ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ | কত পয়েন্ট কত টাকা?
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত টাকা লাগবে এইসব সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পড়তে থাকুন আমাদের এই পোস্ট-
ঢাকা বিশ্ববিদ্যালয় | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ | ঢাকা বিশ্ববিদ্যালইয়ের ইতিহাস
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১ | ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা অনুষদ সমূহ
২. বিজ্ঞান অনুষদ
২.১ পদার্থ বিজ্ঞান বিভাগ
২.২ গণিত বিভাগ
২.৩ রসায়ন বিভাগ
২.৪ পরিসংখ্যান বিভাগ
২.৫ জৈবরাসায়নিক পদার্থবিদ্যা এবং প্রযুক্তি বিভাগ
২.৬ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ
২.৭ ফলিত গণিত বিভাগ
৩. আইন অনুষদ
৩.১ আইন বিভাগ
৪. সামাজিক বিজ্ঞান অনুষদ
৪.১ অর্থনীতি বিভাগ
৪.২ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
৪.৩ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ
৪.৪ সমাজবিজ্ঞান বিভাগ
৪.৫ লোক প্রশাসন বিভাগ
৪.৬ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
৪.৭ নৃবিজ্ঞান বিভাগ
৪.৮ জনসংখ্যা বিজ্ঞান বিভাগ
৪.৯ শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ
৪.১০ নারী শিক্ষা বিভাগ
৪.১১ উন্নয়ন শিক্ষা বিভাগ
৪.১২ টেলিভিশন, চলচ্চিত্র ও আলোকচিত্র বিভাগ
৪.১৩ অপরাধবিজ্ঞান বিভাগ
৫. ব্যবসায় শিক্ষা অনুষদ
৫.১ ম্যানেজমেন্ট বিভাগ
৫.২ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ
৫.৩ মার্কেটিং বিভাগ
৫.৪ ফাইন্যান্স বিভাগ
৫.৫ ব্যাংকিং এন্ড ইনস্যুরেন্স বিভাগ
৫.৬ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগ
৫.৭ ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ
৫.৮ টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
৫.৯ অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ
৬. জীববিজ্ঞান অনুষদ
৬.১ মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ
৬.২ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ
৬.৩ প্রাণিবিদ্যা বিভাগ
৬.৪ প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
৬.৫ মনোবিজ্ঞান বিভাগ
৬.৬ অণুজীব বিজ্ঞান বিভাগ
৬.৭ মৎস্য বিজ্ঞান বিভাগ
৬.৮ চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ
৬.৯ এডুকেশনাল সাইকোলজি বিভাগ
৭. ফার্মেসি অনুষদ
৭.১ ফার্মাসিউটিকাল রসায়ন বিভাগ
৭.২ ক্লিনিকাল ফার্মেসি এন্ড ফার্মাকোলজি বিভাগ
৭.৩ ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি বিভাগ
৮. প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
৮.১ তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ
৮.২ ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ
৮.৩ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
৮.৪ পারমাণবিক প্রকৌশল বিভাগ
৮.৫ রোবোটিক্স ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ
৯. বিশ্ব ও পরিবেশ বিজ্ঞান অনুষদ
৯.১ ভূগোল ও পরিবেশ বিভাগ
৯.২ ভূতত্ত্ব বিভাগ
৯.৩ সমুদ্রবিজ্ঞান বিভাগ
৯.৪ দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপন বিভাগ
৯.৫ আবহাওয়া বিজ্ঞান
১০.২ গ্রাফিক্স ডিজাইন বিভাগ
১০.৩ প্রিন্ট মেকিং বিভাগ
১০.৪ প্রাচ্যকলা বিভাগ
১০.৫ ভাস্কর্য বিভাগ
১০.৬ কারুশিল্প বিভাগ
১০.৭ মৃৎশিল্প বিভাগ
১০.৮ শিল্পকলার ইতিহাস বিভাগ
১১.২ স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান অনুষদ
১১.৩ শিক্ষা অনুষদ
- "ক" ইউনিট এর অধীনের রয়েছে মোট ১০টি অনুষদ ও ৩২টি বিভাগ।
- "খ" ইউনিট এর অধীনের রয়েছে মোট ১০টি অনুষদ ও ৪৪টি বিভাগ।
- "গ" ইউনিট এর অধীনের রয়েছে মোট ১টি অনুষদ ও ৯টি বিভাগ।
- "ঘ" ইউনিট এর অধীনের রয়েছে মোট ১১টি অনুষদ ও ৫৫টি বিভাগ এবং
- "চ" ইউনিট এর অধীনের রয়েছে মোট ১টি অনুষদ ও ৮টি বিভাগ।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ | নিয়মাবলি এবং মানবণ্টন ও আসনবিন্যাস
- ক ইউনিট আসন সংখ্যা ১৭৯৫ টি
- খ ইউনিট আসন সংখ্যা ২৩৬৩ টি
- গ ইউনিট আসন সংখ্যা ১২৫০ টি
- ঘ ইউনিট আসন সংখ্যা মোট ১৫৬০ টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের জন্য ১১১৭ টি, মানবিক বিভাগের জন্য ৫৩ টি, ব্যবসা শিক্ষা বিভাগের জন্য ৪০০ টি সিট বরাদ্দ আছে।
- চ ইউনিট আসন সংখ্যা ১৩৫ টি।
- আইবিএ আসন সংখ্যা ১২০ টি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১ | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
"ক" ইউনিট আবেদনের যোগ্যতা ও মানবন্টন | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১
পাশ নম্বর
"খ" ইউনিট আবেদনের যোগ্যতা ও মানবন্টন | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১
পাশ নম্বর
ভর্তি পরীক্ষার সময়ঃ সকাল ১১ঃ০০ – বেলা ১২ঃ৩০ পর্যন্ত
আবেদন ফিঃ ৬৫০/- টাকা
আবেদনের লিংকঃ admission.eis.du.ac.bd
"গ" ইউনিট আবেদনের যোগ্যতা ও মানবন্টন | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ সালের পরীক্ষায় গ ইউনিট মূলত বিজনেস স্টাডিজ অনুষদ। এখানে শুধুমাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাই ভর্তির জন্য আবেদন করতে পারবে।
এই বিভাগের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ন্যূনতম ৩.৫ সহ মোট প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ থাকতে হবে।
পাশ নম্বর
গ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ সালের ভর্তি পরীক্ষায় পরীক্ষা মোট ১০০ নম্বরের MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে। এখানে বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এখানেও নেগেটিভ মার্কিং আছে অর্থাৎ প্রতিটি MCQ ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কার্তন করা হবে।
ভর্তি পরীক্ষার সময়ঃ সকাল ১১ঃ০০ – বেলা ১২ঃ৩০ পর্যন্ত
আবেদন ফিঃ ৬৫০/- টাকা
আবেদনের লিংকঃ admission.eis.du.ac.bd
গ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ সার্কুলার পিডিএফ ডাউনলোড করুন
"ঘ" ইউনিট আবেদনের যোগ্যতা ও মানবন্টন | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ সালের ঘ ইউনিট হলো সামাজিক বিজ্ঞান অনুষদ যেটিকে বলা হয় ইউনিট চেঞ্জ অনুষদ। মানে এখানে সব বিভাগের- মানবিক,ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকে সমান ভাবে। এখানে চাইলেই বিভাগ পরিবর্তন করা যায় খুব সহজেই।
২০২০-২০২১ সালের ঘ অনুষদের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান এর যেকোন একটি থেকে উত্তীর্ণ হতে হবে। এছাড়া বিভাগ ভিত্তিক পয়েন্টের হিসাব অনুযায়ী-
মানবিক শাখা সাধারণ বা মাদ্রাসা শিক্ষা বাের্ড থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) আলাদাভাবে জিপিএ ৩.০ সহ পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে। এর কম হলে প্রার্থী আবেদনের জন্য অবিবেচ্য বলে বিবেচিত হবে।
আরো পড়ুনঃ SSC result 2021 | এসএসসি রেজাল্ট ২০২১
ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) আলাদাভাবে জিপিএ ৩.৫ সহ মোট প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০ হতে হবে। এর কম হওয়া যাবে না।
বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.৫ হতে হবে। তবে প্রতিটি পরীক্ষায় জিপিএ ৩.৫ অবশ্যই থাকতে হবে। এছাড়া আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না।
পাশ নম্বর
ঘ ইউনিট ভর্তি পরীক্ষা হবে মোট নম্বর ১০০ এর। MCQ - এর জন্য ৬০ নম্বর এবং লিখিত পরীক্ষা ৪০ নম্বরের অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য আলাদা করে ৪৫ মিনিট সময় দেওয়া হবে। MCQ পরীক্ষার জন্য প্রতিটা প্রশ্নের মান ১ করে এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর অতিরিক্ত কর্তন করা হবে।
MCQ ও লিখিত উভয় পরীক্ষা মিলিয়ে সর্বমোট পাশ নম্বর ৪০ হবে যেখানে লিখিত তে কমপক্ষে ১০ এবং MCQ পরীক্ষায় বাংলায়/ Advance English ন্যূনতম -০৫ নম্বর, ইংরেজী ন্যূনতম -০৫ নম্বর, সাধারণ জ্ঞানে ন্যূনতম -১০ নম্বর এবং সর্বমোট ২৪ নম্বর পেতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্ল্যেখ আছে।
ভর্তি পরীক্ষার সময়ঃ সকাল ১১ঃ০০ – বেলা ১২ঃ৩০ পর্যন্ত
আবেদন ফিঃ ৬৫০/- টাকা
আবেদনের লিংকঃ admission.eis.du.ac.bd
"চ" ইউনিট আবেদনের যোগ্যতা ও মানবন্টন | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত পয়েন্ট লাগবে ২০২১
ঢাকা ইউনিভার্সিটির চারুকলা অনুষদ সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। এখানে সবাই আবেদন করতে পারবেন। একটি অনুষদের অধীনে ৮ টি বিভাগে আপনি চাইলে পড়তে পারবেন এখানে। দেশের সবথেকে বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ আপনিও পেতে পারেন।
যে সকল শিক্ষার্থী ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২০ সনে উচ্চ মাধ্যমিক (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান) পাশ করেছে তারা আবেদন করতে পারবে। এক্ষত্রে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার যে কোন শাখায় উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় আলাদা আলাদা ভাবে জিপিএ ৩ ন্যূনতম (৪র্থ বিষয়সহ) সহ মোট প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭ আছে তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে।
পাশ নম্বর
সাধারণ জ্ঞান পরীক্ষা সময়ঃ সকাল ১১ঃ০০ – বেলা ১১.৩০ টা পর্যন্ত
আবেদন ফিঃ ৬৫০/- টাকা
আবেদনের লিংকঃ admission.eis.du.ac.bd
চ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১ সার্কুলার পিডিএফ ডাউনলোড করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত টাকা লাগবে | ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২০-২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত টাকা লাগবে
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে কত টাকা লাগবে? এটা প্রায় সকলেরই প্রশ্ন থাকে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা এই বিষয়ে আপনাদের একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই আসি আপনি ঢাবিতে চান্স পেলেন এবার ভর্তি হওয়ার জন্য আপনাকে কত টাকা সেখানে ব্যয় করতে হবে? পাব্লিক ভার্সিটি হওয়ার দৌলতে এখানে এডমিশন ফি খুব বেশি না। আপনি ৮-৯ হাজার টাকার মধ্যেই এখানে ভর্তি হতে পারবেন। বিভাগ ভিত্তিক কিছু কম বেশি হবে। কিণ্টূ এভারেজ এ আপনার এরকম ই খরচ হবে।
ভর্তির পর সবার প্রথমে সবাই চিন্তা করে থাকা আর খাওয়া নিয়ে। এটার জন্য ভার্সিটির হল তো আছেই। তবে এখানে থাকার,খাওয়ার টা নিজ নিজ করতে হবে। ভার্সিটির ক্যান্টিন এ কম খরচ এ খেতে পারে সবাই তাই এখানেই বেশি ভিড় দেখা যায়। মিল সিস্টেমেও আছে অনেক সুবিধা। এখানে দিন প্রতি ৫০ টাকাই আপনার দুপুর এবং রাতের খাবার খেতে পারবেন। সাপ্তাহিক ৩৫০ টাকা পড়বে আপনার খরচ এক্ষেত্রে। আর হলে থাকার জন্য নামে মাত্র ১০ টাকা করে ফি দিতে হয় যা খুবই সহজ লভ্য।
আর বছরে একবার ইয়ার ভিত্তিক বিভাগে আপনাকে পরীক্ষার আগে রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিট্রেশন করতে হবে। এখানে প্রায় ৬-১০ হাজার থেকে কম বেশি লাগতে পারে। ইয়ার বৃদ্ধির সাথে সাথে এই ফি কিছুটা বৃদ্ধি পাবে। তবে সেমিস্টার সিস্টেমে আপনাকে এর অর্ধেক মানে প্রায় ৩-৫ হাজার এর মতো লাগবে। আমরা সবাই জানি বছরে প্রতি দুটি করে সেমিস্টার এক্ষেত্রে ফি আপনার একই পড়লেও তা বছরে দুই বারে দেওয়ার জন্যও খরচ কমে আসে।
এবার চিন্তা বই নিয়। অনেকে ভাবেন হাইয়ার স্টাডির বই অনেক দামি। আসলে দামি হলেও এসব বই লাইব্রেরি থেকেই পাওয়া যায়। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য এই ব্যবস্থাপনা করেছে। আবার অনেক শিক্ষক ব্যক্তিগত উদ্দ্যোগে শিক্ষার্থীদের সুবিধার জন্য বিভিন্ন হ্যান্ড নোট প্রদান করেন যা তাদের পড়াশোনায় অনেক সাহায্যকারী হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ মোটেই খুব বেশি না। তাই এই বিষয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।
অনেক অনেক ধন্যবাদ ব্লগ টি লেখার জন্য।অনেকটাই উপকৃত হলাম এবং জানতে পারলাম