OrdinaryITPostAd

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করুন

এখন ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করুন নিমেষেই। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড, রকেট অ্যাকাউন্ট ও নেক্সাস পে অ্যাপ অ্যাক্টিভেট করার জন্য বিভিন্ন সময় তাদের হেল্প লাইন নাম্বারে কল করার প্রয়োজনীয়তা দেখা দেয়। ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে 16216 কল করলে সাধারত প্রতি মিনিট কথা বলার জন্য ০২ টাকা ৩০ পয়সা কেটে নেয়।


তবে আপনি এখন কোনো ধরণের খরচ ছাড়াই সম্পূর্ণ ফ্রি কল করতে পারবেন ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে। সম্প্রতি ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার হিসেবে নতুন আইপি নাম্বার উন্মুক্ত করেছে যেটিতে আপনি মিনিট কিনে বা ফ্রি'তে কল করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য সম্পূর্ণ পোস্টটি ভালভাবে পড়ে নিন।

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করুন

ডাচ বাংলা ব্যাংক হেড অফিস নতুন যে আইপি হেল্পলাইন লাইন উন্মুক্ত করেছে সেটি হলোঃ 09666716216 এই আইপি নাম্বারে আপনি মিনিট কিনেও কথা বলতে পারবেন বা ফ্রি কল করতেও পারবেন। মিনিট কিনে তো সবাই কথা বলতে পারেন কিন্তু ফ্রি কল কল করবেন কিভাবে সেটা এখন বলি।

ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন আইপি নাম্বারে ফ্রি কল করার নিয়ম

আপনার যদি আইপি টেলিফোন থাকে তাহলে তা থেকে আপনি ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন 09666716216 নাম্বারে ফ্রি কল করতে পারবেন। যদি আপনার আইপি টেলিফোন না থেকে থাকে সেক্ষেত্রেও ফ্রি কল করতে পারবেন। আপনি যদি ওয়াইফাই ইন্টারনেট ব্যাবহারকারী হোন সেক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করতে পারবেন। আর যদি আপনার ওয়াইফাই ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে সিমের ইন্টারনেট ডাটা প্যাক ব্যবহার করেও ডাচ বাংলা ব্যাংক কল সেন্টারের 09666716216 নাম্বারে কল করতে পারবেন।

এজন্য আপনাকে আইপি কল সাপোর্ট করে এমন অ্যাপ থেকে কল করতে হবে। এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ও কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতে পারবেন।

ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করার টিপস

যেহেতু ডাচ বাংলা ব্যাংকের গ্রাহক সংখ্যা অন্যান্য ব্যাংকের গ্রাহক সংখ্যার তুলনায় অনেক বেশি, সেক্ষেত্রে আপনি যখনই বিভিন্ন প্রয়োজনে বা নেক্সাস পে অ্যাপ অ্যাক্টিভেট করার জন্য কল করবেন দেখবেন তারা প্রায় সময় ব্যস্তই থাকে। এজন্য আপনাকে এমন সময় ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে কল করতে হবে যখন সবাই কল দেয় না। মানে আপনি যদি রাত ৩টা থেক ভোর ৫টার মধ্যে কল করেন তাহলে দেখবেন তারা দ্রুত কল রিসিভ করবে। ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার নাম্বারে ফ্রি কল করতে পেরেছেন নিশ্চিয়?

ডাচ বাংলা ব্যাংক কল সেন্টার নাম্বারে ফ্রি কল করুন

আপনি যদি সরাসরি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে চান তাহলে তারা কল পিক করার পর প্রথমে নাম্বার প্যাড থেকে ১ চাপ দেবেন এতে কথা বলার ভাষা বাংলা হয়ে যাবে। তারপর ০ চাপ দেবেন তাহলে আপনার কলটি কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার হয়ে যাবে। এভাবে ডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বারে ফ্রি কল করুন।

ডাচ বাংলা ব্যাংক হেড অফিস কল সেন্টার নাম্বার

বিস্তারিত জানতে ডাচ বাংলা ব্যাংক হেড অফিসে যোগাযোগ করুনঃ
(৮৮০২) ৪৭১১০৪৬৫, ৪৭১১৫১৫৫, ৪৭১১৪৭৯৫ [DBBL helpline number]
আন্তর্জাতিকঃ (৮৮০২) ৪৭১১০৪৬৫, ৪৭১১৫১৫৫, ৪৭১১৪৭৯৫
ফ্যাক্সঃ ৮৮০২) ৯৫৬১৮৮৯
সুইফটঃ DBBLBDDH
ই-মেইলঃ hossain.mosharraf@dutchbanglabank.com

ডাচ বাংলা ব্যাংক কাস্টমার কেয়ার এ ফ্রি কল করার পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন নিচের শেয়ার বাটনগুলিতে ক্লিক করে। আর ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট, ডেবিট/ক্রেডিট কার্ড, রকেট অ্যাকাউন্ট ও নেক্সাস পে অ্যাপ সম্পর্কে কোন কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে মন্তব্য করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
12 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • jakir
    jakir ০৪ জুলাই

    International master card

  • hahu
    hahu ০৫ জুলাই

    আমার নেক্সাস পে এপ কাজ করছেনা

    • Ordinary IT
      Ordinary IT ১৩ জুলাই

      কি সমস্যা হচ্ছে স্যার?

  • Md Al Amin
    Md Al Amin ১৩ জুলাই

    আমার এই এপ টা অলরেডিপন্ডি এরকম দেখায় কিরতে হবে আমাকে

    • Ordinary IT
      Ordinary IT ১৩ জুলাই

      পোস্টে উল্লেখিত নাম্বারে কল করতে হবে পেন্ডিং রিকুয়েস্ট অ্যাক্টিভেট করার জন্য।

  • opu
    opu ১৯ আগস্ট

    amar nexus pay wifi diye log in hoy na kno

    • Ordinary IT
      Ordinary IT ২২ আগস্ট

      হেল্প নাম্বারে কল করে সাহায্য নিন স্যার।

  • MD.SHUVO
    MD.SHUVO ৩১ মার্চ

    আমার একটি ডাচ্-বাংলা ব্যাংকে একাউন্ট আছে একাউন্টের বেপারে আর রকেট একাউন্টের বেপারে

  • Raza
    Raza ২২ মে

    আমি আমার একাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাই

    • Ordinary IT
      Ordinary IT ২২ মে

      ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল দিন তাহলে।

  • Unknown
    Unknown ০১ জুলাই

    আসসালামু আলাইকুম স্যার আমি সিঙ্গাপুর থাকি আমার সিঙ্গাপুরে DBSঅ্যাকাউন্ট আছে আমি কি বাংলাদেশের যেয়ে আপনাদের ব্যাংক থেকে DBS একাউন্টে থেকে টাকা উঠাতে পারবো ?

  • Unknown
    Unknown ১৩ সেপ্টেম্বর

    আমি নেক্সপে এ্যাপস খুলতে চেস্টা করতেছি কিন্তুু হচ্ছেনা কেন, অপশন গুলো বলে দিলে উপকৃত হবো।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url