OrdinaryITPostAd

এইচএসসি সিলেবাস ২০২২ সংক্ষিপ্ত HSC সিলেবাস PDF ডাউনলোড

 

আপনি কি এইচএসসি সিলেবাস ২০২১ বা এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ বা ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf খুজছেন? Hsc সিলেবাস ২০২১ ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf বা Hsc নতুন সিলেবাস ২০২১ এর সর্বশেষ তথ্য জানতে আমাদের পোস্টটি পড়তে থাকুন আর সাথে সাথে নিজেকে রাখুন আপডেটেড-

 
এইচএসসি সিলেবাস ২০২১ এর নতুন সিলেবাস কেমন হবে বা করোনা এই মহামারি পর্যায়ে কি রকম ভাবেই বা সরকার শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করবে তা সকল শিক্ষার্থীর সাথে সাথে অবিভাবকদের মনেও এক দুশ্চিন্তার ছাপ ফেলেছে। তাই গত ফেব্রুয়ারী মাসে সরকার শিক্ষার্থীদের জন্য নতুন ভাবে সিলেবাস কে সাজিয়ে দেয়। যেখানে বিষয় ভিত্তিক ভাবে আলাদা আলাদা সব পাঠ্য পুস্তক এর এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ দেখা গেছে।

এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | এইচএসসি সিলেবাস ২০২১

এইচএসসি সিলেবাস ২০২১ এবছরের করোনা মহামারির জন্য কি হবে তা নিয়ে সবারই ছিল অনেক চিন্তা এবং অনিশ্চয়তা। এদিকে গত বছরের শিক্ষার্থীদের জন্য করোনা মহামারি তে আটকে যায় এইচএসসি পরীক্ষা, দেওয়া হয় অটোপাশ নামক এক ডিগ্রী যা অনেক শিক্ষার্থীর জন্য মঙ্গল হলেও অনেকেই হয়েছেন আশাহত। তাই এবছর শিক্ষার্থীদের পরীক্ষার বিষয়ে এখনো সঠিক সিদ্ধান্ত না এলেও তাদের পাঠ্যপুস্তকের সিলেবাস কমিয়ে Hsc সিলেবাস ২০২১ প্রণোয়ন করা হয়েছে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

এ বিষয়ে গত ৪ ফেব্রুয়ারী,২০২১ এ এক প্রেরিত বিজ্ঞপ্তি তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম বলেন-
 
"পত্র নং-৮৫৪
তারিখঃ ০৪/০২/২০২১ খ্রিঃ

বিষয়: এইচএসসি পরীক্ষা- ২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানাে যাচ্ছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড, বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা- ২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এতদসঙ্গে সংযুক্ত করা হলাে। উক্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী ২০২১ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিতকরণসহ প্রয়ােজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

আরো পড়ুনঃ বোর্ড থেকে সার্টিফিকেট তোলার জন্য আবেদন

সংযুক্ত: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড, বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা- ২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি।"
 

এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্য সূচির তালিকা এবং বিষয় ভিত্তিক কোড নিচে দেওয়া হলো-
 


চলুন তাহলে দেখে নেওয়া যাক এসব সিলেবাসে কি কি দেওয়া হয়েছে????

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | বাধ্যতামূলক বিষয় সমুহ

আমরা জানি, এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ অনুযায়ী সব বিভাগের ছাত্র-ছত্রীদের জন্য বাধ্যতামূলক বিষয় হলো বাংলা ১ম ও ২য় পত্র, ইংরেজী ১ম পত্র এবং ইংরেজী ২য় পত্র আর ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

বাংলা ১ম পত্র সিলেবাস | এইচএসসি সিলেবাস ২০২১

বাংলা ১ম পত্রের Hsc নতুন সিলেবাস ২০২১ এর জন্য দেওয়া হয়েছে-
 

             অধ্যায়ের শিরোনাম

               অধ্যায়ের নাম

গদ্য

অপরিচিতা

গদ্য

আমার পথ

গদ্য

বায়ান্নর দিনগুলো

গদ্য

রেইনকোট

গদ্য

নেকলেস

 

কবিতা

ঐকতান

কবিতা

সাম্যবাদী

কবিতা

তাহারেই পড়ে মনে

কবিতা

সেই অস্ত্র

কবিতা

ফেব্রুয়ারী ১৯৬৯

                                                                                                               

উপন্যাস

লাল সালু

নাটক

সিরাজউদ্দৌলা


পূর্ণ সিলেবাস দেখতে,

বাংলা ২য় পত্র সিলেবাস | এইচএসসি সিলেবাস ২০২১ 

বাংলা ২য় পত্রের Hsc নতুন সিলেবাস ২০২১ এর জন্য দেওয়া হয়েছে-
 

অধ্যায়ের শিরোনাম

অধ্যায়ের নাম

 

ব্যাকরণ

বাংলা উচ্চারণের নিয়মঃ

ক) অ-ধ্বনির এবং এ-ধ্বনির উচ্চারণ

খ) শব্দের উচ্চারণ

 

ব্যাকরণ

বাংলা বানানের নিয়মঃ

ক) বাংলা একাডেমির প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম

খ) শুদ্ধ বানান

 

ব্যাকরণ

বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণীঃ

ক) ব্যাকরণিক শব্দশ্রেণির শ্রেণিবিভাগ ও ক্রিয়াপদের শ্রেণিবিভাগ

খ) ব্যাকরণিক শব্দশ্রেণির নির্দেশকরণ

 

ব্যাকরণ

বাংলা শব্দ গঠণঃ (উপসর্গ, সমাস)

ক) উপসর্গের সংজ্ঞা, শ্রেণিবিভাগ ও প্রয়োজনীয়তা

খ) ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়

 

ব্যাকরণ

বাক্যতত্ত্বঃ

ক) বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্য্যসমূহ, বাক্যের শ্রেণিবিভাগের

খ) বাক্যান্তর

ব্যাকরণ

বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ

 

নির্মিত

পারিভাষিক শব্দ এবং অনুবাদ

নির্মিত

দিনলিপি লিখন এবং অনুবাদ

নির্মিত

বৈদ্যুতনিক চিঠি ও প্রতিবেদন রচনা

নির্মিত

সারাংশ ও ভাবসম্প্রসারণ

নির্মিত

সংলাপ ও খুদে গল্প রচনা

 

নির্মিত

প্রবন্ধ-নিবন্ধ লিখন, বিষয়সমূহঃ

·        নৈতিকতা ও মূল্যবোধ

·        বিজ্ঞান ও প্রযুক্তি

·        জাতীয় চেতনা

·        শিল্প ও অর্থনীতি

·        সাম্প্রতিক বিষয়

 

ইংরেজি ১ম পত্র | Hsc সিলেবাস ২০২১ | ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf

ইংরেজি বাংলার মতো একটি বাধ্যতামূলক বিষয়। এই বিষয়ের প্রতি অন্যান্য বিষয়ের তুলনায় শিক্ষার্থীদের ভীতি থাকে বেশি। তাই ইংরেজিকে যথেষ্ট গুরুত্ব সহকারে পড়া উচিত। তাই দেরি না করে দেখে নেওয়া যাক ইংরেজি ১ম পত্র Hsc সিলেবাস ২০২১ এ কি কি আছে? আর কি কি পড়তে হবে?

 

Unit Title Lesson

 

Topic Lesson No and Lesson Title

 

Unit: 1

People and Institutions Making History

L-1: The Unforgettable History

L-2: Nelson Mandela from Apartheid fighter to President

L-3: Two Woman

 

 

Unit: 2

Greatest Scientific Achievements

L-1: Some of the Greatest Scientific Achievements of the Last 50 years

L-2: Science and Technology Against an Age-old Disease

L-3: Scientific Breakthroughs We are waiting for -I

L-4: Scientific Breakthroughs We are waiting for -II

 Unit: 3

Dreams

Lesson 1What is a Dream

Lesson –2Dream Poems

Lesson –3I have a Dream

 

Unit: 4

Traffic Education

L-1How your Brain Negotiates Traffic

L-2: Traffic Capital of the World

L-3:The Traffic Police

L-4From Fiillipos Fylakto’s “ My Brother, The Traffic Policemen”

Unit:5

Food Adulteration

Lesson -1: Food Adulteration Reaches New Height

Lesson –2Eating Habit and Hazards

 Unit: 7

Human Relationship

Lesson-1Etiquette and Manners

Lesson 2Love and Friendship

Lesson 3: Photograph

 

 

Unit: 12

Environment and Nature

Lesson -1Water, Water Every where

Lesson –2The Hakaluki Haor

Lesson –3The Giant Panda

Lesson –4Threats to Tigers of Mangrove Forest

Lesson –5Kuakata: Daughter of the Sea

 
পূর্ণ সিলেবাস দেখতে, 

ইংরেজি ২য় পত্র | Hsc সিলেবাস ২০২১ | ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf

ইংরেজী ২য় পত্রে মূলত গ্রামার আর রিটেইন পার্ট থাকে বেশি। এগুলো তে মার্কস পাওয়া যায় একদম অক্ষরে অক্ষরে। তাই ভাল মার্কস পাওয়ার জন্য এই বিষয়ে ভাল করার কোন জুড়ি নেই। কিন্তু করোনা পরিস্থিতির জন্য Hsc সিলেবাস ২০২১ এ আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। দেখে নেও যাক কি সেই পরিবর্তন গুলো-

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ 

 

Title Lesson

 

Content

 

Sentence

Modifier

Sentence Connectors

Punctuation

Word Formation

Synonym and Antonyms

 

 

The Phrases

· Noun Phrase,

· Prepositional phrase,

· Verb phrase,

· Adjective Phrase,

· Infinitive P

 

 

The Clause

· Main clause,

· Subordinate clause,

· Coordinate clause,

· Noun clause,

· Adjective clause

· Adverbial clause

 

Use of Noun

· Countable, Uncountable

· Abstract noun

· Common noun

Use of Preposition

Preposition

Subject - Verb Agreements

Right forms of verbs

 

 

 

Study of Verbs

· Regular and irregular verbs

· Be verbs

· Finite verbs, non-finite verbs

· Transitive and intransitive verbs

· Infinitives, gerund, participles

· Modals

Use of Tense

Present tenses, Past tense, Future Tense

Adverb and Adverbials

All adverbs and adverbials

Direct and Indirect Speech

Narration changes

 

ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | Hsc সিলেবাস ২০২১ | Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf

অন্যান্য বিষয়ের মতো ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো তিনটি বিভাগের একটি বাধ্যতামূলক বিষয় যেটি সবাইকেই দিতে হবে। এই সাবজেক্টটি নতুন সংযোজিত একটি বিষয় যেটি মূলত টেকনোলজি রিলেটেড। এখানে কম্পিউটার বা এইরকম অন্যান্য সকল বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। তাই এই সাবজেক্টের উপর আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। চলুন দেখে নিই ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf- পূর্ণ সিলেবাস দেখতে,

বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ | ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

বিজ্ঞান বিভাগের অধীনে ১ম এবং ২য় পত্র মিলে মোট রয়েছে ১০ টি সাব্জেক্ট। এই দশটি সাব্জেক্ট এর Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf নিচে দেওয়া হলো-
 

২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

মানবিক বিভাগের বিষয় সমূহ | ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

মানবিক বিভাগে ১ম এবং ২য় পত্র মিলে শিক্ষার্থীদের সুবিধার জন্য মোট ৩৬ টি বিষয় আছে। এই বিষয় সমূহের জন্য Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। এই বিষয় সমূহের নতুন Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf এ কি কি আছে তা জানতে নিচের লিংকে চাপ দিন-
 
ইসলাম শিক্ষা ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
ইসলাম শিক্ষা ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

সমাজকর্ম ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
সমাজকর্ম ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

মৃত্তিকা বিজ্ঞান ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
মৃত্তিকা বিজ্ঞান ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

যুক্তিবিদ্যা ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
যুক্তিবিদ্যা ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

মনোবিজ্ঞান ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
মনোবিজ্ঞান ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

সমাজবিজ্ঞান ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
সমাজবিজ্ঞান ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

অর্থনীতি ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
অর্থনীতি ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

ইতিহাস ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
ইতিহাস ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

ইসলামের ইতিহাস ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
ইসলামের ইতিহাস ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

গার্হস্থ্য  ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
গার্হস্থ্য ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

পৌরনীতি ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
পৌরনীতি ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছেদ ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
 
 
ভূগোল ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
ভূগোল ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

খাদ্য ও পুষ্টি ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
খাদ্য ও পুষ্টি ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

গৃহব্যবস্থাপনা  ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
গৃহব্যবস্থাপনা  ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

কৃষি শিক্ষা ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
কৃষি শিক্ষা ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

শিশুর বিকাশ ১ম পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
শিশুর বিকাশ ২য় পত্র Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

চারু ও কারুকলা ১ম Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন
চারু ও কারুকলা ২য় Hsc সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ pdf ডাউনলোড করুন

ব্যবসায় শিক্ষা বা কমার্স বিভাগের বিষয় সমূহ | ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

ব্যবসায় শিক্ষা বিভাগের অন্তর্গত বিষয় মোট আটটি। এই আটটি বিষয়ের Hsc নতুন সিলেবাস ২০২১- এর সিলেবাস নিচে দেওয়া হলো-
 

এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার মানবণ্টন | Hsc সিলেবাস ২০২১ ও  পাশ নম্বর

এইচএসসি পরীক্ষায় বিষয় ভিত্তিকভাবে মান বণ্টনের দিক দিয়ে অনেকটা ভিন্নতা দেখা যায়। প্রতি বিষয়ে মোট ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে উল্লেখ্য যে, কিছু বিষয়ে প্র্যাকটিকাল বা ব্যবহারিক পরীক্ষা থাকাই সেখানে মোট ৭৫ মার্কের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হয়। এর মধ্যে ৫০ মার্কের লিখিত আর ২৫ মার্কের এমসিকিউ থাকে। অন্যদিকে ব্যবহারিক অংশের জন্য ২৫ মার্ক বরাদ্দ থাকে।

২০২১ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস pdf | Hsc সিলেবাস ২০২১

২০১৭ সালের পূর্বে লিখিত ৪০ আর এমসিকিউ ৩৫ মার্কে করে থাকলেও এই সাল থেকে এইচএসসি পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে ১০ নম্বর বৃদ্ধি ও বহুনির্বাচনী প্রশ্নে ১০ নম্বর কমিয়ে তা ৫০ এবং ২৫ করা হয়। যার কারণে লিখিত অংশে ভাল করার কোন জুড়ি নেই।
 
লিখিত অংশ এবং এমসিকিউ দুই টাতেই আলাদা করে পাশ মার্ক থাকে। বাধ্যতামূলক বিষয়ের জন্য আলাদা ভাবে ৩৩ করে মার্ক লাগবে। লিখিত অংশে ২৩ আর এমসিকিউ তে ১০ পেলে তবেই পাশ করা যাবে। আবার ইংরেজি তে দুটি বিষয়ের ক্ষতে ৬৬ মার্কস পেলে পাশ। আলাদা ভাবে এখানে পাশের দরকার নাই।
 
 
সাইন্সের সাবজেক্ট বা যাদেরসাথে প্র্যাক্টিকাল আছে তাদের জন্য প্রতিটি বিষয়ে ১ম এবং ২য় পত্র আলাদা ভাবে থাকায় একে অপরের সাহায্যকারী সাবজেক্ট হিসেবে কাজ করে। তাই দুইটি সাবজেক্ট মিলে মোট ৩৩ হলেও পাশ হয়ে যাবে। এতে লিখিত তে দুটি মিলে ৩৩ আর এমসিকিউ এর জন্য দুটি পত্র মিলে ১৬ পেতে হবে।

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

মানবিকের জন্য লিখিত তে আপনাকে দুটি বিষয় মিলে ৪৬ আর এমসিকিউ তে আপনাকে কমপক্ষে ১০ দুই পত্র মিলে পেতে হবে তবেই আপনি পাশ করতে পাবেন। এখানে আপনি এক পত্রে লিখিত তে ১৩ আর অন্যপত্রে যদি ২৩ পান তাও পাশ হয়ে যাবে। একই ভাবে এমসিকিউ এর জন্যও ১২ আর ৮ পেলেও পাশ হবেন।

এইচএসসি সিলেবাস ২০২১ | এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ২০২১

ব্যবসায় শাখার জন্যও মানবিকের মতো লিখিত তে আপনাকে দুটি বিষয় মিলে ৪৬ আর এমসিকিউ তে আপনাকে কমপক্ষে ১০ দুই পত্র মিলে পেতে হবে তবেই আপনি পাশ করতে পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url