্রায়াল হতে প্রাপ্ত তথ্যানুযায়ী এখনও পর্যন্ত মারাত্মক কোন পার্শ্ব-প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে আপনার যে কোন সমস্যা হলে অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যান এবং চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত।
অন্যান্যঃ
প্রশ্ন **. বাংলাদেশে করোনায় এখন পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে? কোন বিভাগে কত মৃত্যু?
উত্তর: এখানে দেখুন। করোনা ভাইরাস আজকের খবর।
আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর, বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর, কাতারে করোনা ভাইরাস আজকের খবর, ভারতে করোনা ভাইরাস আজকের খবর, সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর, করোনা ভাইরাস আজকের খবর আপডেট, করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত, করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ, করোনা ভাইরাস আজকের রিপোর্ট

প্রশ্ন **. কোন রক্তের গ্রুপের ব্যক্তিদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম?
উত্তর: ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’(সিএসআইআর) এর একটি গবেষণাপত্রে বলা হয়েছে, যে সব ব্যক্তির শরীরে ‘ও’ গ্রুপের রক্ত বইছে তাদের এই প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। যদি তারা আক্রান্ত হন, তা'হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন। এমনটাই দাবী করা হয়েছে সেই গবেষণাপত্রটিতে।

প্রশ্ন ৪৩: করোনা কি বায়ুবাহিত?
উত্তর: হ্যা, বায়ুবাহিত। সম্প্রতি একটি গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের CDC এর বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, করোনা ভাইরাস বায়ুবাহিত। বাতাসের মাধ্যমে এই রোগের জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ায় পৃথিবীজুড়ে আরও জটিল হচ্ছে এই অতিমারী। পূর্বে স্বাস্থ্য সংক্রান্ত জার্নাল 'ল্যানসেট' ও এই দাবী করেছিল। করোনা ভাইরাস আজকের খবর।

প্রশ্ন ৪৪: আমি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছি। এখন প্লাজমা ডোনার হতে চাই। প্লাজমা দিতে চাই। কিভাবে দেব?

উত্তর: আপনার জেলার 'সন্ধানী'তে (জেলা হাসপাতালে) যোগাযোগ করলে তারাই আপনাকে পুরো পদ্ধতি বুঝিয়ে দেবে এবং প্লাজমা দেয়ার'ও ব্যবস্থা করে দেবে। করোনা ভাইরাস আজকের খবর।

প্রথমে এখান থেকে নিয়মকানুন ভালোভাবে বুঝে নিন।
 তারপর এই ফর্মে রেজিস্ট্রেশন করুন। 
প্রশ্ন ৪৫: আমি দরিদ্র। খাদ্যকষ্টে আছি। সরকারী খাদ্যসহায়তা কিভাবে পাবো?
উত্তর:যেকোনো মোবাইল থেকে 333 এ ফোন দিন। তারপর ‘3’ চাপ দিন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সরকারি ত্রাণ বা ভাতা, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) বা ১০ টাকা কেজি দরে চাল পেয়েছেন কি না—এ ধরনের কিছু প্রশ্ন করা হবে। ঠিকঠাক এবং সত্য জবাব দেবেন। আপনাকে উপযুক্ত মনে করা হলে, নির্দিষ্ট সময় পর স্থানীয় প্রশাসনের মাধ্যমে আপনার বাসায় খাদ্য সহায়তা পৌছে যাবে। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন।করোনা ভাইরাস আজকের খবর। আজকের করোনা ভাইরাস এর আপডেট খবর জানুন। বাংলাদেশের করোনা ভাইরাস আজকের খবর দেখুন। কাতারে করোনা ভাইরাস আজকের খবর পড়ুন। ভারতে করোনা ভাইরাস আজকের খবর জানুন। সারা বিশ্বে করোনা ভাইরাস আজকের খবর দেখুন। করোনা ভাইরাস আজকের খবর আপডেট পড়ুন। কোভিড-১৯ বা করোনা ভাইরাস আজকের আক্রান্ত কত। জানুন করোনা ভাইরাস আজকের নিউজ বাংলাদেশ।পড়ুন করোনা ভাইরাস আজকের রিপোর্ট।
পাঠক। আশা করি, আপনার কিছু প্রশ্নের জবাব পেয়ে গেছেন। জরুরী মুহুর্তে হয়তবা এসব তথ্য কাজে লেগে যাবে। সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। আর, এমন ব্যতিক্রমি কন্টেন্ট নিয়মিত পেতে অর্ডিনারি আইটির সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url