বিশ্ব সেরা ২০টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকা
এই মুহূর্তে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
কী কী? উত্তর আসবে ফেসবুক, টুইটার, গুগল ইত্যাদি। হ্যা আজকে এমনই ২০ টি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা জানব আমরা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেটে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের
প্রচারণা চালানোর প্রধান উৎস। শুধু কি ব্যবসার প্রচারণা?
না ব্যবসার প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। বরং পৃথিবীর সকল কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছোট-বড় সবারই পছন্দের মাধ্যম এগুলো। কেননা এই মাধ্যমগুলো ব্যবহার করে বিশ্বের একপ্রান্ত থেকে অপর প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করা যায়। চোখের পলকে পাঠিয়ে দেওয়া যায় ছবি, ভিডিও বা লিখিত বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো কি কি জেনে নিন।
ফেসবুক - Facebook
মোট ব্যবহারকারীর নাম অন্তর্ভুক্তকরণ ও সংখ্যা উভয়ের দিক থেকে ইন্টারনেটের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
২০০৪ সালের ৪ঠা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় যোগাযোগ মাধ্যমটি। সৃষ্টির শুরু
থেকে এপর্যন্ত ১.৫৯ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয়
প্রতিষ্ঠানটি। প্রায় ১ মিলিয়নের বেশি ব্যবসা প্রতিষ্ঠান এটিকে ব্যবহার করেন
তাদের ব্যবসার প্রচারের জন্য।
টুইটার - Twitter
সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত বিশ্বের ২য় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের
সদর দপ্তর। আপনি যদি ভেবে থাকেন যে আপনার মনের কথাগুলো ১৪০ অক্ষরের মধ্যে
সীমাবদ্ধ করা সম্ভব নয় তাহলে এটি আপনাকে অবাক করে দিবে যে, টুইটার নামক
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৩২০ মিলিয়নের বেশি মানুষ ১৪০ টি অক্ষরের
মাধ্যমে তাদের মনের কথা বর্নণা করে চলেছেন। এই মাধ্যমের সাহায্যে আপনি
ব্যবসার প্রচারও চালাতে পারেন, আবার বন্ধুদের সাথে যোগাযোগও করতে পারেন। আর
এই মাধ্যমটি তৈরি করা হয় ২০০৬ সালের ২১ মার্চ।
লিংক্ডইন - Linkedin
২০০২ সালের ১৪ই ডিসেম্বর তৈরি করা হলেও বিশ্বের ৩য় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম লিংক্ডইন
আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে ২০০৩ সালের ০৫ মে। প্রায় ২৪ ভাষায়
ব্যবহার করা যায় এই মাধ্যমটি, যার ব্যবহারকারীর সংখ্যা ৪০০ মিলিয়ন।
গুগল প্লাস - Google+
যখন ফেসবুক, টুইটার বা লিংক্ডইন কিছুই ছিলো না, তখন থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস। ২০১১ সালের ১৫ই ডিসেম্বর যাত্রা শুরু হয় এই মাধ্যমটির। প্রায় ৪১৮ মিলিয়ন ব্যবহারকারী নিবন্ধিত হয় মাধ্যমটিতে।
ইউটিউব - Youtube
সর্বাধিক জনপ্রিয় ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব
প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালের ১৪ই ফেব্রুয়ারি তিন প্রাক্তন পেপাল কর্মচারীর
হাত ধরে। পরে ২০০৬ সালে এই প্রতিষ্ঠানকে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে
নেয় গুগল। গুগলের পরে ২য় সর্বাধিক জনপ্রিয় এই মাধ্যমের রয়েছে প্রায় ১
বিলিয়নের বেশি দর্শক।
পিন্টারেস্ট - Pinterest
পিন্টারেস্ট
এমন একটি সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য পিন
করে রাখে।২০১০ সালে এই মাধ্যমটি তৈরি করা হয়। আর এরই মধ্যে ১০০ মিলিয়ন
ব্যবহারকারী সংগ্রহ করতে সক্ষম হয় মাধ্যমটি।
ইনস্টাগ্রাম - Instagram
পিন্টারেস্টের জমজ ভাইখেত এই মাধ্যম ইনস্টাগ্রাম
চালু হয় ২০১০ সালের অক্টোবর মাসে।এর রয়েছে ৪০০ মিলিয়ন ব্যবহারকারী।
ফেসবুকের মালিকানাধীন এই মাধ্যমের ৯৫শতাংশ ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করে।
অনেকেই এটিকে ফ্যাশন, শিল্প, ভ্রমন বিষয়ক তথ্য পোস্ট করতে ব্যবহার করেন।
টাম্বলার - Tumblr
২০০৭ সালে ডেভিড কার্প দ্বারা তৈরি হয় টাম্বলার
নামক এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি একটি ব্লগ ভিত্তিক মাধ্যম, যাতে ২০০
মিলিয়নের বেশি ব্লগ রয়েছে। এটি ব্যবহার করা তুলনামূলকভাবে কঠিন হলেও এটি
জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
ফ্লিকার - Flickr
ফ্লিকার
হলো একটি অনলাইন ভিডিও হোস্টিং মাধ্যম। ২০০৪ সালে জন্ম নেয় এই মাধ্যম।
২০০৫ সালে ইয়াহুর অন্তর্ভুক্ত হয় এই মাধ্যম। ৬৩ টি দেশে মোট ১১২ মিলিয়ন
ব্যবহারকারী রয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে।
রেডডিট - Reddit
২০০৫ সালের ২৩ জুন প্রতিষ্ঠিত হয় রেডডিট
নামক এই বিনোদন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর রয়েছে ৩৬ মিলিয়ন
ব্যবহারকারী এবং ২৩১ মিলিয়ন দর্শক। এটি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমও।
স্ন্যাপচ্যাট - Snapchat
স্ন্যাপচ্যাট
একটি ইমেজ ম্যাসেজিং মাধ্যম। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন
রেজি ব্রাউন, ইভান স্পিগেল ও ববি মারফি তৈরি করেন এই মাধ্যমটি। এটি ২০১১
সালে প্রকাশিত হয় এবং ২০১৫ সালের মধ্যে ১০০ মিলিয়ন ব্যবহারকারী সংগ্রহ করে।
হোয়াটসঅ্যাপ - Whatsapp
হোয়াটসঅ্যাপ
ম্যাসেঞ্জার হলো স্মার্ট ফোন, পিসি ও ট্যাবলেটগুলোর জন্য বিশেষভাবে তৈরি।
২০১০ সালের জানুয়ারি তে এটি চালু হয়। বন্ধুদের কাছে ছবি, ম্যাসেজ কিংবা
কাস্টমারদের কাছে পন্যের ছবি পাঠাতে এর জুড়ি মেলা ভার।
কুয়োরা - Quora
মানুষের কৌতুহলকে পুজি করে তোলা একটি উদ্ভাবনী ধারণা যা ২০০৯ সালে বাস্তবায়িত করা হয় কুয়োরা নামে। চার্লি শেভার এর তৈরি এই মাধ্যমের ৮০ মিলিয়ন ব্যাবহারকারীর মধ্যে অর্ধেকই আমেরিকার নাগরিক।
ভাইন - Vine
ভাইন
একটি ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগ মাধ্যম। এর রয়েছে ৪০ মিলিয়ন
ব্যবহারকারী। এটি তৈরি করা হয় ২০১২ সালে। কিন্তু তৈরি করার পর প্রকাশের আগে
টুইটার এই প্রতিষ্ঠানকে কিনে নেয়।
পেরিস্কোপ - Periscope
পেরিস্কোপ
সাধারনত একটি আয়নাযুক্ত যন্ত্রবিশেষ যার সাহায্যে দেয়ালের ওপারের দৃশ্য
অনায়াসে দেখা যায়। কিন্তু পেরিস্কোপ এখন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমও। এটি
একটি ভিডিও ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। ২০১৪ সালে কেভন বেকপুর এবং জো
বার্ননস্টেইন এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি তৈরি করেন। ২০১৫ সালে টুইটার এই
প্রতিষ্ঠানকে কিনে নেয় ১০০ মিলিয়ন ডলারের বিনিময়ে। পরে তারা উন্নতি করে এই
মাধ্যম আবার চালু করে এবং দাবি করে তাদের মাধ্যমের ব্যবহারকারী ১০ মিলিয়ন
ছাড়িয়েছে। ২০১৫ সালের ডিসেম্বর মাসে অ্যাপল এই মাধ্যমটিকে সেরা মাধ্যম
হিসেবে ঘোষণা করে।
বিজসুগর - Bizsugar
বিজসুগর
ছোট বড় সকল ব্যবসায়ীদের জন্য সেরা সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০০৭ সালে
তৈরি করা হয়। এবং অনেক বড় বড় পুরষ্কার অর্জন করে নেয় তার প্রকাশনা সরবরাহের
জন্য।
স্টাম্বল আপন - StumbleUpon
স্টাম্বল আপন
একটি অনলাইন শপ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। এর মধ্যে ৮০০০০ এর বেশি
ব্রান্ড এবং প্রকাশক রয়েছে। এটি মানুষকে বিভিন্ন পন্য খুজে পেতে এবং কিনতে
সাহায্য করে। এটি পরে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয়ে যায়।
ডেলিসিয়াস - Delicious
ওয়েব বুকমার্ক তৈরি, ভাগ করে দেয়ার জন্য বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ডেলিসিয়াস।
এটি প্রতিষ্ঠিত হয় ২০০৩ সালে পিটার গ্যাডজোকভ এবং জোশুয়া শ্যাচটার এর হাত
ধরে। পরে ২০০৫ সালে টুইটার এটিকে কিনে নেয়। ডেলিসিয়াস দাবি করে তাদের ৫.৩
মিলিয়ন ব্যাবহারকারী আছে এবং ১৮০ মিলিয়ন বুকমার্ক রয়েছে।
ডিগ - Digg
প্রায় এক দশক আগে বা ২০০৪ সালে প্রতিষ্ঠা করা হয় ডিগ নামক সংবাদ সংগ্রাহকারী এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এটি দাবি করে যে, এর ১১ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।
ভাইবার - Viber
ভাইবার
হলো বার্তা প্রেরণকারী একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ভয়েস ওভার আইপি
বা ভিওআইপি মাধ্যমে তৈরি। এই সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে অডিও,
ভিডিও চিত্র, স্থির চিত্র পাঠানো যায় মুহূর্তের মধ্যে বিশ্বের একপ্রান্ত
থেকে অপরপ্রান্তে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url