WordPress কি? ওয়ার্ডপ্রেস ব্যবহার না করার ১০ কারণ
WordPress কি? এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কারণ সহজে ও দ্রুত ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়ার্ডপ্রেসের যে বিকল্প নেই এটা আমরা প্রায় সবাই-ই জানি। টাইম ম্যাগাজিনের এক জরিপ মতে সারা বিশ্বের মোট ওয়েবসাইটের প্রায় ৬৫ শতাংশই তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে।
সহজ কথায় ওয়ার্ডপ্রেস হল কোডিং জ্ঞান ছাড়াই অসাম ওয়েবসাইট তৈরির একটা প্ল্যাটফর্ম। তবে আজকে লিখতে বসেছি এটি ব্যবহার না করার ১০ কারণ নিয়ে। নিশ্চয় শিরনাম দেখে একটু অবাক হয়েছেন তাই না? তাহলে বাঁকিটা পড়েই দেখুন না।
আপাতত আর কিছু মনে করতে পারছি না তাই ৯টি কারণ দিয়েই শেষ করলাম। আপনাদের যদি কারো আর কোন কারণ জানা থাকে তাহলে অবশ্যই আর্টিকেলের নিচে মন্তব্য করবেন। এত কিছুর পরেও যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেনই বলে ডিটারমানাইন্ড হন, তাহলে আপনি লিজেন্ড ভাই। আর হ্যাঁ: আই লাভ ওয়ার্ডপ্রেসস, ডো'ন্ট ইউ? :D
সহজ কথায় ওয়ার্ডপ্রেস হল কোডিং জ্ঞান ছাড়াই অসাম ওয়েবসাইট তৈরির একটা প্ল্যাটফর্ম। তবে আজকে লিখতে বসেছি এটি ব্যবহার না করার ১০ কারণ নিয়ে। নিশ্চয় শিরনাম দেখে একটু অবাক হয়েছেন তাই না? তাহলে বাঁকিটা পড়েই দেখুন না।
প্রিন্টিংপ্রেস vs ওয়ার্ডপ্রেস vs মাইক্রোসফট ওয়ার্ড
কোথাও গিয়ে আপনি যদি বলেন যে, আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন। তাহলে কেউ কেউ মনে করবে আপনি হয়ত প্রিন্টিংপ্রেসে কাজ করেন। আবার কাউকে যদি জিজ্ঞাসা করেন যে, ভাই আপনি কি ওয়ার্ডপ্রেস জানেন? তখন সে ওয়ার্ডপ্রেসকে মাইক্রোসফট ওয়ার্ড মনে করে ভাব নিয়ে বলবে, "কি বলেন মিয়া! শুধু কি কাজ জানি! কারিগরী শিক্ষা বোর্ডের সার্টিফিকেট পর্যন্ত আছে।" :Dপ্লাগিনে আসক্ত
ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে, বলা যায় আপনি নিশ্চিতভাবে প্লাগিন ব্যবহারে মাদকের মত আসক্ত হয়ে পড়বেন। কিন্তু ওয়ার্ডপ্রেসে প্লাগিন এর পরিমাণ মাত্র ৫০ হাজার এবং সেই সাথে আপনি চাইবেন যে, সবগুলো প্লাগিনই অন্তত একবার সাইটে চালিয়ে দেখি কেমন লাগে। :Pওয়েব এক্সপার্ট
ওয়ার্ডপ্রেস এমন একটা প্ল্যাটফর্ম যে, কয়েক দিনের মধ্যেই আপনি একেবারে ওয়েব এক্সপার্ট বনে চলে যাবেন। ফলে পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে আপনার জনপ্রিয়তা খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পেতে থাকবে। জ্বি হ্যাঁ ভাই, আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাক এটা কেউই চায় না। :DWordpress নাকি WordPress
আপনি যদি ওয়ার্ডপ্রেসে আসক্ত হয়ে থাকেন আর কেউ যদি ওয়ার্ডপ্রেস কথাটি ইংরেজিতে লিখতে গিয়ে WordPress না লিখে Wordpress লিখে, আই মিন বড় হাতের P না লিখে যদি ছোট হাতের p লিখে তাহলে আপনার মন মেজাজ খারাপ হয়ে যাবে। :Dঅনলাইন বিজ্ঞাপন
ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে অ্যাডসেন্সের বিজ্ঞাপনের প্রতি আপনি খুবই সিমপ্যাথি দেখানো শুরু করবেন। কোন ওয়ার্ডপ্রেস ব্লগার যদি তার সাইটে অ্যাডসেন্স অ্যাড না বসায় তাহলে আপনি তাকে জ্ঞান দেয়া শুরু করবেন, "হেই ম্যান! এভাবে আর কয় দিন, ইনকাম শুরু করে দিন।"সবার জন্য ওয়েবসাইট
আপনি যদি ওয়ার্ডপ্রেস জেনে থাকেন তাহলে আপনার মনে হবে দুনিয়ার সব প্রতিষ্ঠানেরই অন্তত একটা ওয়েবসাইট থাকা উচিত এমন কি সব টেকি মানুষেরই ওয়েবসাইট থাকা বাধ্যতামূলক।কয়েক মিনিটে ওয়েবসাইট
যারা ওয়ার্ডপ্রেস জানে না দেখবেন তারা প্রথমে পেনসিল খাতা নিয়ে বসে ওয়েব লেআউট তৈরি করবে। তারপর সেটা গ্রাফিক ডিজাইনারকে দিয়ে লেআউট ডিজাইন করিয়ে নিবে। এরপরে আবার ওয়েব ডিজাইনারকে দিয়ে ওয়েবসাইট তৈরি করিয়ে নিবে যা অনেক সময় সাপেক্ষ্য ও মেলা টাকা পয়সার ব্যাপার। আর এ ক্ষেত্রে আপনি উক্ত সমস্ত কাজ জাস্ট একটা থিম ডাউনলোড করে কয়েক মিনিটেই ফিনিশ করে ফেলতে পারেন।ওয়েবসাইটের ওপর ক্রাস খাওয়া
আপনি যদি আপনার ওয়েবসাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি করে থাকেন, তাহলে নিশ্চয় মনের মত ঝাক্কাস একটা থিম ব্যবহার করবেন। আর আপনার এই ঝাক্কাস থিমের ওপরে অনেকেই ক্রাস খেয়ে যাবে। এরপর আপনার কাছে এসে তারা নিজেদের ওয়েবসাইটের জন্য লেআউট ডিজাইন অ্যাডভাইস চাইবে। কেননা হ্যান্ড কোডেড সাইটগুলো চুড়ান্ত লেভেলের খ্যাত মনে হবে আপনার সাইটের তুলনায়। :(ভাই কোন থিম ব্যবহার করেন?
ওয়ার্ডপ্রেস জেনে থাকলে, আপনি যখনই কোন ওয়েবসাইট ভিজিট করবেন তখন যাচাই করে দেখবেন এটা কি ওয়ার্ডপ্রেসে তৈরি করা! যদি ওয়ার্ডপ্রেসে তৈরি করা হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনার জানার ইচ্ছে হবে যে, তারা কোন থিম ব্যবহার করে।আপাতত আর কিছু মনে করতে পারছি না তাই ৯টি কারণ দিয়েই শেষ করলাম। আপনাদের যদি কারো আর কোন কারণ জানা থাকে তাহলে অবশ্যই আর্টিকেলের নিচে মন্তব্য করবেন। এত কিছুর পরেও যদি আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করবেনই বলে ডিটারমানাইন্ড হন, তাহলে আপনি লিজেন্ড ভাই। আর হ্যাঁ: আই লাভ ওয়ার্ডপ্রেসস, ডো'ন্ট ইউ? :D
পোস্ট তেমন ভালো লাগলো নাহ। কেমন জানি পড়ার সময় বাজে লাগছিল। যেভাবে টাইলটেল আর পোস্ট এর বিস্তারিত লেখা হয়েছে তা পরে ভালো ফিল আসে নাই।
এটি একটি এডিক্টিভ ফানি পোস্ট।