OrdinaryITPostAd

কম্পিউটার মনিটর এবং টিভির পার্থক্য জেনে নিন

বর্তমানে আমাদের সবার বাড়িতে মনিটর এবং টিভি আছে। মনিটর এবং টিভি দেখতে অনেকটা একইরকম মনে হলেও দুইটির মধ্যে আছে অনেক পার্থক্য।

আজকের এই লেখায় আপনারা জানতে পারবেন মনিটর এবং টিভি-এর মধ্যকার পার্থক্যগুলো যেগুলো জানার পর আপনার মনিটর এবং টিভি এক মনে হবে না।

মনিটর এবং টিভি এর মধ্যকার পার্থক্যসমুহ

  • বাহ্যিক দিক থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে মনিটর এর সাথে পিসি সংযুক্ত করা থাকে আর টিভি-এর সাথে ক্যাবল বক্স সংযুক্ত করা থাকে।
  • টিভি বড় সাইজে পাওয়া যায় কিন্তু মনিটর বড় সাইজে পাওয়া যায় না।
  • যেহেতু মনিটর কম্পিউটারের বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ কাজ ( visual designing, gaming) করার জন্য তৈরি করা হয়েছে সেজন্য এসব মাথায় রেখে মনিটর খুব  হাই কনফিগারেশন করে তৈরি করা হয়ে থাকে কিন্তু আবার অন্য দিকে টিভিতে এসব দরকার পড়ে না।
  • টিভির দাম বেশি কিন্তু মনিটরের দাম কম। 
  • টিভিতে হাই resolution ব্যবহার করা হয় কিন্তু মনিটরে শুধুমাত্র হাই resolution-এর ছবি দেখা যায়।
  • যেহেতু মনিটরের মাধ্যমে অনেক প্রোগ্রাম রান করানোর দরকার হয় তাই মনিটরের ফিডব্যাক টাইম খুব কম। মানে খুব কম সময়েই মনিটর রেসপন্স করতে পারে। আবার অন্যদিকে টিভিতে এতো কিছুর দরকার হয় না তাই টিভির রেসপন্স করতে মনিটর থেকে বেশি সময়ের দরকার হয়।
  • মনিটরে আছে সঠিক কালার কোড যার কারণে আপনি একেবারে প্রকৃত কালার সবসময় দেখতে পাবেন কিন্তু অন্য দিকে টিভিতে অনেক বেশি কন্ট্রাস্ট ব্যবহার করা হয়ে থাকে যেন দর্শকেরা মুভি বা অন্য কোনো প্রোগ্রাম দেখে বেশি আনন্দ লাভ করতে পারে।
  • মাঝেমধ্যে মনিটরে টিভির মতো বেশি ভাল সাউন্ড আসে না। কারণ মনিটর সাধারণত মুভি দেখার জন্য specially তৈরি করা হয় না। কিন্তু যেহেতু টিভিতে যেকোন প্রোগ্রাম বা মুভি দেখার জন্য তৈরি করা হয় সেজন্য আপনি টিভিতে ভাল সাউন্ড পাবেন এটা স্বাভাবিক।
  • টিভিতে বিভিন্ন ইনপুট পয়েন্ট থাকে যেমন USB, VGA,  HDM  কিন্তু মনিটরে এসব থাকে না।
  • টিভিতে সাধারণত  ৬০ হার্জ ফ্রেম রেট থাকে। কিন্তু মনিটরে ২৪০ হার্জ ফ্রেম রেট থাকে।
  • মনিটর আজকাল এমন ভাবে তৈরি হচ্ছে যেন একই সাথে মনিটরের সাহায্যে টিভির কাজ করা যায়। কিন্তু টিভি দিয়ে কোনো সময় মনিটরের কাজ করা যায় না।
আমরা প্রায় প্রতিদিনের কাজেই টিভি এবং মনিটর ব্যবহার করি। সুতরাং এগুলো আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এগুলোর সামনে বেশিক্ষণ বসে থাকলে হতে পারে চোখের ক্ষতি। এ সমস্যা সমাধানের জন্য আজকাল সেভাবেই বানানো হচ্ছে টিভি এবং মনিটর।

লেখাটি ভালো লাগলে শেয়ার করবেন আর কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url