ডিপফেক টেকনোলজি | ডিপফেক ভিডিও | ডিপফেক বট প্রযুক্তি
ডিপফেক টেকনোলজি ও ডিপফেক বট প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত দেখুন এই পোস্টে। আমরা
প্রতিনিয়ত নিত্য নতুন অ্যাপস ও ওয়েবসাইট এর সাথে পরিচিত হচ্ছি। এই অ্যাপস ও
ওয়েবসাইট গুলো আমাদের নানান কাজে ব্যাবহার করে থাকি। এইগুলোর মধ্যে রয়েছে
চেহারা পরিবর্তন করে ভিডিও বা ফটো তৈরি করার জন্য কিছু ডিপফেক অ্যাপস এবং
ওয়েবসাইট।
ডিপফেক বট কি জানেন? বর্তমানে
অনলাইন মার্কেটে এসেছে Zao নামক একটি ডিপফেক অ্যাপস। এই App টি আপনার নকল
ভিডিও তৈরি করে দিতে পারে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে, যা আমাদের বিনোদনের
জন্য ব্যাবহার করতে পারি। এই তৈরিকৃত ভিডিওগুলোর সাথে রয়েছে বাস্তবতার অনেক
মিল।
আজ
আপনাদের জন্য এই ধরনের ৮ টি ডিপফেকঅ্যাপস ও ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি।
আমরা গোপনীয়তা ও গবেষণার ব্যাপার মাথায় রেখে পরিষেবাগুলি গ্রহন করছি। আপনি
যদি চান যেকোনো প্রয়োজনীয় ভিত্তি মাথায় রেখে সেবাগুলো গ্রহন করতে
পারেন।আপনি এই পরিষেবাগুলি মেশিন লার্নিং, চিত্রের স্বীকৃতি, কম্পিউটার
ভিশন এবং অবশ্যই বিনোদনের জন্য ব্যবহার করতে পারেন। চলুন এবার আমরা অ্যাপস ও
ওয়েবসাইটগুলোর সাথে পরিচিত হই।
1. Zao | ডিপফেক টেকনোলজি
Zao
হলো একটি চাইনিজ অ্যাপস। এই অ্যাপসটির মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে
আপনার চেহারাটি এই অ্যাপসটির ভিডিও গ্যালারির যেকোনো ভিডিওতে লাগিয়ে নিতে
পারবেন তাও নিখুঁত ভাবে। এই কার্য ক্ষমতার জন্য চায়নাতে এই অ্যাপসটি ভালো
জনপ্রিয়তাই পেয়েছে।
ডিপফেক
ভিডিও তৈরি করার জন্য এর ভিডিও গ্যালারি থেকে একটি ভিডিও সিলেক্ট করেতে
হবে।এই অ্যাপ্লিকেশনটির ভিডিও লাইব্রেরিতে চীনা নাটক সিরিজ, বিগ ব্যাং
থিওরি, জনপ্রিয় হলিউড চলচ্চিত্র এবং আরো অনেক ভিডিও এর অন্তর্ভুক্ত রয়েছে।
জাও আপাতদৃষ্টিতে খাঁটি ডিপফেইক ভিডিও তৈরি করতে সক্ষম। এই অ্যাপসটি
শক্তিশালী কম্পিউটার প্রোগ্রামগুলোর থেকেও বেশি কাজ করতে পারে।
প্রাপ্যতাঃ
- জাও অ্যাপসটি মূলত Android ও ios ব্যবহারকারিদের জন্য চায়নাতে বের হয়েছে।
- আপনারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন না।কারন এটিতে সাইন আপের জন্য চীনের মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে।
- এই অ্যাপসটি বেশিরভাগ চীনা মুখের ডেটার সাথে পরিচিত।
- তাই অন্যান্য দেশের লোকজন এই অ্যাপসটি ব্যবহার করে সুবিধা পাবে না।
দ্রষ্টব্য:
এই
অ্যাপসটি ব্যাবহার করতে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। কারণ এই
অ্যাপসটি নিয়ে চায়নাতে অনেক বিতর্কতা চলেছে। আপনারা যদি এই অ্যাপসটি
ব্যাবহার করতে চান, তবে আপনার গোপনীয়তা সম্পর্কে অবগত থাকতে হবে।
2. Deepfakes web β | ডিপফেক বট টেকনোলজি
Deepfakes web β এমন একটি ওয়েব সার্ভিস যা দিয়ে আপনারা ডিপফেক ভিডিও তৈরি করতে পারবেন।
এই
ওয়েবসাইটটি ফেসডেটা পরিবর্তনের জন্য ডিপ লার্নিং ব্যবহার করে থাকে। এই
সাইটটিতে ফেসডেটা ব্যাবহার ও মুখগুলি অদল বদল করতে প্রায় সাড়ে চার ঘণ্টার
(আমাদের পরীক্ষা অনুযায়ী) মতো লেগেছে। যদিও এটি ক্লাউডে শক্তিশালী জিপিইউ
ব্যবহার করে থাকে, তবুও সমস্ত ডেটা রেন্ডার করতে কয়েক ঘণ্টা সময় নিতে
পারে।
এখন
এটি বলা যায় যে ডিপফেইক ভিডিও তৈরি করা মোটেও ছেলে খেলা নয়। এক্ষেত্রে Zao
এর কয়েক সেকেন্ডের মধ্যে ডিপফেইক ভিডিও তৈরি করা সত্যিই অবিশ্বাস্য।
রীতিমত জাও এই সাইটটিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।
যাইহোক আপনি যদি ডিপফেক ওয়েব নিয়ে গবেষণা করতে চান, তাহলে এই সাইটটি ব্যবহার করতে পারেন।
Visit Website (Paid, 2$/hour of usage)
3. AvengeThem | ডিপফেক টেকনোলজি
আপনারা
এতক্ষণে বুজতেই পারতেছেন যে অ্যাভেঞ্জ থেম, এই ওয়েবসাইটটি আপনাদের প্রিয়
মার্বেল এর সকল চরিত্রের ডিপফেইক ভিডিও তৈরি করতে পারবে।
এই
ওয়েবসাইটটির মাধ্যমে আপনাদের মুখটি মার্বেলের চরিত্রে অদল বদল করা হবে এবং
সেটি GIP এ পরিণত করা হবে। এই সাইটটিও আপনার 3D মডেল তৈরি করাতে এটি
সম্পূর্ণ রূপে ডিপফেক ওয়েবসাইট নয়। তবে এটি অনেক সময় সত্যিই ভালো কাজ করে
থাকে।
এই
সাইটটিতে স্টার লর্ড, ব্ল্যাক উইডো, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং আর
অনেক কিছু সহ মোট ১৮ টি গিফ রয়েছে। এখানকার ১৮ টি চরিত্রের মধ্যে আপনি
যেটিতে চান সেটি দিয়ে আপনার পছন্দ মতো ভিডিও তৈরি করে নিতে পারেন এবং সেই
ভিডিও টি আপনার বন্ধুদের সাথে শেয়ার ও করতে পারেন।
মজার
জন্য যদি ভিডিও তৈরি করতে চান তাহলে এই ওয়েবসাইটটি হবে আপনার জন্য উত্তম
একটি উপায়। এই ওয়েবসাইটে DeepFake Video তৈরি করতে অল্প সময় লাগবে, তাই আমি
ব্যক্তিগত ভাবে এই ওয়েবসাইটটি সাজেস্ট করছি ।
Visit Website (Free)
4. MachineTube | ডিপফেক বট টেকনোলজি
মেশিন-টিউব
এমন একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনারা নিজেদের ইচ্ছে মত ভিডিও আপলোড করে
তাতে আপনার মুখ অদল বদল করে ডিপফেইক ভিডিও তৈরি করতে পারেন।
এই
সাইটটি ব্যবহার করতে হলে আপনার প্রয়োজন হবে একটি শক্তিশালী কম্পিউটার। এই
ওয়েবসাইটটি Deepfakes web β এর মতো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে না, তাই
এই সাইটটিতে প্রয়োজন হয় একটি ভালো অশ্বশক্তির কম্পিউটার।
- কম্পিউটার এর একটি ভালো GPU এবং একটি ২ জিবি VRAM প্রয়োজন।
- একটি ডিপফেক ভিডিও তৈরি করতে কয়েক ঘন্টা সময় নিতে পারে।
- মেশিনটিউব চিত্রের ডেটা প্রক্রিয়া করতে ব্যবহার করা হয় Algorithm যা আমাদের ভিডিও এর চিত্র প্রক্রিয়া করে থাকে।
MachineTube এর সবচাইতে বড় একটি দিক হলও এটি সম্পূর্ণ বিনামূল্যে এবং এটি খুব দুর্দান্ত কাজ করে থাকে।
সুতরাং, আপনি গবেষণা বা মজার জন্য এই Deapfake Website টি ব্যবহার করতে পারেন।
Visit Website (Free)
5. DeepFaceLab | ডিপফেক টেকনোলজি
ডিপফেসল্যাব একটি উইন্ডোজ অ্যাপ্লিকেশন।এটি কেবল মাত্র শিক্ষার্থী এবং গবেষকদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
ডিপফেক
ভিডিও সম্পর্কে যদি অধিক জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে এই
DeapFaceLab প্রোগ্রামটি ব্যবহার করে দেখতে হবে। এই অ্যাপসটি মেশিন লার্নিং
ব্যাবহার করে মুখের প্রতিস্থাপন করে এবং চিত্র সংশোধনে ব্যবহার করা হয়। এই
অ্যাপসটি ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এটির কাজ শিখতে হবে।
এটি
ব্যবহার করার জন্য আপনার পিসিটি হতে হবে অধিক শক্তিশালী। এই
অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার এক্সপার্ট হতে হবে, তবেই
আপনি এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য যথার্থ হবেন।
Visit GitHub (Free)
6. Deep Art | ডিপফেক বট টেকনোলজি
Deep Art এটি হলো একটি ডিপফেক মোবাইল অ্যাপ্লিকেশন।
এই
অ্যাপ্লিকেশনটি কোনও প্রকারের ডিপফেক ভিডিও তৈরি করার অ্যাপ্লিকেশন নয়।এর
মাধ্যমে শিল্প, প্রাচীন কাঠামো এবং চিত্রগুলির উপর ভিত্তি করে Deepfake
Photo তৈরি করতে পারে। এই অ্যাপসটির কার্যক্ষমতার জন্য বহুল প্রচলিত
হয়েছিল।
এই
ধরনের আরও অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, তবে ডিপ আর্ট অ্যাপস টিতে Ai মুডটি
ব্যবহার করা হয়। তাই এর বিশেষত্ব অনেক এবং এটি খুবি জনপ্রিয় অ্যাপ্লিকেশন।
এই অ্যাপসটির অন্ত্যতম একটি ভালো দিক হল, এটিতে কোনো প্রকারের নিরাপত্তার ভয় নেই।
তাই আপনি যদি আর্টের কিছু তৈরি করতে চান তাহলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন।
7. Face Swap Live | ডিপফেক টেকনোলজি
ফেস অদল বদল করা, এটি সম্পূর্ণরূপে কোনও DeapFake App নয়। এই অ্যাপসটিও এই ধরণের একটি অ্যাপ।
তবে -
- এই অ্যাপ এর সাহায্যে আপনি কোনও ভিডিও বা ফটোতে সোয়াপ করতে পারবেন।
- এর সাহায্যে ভিডিও রেকর্ড করতে, স্টিকার লাগাতে, ফটো তোলা এবং সোশ্যাল মিডিয়া গুলোতে সরাসরি পোস্ট করতে পারবেন।
- এর সাহায্যে আপনি থ্রীডি ইফেক্ট, অনেকগুলো মুখের মুখোশ এবং ইন্টারেক্টিভ ফেই-স ওয়ার্পিং টুলও পাবেন।
এককথায়, এই ফেই-স সোয়াপ লাইভ অ্যাপটি আপনার Zao অ্যাপটির অভাব পূরণ করবে।
8. Face Swap by Microsoft | ডিপফেক বট টেকনোলজি
ফেই-স সোয়াপ একটি মাইক্রোসফট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি সম্পূর্ণ Garage Project এর আওতায় তৈরি হয়েছে।
এই অ্যাপসটি কোন ডিপফেক অ্যাপ্লিকেশন নয়। তবে এই প্রোগ্রামটির সাহায্যে আপনি মুখের অদল বদল করতে পারবেন তাও নিজের মতো করে।
- আপনি Face Swap Microsoft অ্যাপ্লিকেশনটি দিয়ে একটি সেলফি তুলবেন এবং এই প্রোগ্রামটি কোন সমস্যা ছাড়াই তাৎক্ষণিক ভাবে মুখটি সোয়াপ করে দিবে।
- আপনার সফটওয়্যারটির কাজে যদি সন্তুষ্ট না হন তাহলে আপনি নিজের মত করে মুখের মত করে কাস্টমাইজড করে নিতে পারেন ।
এই প্রোগ্রামটির সাহায্যে আপনি মুখ, চুল, পোশাক ও অ্যানিমেটেড দৃশ্যের নিজের মত করে পরিবর্তন করে নিতে পারেন।
এই মাইক্রোসফট অ্যাপসটি একটি শক্তিশালী প্রোগ্রাম, তাই আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন।
লেখাটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কিছু জানার থাকলে নিচে মন্তব্য করুন।
Vlo lagce