OrdinaryITPostAd

এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন ২০২২ সালে

২০২২ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম সমন্ধে আপনারা আজ জানতে পারবেন। এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন। মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং করুন। এফিলিয়েট মার্কেটিং সাইট দেখুন। এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন জানুন।

ব্লগ লিখে আয়ের অন্যতম একটি পদ্ধতি হল, অ্যাফিলিয়েট মার্কেটিং। বিজ্ঞাপনভিত্তিক আয়ের চেয়ে এতে তুলনামূলক আয় বেশী। আর মজার ব্যপারটা হল, এতে আপনাকে কোন খরচও করতে হবেনা।

এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবেন | মোবাইল দিয়ে এফিলিয়েট মার্কেটিং

আপনাকে শুধু ব্লগে তাদের পন্যের প্রচারণা ও রেফারেল লিংক রাখতে হয়। আপনার রেফার করা ব্যক্তিরা যদি ঐ লিংক থেকে গিয়ে সেই প্রডাক্ট বা সার্ভিস'টি কেনে তাহলে সাথে সাথে আপনার নির্দিষ্ট পরিমাণ আয় হবে। কোম্পানি থেকে সেই প্রডাক্ট বা সার্ভিস'টির দামের নির্দিষ্ট পার্সেন্ট আপনাকে কমিশন দেয়া হবে। আপনার রেফার করা ব্যক্তিরা যদি প্রতিবছর ক্রয়কৃত সার্ভিস'টি রিনিউ করতে থাকে তাহলে আপনি বসে থেকেই নিয়মিত রেকারিং কমিশন পেতে থাকবেন। সংক্ষেপে এটাই হল রেফারার/ অ্যাফিলিয়েটর এর কাজ!

শুনতে বেশ, তাইনা? 

এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং সমন্ধে একটা সত্য কথা আপনাদের জানিয়ে রাখি। সত্যিকারের যেসব লাভজনক অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, সেগুলো খুঁজে পাওয়া কিন্তু সহজ নয়। 

কেন ?

কারণটা হল, আপনাকে এমন বিশেষ একটি প্রোডাক্ট বা সার্ভিস খুঁজে বের করতে হবে:

  • যার, অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে
  • যা, আপনার ব্লগের পাঠকদের সত্যিই কাজে লাগবে, দরকারী 
  • এবং সেই প্রোডাক্ট বা সার্ভিস'টি গুনগতভাবে উচ্চ-মানসম্পন্ন

সেজন্য, আমরা খুঁজে নিয়ে এসেছি ২০২১ সালের সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রামসমূহের তালিকা, যা লাভজনক। আমরা নিশ্চিত, এদের কোন না কোনটি নিশ্চয়ই আপনার ব্লগের জন্য উপযুক্ত হবে। 

সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | এফিলিয়েট মার্কেটিং করে আয়

গ্রামারলি অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021
গ্রামারলি একটি দরকারী অনলাইন টুল যা গ্রামার চেকিং এর জন্য ব্যবহৃত হয়। ইংরেজী ভাষায় নিজের লেখায় কোন ব্যকরণগত ত্রুটি আছে কিনা তা যাচাই করার জন্য এটা অনেকেই ব্যবহার করেন। 
তাদের ব্যাবসায়ীক পদ্ধতীটি ফ্রিমিয়াম মডেলের। ফ্রি এবং প্রিমিয়াম দুটি সংস্করণই তাদের রয়েছে, তবে ফ্রি সংস্করণটিতে সুবিধা কিছুটা কম।

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ২০$/বিক্রিপ্রতি
  • প্রচারণার কঠিনত্ব: সহজ
  • কুকি ব্যবহারের সময়সীমা: ৯০ দিন


তাদের অ্যাফলিয়েট প্রোগ্রাম এর ভাল দিকগুলো কি?

মজার ব্যপার হল, আপনি যদি তাদের নিকট ফ্রি ব্যবহারকারী রেফার করেন তবুও তারা আপনাকে পে করবে! যখন সেসব ব্যবহারকারী প্রিমিয়াম এ আপগ্রেড  করবে তখন আপনি ২০ ডলার করে কমিশন পাবেন। এছাড়াও সাইনআপ করামাত্রই ০.২০ ডলার করে কমিশন তো পাবেনই। 

আরেকটা ভাল দিক হল, আপনার টার্গেট কাষ্টমার। গ্রামারলি যেধরনের সেবা প্রদান করে তার সম্ভাব্য ক্রেতা বলতে গেলে সবাই। এটা এমন একটি দরকারী সার্ভিস, দৈনন্দিন জীবনে সবারই কখনো না কখনো  এটা কাজে লাগে। সেকারনে আপনার সবধরনের পাঠকের মধ্যে আপনি এর প্রচারণা চালাতে পারবেন। 

এটা নিঃসন্দেহে উচ্চ মানসম্পন্ন একটি পন্য। নিশ্চিতভাবে বলা যায়, এটা আপনার পাঠকদের দৈনন্দিন জীবনে অনেকভাবেই কাজে লাগবে। 

আর, আপনার যদি সৃজনশীলভাবে লেখার যোগ্যতা থাকে তাহলে ২৫ ডলার এর একটা বোনাসও লুফে নিতে পারেন। আপনাকে শুধুমাত্র গ্রামারলি সম্পর্কিত একটি ব্লগপোষ্ট লিখতে হবে এবং ব্যানার বসাতে হবে। নিঃসন্দেহে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যে এটি একটি। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • দীর্ঘ সময়ব্যাপী (৯০ দিন) কুকি ব্যবহারের সুবিধা।
  • বলতে গেলে সব শ্রেনীর পাঠকের নিকট প্রচারনা চালানো যায়।
  • আপনার কাজের যোগ্যতা অনুসারে নিয়মিত বোনাস প্রদান করে।
  • আপনার পাঠকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে পারবেন, যখন আপনি ওঁদের সেরা অ্যাফিলিয়েটদের একজন হবেন। 

স্টুডিওপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

সেরা ওয়ার্ডপ্রেস থিম ডেভলপারদের মধ্যে একটি হল 'স্টুডিওপ্রেস'। তারা প্রায় শুরু থেকেই বাজারে আছে, এবং ওয়ার্ডপ্রেস সংশ্লিষ্ট সবার কাছেই পরিচিত একটি নাম। 

এটি কপিব্লগার কোম্পানীর মালিকানাধীন। স্টুডিওপ্রেস এর একটি পন্য হল 'জেনেসিস ফ্রেমওয়ার্ক'। ওয়ার্ডপ্রেসের জনপ্রিয় থিম ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে এটি একটি। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১৫০$/বিক্রিপ্রতি
  • প্রচারণার কঠিনত্ব: মধ্যম 
  • কুকি ব্যবহারের সময়সীমা: ৬০ দিন
  


জেনে অবাক হবেন, নীল প্যাটেল এবং ড্যারেন রশ এর মত স্বনামধন্য ব্লগাররাও স্টুডিওপ্রেসের তৈরী থিম ব্যবহার করেন।

পন্য হিসেবে তাদের ওয়ার্ডপ্রেস থিম খুবই উচ্চমানের। SEO এবং সাইটের দ্রুতগতির প্রতি লক্ষ্য রেখে এগুলো বানানো হয়েছে। 

এবং যেহেতু তারা আগে থেকেই বেশ নামকরা ওয়ার্ডপ্রেস থিম কোম্পানী, সেদিক থেকে প্রচারণা আপনার জন্য অপেক্ষাকৃত সহজ হল। 

অ্যাফিলিয়েট প্রোগ্রামে তাদের কমিশন প্রদানের নীতি সোজাসাপ্টা। প্রতি জেনেসিস ফ্রেমওয়ার্ক ও থিম বিক্রিতে তারা ৩৫% করে কমিশন দেয়।

যদি বিক্রির জন্য রেফার করতে পারেন, তাহলে প্রতি স্টুডিওপ্রেস সাইটের জন্য আপনি পাবেন ৭৫ ডলার। আর, মাসে যদি ১১ টির বেশী বিক্রি করাতে পারেন, তাহলে প্রতি বিক্রিতে ১৫০ ডলার করে পবেন।  সেকারনে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যে এটি একটি। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • নামকরা থিম কোম্পানী যাদের উচ্চ মানসম্পন্ন ওয়ার্ডপ্রেস থিম আপনার পাঠকরা পছন্দ করতে বাধ্য। 
  • ভাল পন্য হিসেবে এর প্রচারণা, পাঠকদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে।
  • দীর্ঘ সময়ব্যাপী (৬০ দিন) কুকি ব্যবহারের সুবিধা।
  • প্রতি বিক্রিতে ১৫০ ডলার আয়ের সম্ভাবনা যদি মাসে ১১ এর বেশী বিক্রি করাতে পারেন।

এলিগ্যান্ট থিম অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিম ডেভলপার কোম্পানীগুলোর মধ্যে 'এলিগ্যান্ট থিম' একটি। তাদের উচ্চমানের দৃষ্টিনন্দন থিমগুলো দরকারী বিষয়গুলোর প্রতি নজর রেখে অপটিমাইজকৃত। আর, মেম্বারশিপ খরচও বেশী নয়। তাদের সবচেয়ে জনপ্রিয় পন্যটি হল 'ডিভি'। এটা একটা ড্রাগ অ্যান্ড ড্রপ বিল্ডার যা পেশাদার অনেক ব্লগারই ব্যবহার করে থাকেন। 

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১২৫$/বিক্রিপ্রতি
  • প্রচারণার কঠিনত্ব: মধ্যম 
  • কুকি ব্যবহারের সময়সীমা: অজানা


এর প্রচারণনা সহজ। মানসম্পন্ন পন্য হওয়ার কারণে নির্দিধায় আপনার পাঠকদেরকে এটি রেকমেন্ড করতে পারেন।  

তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম, প্রতি বিক্রিতে আপনাকে ৫০% কমিশন দেবে। যার অর্থ হল; আপনার (পাঠানো) রেফারেন্স দিয়ে কোন ব্যক্তি যদি তাদের প্যাকেজ ক্র‍য় করে, তাহলে সাথে সাথে আপনার সেই থিমের দামের ৫০% আয় হবে। বুঝতেই পারছেন, এটিও একটি সেরা অ্যাফলিয়েট প্রোগ্রাম। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • প্রতি বিক্রিতে কমিশন- আপনার রেফারেন্স দিয়ে কেউ কিনলে/ সাবস্ক্রিপশন রিনিউ করলে আপনি সাথে সাথে ৫০% কমিশন পাবেন। 
  • এছাড়াও, তারা যেহেতু নামকরা থিম ডেভলপার, সেকারনে আপনার পাঠকদের এব্যপারে কোন দ্বিধা থাকবে না। নঃসন্দেহে এটা তাদের পছন্দ হবে। আর আপনার বিশ্বাসযোগ্যতাও ঝুঁকিতে পড়বে না।

মাইথিমশপ অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

অনেক নামকরা পেশাদার ব্লগারের শেষ ভরশা হল, মাইথিমশপ। এর মধ্যে রয়েছে ব্লগিং দুনিয়ার স্বনামধন্য ব্যক্তিত্ব ম্যাথিউ উডওয়ার্ড, জ্যাক জনসন এবং শ্যুমানি। 

তাদের দৃষ্টিনন্দন থিমগুলো SEO এবং দ্রুতগতীতে যেন লোড হয় তা মাথায় রেখে তৈরী করা হয়েছে। 

তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সমস্ত সাবস্ক্রিপশন/থিম বিক্রিতে ৭০% করে কমিশন প্রদান করে। 

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ২৪৪$/বিক্রিপ্রতি
  • প্রচারণার কঠিনত্ব: মধ্যম
  • কুকি ব্যবহারের সময়সীমা: ৬০ দিন


এর অর্থ হল, আপনার রেফার করা কোন ব্যক্তি যদি তাদের সাবস্ক্রিপশন কেনে তাহলে আপনি আপনি প্রতি বিক্রিতে ২৪৪ ডলার আয় করবেন। 

পন্যসমূহ পূর্বেই যাচাই করে দেখে নেয়ার জন্য তাদের একটি ফ্রি টায়ার প্যাকেজ রয়েছে। চাইলে আপনি ফ্রি'তে নিবন্ধন করে কেনার আগেই তাদের পন্যের গুণগত মান যাচাই করে নিতে পারেন। সন্দেহ ছাড়াই বলতে পারেন, এটি একটি সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • এমন একটি নামি ব্রান্ডের প্রচারণার সুযোগ পাচ্ছেন যা বহুসংখ্যক পেশাদার ব্লগারের (যেমন: ম্যাথিউ উডওয়ার্ড) প্রথম পছন্দ।
  • দীর্ঘ সময়ব্যাপী (৬০ দিন) কুকি ব্যবহারের সুবিধা।
  • প্রচারনার উপযোগী ৮০ টির'ও অধিক উচ্চ গুনমানসম্পন্ন পন্য রয়েছে।
  • আপনার রেফার করা প্রতি বিক্রিতে ২৪৪ ডলার আয়ের সম্ভাবনা। 

থ্রাইভ থিমস অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

খুব বেশী থিম বিক্রি হয় এমন ওয়ার্ডপ্রেস থিম ডেভলপারদের মধ্যে থ্রাইভ থিমস অন্যতম। তাদের থিমগুলো অনেক ফিচার সমৃদ্ধ। 

ফিলিপ শ্য এবং জন লী ডুমাস এর মত পেশাদার ব্লগাররা এই ব্রান্ড ব্যবহার করেন এবং ভরশা রাখেন। 

বেশ কিছু জনপ্রিয় ওয়ার্ডপ্রেস প্লাগিন এর ক্রিয়েটর কিন্তু তারাই। এর মধ্যে রয়েছে থ্রাইভ কন্টেন্ট বিল্ডার, থ্রাইভ ল্যান্ডিং পেজ এবং থ্রাইভ লিডস। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ৭৩$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কঠিনত্ব: মধ্যম
  • কুকি ব্যবহারের সময়সীমা: অজানা
 


পন্য হিসেবে তাদের আছে, গুনগত উচ্চমানের দৃষ্টিনন্দন ডিজাইনের ওয়ার্ডপ্রেস থিম এবং অতি পরিচিত কিছু প্লাগিন। 

তাদের পন্যের গুনমান নিয়ে আপনি একদম নিশ্চিত থাকতে পারেন। একইসাথে এগুলো আপনার অনেক পাঠকের জন্যই দরকারী। সেজন্য নিশ্চিন্তে এর প্রচারণা চালাতে পারেন।

তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অনুসারে, আপনার রেফারে প্রতি বিক্রিতে আপনাকে ৫০% কমিশন প্রদান করবে। এছাড়াও আপনার রেফার করা ব্যক্তিরা যখন তাদের সাবস্ক্রিপশন রিনিউ করবে তখন প্রতিবার আপনি ২৫% করে রেকারিং কমিশন পাবেন।

রেকারিং কমিশন হল, আপনি ততদিন পর্যন্ত কমিশন পাবেন যতদিন পর্যন্ত আপনার রেফার করা ব্যক্তি তাদের কাষ্টমার হিসেবে থাকবে। অনেক প্রোডাক্ট/ সার্ভিস এমন আছে, নিয়মিত সুবিধা/সেবা পেতে চাইলে ক্রেতাকে প্রতিবছর রিনিউ করতে হয়। তাদের প্রতিবার রিনিউ থেকেই আপনার রেকারিং কমিশন আসে। থ্রাইভ যেমন থিম হিসেবেও সেরা, তেমনিভাবে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যেও একটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • জন লী ডুমাস এর মত পেশাদার ব্লগাররা এই নামকরা ব্রান্ড ব্যবহার করে এবং বিশ্বাস করে।
  • আপনার প্রতি বিক্রিতে ৫০% বিক্রি কমিশন এছাড়াও ২৫% রেকারিং কমিশন। 
  • খুবই উচ্চ গুনমানের ভাল এক পন্যের প্রচারণা করছেন যা আপনার ব্লগের পাঠকদের কাজে লাগবে এবং তারা পছন্দ করবে।

হোস্টগেটর অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন, তাহলে আমি প্রায় নিশ্চিত যে আপনি হোস্টগেটরের নাম একবার হলেও শুনেছেন। ইন্টারনেট দুনিয়ার সেরা ওয়েব হোস্টিং কোম্পানীগুলোর মধ্যে এটি একটি। 

যদি এর আগে এই ব্রান্ডের নাম না শুনে থাকেন তাহলে আপনাকে জানিয়ে রাখি, তারা হল পদকপ্রাপ্ত স্বনামধন্য একটি ওয়েবসাইট হোস্টিং কোম্পানী। আর, তারা অন্যদের তুলনায় অনেক কমমূল্যে এই সার্ভিস দিয়ে থাকে। 

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১২৫$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কাঠিনত্ব: সহজ
  • কুকি ব্যবহারের সময়সীমা: অজানা
 


তারা ২০০২ সাল হতে হোস্টিং ব্যাবসায় রয়েছে। 

ব্রান্ড হিসেবে তারা অতি পরিচিত, নামকরা এবং বিশ্বাসী; সেকারনে এর প্রচারণা চালানো আপনার জন্য বেশ সহজ হবে। 

তারা সব প্রকারের ওয়েব হোস্টিং সেবা প্রদান করে। এর মধ্যে রয়েছে: শেয়ার্ড হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং এবং ভিপিএস হোস্টিং। এছাড়াও তারা চমৎকার সাপোর্ট সহ সম্পূর্ন ডেডিকেটেড ওয়েবসাইট হোস্টিং সেবাও দিয়ে থাকে। 

ইন্টারনেট দুনিয়ায় সবচেয়ে কম খরচে ওয়েবসাইট হোস্টিং সেবা প্রদানকারীদের মধ্যে হোস্টগেটর অন্যতম। সর্বোনিম্ন মাত্র ৩.৯৫ ডলার দিয়ে তাদের মাসপ্রতি প্যাকেজ নিতে পারেন যে কেউ। বিশ্বজুড়ে নামকরা হোষ্টিং কোম্পানী হিসেবে পরিচিত এবং নিঃসন্দেহে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যেও এটি একটি। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • তাদের টুল দিয়ে আপনার পাঠকদের জন্য কাষ্টম কুপন কোড তৈরী করতে পারবেন।
  • প্রতি মাসে যদি ২১ টি'র বেশী বিক্রি করিয়ে দিতে পারেন, তাহলে বিক্রিপ্রতি পাবেন ১২৫ ডলার
  • এমন একটি ব্রান্ড এর প্রচারণা'র সুযোগ পাচ্ছেন, দুনিয়াজুড়ে হাজারের'ও বেশী ব্লগার যাদের উপর নিশ্চিন্তে নির্ভর করে।
  • খুবই কম মূল্যে ওয়েব হোস্টিং সেবা প্রদান করে।

ড্রিমহোস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

হাজার হাজার ব্লগারের ভরশার ব্রান্ড ড্রিমহোস্ট।  সেরাদের মধ্যে অন্যতম এই ওয়েব হোস্টিং কোম্পানী'টি ১৯৯৭ সাল থেকে সুনামের সাথে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। 

এটি সেরা পদকপ্রাপ্ত একটি হোস্টিং কোম্পানী। ১.৫ মিলিয়নের'ও বেশী ওয়েবসাইট তাদের সার্ভারে হোস্টিং সেবা নিয়ে থাকে। 

তারা সব প্রকারের ওয়েব হোস্টিং সেবা প্রদান করে। যার মধ্যে রয়েছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হোস্টিং, শেয়ার্ড এবং ডেডিকেটেড হোস্টিং। 

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১২০$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কাঠিনত্ব: মধ্যম
  • কুকি ব্যবহারের সময়সীমা: অজানা
 


এছাড়াও তাদের রয়েছে, সহজে ব্যবহারযোগ্য একটি ড্রাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার।

তারা একটি বিশ্বাসী ব্রান্ড। TypeWolf.com এর জেরেমিয়াহ এর মত অনেক পেশাদার ব্লগারই তাদেরকে ভরশা করে। 

আপনার পাঠকদেরকে যদি, দ্রুতই কাজে নেমে পড়া যায় এমন ধরনের হোস্টিং সেবার পরামর্শ দিতে চান, তাহলে ড্রিমহোস্ট হতে পারে আপনার প্রথম চয়েস। সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যে এটিও অন্তর্গত।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • নামকরা একটি হোস্টিং ব্রান্ড। বিশ্বত্বতার সাথে, ১০ লক্ষাধিক ওয়েবসাইট তাদের সার্ভারে হোস্ট করছে। হাজারের অধিক ব্লগার তাদের উপর ভরশা রাখে। 
  • প্রতি বিক্রিতে ১২০ ডলার পর্যন্ত উচ্চ আয়ের সম্ভাবনা।
  • তারা ১০০% ওয়েবসাইট আপটাইমের গ্যারান্টী দেয় এবং ত্বরিতগতীতে ২৪/৭ দিন সাপোর্ট প্রদান করে

সাইটগ্রাউন্ড অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

ওয়েব হোস্টিং জগতের অন্যতম বিশ্বস্ত একটি ব্রান্ড হল সাইটগ্রাউন্ড। সাইয়্যেদ বলখী এর মত পেশাদার ব্লগাররা তাদের সার্ভিসের প্রতি ভরশা রাখেন। 

কম খরচে, উচ্চ মানের, নিরাপদ, দ্রুতগতীর ওয়েবসাইট হোস্টিং সেবা দেয়ার ক্ষেত্রে তারা নামকরা একটি ব্রান্ড। 

দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১২৫$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কাঠিনত্ব: মধ্যম
  • কুকি ব্যবহারের সময়সীমা: অজানা
  


ত্বরিতগতীতে সাপোর্ট প্রদান করে বলে তাদের সুনাম রয়েছে। পাঠকদের ওয়েবসাইটের সমস্যা কয়েক মিনিটেই সমাধান করে নেয়ার সুযোগ রয়েছে তাদের থেকে। 

আপনার পাঠকরা ওয়েবসাইট চালানোতে এমন সুবিধা অবশ্যই পছন্দ করবে। 

তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম হোস্টগেটরের অনুরূপ। 

প্রতি মাসে যদি ২১ টি'র বেশী বিক্রি করিয়ে দিতে পারেন, তাহলে বিক্রিপ্রতি পাবেন ১২৫ ডলার।

শুধু তাই নয়, তারা এমনকি ৭ দিনের ফ্রি ট্রায়াল অ্যাকাউন্টের সুযোগও দেয়। তাই, প্রচারনা শুরু করার পূর্বে আপনি চাইলে তাদের সেবার গুনগতমান যাচাই করেও নিতে পারেন। 

এতে আপনি নিজেকে নিশ্চিন্ত করে নিতে পারবেন যে, কেমন গুনগতমানের সেবা আপনি পেতে ও প্রচারনা করতে যাচ্ছেন। আত্নবিশ্বাসের সাথেই বলতে পারেন, সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যে এটি একটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • এমন একটি নামকরা ব্রান্ড এর প্রচারণার সুযোগ, যাদের চমৎকার ত্বরীতগতীতে সাপোর্ট ও উন্নত পারফরমেন্সের সেবা প্রদানের সুনাম রয়েছে। 
  • প্রতি বিক্রিতে ১২০ ডলার পর্যন্ত উচ্চ আয়ের সম্ভাবনা, যদি মাসে ২১ টি'র বেশী বিক্রি করিয়ে দিতে পারেন। 
  • প্রচারনা শুরুর পূর্বে নিজে যাচাই করে দেখার জন্য ৭ দিনের ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট পাবেন। 

গেটরেস্পন্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

স্বনামধন্য ও বহু ব্যক্তির ভরশার মার্কেটিং প্লাটফর্ম 'গেটরেস্পন্স'। বহুসংখ্যক পেশাদার ব্লগার তাদের সার্ভিস ব্যবহার করেন। 

সাইটের সেল বৃদ্ধির জন্য তাদের বেশ কিছু মার্কেটিং টুল রয়েছে। এর মধ্যে রয়েছে: মার্কেটিং অটোমেশন, ই-মেইল মার্কেটিং, ল্যান্ডিং পেজ ক্রিয়েশন এবং ওয়েবিনার হোস্টিং। 

তাদের সবচেয়ে বেসিক প্যাকেজটি অনেক কম খরচের। মাসপ্রতি মাত্র ১৫ ডলার ব্যয় করে যেকেউ তাদের এই সেবাটি নিতে পারে।

দরকারী তথ্য

  • সম্ভাব্য আয়: ২৬৪$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কাঠিনত্ব: মধ্যম
  • কুকি ব্যবহারের সময়সীমা: ১২০ দিন
  


তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অনুসারে বিক্রিপ্রতি আপনি ৩৩% রেকারিং কমিশন পাবেন। এর অর্থ হল, আপনার রেফার করা ব্যক্তিরা যখনই তাদের সাবস্ক্রিপশন রিনিউ করবে, সাথে সাথে আপনার এই আয়টি হবে। সেকারনে ১০ সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যে এটি স্থান করে নিয়েছে। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • উচ্চ গুনমানের এমন কিছু পন্যের প্রাচারণার সু্যোগ, যেগুলোর উপর হাজারের অধিক পেশাদার ব্লগার তাদের ভরশা রাখে। 
  • প্রতি সাবস্ক্রিপশন রিনিউ এ ৩৩% রেকারিং কমিশন পাবেন 
  • বিক্রিপ্রতি উচ্চ আয়ের (২৬৪ ডলার) সম্ভাবনা।

এসইএমরাশ অ্যাফিলিয়েট প্রোগ্রাম | ২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফিলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফিলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

এসইএমরাশ একটি স্বনামধন্য মার্কেটিং টুল প্যাকেজ। বলতে গেলে সবধরনের ডিজিটাল মার্কেটিং টুলই তাদের কাছে আছে। অনেক পেশাদার অনলানই মার্কেটিং ব্যক্তিত্ব: রেজরসোস্যাল এর ইয়ান ক্ল্যারি এবং এসইওবুক এর অ্যারন ওয়াল তাদের কাজে এসইএমরাশ ব্যবহার করেন। 

সাইটের সেল বৃদ্ধিতে আপনার পাঠকদেরকে এই টুলটি নিশ্চিন্তে রেকমেন্ড করতে পারেন। এই গোপণ অস্ত্র তাদের রেভিনিউ ও ওয়েবসাইট র‍্যাঙ্কিং দু'টো বৃদ্ধিতেই কাজে লাগবে। 

অনলাইন দুনিয়ার সেরা মার্কেটিং টুল প্যাকেজ, একে বলা যেতে পারে। আপনার SEO, পেইড ট্রাফিক, কন্টেন্ট মার্কেটিং, PR এবং সোস্যাল মিডিয়া মার্কেটিং উন্নত করতে চাইলে তাদের টুলসমুহের জুড়ি মেলা ভার। এফিলিয়েট মার্কেটিং সাইটগুলির অন্যতম এটি।

 দরকারী তথ্য:

  • সম্ভাব্য আয়: ১৬০$/ বিক্রিপ্রতি
  • প্রচারণার কাঠিনত্ব: কঠিন (দামে বেশী হওয়ার কারণে)
  • কুকি ব্যবহারের সময়সীমা: ১০ বছর!
 


ভাল পন্য হিসেবে এর প্রচারণা, পাঠকদের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করবে। এছাড়াও কার্যকরী একটি টুল হিসেবে আপনার পাঠকের অনেকের জন্যই হয়তোবা এটা আসলেই দরকারী। 

তাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম আপনাকে ৪০% রেকারিং কমিশন প্রদান করবে। 

এর অর্থ হল, আপনার রেফার করা ব্যক্তিরা যখনই তাদের সাবস্ক্রিপশন রিনিউ করবে তক্ষনই আপনি একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন পেতেব থাকবেন। টুল হিসেবে যেমন গুনমানসম্পন্ন তেমনিভাবে সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলোর মধ্যেও এটি অন্তর্গত।

লাভ: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

  • উচ্চ গুনমানের এই পন্যটি আপনার পাঠকদের জন্য দরকারী। তাদের ওয়েবসাইটের রেভিনিউ ও র‍্যাঙ্কিন দু'টো বৃদ্ধিতেই সহায়ক এটি।
  • আপনার পাঠানো ব্যক্তিরা যখনই তাদের সাবস্ক্রিপশন রিনিউ করবে তক্ষনই আপনি ৪০% রেকারিং কমিশন পেয়ে যাবেন 
  • বিক্রিপ্রতি ১৬০ ডলার পর্যন্ত উচ্চ আয়ের সম্ভাবনা। 
  • অতি দীর্ঘ্য সময়ব্যাপী (১০ বছর) কুকি ব্যবহারের সুবিধা!

শেষকথা: | এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করব?

আশা করি, সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম সমূহের এই বিস্তারিত তালিকা আপনার কাজে লাগবে।  

২০২১ সালের সেরা ১০ লাভজনক অ্যাফলিয়েট প্রোগ্রাম | লাভজনক  অ্যাফলিয়েট মার্কেটিং! | সেরা অ্যাফলিয়েট প্রোগ্রাম | top 10 best affiliate programs 2021

আপনি যদি এই সেক্টরে নতুন হন, কেবলই অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করে থাকেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হল: যেকোন ১টি মাত্র পন্য নিয়ে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করুন।

তারপর যখন সেই পন্যটির প্রচারণনা করে করে অভ্যস্ত হয়ে উঠবেন, তখন নিয়ে ১টি ১টি করে অন্য প্রডাক্ট/ সার্ভিসগুলোর প্রচারণা শুরু করতে পারেন। 

লাভজনক অ্যাফিলিয়েট মার্কেটিং করে সফল হতে চাইলে অনেক পরিকল্পনা করে এগুতে হয়। শুরুতেই একেবারে সবগুলো প্রডাক্ট/সার্ভিসে'র প্রচারণা শুরু করা বেশীরভাগ ক্ষেত্রেই একদম ভূল সিদ্ধান্ত। যদিনা আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি আসলে কি করতিছেন। 

আমাদের এর তালিকা সমন্ধে আপনার কোন মন্তব্য থাকলে নিচের কমেন্টবাক্সে জানাতে ভুলবেন না কিন্ত। 

এই পোস্ট থেকে ফিরে যাবার পূর্বে দয়া করে এই প্রশ্ন দু'টির উত্তর কমেন্টে দিয়ে যান। এটা আমাদের জন্য দরকারী:

আপনার মতে এই তালিকার সবচেয়ে সেরা প্রোগ্রাম কোনটি? 

অ্যাফিলিয়েট প্রডাক্ট প্রচারণার জন্য ব্যক্তিগতভাবে আপনার পছন্দের পদ্ধতি কোনটি?

সেরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কিত পোস্ট পেতে নজর রাখুন অর্ডিনারী আইটি'তে। আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের পোস্টে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url